The Empire Of Jara Rajjo

The Empire Of Jara Rajjo Human religion is the biggest religion, so we sing the praises of people. Stay with truth.

রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দু'আ ফিরিয়ে দেয়া হয়না।”(আবু দাউদ ৫২১, তিরমিজি ২১২)
09/12/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দু'আ ফিরিয়ে দেয়া হয়না।”
(আবু দাউদ ৫২১, তিরমিজি ২১২)

08/12/2023
07/12/2023

Happy Sister's Day.🥰

ভালো থাকুক পৃথিবীর সকল বোনেরা। ❤️

একটু মেঘলা মেঘলা… শীত শীত দিনে যখন তখন চা, কফি খেতে ভালোই লাগে….প্রিয়জনদের নিয়ে মাঝে মাঝে আড্ডা, কফি হোক… ভালো করে সবার ...
07/12/2023

একটু মেঘলা মেঘলা… শীত শীত দিনে যখন তখন চা, কফি খেতে ভালোই লাগে….
প্রিয়জনদের নিয়ে মাঝে মাঝে আড্ডা, কফি হোক… ভালো করে সবার মুখটা দেখুন, ভেতরের মনটা দেখুন, জিগ্যেস করতে হবেনা কে কেমন আছে… সবার চোখ, মুখ হাসি বলে দেবে❤️🙏❤️

-আল্লাহপাকের মোবাইল নম্বর কি জানো?-জি-না হুজুর।-উনার মোবাইল নম্বর হলো ২৪৪৩৪।-বলেন কী?-এই নম্বরে মোবাইল দিলেই উনারে পাওয়া...
06/12/2023

-আল্লাহপাকের মোবাইল নম্বর কি জানো?
-জি-না হুজুর।
-উনার মোবাইল নম্বর হলো ২৪৪৩৪।
-বলেন কী?
-এই নম্বরে মোবাইল দিলেই উনারে পাওয়া যায়। ২ হলো ফজরের দুই রাকাত ফরজ নামাজ, ৪ হলো জোহরের চার রাকাত ফরজ নামাজ, আরেক ৪ হলো আসরের চার রাকাত, ৩ হলো মাগরেবের তিন রাকাত, আর এশার চার রাকাতের ৪। এখন পরিষ্কার হয়েছে?
-জি হুজুর।
-প্রতিদিন একবার উনারে মোবাইল করবা। দেখবা সব ঠিক।

—হুমায়ূন আহমেদ (হিমু এবং হার্ভার্ড Ph.D.বল্টু ভাই)

প্রস্তুতি ছাড়া, আগাম বার্তা ছাড়া, ইচ্ছা ছাড়া নিশ্চিত এক গন্তব্যের নাম - মৃত্যু !
06/12/2023

প্রস্তুতি ছাড়া, আগাম বার্তা ছাড়া, ইচ্ছা ছাড়া নিশ্চিত এক গন্তব্যের নাম - মৃত্যু !

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?






ট্রেনের নাম : কক্সবাজার এক্সপ্রেস টিকিটের দাম : ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা স্নিগ্ধতে (এসি চেয়ার) ভাড়া ...
04/12/2023

ট্রেনের নাম : কক্সবাজার এক্সপ্রেস

টিকিটের দাম : ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা
স্নিগ্ধতে (এসি চেয়ার) ভাড়া ১৩২৫ টাকা এবং বার্থের (স্লিপার) ভাড়া ২০৩৮ টাকা।

🕙সময়:
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত ১০:৩০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ০৭:২০ মিনিটে।

❌ ঢাকা - কক্সবাজারগামী ট্রেনের অফ ডে সোমবার
❌ কক্সবাজার - ঢাকাগামী ট্রেনের অফ ডে মঙ্গলবার

জানালার পাশের (window seat) সিট:
🌸শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০-৩৩ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রামূখী আসন হবে।

🌸এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৭ সোজা বা যাত্রামূখী আসন হবে।

