NFSC - Mohammadpur BookZone

NFSC - Mohammadpur BookZone বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর'স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের অংশীদার ক্লাব!

চারটি বইয়ের কাজ চলমান……***ঘন্টার পর ঘন্টা যায় জন্ম দিতে;১ মিনিট লাগে সমালোচনায়……তবু সেই সমালোচনা ভালো,যা আমাদের পরিশুদ্ধ...
21/04/2022

চারটি বইয়ের কাজ চলমান……
***

ঘন্টার পর ঘন্টা যায় জন্ম দিতে;
১ মিনিট লাগে সমালোচনায়……
তবু সেই সমালোচনা ভালো,
যা আমাদের পরিশুদ্ধ করে!

ক্লাবকে ডিসেম্বর পর্যন্ত সময় দিন
ক্লাব আপনাদের দেবে
আমৃত্যু গর্ব করতে পারার সম্মান!

একতায় স্বাগতম…

অতিথি সদস্য তালিকা-০১আগামী প্রকাশিত বইতে সম্মানিত "অতিথি সদস্য" হিসাবে যাদের নাম সংযুক্ত হচ্ছে: তরিকুল সুজন, তানভীর রিশা...
11/04/2022

অতিথি সদস্য তালিকা-০১

আগামী প্রকাশিত বইতে সম্মানিত "অতিথি সদস্য" হিসাবে যাদের নাম সংযুক্ত হচ্ছে: তরিকুল সুজন, তানভীর রিশাত, মোঃ মাইদুল ইসলাম, Uzzal barua, অভিজিৎ, আব্দুল্লাহ আল মামুন, আবুবকর সিদ্দিক শিবলী, এস.এম. সরওয়ার কামাল, জয়িতা, শুভ, ফুয়াদ আদনান রহমান, মোঃ তৈমুর রহমান, শিপলু রহমান, জুবায়ের আহমেদ দিপু, মাঈনুল ইসলাম, মুবতাসিম ফুয়াদ অর্পণ, সাদমান সাকিব, ধীমান দেবনাথ, সাজাইমং মারমা, মোঃ মোস্তফা জামান, কামরুল হাসান, তৌহিদ, সালমান শিহাব আয়ান, টুরিমং মারমা, মোঃ রফিকুল ইসলাম মিলন, আবিদ হাসান, সাজিদুর রহমান, মিঠন চন্দ্র, মোঃ এ.বি.এম মিনহাজ উদ্দীন শান্তু, মোঃ খাইরুল ইসলাম তুহিন, ফজলে আমিন, ইমন বর্মণ, মোঃ সাজ্জাদ হোসেন, সরকার অর্দ্ধেন্দু (রিপন), সুখময় দেওয়ান, গৌতম চন্দ্র বসু, আশিক ইকবাল, আ.হ.ম. আহসানুজ্জামান (রকি), সজীব চক্রবর্তী, অমিত কান্তি বড়ুয়া, আসিফ আলাউদ্দিন, সৈয়দ সালেহ উদ্দিন আহমদ, সাবরিনা মেহেদী মিতু, ফাহিম আহমেদ, অনিক মাহমুদ, Ripon Rudra, ফারিয়া হক ফারিন, মোঃ আসিফ ইকবাল, মাহবুব আলম রাসেল, আদনান সেতু, মোঃ আনিসুর রহমান, অনিক খান, শাহরিয়ার হোসেন ইমন, সুব্রত দেবনাথ, মিনহাজ উস শাহাদাত, কাজী হাসান জামিল, চৈতী মন্ডল, প্রীতম পর্ব, বাপ্পী, তুষার রাহুল, রাজন রায়, সত্যজিৎ দেব নাথ (মিথুন), জুলিয়ান জাওয়াদ আহমদ, সুমন, অর্ণব আহমেদ, বাপ্পু বড়ুয়া, প্রজ্ঞা পারমিতা, মনির হোসেন, শফিউল ইসলাম, অভিক, মাজহারুল ইসলাম অসীম, মৃদুল মজুমদার, মোঃ আরাফাত হোসেন, মোঃ নুরুল ইসলাম, ওসমান গনি, আমিনুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন, প্রান্ত শিহাব, কোয়েল চৌধুরী, মুহাম্মদ রাসেল, তামিম মিয়া, রাইসুল ইসলাম, নিশাত শাহরিয়ার, সুজন, রাসেল হোসেন, নাহিন ইফতেখার, জয়ীতা ইসলাম জয়ী, শাহনেওয়াজ শারমিন বিউটি, Zubair Robin, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ রায়হান রিফাত, চন্দন বড়ুয়া, হোসাইন আহমেদ, ইসরাত জামান ঊষা, সৌরভ জেয়শরী, সাইফুল্লাহ মুনছুর, আবু হানিফ নোমান, মোঃ নয়ন সরকার, শীর্ষেন্দু মালাকার, খায়রুল ইসলাম, আবদুল্লাহ মোহাম্মদ, মোঃ হাবিবুর রহমান, Khairul Alam Wasif, রুদ্র ফারাবী, সুকান্ত ভট্টাচার্য্য, আসিফ আহমেদ, মোঃ মতিউর রহমান শেখ, নূর মুহাম্মাদ রিদওয়ান, রাজীব কুমার পাল, তানভীর হাসান, সুযশ চৌধুরী ডাবলু, ফাতিমা আক্তার, মোঃ হারুন অর রশিদ, কাওসার হোসেন ইফতি, অনন্ত দে জিতু, প্রবাল বড়ুয়া, যোয়াশ নিটোল বাড়ৈ, মাহবুবুর রহমান লিংকন, অসীম মুহূর্ত, দেবাশীষ কুন্ডু, সোহেল মিয়া, নাজমুন নাহার, Amitab Mutsuddy, নাজমুল হুদা, মোঃ জাফর আহমেদ, মনজুর আনাম, তানিয়া কামরুন নাহার, মোহাম্মদ আনোয়ারুল কবীর, আ.