Al Amin Ah

Al Amin Ah "Welcome to my official page!! "People for people, life for life."

৩ জন প্রগতিশীল কর্মঠ স্বনির্ভর সফল নারী!দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।...
21/01/2025

৩ জন প্রগতিশীল কর্মঠ স্বনির্ভর সফল নারী!

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।

বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।

অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।

13/01/2025

তুমি হতাশ হয়ো না,আল্লাহকে ডাকো,
ইনশাআল্লাহ তা তুমি পেয়ে যাবা।💖

দেশের মানচিত্রের এক ইন্ঞি জমি কোনো দেশ দখল করার চেষ্টা করতে চাইলে,জীবন দিবো,তবুও দেশের স্বার্থে আপোষ নয়।  #এক  #করার  #দ...
09/01/2025

দেশের মানচিত্রের এক ইন্ঞি জমি কোনো দেশ দখল করার চেষ্টা করতে চাইলে,জীবন দিবো,তবুও দেশের স্বার্থে আপোষ নয়।


#এক #করার #দখল

31/12/2024

সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজে আনন্দ করতে গিয়ে অন্যের ক্ষতি করে না।

কালকে ধানমন্ডি থেকে বাইকে আসতেছি তো শেওড়াপাড়ার এদিকে এসে গাড়ীর গতি স্লো ছিলো দেখলাম এক ১৭/১৮ বয়সী মাদ্রাসার ছাত্র দৌড়াচ্...
28/12/2024

কালকে ধানমন্ডি থেকে বাইকে আসতেছি তো শেওড়াপাড়ার এদিকে এসে গাড়ীর গতি স্লো ছিলো দেখলাম এক ১৭/১৮ বয়সী মাদ্রাসার ছাত্র দৌড়াচ্ছে !!(নিচের ছবিটা এভাবেই দেওয়া হয়েছে)

প্রথমে ভাবলাম হয়তো তাড়াহুড়া !! আরেকটু সামনে যাবার পর দেখি সে তাও দৌড়াচ্ছে, কি আজব !!

বাইক টান দিয়ে তাকে থামিয়া বললাম কি হইছে ভাই ?

-ভাই বাসের ভাড়া দিতে ভুলে গেছি .....বলে সে আবার দৌড় দিলো ।

বাইক টান দিয়ে তাকে বললাম পিছনে বসেন আমি বাস ধরতেছি !!

মিরপুর লিংকের ৩৬ নাম্বার বাস বাইক টেনে দশ নাম্বার এসে ভাড়া দিলো তারপর ছেলেটাকে আবার শেওড়াপাড়া নামিয়ে দিলাম।

সততা ও ধর্মীয় সৌন্দর্য্য হওয়া উচিত ঠিক এমন।দেখলেই ভালো লাগা কাজ করে যে কত সৎ ছেলে যে বহুদুর পর্যন্ত সে কষ্ট করে গিয়ে ভাড়াটা দিয়েছে।

কপি পোস্ট --

#ভাই #ভাই #এক

24/12/2024

পৌঁছে দাও কালেমার দাওয়াত!
لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।

21/12/2024
16/12/2024

নিজেকে পরিবর্তন করার সব চেয়ে বড় মাধ্যম হলো নামাজ।
আলহামদুলিল্লাহ 💖

15/12/2024

১৯৭১ সালের সকল মহান মুক্তিযুদ্ধা বীর ও শহিদদের প্রতি গভীর
শ্রদ্ধাঞ্জলি 💖💖 #বাংলাদেশ #বাংলাভাষা #মহানবিজয় #১৬ডিসেম্বর #১৯৭১

11/12/2024

আলহামদু'লিল্লাহ
খ্রিষ্টা'ন ধর্ম 'ত্যাগ করে একসাথে (১০) হাজার মানুষ 'ইসলাম গ্রহণ করেছেন।

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খ...
04/12/2024

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
#সংগৃহীত ❤️

03/12/2024

ব্রেকিং নিউজ
কক্সবাজারে একসাথে ৩৪ জন চাকমা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন!!
আলহামদুলিল্লাহ 💖

03/12/2024

যারা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে বিবেধ সৃষ্টি করতেছে, তাদের জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর বিলাস পুরের মানুষই যথেষ্ট।

Address

নয়াগাঁও, কামরাঙ্গীর চর, ঢাকা-১২১১
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Ah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category