© কালেক্টেড পোস্ট

গত বছর হজ্জ শেষ করে বেশ কিছু আজওয়া খেজুর সাথে নিয়ে আসলাম । যথাসম্ভব আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের দিয়ে আমি একটা জার ভর্তি...
04/12/2023

গত বছর হজ্জ শেষ করে বেশ কিছু আজওয়া খেজুর সাথে নিয়ে আসলাম । যথাসম্ভব আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের দিয়ে আমি একটা জার ভর্তি করে নিজের জন্য রেখে দিলাম খুব যত্ন করে । ঐ খেজুর নিয়ে আমি মিশর যাই । তারপর আমেরিকা, সাথে আমার সেই আজওয়া খেজুর ।

একদিন এক বাসায় বেড়াতে গেলাম । সে বাসার আন্টি রান্না করতে করতে গল্প করছিলেন । তার পাশেই কিচেনে বসে ছিলাম । এক পর্যায়ে হজ্জের প্রসঙ্গ , তারপর আন্টি আজওয়া খেজুর নিয়ে বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেলেন । তিনি খুব শুনেছেন কিন্তু আজ অবধি খেতে পাননি । এক পর্যায়ে কাঁদছেন, যদি হজ্জে যেতে পারতেন, যেতেন যদি মদীনা । ইচ্ছেমত যদি আজওয়া খেতে পারতেন ।

সেদিনের মত আন্টির কাছ থেকে বিদায় নিলাম । বাসায় ফিরে ফ্রীজ খুলে আমার আজওয়া খেজুরের জারটা হাতে নিয়ে বসে আছি । আন্টির কান্না ভেঁজা মুখ আর তার আফসোসটা মন থেকে সরছে না । আন্টিকে দিতে ইচ্ছে করছে, আবার তিন দেশ বয়ে বেড়ানো নিজের জন্য রেখে দেওয়া এত প্রিয় জিনিসটা দেই কি করে ।

পরদিন সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে সোজা আন্টির বাসায় । হ্যান্ড ব্যাগ খুলে আজওয়া জারটা আন্টির হাতে দিয়ে বললাম ‘পুরোটাই আপনার’ । কিছু অনুভুতি বলে বুঝানো যায় না। আমি বুঝাতে পারবো না তারপর সেখানে কি আবেগঘন মুহূর্ত হলো ।

একটা চরম উপলব্ধি বাসায় ফিরলাম । খুব যত্ন করে তিন দেশ বয়ে সুদুর আমেরিকাতে নিয়ে যাওয়া আজওয়ার জারটা আসলে আমার না; আমাকে দিয়ে আল্লাহ সুবহানুওয়াতায়ালা সেটা যার জন্য বরাদ্দ তার হাতে পৌছে দিয়েছেন ।

রিজিক যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা আসবেই,সাত সমুদ্র তোর নদী পেরিয়েও ।

ঘটনা এখানেই শেষ নয় । এর সপ্তাহ খানেক পর আমার ঘনিষ্ট বন্ধু ওমরা করে ফিরল । আমি দেখা করতে গেলাম । বিদায় নেয়ার সময় বন্ধু বললো ‘তোর জন্য খুব দামী গিফট্ আছে ।’

সারাটা রাস্তা ঝাপসা চোখে ড্রাইভ করে বাসায় ফিরছি । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিঁজে যাচ্ছে বারবার । ঠিক এক জার আজওয়া নিয়ে বাসায় ফিরেছি, যেমনটা দিয়েছিলাম আন্টিকে ।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী ।।

আল্লাহ তা‘আলা বলেন, وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا
‘‘এবং তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। অতঃপর তার একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন’’।
(সূরা ফুরকান: ২)

কালেক্টেড

03/12/2023

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) বলেছেন, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদাকাহ, প্রতিটি ভালো (উত্তম) কথাও হচ্ছে সাদাকাহ।

[বুখারী -২৯৮৯]

আগামীকাল ২৬ নভেম্বর এইচএসসি ২০২৩ এর রেজাল্ট।সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ২৬ ই নভেম্বর দিনটি আল্লাহ্ তায়ালা সবারজন‍্য যে...
25/11/2023