জ.ম. হাছান কবির, সুবাস মিত্র, মোঃ আল-জাবের ইসলাম, ফারদিন, ফাবিহা আহমেদ হৃদিতা, এস জি কিবরিয়া দীপু, আনিকুল হক, রাজন রহমান রুমী, নুরুন নাহার, আবুল হোসেন মুরাদ, কেশব কুমার অধিকারী, এস.এম. তাওহীদ হাসান, তানভীর আহমেদ, উত্তম কুমার, গোকুল চন্দ্র, মোঃ হাফিজুর রহমান, শাহীন রিমা, রবিন সরকার, এ এম এম মেহেদী হাসান, Md. Atiqur Rahman, জীবন, বিপ্লব কুমার সেন, নূর-মোহাম্মদ হিমেল, খাইরুল, Md Abdur Rahman, জিন্নাত সুলতানা হীরামনী, শুভ সালাউদ্দিন, সিফাত তাসনীম, মরিয়ম ইসলাম ইতি, তাহিরা সানজিদা, মোঃ রায়হান চৌধুরী, আশরাফুল ইসলাম, শাহরিয়া ইমন, উথোয়াইচিং মারমা, Khandokar Kamrul Islam, নূর ই তাজাল্লী (জয়তী), আল কুরাইশী, ভাস্কর মন্ডল, পিয়াস কর্মকার, মোহাম্মদ আবদুলা আল রোমান খান, তোফায়েল এ. ত্বাসীন, মোঃ হোসেন কাজী, শাহনাজ জয়া, পিপেল দাস, নুসরাত জাহান রোদন, আবির, ইমরান হোসেন, তাসমিয়া, শিব দাশ চাকমা, সারোয়ার জাহান, শ্যামল কুমার মিস্ত্রি, উম্মে জুয়াইরিয়া শৈতি, তানভীর আহমদ, মাইনুল হক আসিফ, শায়লা রহমান তন্বী, মাহমুদুল আল মমিন, প্রীতম দাশ, সামছুদ্দোহা ইমরান, সাহিদুল ইসলাম অনিক, আশিকুর রহমান জনি, সানাউল হক তানবিন, আবু হেনা মোস্তফা এনাম, জয়া রানী দাস, অনন্যা ফারজানা, অভিজিৎ সরকার আকাশ, রিটু রায়, এ কে এম আজিজুল হক, জয়দেব, নাসির জামিল, আমিনুল ইসলাম (প্রভা), সোহানুর রহমান, শোভন বড়ুয়া, জাওয়াদ নাদিম, রবিউল ইসলাম, মেহেদী হাসান তানভীর, নাঈম ইসলাম, অনিক সূত্রধর, হিমেল রহমান, মেহেদী হাসান সবুজ, বাঁধন দাস, আলম, মঈন, Naimur Rahman Rony, রাশিদুল হাসান, মাসুদুর রহমান, আবু নাঈম, মোহাম্মদ মাহবুব-উন-নবী, প্রিয়দেব চাকমা, মোঃ রিয়াজ উদ্দিন রাশেদ, মোঃ আজিজুল হক সুমন, ওমর ফারুক মিঠুন, মাসুদ পারভেজ, তানভীর আহমেদ, মোঃ পারভেজ আলী, রহমতউল্লাহ, পিকলু নীল, সুকান্ত শেখর দেব, শরিফুল হাসান, সুমায়ের খান সাজিদ, প্রণয় সাহা, মুন্তাসির রিয়াদ, কাজল সরকার, মোঃ তৌহিদ-উল-আরিফ, এ.এস.এম. মাহফুজুল আলম, অনিল চন্দ্র সরকার, মোঃ সাজ্জাৎ শেখ, খোকন রানা, Human Rex, তানভীর রুসমত, তন্ময় রায়, রফিক, আদনান হোসেন, নাইম ইবনে মোশারেফ, সোহাগ, মাহদী হাসান শিহাব, মোঃ নুর আলম, যারিন তাসনিম সারিকা, যারিন তাসনিম সারিকা, জাহানারা আক্তার, মোঃ মেসবাহুল ইসলাম, জুনাইদ শেখ, সাজেদুল আজাদ চৌধুরী, আয়শা ছিদ্দিকা, কুলদীপ সিংহা (শুভ), নুরজাহান নুর, অপূর্ব বড়ুয়া, Md Abdul Kader, ফাহিমা কানিজ লাভা, গাজী রনি, মনজু বিন আফনান, রেজওয়ান কাওসার, তানভীর তমাল জিম, যায়িদ বিন রফিক, প্রণব কুমার চ্যাটার্জী, নাসিম আনোয়ার, প্রদীপ বড়ুয়া, সবুজ, মোঃ ওয়াজেদ হোসেন সিহাব, শরীফ মোহাম্মদ আল-আমিন, সাব্বির আহমেদ, আজিজুল হক পাপন, মোঃ আব্দুস সালাম, অভীক, Md Arshadur Rahman, সুমন শুভ, ঋত্বিক বিশ্বাস, এম কে ফেরদৌস আহমেদ, মোহাম্মদ হানিফ, বিদ্যুৎ তরফদার, প্রমা রানী সরকার, নজরুল ইসলাম, নয়ন দেবনাথ প্রান্ত, ওয়াহিদা জামান, মোছাঃ আবিদা ইসলাম, সাঈদা বিনতে ওয়াহেদ লুনা, মাকসুদা জামান, শাশ্বতী বিপ্লব, মুহম্মদ নাহিন রহমান, রাজিন চৌধুরী, আসিফ বিন সাব্বির, Chandana biswas, সৈয়দ আকবর হোসেন, রিফাত মাহজাবিন রিমি, মো. রেদওয়ান মাহমুদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম।

