Badhan Sarkar Puja

Badhan Sarkar Puja I'm Badhan Sarkar Puja. I am a professional digital marketer.

ইউডেমি কি? ইউডেমি হলো একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা পেশাদার বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়, এটি...
10/07/2023

ইউডেমি কি?

ইউডেমি হলো একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা পেশাদার বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়, এটি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল। ২০২৩ সালের মার্চ পর্যন্ত এ প্ল্যাটফর্মটিতে ৬২ মিলিয়ন শিক্ষার্থী, ২,১০,০০০টিরও বেশি কোর্স এবং ৭০,০০০এরও বেশি প্রশিক্ষক প্রায় ৭৫টি ভাষায় পাঠদানের কোর্স রয়েছে, যার মধ্যে ৮৩০মিলিয়নেরও বেশি কোর্স তালিকাভুক্তি রয়েছে। প্রায় ১৪,৪০০ ইউডেমি ব্যবসার গ্রাহক রয়েছে এবং ফরচুন ১০০-এর ৫০%-এরও বেশি ইউডেমি ব্যবসার গ্রাহক। ইউডেমি বিজনেস গ্রাহকদের ২২,০০০ টিরও বেশি কোর্সে অ্যাক্সেস রয়েছে, যার মধ্যে ৯,০০০ টিরও বেশি ইংরেজিতে।
ইউডেমি হচ্ছে অনলাইনে কোর্স সাইট। ইউডেমি তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোনো ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যেমন-ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং, লাইফ স্টাইল ইত্যাদি। যারা এই ঠিক দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার।
পরিশেষে বলা যায়, ইন্টারনেটের দুনিয়ায় ইউডেমি হচ্ছে শেখার একটি বৃহৎ মাধ্যম। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাদান করা হয়।

🟠ডিজিটাল মার্কেটিং কি?👉ইন্টারনেটের সাহায্যে কোন প্রোডাক্ট বা সেবা অনলাইনে মানুষের মাঝে পৌঁছে দেওয়া বা প্রচার-প্রচারণা ক...
06/07/2023

🟠ডিজিটাল মার্কেটিং কি?

👉ইন্টারনেটের সাহায্যে কোন প্রোডাক্ট বা সেবা অনলাইনে মানুষের মাঝে পৌঁছে দেওয়া বা প্রচার-প্রচারণা করাকে ডিজিটাল মার্কেটিং বলে।
👉ডিজিটাল মার্কেটিং আজ যেকোনো কোম্পানি, পণ্য বা সার্ভিসের মার্কেটিং এর সেরা এবং অনেক শক্তিশালী মাধ্যম। অনেক কম সময়ে ইন্টারনেটের মাধ্যমে আপনি নিজের ব্র্যান্ড, ব্যবসা বা পণ্য অনেক ভোক্তার কাছে প্রচার বা মার্কেটিং করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজের লক্ষ্যবস্তু গ্রাহককে লক্ষ্য রেখে মার্কেটিং করতে পারবেন। এই মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনার কোথাও যেতে হয়না বা কোনো কর্মচারী রাখতে হয়না। পুরোটাই কেবল একটি কম্পিউটার বা মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার করেই সম্ভব।
👉ডিজিটাল মার্কেটিং শিখতে হলে প্রযুক্তিগত প্রাথমিক ধারণা বা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। লেখালেখি, ছবি সম্পাদনা, গ্রাফিক্স সফটওয়্যারের কাজ জানা থাকলে বাড়তি দক্ষতা হিসেবে কাজে আসবে।
👉ডিজিটাল মার্কেটিং এর যেই অংশে কাজ করতে চান তার সাথে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। যেমন: সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলে লাইক, ফলোয়ার ইম্প্রেশন এসবের ওপর গুরুত্ব দিতে হবে।
👉অন্যান্য মার্কেটিংয়ের থেকে ডিজিটাল মার্কেটিং করতে খরচ এবং সময় অনেক কম হয় বিধায় ডিজিটাল মার্কেটিং দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে।
👉বর্তমানে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং এর কারণে বেশিরভাগ গ্রাহকই কিছুটা বিরক্ত। অনেক প্রতিষ্ঠান আবার কিছুটা বেশিই মার্কেটিং করতে যেয়ে পুরো ডিজিটাল মার্কেটিং বিষয়টার ওপরই গ্রাহকের মনে একটি বিতৃষ্ণা তৈরিতে ভূমিকা রাখছেন। ফলে ঐ প্রতিষ্ঠান সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল প্রতিষ্ঠানই।
👉খালিদ ফারহান বাংলাদেশের তরুণ সমাজের জন্য ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং এর একজন পথ প্রদর্শক। বর্তমানে তার দুটি মার্কেটিং এজেন্সি মিলিয়ে কাজ করছেন ১৫০ এর ও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে।
👉সুতরাং, ধৈর্য এবং একাগ্ৰতার সাথে কাজ করতে শিখুন, অবশ্যই একদিন সফল হবেন। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ভবিষ্যৎ অনলাইন ক্যারিয়ার বিল্ডাপ করতেন পারবেন।
digitalmarketing
digitalmarketingcontent

Address

Maniknagar
Dhaka

Opening Hours

Monday 17:00 - 00:00
Tuesday 17:00 - 00:00
Wednesday 17:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhan Sarkar Puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhan Sarkar Puja:

Share