আগামীকাল ২৬ নভেম্বর এইচএসসি ২০২৩ এর রেজাল্ট।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ২৬ ই নভেম্বর দিনটি আল্লাহ্ তায়ালা সবার
জন‍্য যেনো খুশির দিন হিসাবে কবুল করেন।

( আমিন )🤲🤲

✅রেজাল্ট চেক করার লিংকঃ
http://www.educationboardresults.gov.bd/

✅রেজাল্ট সহ মার্কসিট ডাউনলোড লিংকঃ
https://eboardresults.com/v2/home — fরেজাল্ট কিভাবে বের করে যারা জানেন না তাদের জন্য এগুলো দিলাম

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্...
24/11/2023

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)

"ইয়া আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকেই লিখা থাকে তাহলে কেনো আমি আপনার কাছে চাইবো'?🤲“আল্লাহ” হাসলেন এবং বললেন "কিছু পৃষ্ঠা...
23/11/2023

"ইয়া আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকেই লিখা থাকে তাহলে কেনো আমি আপনার কাছে চাইবো'?🤲

“আল্লাহ” হাসলেন এবং বললেন "কিছু পৃষ্ঠায় আমি এমনও লিখে রাখতে পারি তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে!❤️

সুবাহানআল্লাহ!

 #ফিলিস্তিনি কবি  #ঘাসান_ফৈয়জ_কানাফানি'র কবিতা
22/11/2023

#ফিলিস্তিনি কবি #ঘাসান_ফৈয়জ_কানাফানি'র কবিতা

চশমা পরা ছেলেটাকে ডিপার্টমেন্টে আগে দেখিনি। কৌতুহলী হয়ে বললাম " হাই! আমি ইন্টার ফাস্ট ইয়ারে, তুমি বুঝি আজ প্রথম কলেজে আ...
20/11/2023

চশমা পরা ছেলেটাকে ডিপার্টমেন্টে আগে দেখিনি। কৌতুহলী হয়ে বললাম " হাই! আমি ইন্টার ফাস্ট ইয়ারে, তুমি বুঝি আজ প্রথম কলেজে আসলে? আগে তো দেখিনি...

- আমি রাতুল। এই কলেজের নতুন প্রফেসর!🙂
___

যে পুরুষ বাবা হয়ে আগলায়,স্বামী হয়ে ভালোবাসে,সন্তান হয়ে দায়িত্ব সামলায়,আজ তাদের দিন।Happy International Men's Day.❤️
19/11/2023

যে পুরুষ বাবা হয়ে আগলায়,
স্বামী হয়ে ভালোবাসে,
সন্তান হয়ে দায়িত্ব সামলায়,
আজ তাদের দিন।

Happy International Men's Day.❤️

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্...
19/11/2023

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্কে পালিত অনুষ্ঠানটি ১১৪টি দেশে প্রচারিত হয়েছিল।

নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন।
বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত দিবসটি পালন শুরু হয়।
সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে নারী।
সকল নারী উদ্যোক্তাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা,,,,,,

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কা...
18/11/2023

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ
কিভাবে পাইলট হতে হয় (ভলিউম ১)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউন্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তার আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে (ভলিউম ২) বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।

সারমর্ম : অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু একসময় ঠিক নিচে নামবে, জীবিত অথবা মৃত, না হয় কেটে ছিড়ে!!!