সিন্ডিকেট……লিখেছেন: Mursalin Oyon*প্রথমে আপনারা কাগজ মার্কেট আউট করলেন। কাগজের দাম হুহু করে বাড়লো। প্লেটের দাম বাড়ালেন। ...
31/03/2022

সিন্ডিকেট……
লিখেছেন: Mursalin Oyon
*

প্রথমে আপনারা কাগজ মার্কেট আউট করলেন। কাগজের দাম হুহু করে বাড়লো। প্লেটের দাম বাড়ালেন। বাইন্ডারদের সিন্ডিকেট মেলার একেবারে পিক আওয়ারে বই ডেলিভারি দেওয়া বন্ধ করে দিলেন। যে ভাবেই হোক সামাল দিলাম। এখন পাওনা টাকা নিয়ে ধানাই পানাই শুরু করেছেন। এই সংকটও উতরে যাবো ইনশাআল্লাহ।

এই যে আপনারা প্রকাশনা শিল্পটাকে গার্মেন্টস এর ভাগাড় বানিয়ে রেখেছেন, এটারও পতন হবে শিগগিরই। ভদ্র লোকের জন্য হালাল উপায়ে ব্যবসা করার সব রাস্তা বন্ধ করার পায়তারা আর কতদিন করবেন? রমজান মাসকেও বাদ দিলেন না। কোরআন শরীফ ছাপানোর কাগজ পর্যন্ত নাই করে দিয়েছেন৷

মনে রাখবেন, আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। সুন্দরবনের জেলে বাওয়ালীদের মুখে রক্তচোষা মহাজনদের বদমায়েশীর কথা শুনেছি। আপনারা তাদের চেয়েও অধম। নিকৃষ্ট প্রজাতির।

আপনাদের সাথে আমাদের পদে পদে দেখা হবে। আমাদের অস্বস্তিকর উপস্থিতি আপনাদেরকে কুড়ে কুড়ে পোড়াবে। আমরাও দেখি কার কত দম.....

========
NFSC মন্তব্য: পাঠক নিজেদের দায়িত্ব নিজেরা না নেওয়া পর্যন্ত কিছুই পাল্টাবে না; আমরা এই ৫০ লাখ পাঠককেই একত্রিত করার স্বপ্ন দেখছি! চলে আসুন পাঠকের বিপ্লবে…

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫*ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট...
29/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫
*

ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট্রিক সাসকিন্ডের “পারফিউম: একজন খুনীর গল্প” এবং ২০১৪ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাট্রিক মোদিয়ানোর “আউট অফ দ্যা ডার্ক”। ভাবানুবাদ করেছেন পায়েল মণ্ডল।

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি!

