Sonia & Shakir

Sonia & Shakir About Blue It:

At Blue It, we bring creativity and technology together to deliver impactful solutions that help businesses stand out.
(3)

Whether you need bold advertising, innovative marketing strategies, or seamless web development, we’ve got you covered. Our team of experts is dedicated to elevating your brand and ensuring your success in the ever-evolving digital landscape. From building engaging websites to crafting targeted campaigns, we provide the tools and strategies that make your business shine. Blue It – where innovation meets ex*****on. Let’s take your brand to new heights.

আমার এই বিল্ডিং ভূঁইয়া টাওয়ার সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হলো ।এটি একটি ২৮ ইউনিটের বাড়ি। আশা করি ১...
23/08/2024

আমার এই বিল্ডিং ভূঁইয়া টাওয়ার সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হলো ।এটি একটি ২৮ ইউনিটের বাড়ি। আশা করি ১০০০ হাজারের বেশি লোক উপকৃত হবেন।
স্থান বিরিন্ছি সদর হাসপাতাল মোড় ,কামরুল ম্যানসন, ফেনী।
আপনারা যারা পানি বন্দি হয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য আসার জন্য আহ্বান জানাচ্ছি ।
ভূঁইয়া টাওয়ারের সত্তাধিকারি জনাব শিপন ভূঁইয়া।
যোগাযোগ এর জন্য
মিরাজ ভূঁইয়া: 01844286180
রেশমা: 01820088738
শামিম: 01601723717
শিপন ভূঁইয়া: 01885505520/ 01705041876
©post

05/08/2024

আলহামদুলিল্লাহ!
দেশ স্বাধীন
জুলুম কখনো চিরস্থায়ী হয় না।

একজনের গদির লোভে, একটা দেশের মেধা শেষ, অর্থনীতি শেষ, বিবেক শেষ, শান্তি শেষ, দেশটাই শেষ, সব শেষ !!!!
04/08/2024

একজনের গদির লোভে, একটা দেশের মেধা শেষ, অর্থনীতি শেষ, বিবেক শেষ, শান্তি শেষ, দেশটাই শেষ, সব শেষ !!!!

ছাত্রলীগ কি আইনের উর্ধ্বে?? তাদেরকে কে দায়িত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার!! দেশে কি আইন নেই? আইন শৃংখলা ...
16/07/2024

ছাত্রলীগ কি আইনের উর্ধ্বে??
তাদেরকে কে দায়িত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার!! দেশে কি আইন নেই? আইন শৃংখলা বাহিনী নেই?

ইব্রাহিম সানিম!
তুই আমাদের লক্ষীপুরের কমলনগর বাসিদের জন্য কলঙ্ক।
এরকম আরো অনেক আছে আমাদের আশেপাশে।
★সাবেক সাধারন সম্পাদক লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পূর্ণ ঠিকানা:
নাম: ইব্রাহিম সানিম
পিতা: আবুল কাসেম।
বাড়ি: মজিদ মাঝি বাড়ি।
জেলা: লক্ষ্মীপুর।
উপজেলা: কমলনগর।
ইউনিয়ন: তোরাবগঞ্জ।
ওয়ার্ড: ০৯।
গ্রাম: চর পাগলা।

🥺 শেষ বিচারের দিন আল্লাহ তায়ালা যেন আমাদের হিসাবকে সহজ করে দেন...(আমিন) 🤲
08/01/2024

🥺 শেষ বিচারের দিন আল্লাহ তায়ালা যেন আমাদের হিসাবকে সহজ করে দেন...(আমিন) 🤲

দোয়া প্রার্থীলক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ সাহ...
06/09/2023

দোয়া প্রার্থী
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ সাহেব অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আলহামদুলিল্লাহ বর্তমানে তিনি সুস্থ আছেন....
রাজধানী এবার কেয়ার হাসপাতালে পাইলসের অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ শায়েখ এখন বর্তমানে অনেকটা ভালো আছেন।

ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তায়ালার দয়ায় তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।

সবাই উনার জন্য দোয়া করবেন।

এখন থেকে নিউইয়র্কের মাইকে দিনে ০৫ বার ৫ ওয়াক্ত নামাজের আজান দেয়া হবে,  আমার রবের শ্রেষ্টত্ব ঘোষনা করা হবে .!!আল্লাহু আক...
27/08/2023