অনার্স থার্ড ইয়ারে থাকতে এক স্বনামধন্য  প্রফেসর স্যারের ছেলেকে পড়াতাম। নিজের শিক্ষকের ছেলেকে তার বাসায় পড়াতে গিয়ে দেখলাম...
16/11/2023

অনার্স থার্ড ইয়ারে থাকতে এক স্বনামধন্য প্রফেসর স্যারের ছেলেকে পড়াতাম। নিজের শিক্ষকের ছেলেকে তার বাসায় পড়াতে গিয়ে দেখলাম, আমি পড়ার টেবিলে বসলে আমার স্টুডেন্ট যতটা তাড়াহুড়া করে তার বই খাতা আনতো, তার চেয়ে প্রফেসর স্যার আরো দ্রুত তার ছেলের বই খাতা নিয়ে আসতো আইমিন ছেলেকে হেল্প করতো। ওনার ছেলে পড়া না শিখলে স্যার এসে ক্ষমা চেয়ে নিতো! মারার জন্যে বেত দিয়ে যেতো!
যতটা না ভক্তি আমার ছাত্রের ছিলো আমার প্রতি, তার চেয়েও বেশী ভক্তি এবং শ্রদ্ধা ঐ প্রফেসর স্যার আমাকে করতো। আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম। চুপ করে থাকতাম স্যারে কান্ড দেখে, তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরোও বেড়ে যেতো।

স্যারকে একদিন জিজ্ঞেস করলাম স্যার আপনিতো আমাকে নাম ধরেই ডাকতে পারেন, তখন স্যার উত্তর দিলো "বাবা আমি যেভাবে তোমাকে ট্রিট করবো আমার ছেলে তোমাকে ঐভাবেই ট্রিট করবে, আমি তোমাকে সম্মান প্রদর্শন না করলে, সে শিখবে কই থেকে? আমার ছেলে, শিক্ষকের সম্মান বুঝবে কি করে আমি যদি তার শিক্ষককে ঐ সম্মানটা দিতে না পারি!

আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম!!

এখনকার বাবা-মা'রা তার ছেলে-মেয়েদের সামনেই শিক্ষককে প্রশ্ন করে -- কি ব্যাপার কাল আসলা না কেনো? সময় দিয়ে পড়াও না কেনো? শিখায় দাওনা কেনো? তোমার পড়ানো বুঝেনা কেনো? শিক্ষক বেরিয়ে গেলে তার মূজার গন্ধ- মুখের গন্ধ- পোশাক নিয়ে হাসাহাসি হয়!!! আরও অনেক কিছু!

যে শিক্ষক কে অসম্মান করছি তার স্টুডেন্ট এর সামনে, সেই শিক্ষক যদি তাকে পড়াশোনা গলাধঃকরণ করেও দেয়! দিন শেষে এই শিক্ষা আপনার ছেলে-মেয়ের কাজে আসবেনা! লিখে রাখেন! কারন স্ব-সম্মানিত মানুষ যা বুঝাবে আপনার ছেলে-মেয়ে তার কিয়দাংশ হলেও গ্রহন করতে পারবে! আর অসম্মানিত মানুষ আপনার বাচ্চাকে যাই পড়াক না কেনো ঐ পড়া কিন্তু তার মাথায় সহজে ঢুকবেনা!!! কারন সন্তানের কাছে ঐ শিক্ষকের ভ্যালু আপনি নিজেই কমিয়ে দিয়েছেন !!!

সংগৃহীত!

১১বছর নিঃসন্তান!মেডিক্যাল রিপোর্টে উভয়ই ফিট।বরের মনে পড়লো সম্পত্তি বন্টনে তার ছোট বোনকে ঠকিয়েছেন।সম্পত্তি ফেরত দেওয়া হলো...
16/11/2023

১১বছর নিঃসন্তান!
মেডিক্যাল রিপোর্টে উভয়ই ফিট।
বরের মনে পড়লো সম্পত্তি বন্টনে তার ছোট বোনকে ঠকিয়েছেন।
সম্পত্তি ফেরত দেওয়া হলো।

বছরান্তে রাজকন্যার আগমন !

