Al Amin Ah

Al Amin Ah মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ❤️
(3)

ঈদের চাদঁ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক
10/04/2024

ঈদের চাদঁ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ।
ঈদ মোবারক

10/04/2024

পৃথিবীর সব দেশের শয়তান মুক্তি পেলেও বাংলাদেশের ইবলিশ শয়তান এখনো মুক্তি পায় নাই,কারণ বাংলাদেশে আজকে ৩০ রমজান🤣

08/04/2024

সে হতে পারতো আমার ব্যাংক একাউন্ট এর যোগ্য নমিনি,বাট সে চাইলো সামান্য কয় টাকা সালামি🙄

07/04/2024

আলহামদুলিল্লাহ
আজ ২৭ রমাদান মোবারক উপলক্ষে ১৫০ জনের ইফতার আয়োজন।

06/04/2024

লাইলাতুল কা'দরি খাইরুম মিন আলফি শাহরি-

অর্থাৎ, এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। উম্মতে মুহাম্মাদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে, তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিকাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন। আমিন

02/04/2024

মার্কেটে গেলে বুঝা যায়,তিশা মোস্তাককে কেন বিয়ে করেছে।

01/04/2024
সবাইকে জুম্মা মোবারক।আজকের জুম্মার নামাজের উছিলায় প্রত্যেক কবর বাসিকে মাফ করে দেন। আমিন
29/03/2024

সবাইকে জুম্মা মোবারক।
আজকের জুম্মার নামাজের উছিলায় প্রত্যেক কবর বাসিকে মাফ করে দেন। আমিন

23/03/2024


#একটাভালোকাজ

আমি হিউম্যান রাইটস সোসাইটি এর উদ্যাগে প্রতিবছরের ন্যায় এইবারও (৫০-৬০)টি পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করছি।...
22/03/2024

আমি হিউম্যান রাইটস সোসাইটি এর উদ্যাগে প্রতিবছরের ন্যায় এইবারও (৫০-৬০)টি পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করছি।
আলহামদুলিল্লাহ

#একটাভালোকাজ

21/03/2024

কাউকে ইফতার খাওয়ানো ব্যাপারে:-

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তবে তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।
(সুনানে তিরমিজী, হাদিস নং ৮০৭; ইবনু মা-জাহ, হাদিস নং-১৭৪৬)

17/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

আলহামদুলিল্লাহ। আমাদের হিউম্যান রাইটস সোসাইটি আজ ৫০+  পরিবারের মাঝে  ইফতার সামগ্রী উপহার দিয়েছে 🥰
12/03/2024

আলহামদুলিল্লাহ।
আমাদের হিউম্যান রাইটস সোসাইটি আজ ৫০+ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে 🥰

মধ্যবিত্তদের  অ*ব*স্থা খুবই  ক*রু*ণ😭
11/03/2024

মধ্যবিত্তদের অ*ব*স্থা খুবই ক*রু*ণ😭

11/03/2024

রমজানুল মোবারক

10/03/2024

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
১ টাকা দান করলে আপনিও পেয়ে যাবেন ৭০ টাকা দানের সাওয়াব ( যত বেশি দান তত বেশি সাওয়াব)
রোজার মাসে ডাবল ডাবল সাওয়াব আমরা সবাই অর্জন করতে চাই। কিন্তু চাইলেই আমরা রমাদানের ৩০ দিনে ৬০টি রোজা রাখতে পারি না। তবে ৩০ দিনে ৬০টি রোজার সাওয়াব অর্জনের সুযোগ আমাদের রয়েছে। নিজে রোজা রাখার পাশাপাশি আপনি যদি কারো একমাসের ইফতার করানোর দায়িত্ব নেন, তবে সহজেই আপনি ৬০টি রোজার সাওয়াব লাভ করতে পারেন।
আর আপনার এই নেকি হাসিলে সহযোগিতা করতে চায় হিউম্যান রাইটস সোসাইটি।
প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যাক্তিগত ভাবে এবং আপনাদের নিয়ে ঢাকার মধ্যে বিভিন্ন এলাকায় অসহায়-দরিদ্রদের ঘরে আপনার ইফতারসামগ্রী পৌঁছে দিবে -ইনশাআল্লাহ।
মাত্র ১০০০ টাকা প্রদান করে একটি পরিবারের একমাসের ইফতারের দায়িত্ব নিতে পারেন আপনিও। এছাড়াও যেকোন পরিমাণ অর্থ আপনি দান করতে পারেন আমাদের ইফতার ফান্ডে।
প্যাকেজের বিবরণ:
খেজুর ১ কেজি
ছোলা ১কেজি
মুড়ি ১ কেজি
ডাল ১ কেজি
সয়াবিন তেল ১ লিটার
প্যাকেজের মোট মূল্য= ১০০০ টাকা বা কম বেশি দিতে পারেন।

বিকাশ/নগদ: +88 01518 - 375979

প্রকৃতির মাঝে নিজেকে খুজে পাওয়া 💜আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন https://www.youtube.com/
24/02/2024

প্রকৃতির মাঝে নিজেকে খুজে পাওয়া 💜

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন https://www.youtube.com/

12/02/2024

এই লোক রাস্তা দিয়ে যাচ্ছিলো। ৭/৮ বছরের একটি মেয়েকে একা দেখে মেয়েটিকে ডেকে কথা বলে এবং গলির ভিতর ঢুকে মেয়েটির গায়ে হাত দেয় এবং বুকে চাপ দেয়।
তিনতলা তেকে একজন দেখে চিৎকার করে ডাকাডাকি শুরু করে। তখন এই লোক দৌড় দেয়। এবং দৌড়াতে দৌড়াতে গ্রীণ রোড থেকে ধরে আনে। এই লোক কলাবাগানের কেউ নয়।
বিঃদ্রঃ ছোট্ট মেয়েটি আরবি পড়তে এসেছিলো এবং অতটুকুন মেয়েটি হিজাব পড়া ছিলো।।
পোশাকের দোষ কি এই বাচ্চাটিকেও ঘাড়ে নিতে হবে?

08/02/2024

আলহামদুলিল্লাহ
আজ পবিত্র শবে মেরাজ

R.I.P Ahmed Rubel (1968-2024) 😢
07/02/2024

R.I.P Ahmed Rubel (1968-2024) 😢

05/02/2024

গতকাল Baadshah তার পরিবার নিয়ে গ্রীন অরন্য পার্কে ঘুড়তে যায়। পার্কের লোকজনদের সাথে কথাকাটি হয়। পরবর্তী সময়ে বের হয়ে আসার সময় গ্রীন অরন্য পার্কের লোকজন মিলে তার উপর তার পরিবারেে উপর হা***ম/লা করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,খুব শীঘ্রই এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শা**স্তির দাবি করছি

জুম্মা মোবারক।
02/02/2024

জুম্মা মোবারক।

IFIC er invitation 💜
30/01/2024

IFIC er invitation 💜

আলহামদুলিল্লাহ লাল ভালোবাসা প্রদান করিলাম❤️
29/01/2024

আলহামদুলিল্লাহ
লাল ভালোবাসা প্রদান করিলাম❤️

25/01/2024

পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ।
আলহামদুলিল্লাহ

19/01/2024

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
জুম্মার দিন সকল মুসলমান ভাই বোনদের জন্য এক আনন্দের দিন।
সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার-
[ হযরত মোহাম্মদ (সাঃ)]

জুম্মা মোবারক💜

Address

নয়াগাঁও, কামরাঙ্গীর চর, ঢাকা-১২১১
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Ah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category