10/07/2023
ইউডেমি কি?
ইউডেমি হলো একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা পেশাদার বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়, এটি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল। ২০২৩ সালের মার্চ পর্যন্ত এ প্ল্যাটফর্মটিতে ৬২ মিলিয়ন শিক্ষার্থী, ২,১০,০০০টিরও বেশি কোর্স এবং ৭০,০০০এরও বেশি প্রশিক্ষক প্রায় ৭৫টি ভাষায় পাঠদানের কোর্স রয়েছে, যার মধ্যে ৮৩০মিলিয়নেরও বেশি কোর্স তালিকাভুক্তি রয়েছে। প্রায় ১৪,৪০০ ইউডেমি ব্যবসার গ্রাহক রয়েছে এবং ফরচুন ১০০-এর ৫০%-এরও বেশি ইউডেমি ব্যবসার গ্রাহক। ইউডেমি বিজনেস গ্রাহকদের ২২,০০০ টিরও বেশি কোর্সে অ্যাক্সেস রয়েছে, যার মধ্যে ৯,০০০ টিরও বেশি ইংরেজিতে।
ইউডেমি হচ্ছে অনলাইনে কোর্স সাইট। ইউডেমি তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোনো ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যেমন-ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং, লাইফ স্টাইল ইত্যাদি। যারা এই ঠিক দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার।
পরিশেষে বলা যায়, ইন্টারনেটের দুনিয়ায় ইউডেমি হচ্ছে শেখার একটি বৃহৎ মাধ্যম। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাদান করা হয়।