হিসাবের খাতা খুলে বসুন!
কোথাও গরমিল আছে কিনা চেক করুন।
إن الله لا يحب الظالمين
আল্লাহপাক জালেমদের পছন্দ করেন না।

(সংগৃহীত)

আমাদের মেসে রাফসান নামের এক বড় ভাই ছিলো।একদিন দেখলাম একটা ভ্যান গাড়ির সামনে দাঁড়িয়ে কোমর মাপছিলো। মেসের অন্যান্য সদস্যসে...
16/11/2023

আমাদের মেসে রাফসান নামের এক বড় ভাই ছিলো।একদিন দেখলাম একটা ভ্যান গাড়ির সামনে দাঁড়িয়ে কোমর মাপছিলো। মেসের অন্যান্য সদস্যসের একজন (উনার বড়) এটা দেখে সবাই মিলে উনাকে নিয়ে একটু ঠাট্টা করলো। রসিকতা বৈকি উনিও তাদের সাথে একটু হাসলো, কিন্তু আমার চোখ সেদিন রাফসান ভাইয়ের লুকিয়ে থাকা কষ্টকে দেখেছিলো। উনি আমারই রুমের মেম্বার ছিলো তাই সবার থেকে উনার ব্যাপারে আমিই ভালো জানতাম।

আমাদের মেসে রাফসান ভাই অনেক পড়াশোনা করতো।এমনও সময় গেছে যে, উনি সকালে উঠে পড়া রিভিশন দিতে দিতে নাস্তা খাওয়ার সময়টাকেই ভুলে যেতেন। মাঝে মাঝে আমাকে বলতো, – 'এইরে নাস্তার কথা তো ভুলেই গেছি।' আমি মুচকি হাসি দিয়ে ভাবতাম, ভাইয়াকে যে দারিদ্র্যতা গ্রাস করছে তা হয়তো মুচে যাবে একদিন।

সেদিন সন্ধ্যায় সবার হাসি ঠাট্টা শেষে, সেদিন রাত্রির শেষ ভাগে ভাই কে জিজ্ঞেস করলাম,
– “ এভাবে আর কয়দিন ভাই? ”

ভাই মুখের কোনায় হালকা হাসির রেশ নিয়ে বললো,
– “ দারিদ্র্যতা মানুষের বেশি দিন থাকেনারে।সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই একটা না একটা সুযোগ দেন। হয়তো আমার সেই সুযোগ এখনো হয়ে আসেনি। ”

তারপর বললাম,
– “ প্যান্টটা কিন্তু ভ্যান গাড়ি থেকে নেওয়া হলেও খারাপ না।একটা প্যান্ট ভ্যানে যেরকম মার্কেটেও সেরকম।মার্কেটে দোকান ভাড়া আর অন্যান্য খরচ মিলিয়েই হয়তো তার দাম বৃদ্ধি পায়। ”

ভাই মুচকি হেসে বললেন, – “ ঘুমিয়ে পড়। ”

পরদিন সকাল বেলা ঘুম ভাঙলো ভাইয়ের ফোনের আওয়াজে।উনার বাবা গ্রামের একজন চায়ের দোকানি।দোকানের জিনিসপত্র আনতে গিয়ে নাকি সিএনজি এক্সিডেন্টে গুরুতর আহত।
আমি বুঝতে পারলাম বাড়িতে যাওয়ার জন্যও তার কাছে টাকা নেই।

আমি নিজ থেকেই ভাইকে বললাম,
– “ ভাইয়া আপনি বাড়ি যান। যাওয়া আসার ভাড়া নিয়ে আপনি চিন্তা করিয়েন না। ”

তারপর আমার কাছে থাকে সামান্য কিছু টাকার পুরোটাই দিয়ে দিলাম।ভাইকে সেদিন আমি প্রথম কাঁদতে দেখি, কিন্তু বুঝে উঠতে পারলাম না এই কান্না কিসের কান্না!

