ধী - dhee

ধী - dhee আপনার বইয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - 'ধী' !
(58)

বই জ্ঞানের পরিধি বাড়ায়। বাড়ায় চিন্তার পরিধি, কল্পনার বিস্তৃতি। বই-ই হচ্ছে অতীত - বর্তমান- ভবিষ্যৎ এর সেতু বন্ধন। বইরয়ের পাতায় গড়িয়ে গড়িয়ে ঘুরে আসা যায় সময়ের এপার- ওপার।

দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, "বই পড়া যেন গত শতকের মহৎ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করা।" যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদেরকে দেখবেন না, আর যারা বর্তমান - এদের সবার জন্য বই হচ্ছে তথ্য ভাণ্ডার।

প্রজন্মের হাত ধরেই গড়ে ওঠে নতুন

সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন সভ্যতা। প্রজন্মের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞান পৌঁছে যায় অতীত থেকে ভবিষ্যতে, আর যার আধার হচ্ছে বই। বই-ই পারে একটি সুসভ্য সমাজ-দেশ-পৃথিবী গড়ে তুলতে।

প্রযুক্তির এই যুগে প্রযুক্তির কোলে পিঠে গড়ে ওঠা ও বেড়ে ওঠা এক প্রতিষ্ঠান “ধী” - “dhee - the pierian spring”। জ্ঞান এর দুয়ার, চিন্তার দুয়ার, কল্পনার দুয়ার যেন সবার জন্য খুলে যায়, জ্ঞান এর ঝর্ণা যেন সবার তৃষ্ণা মেটায়, বই যেন হাতে হাতে পৌছে যায় শেষ পাঠকেরও কাছে, খুব সহজে - সে লক্ষ্য নিয়েই “ধী” এর জন্ম।

আমরা কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, কেউ ভ্রমণ, কেই ইতিহাস ভালোবাসি। কেউবা গবেষনা গ্রন্থ খুঁজি, অথবা খুঁজি কোন রেফারেন্স বই। কিংবা খুঁজি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বই পত্র । যার সবটাই আমাদের দুয়ারে পৌঁছে দেবার ব্রত নিয়েই “ধী” এর আগমন।
এই ব্যস্ত জীবনে বেরসিক কাজকর্মের ভীড়ে খুব সহজে প্রযুক্তির সহায়তায় আপনার প্রয়োজনীয় বইটি যেন দ্রুততম সময়ে সবচাইতে সহজলভ্য উপায়ে আপনার হাতে পৌঁছে যায়, তার-ই প্রচেষ্টায় লিপ্ত “ধী”। সাফল্য কোন গন্তব্য নয়, সাফল্য হচ্ছে এক অবিরাম যাত্রা। আসুন আমরা সবাই সে যাত্রায় সহযাত্রী হই।
ধী হোক আগামীর অন্যতম বাতিঘর!


জ্ঞান ই মুক্তি!
'ধী - দ্য পাইরিয়ান স্প্রিং'
dhee - the pierian spring.

Address

38/A, N Ali Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801537371856

Alerts

Be the first to know and let us send you an email when ধী - dhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধী - dhee:

Share