এখন থেকে নিউইয়র্কের মাইকে দিনে ০৫ বার ৫ ওয়াক্ত নামাজের আজান দেয়া হবে, আমার রবের শ্রেষ্টত্ব ঘোষনা করা হবে .!!
আল্লাহু আকবার!! ✊

বাংলার কিংবদন্তি এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়.... কাবা ঘরের ইমামগণ 🕋 আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি(রহ.) মৃত্যুতে এক টুইটার ...
15/08/2023

বাংলার কিংবদন্তি এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়....
কাবা ঘরের ইমামগণ 🕋 আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি(রহ.) মৃত্যুতে এক টুইটার বিবৃতিতে শোকবার্তা জানিয়েছেন,,,

الشيخ دلوار حسين السعيدي عالم إسلامي شهير من🇸🇦 بنغلادش ، نشعر بحزن عميق لوفاته ، تقبل الله خدمته للقرآن وأعطاه مكانة عالية في جنات الفردوس.🇸🇦
The Bird of Quran...
-- শায়েখ দিলওয়ার হুসাইন সাইদি বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, আল্লাহ উনার কুরআনের খিদমতকে কবুল করুক এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন আমিন।

√ শায়েখ ড.আব্দুর রহমান আল সুদাইসি (হা.ফি.)
-- খাদেমুল হারামাইন শরীফাইন 🇸🇦

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।এই অসুস্থ দুনিয়া থেকে আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অনন্তকালের জীবনে.... ...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
এই অসুস্থ দুনিয়া থেকে আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অনন্তকালের জীবনে.... 🥺
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন 🤲🤲

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■...
05/08/2023

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজিকের ব্যাবস্তা আমি করি নাই।
সংগৃহীত

আলহামদুলিল্লাহ!!  🥰আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। নানান কর্মযজ্ঞ ও ...
19/07/2023

আলহামদুলিল্লাহ!! 🥰
আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। নানান কর্মযজ্ঞ ও আয়োজনের মাধ্যমে নতুন গিলাফে মোড়ানো হয় কাবা শরীফ।

03/07/2023

আলহামদুলিল্লাহ্ 🥰
শুকরিয়া মহান রবের দরবারে! তিনি আমাদের জন্য একটা রাজকুমার উপহার দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে নেককার সন্তান হিসেবে কবুল করে। আমিন 🤲

মাশা-আল্লাহ! মহান আল্লাহ তায়ালা'র কি অপরুপ সৃষ্টি... হাজার ফুলের মাঝে একটি জীবন্ত গোলাপ ❤️😥
10/06/2023

মাশা-আল্লাহ! মহান আল্লাহ তায়ালা'র কি অপরুপ সৃষ্টি...
হাজার ফুলের মাঝে একটি জীবন্ত গোলাপ ❤️😥

দুই টাকার এই চাকরি করছেন কি কখনও ...?? ☺️
31/05/2023

দুই টাকার এই চাকরি
করছেন কি কখনও ...?? ☺️

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও যিকির ❤️
29/05/2023

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও যিকির ❤️

আলহামদুলিল্লাহ! 🥰তুরস্কের নির্বাচনে পুনঃ নির্বাচিত হয়েছেন বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন।রেসেফ_তাইয়েপ_এরদোয়ান'অভিনন্দন!...
15/05/2023

আলহামদুলিল্লাহ! 🥰
তুরস্কের নির্বাচনে পুনঃ নির্বাচিত হয়েছেন বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন।
রেসেফ_তাইয়েপ_এরদোয়ান'

অভিনন্দন! 🎇🎆
আল্লাহ তাআলা উনাকে দ্বীনের খেদমত করার তাওফিক দান করুক.. আমিন 🤲

15/05/2023

- আল্লাহ তায়ালা যেমন রাতের পর দিন আনেন 🏙
- তেমনি দুঃখের পরেই সুখ দিবেন 😍
- ইন"শা"আল্লাহ ❤️

Address

Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia & Shakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia & Shakir:

Share