সেদিন দুপুরে জানতে পারলাম রাফসান ভাইয়ের বাবা আর বেঁচে নেই।দুই বোন আর এক ভাইয়ের দ্বায়িত্ব এসে পড়লো ভাইয়ের উপর।

বাড়ি থেকে ফিরে আসার পর ভাইকে সবসময়ে চুপচাপ থাকতে দেখতাম। হয়তো কষ্টটা এখনো কাটিয়ে উঠতে পারেনি।আমার যত টিউশনি আছে তার থেকে বেতন পেয়ে আরো অনেক থেকে যায়।তাই একটা টিউশনি ভাইকে দিয়ে দিলাম।

একদিন টিউশনি শেষ করে এসে শুনি ভাই রুম ছেড়ে দিয়েছে।এটা শুনে মনটা ভিষণ খারাপ হয়ে গেলে।সেদিন আর সারাদিন ভাইয়ের সাথে কথা বলিনি।ভাই নিজ থেকে কথা বলতে আসলেও এড়িয়ে গিয়েছি।

ঘুমাতে যাওয়ার আগে, রাফসান ভাই নিজ থেকেই বলতে শুরু করলো,
– “ টিউশনির যা বেতন পাই এ দিয়ে রুম ভাড়া দিবো নাকি বাড়িতে পাঠাবো বলো,তারচেয়ে এটা ভালো না যে বাড়িতে বসে কিছু একটা করে সংসার আর নিজে চলার খোরাক জোগানো। ”

বিষয়টা বুঝার পর ভাইকে বললাম,
– “ আপনাকে অনেক মিস করবো ভাই।জানিনা ঘুমাতে যাওয়ার আগে কার সাথে একটু সুখ দুঃখের কথা বলবো। ”

কথাটা বলতে বলতে গলাটা একটু ভারি হয়ে আসলো।

ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললো,
– “ ঠিক হয়ে যাবে।দেখবে নুতুন রুমমেট এর সাথে আরো জমিয়ে কথা বলতে পারবে।কারো শূন্যতা কেউ না কেউ এসে পূর্ণ করে দিয়ে যাবেই। ”

কথাগুলো বলতে বলতে রাফসান ভাই চোখ বন্ধ করলো। আমি লক্ষ করলাম ভাইয়ের চোখ বেয়ে পানি পড়ছে।

যাওয়ার আগে ভাই বললো,
– “ তোমার পাওনা টাকাটা আমি দিতে পারলাম না। ”

আমি মন খারাপ করে বললাম,
– “ আমাদের হয়তো আবার দেখা হবে, সেদিন না-হয় মিটিয়ে দিয়েন।ভাই আমার কাঁধে হাত রেখে বললো, নিজের খেয়াল রেখো। ”

আমি আর ভাইকে এগিয়ে দিতে গেলাম না।তবে যাওয়ায় পর বড় বাকা গলি অবদি ভাইয়ের দিকে তাকিয়ে থাকলাম।একটি বারের জন্যও ভাইকে পিছনে তাকাতে দেখিনি।তবে তার শার্টের হাতায় চোখ মুছতে অনেক বার দেখেছি।এর পর থেকে আর ভাইকে কখনো ফোনে পাইনি।
অনেক বছর পর, প্রায় বছর দশেক হবে হয়তো, ভিড়ের মধ্যে একটা রিকশা আমার পায়ের উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে চলে গেছে।আমি একটু ব্যথা পেয়ে খালি জায়গা খুঁজছিলাম, একটা লোক আমার দিকে এগিয়ে পিঠে হাত রেখে বললো,

– “ তোমাকে না বললাম নিজের খেয়াল রাখতে।এখনো তো রাস্তায়ও ঠিক মতো দেখে চলতে পারো না। ”

আমি লোকটার দিকে হন্তদন্ত হয়ে তাকিয়ে অবাক হলাম।উনি আমার সেই রাফসান ভাই।ভাই আমাকে বুকে জড়িয়ে ধরলো কিছুক্ষণের জন্য।চশমার কাচটা কেনো জানি হঠাৎ ঘোলাটে হয়ে গেলো।কথা বলতে বলতে আমরা একটি চায়ের দোকানে ঢুকলাম।

❝ – জ্বি, সেই এখন এডমিন ক্যাডার। ❞

---------------------------
ছোটগল্পঃ আমার রুমমেট
#লেখক:🔳®Md. Rezaul Hok.......!
---------------------------

