15/08/2024
নবিজি শিশুদের বিশেষভাবে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন, তাদের শেখাতেন, বাতলে দিতেন সঠিক পথের দিশা। একটি শিশু ছোটোবেলা থেকেই কীভাবে উত্তম চরিত্র লালন করতে পারে, তা হাতেকলমে দেখিয়ে দিতেন তিনি। উমর ইবনে আবু সালামা (রা.) বর্ণনা করেন—‘ছোটোবেলায় আমি আল্লাহর রাসূল (সা.)-এর তত্ত্বাবধানে থাকতাম। খাওয়ার সময় আমার হাত খাবারের পাত্রের বিভিন্ন জায়গায় হাতড়ে ফিরত। নবিজি আমাকে বললেন, “হে বালক! আল্লাহর নামে খাও, ডান হাত দিয়ে খাও এবং পাত্রে তোমার সামনে যা আছে, তা থেকে খাবার গ্রহণ করো।” তখন থেকে খেতে বসলেই আমি নবিজির এই নির্দেশনাসমূহ মেনে চলি।' সহিহ বুখারি ৫৭৩৬
ছোটোদের প্রতি নবিজির এসব সুন্দর সুন্দর শিক্ষা ছড়িয়ে দিতে আমরা এই বইটিতে তাঁর ১০০টি শিশুতোষ হাদিস তুলে ধরেছি।
বই : ছোটোদের আদব শেখার ১০০ হাদিস
লেখক : জাভিদ আহমাদ খতিব
অনুবাদক : ফরহাদ খান নাঈম
পৃষ্ঠা : ১০৪
কাভার : হার্ড কাভার
বিক্রয় মূল্য : ২৫০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/chotoder-adab
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588