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেল...
14/11/2023

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।

মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।

দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।

প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস।

সূত্র: সময় নিউজ।

ফেসবুক এর ব্যাক বাটন কাজ না করলে মোবাইল এর উপর নিপিড়ন করা থেকে বিরত থাকুন।এটা ফেসবুক Glitch.. দ্রুতই সমাধান হয়ে যাবে।
06/11/2023

ফেসবুক এর ব্যাক বাটন কাজ না করলে মোবাইল এর উপর নিপিড়ন করা থেকে বিরত থাকুন।

এটা ফেসবুক Glitch.. দ্রুতই সমাধান হয়ে যাবে।

শীত আসবে আসবে এমন সময়টা সবচেয়ে বেশি আনন্দের ছিলো।ডিসেম্বর মাসের  জন্য অপেক্ষা,শীতকাল,ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে লং টাইম ...
05/11/2023

শীত আসবে আসবে এমন সময়টা সবচেয়ে বেশি আনন্দের ছিলো।ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা,শীতকাল,ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে লং টাইম বন্ধ ঘুরাঘুরি,নতুন বছরের আমেজ,নতুন ক্লাসে উঠার আনন্দ,নতুন বই পাওয়া,সব মিলিয়ে সুখের জীবন ছিলো।❤️

কার ভা'গ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না..! অতএব ধৈর্য্য ধরুন হ'তা'শ হবেন না সফলতা একদিন আসবেই..! ইনশাআল্লা...
02/11/2023

কার ভা'গ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না..!
অতএব ধৈর্য্য ধরুন হ'তা'শ হবেন না সফলতা একদিন আসবেই..!
ইনশাআল্লাহ💖

"খাবার রেডি, সবাই খেতে এসো"এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ...
13/10/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো"

এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।

আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।

খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।

একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।

সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।

আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।

শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।

কালেক্টেড

যে কারণে হৃদয়ে ফিলিস্তিন ❤️(১) আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।(৩) অসংখ্য নবীদের জন্মস...
11/10/2023

যে কারণে হৃদয়ে ফিলিস্তিন ❤️

(১) আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।

(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।

(৩) অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।

(৪) অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।

(৫) কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।

(৬) এখান থেকেই নবী মুহাম্মাদ (সাঃ) মিরাজে যান।

(৭) এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।

(৮) এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।

(৯) মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।

(১০) ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।

(১১) এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

(১২) এখানেই আল্লাহর মহানবী রাসুল (সাঃ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

(১৩) এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

(১৪) এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

(১৫) এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

(১৬). এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

(১৭) এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

(১৮) এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

(১৯) পবিত্র কুরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন।

হে আল্লাহ বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আমীন। 🤲

এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে...
20/09/2023

এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।
একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।

তার কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে।
তবুও আমি জেনে-শুনে, দেখেও না দেখার ভান করে কখনও তাকে বাধা দেইনি। কারন, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়।
সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশেপাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে প্রার্থনা করে যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে খেতে পারে।

এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি। বরং এটাও হতে পারে যে, আমিই কারো ভাগ্যে খাচ্ছি।

সংগৃহীত।

আল্লাহ ভাঙা জিনিসগুলোকে অদ্ভূত সুন্দরভাবে ব্যবহার করেন।❤️মেঘ ভেঙে বৃষ্টি ঝরান; মাটিকে ভেঙে বের করে আনেন ফসল! ফসল ভেঙে ব...
19/09/2023

আল্লাহ ভাঙা জিনিসগুলোকে অদ্ভূত সুন্দরভাবে ব্যবহার করেন।❤️
মেঘ ভেঙে বৃষ্টি ঝরান; মাটিকে ভেঙে বের করে আনেন ফসল! ফসল ভেঙে বীজ! আর সে বীজ ভেঙে হয় চারা! সেই চারা থেকে একদিন মহীরুহ!

যদি নিজেকে কখনও ছিন্নভিন্ন মনে হয় তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন। ইনশাআল্লাহ! ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Empire Of Jara Rajjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Empire Of Jara Rajjo:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All