নতুনদের অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১০০০/- টাকা; বই হাতে পৌছাবে এপ্রিল মাসেই!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৬ সংক্রান্ত তথ্য পাবেন ৯৬ ঘন্টায়!

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪*সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ডসভ্যতার ভিত্তিমূলডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০...
27/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: দ্রুত জানানো হবে!

কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ৪৮ ঘন্টায়!

(নট ফর সেল ক্লাব-এর ৬ মাসের অন্তরাল)ভাবুন; কোনটা আপনার দরকার?বলুন; কোনটা দিয়ে শুরু করবো?চলুন; উৎসব শুরু করি.....!
22/03/2022

(নট ফর সেল ক্লাব-এর ৬ মাসের অন্তরাল)

ভাবুন;
কোনটা আপনার দরকার?

বলুন;
কোনটা দিয়ে শুরু করবো?

চলুন;
উৎসব শুরু করি.....!

দ্বিমুখী!প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই...
02/03/2022

দ্বিমুখী!

প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই আনলে কেমন হয়, যারও দুটো আলাদা চরিত্র একসাথে থাকবে; বই একটি তবে তার চরিত্র হবে দুইটি!

“নট ফর সেল ক্লাব” নিয়ে আসতে তালিকাভূক্ত করেছে এমন একটি বই, সরি দুইটি বই, সরি একটি বই; যার দ্বিমুখী চরিত্র থাকছে……!!!

বইটি হাতে নিয়ে আপনাকে ভাবতে বাধ্য হতে হবে আপনি কোন দিকটা বেছে নেবেন; বইটি এটি প্রমাণ করতে সক্ষম হবে: “মানুষ মাত্রই দ্বিমুখী”……

আসছে বাংলা প্রকাশনা জগতে প্রথম “দ্বিমুখী বই”……

ইশারা…*তিনি আবার আসবেন!
16/02/2022

ইশারা…

*

তিনি আবার আসবেন!

30/01/2022

NFSC BookZone

(ভবিষ্যতের লাইব্রেরী)

ঘোষণাঃ ****আমরা এখন গভঃ সার্টিফাইড প্রকাশনা সংস্থা।(ঘোষণা শেষ)*লোগোটা কেমন হয়েছে?!
22/01/2022

ঘোষণাঃ
*
*
*
*
আমরা এখন গভঃ সার্টিফাইড প্রকাশনা সংস্থা।

(ঘোষণা শেষ)

*
লোগোটা কেমন হয়েছে?!

সময় লাগে!
15/01/2022

সময় লাগে!

NFSC & CHAITANYA*কিছু একটা ঐতিহাসিক হতেই হবে!চৈতন্য
15/01/2022

NFSC & CHAITANYA

*

কিছু একটা ঐতিহাসিক
হতেই হবে!

চৈতন্য

NFSC & BCB*কিছু একটা ঐতিহাসিক হতেই হবে!ব্যাঙের ছাতার বিজ্ঞান BCB
07/01/2022

NFSC & BCB

*
কিছু একটা ঐতিহাসিক
হতেই হবে!

ব্যাঙের ছাতার বিজ্ঞান BCB

যা হবে…***পৃষ্ঠা সংখ্যা: ৪৬০বইয়ের উচ্চতা: প্রায় ১২ ইঞ্চি!ধরণ: বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!বিষয়বস্তু: পৃথিবী...
31/12/2021

যা হবে…
***

পৃষ্ঠা সংখ্যা:
৪৬০

বইয়ের উচ্চতা:
প্রায় ১২ ইঞ্চি!

ধরণ:
বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!

বিষয়বস্তু:
পৃথিবীর ৪৬০ কোটি বছরের পরিবর্তনের গল্প!

লক্ষ্য:
Ripley’s Belive It or Not! কোয়ালিটি পেছনে ফেলে দেওয়া!

কিডনী সংস্করণ…*২০২১ বছর নয়, পৃৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর; তাই ২০২২ নয়, গল্প জানা উচিত ৪৬০ কোটি বছরের! নট ফর সেল ক্লাব সেই গ...
31/12/2021

কিডনী সংস্করণ…

*

২০২১ বছর নয়, পৃৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর; তাই ২০২২ নয়, গল্প জানা উচিত ৪৬০ কোটি বছরের! নট ফর সেল ক্লাব সেই গল্পই তুলে দিতে চায় সহযোদ্ধাদের হাতে!

৪৬০ পৃষ্ঠার মধ্যে এমন একটি ঐতিহাসিক বই, যার সমকক্ষ গুনমানের প্রকাশনা বাংলা ভাষার ইতিহাসে সম্ভবত আজ পর্যন্ত নির্মিত হয়নি!

সদস্যগণ প্রস্তত থাকুন আপনার “ডিরেক্টর’স ও কালেক্টর’স (কিডনী) এডিশন”-এর জন্য! আপনার ক্লাব বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে, এবং এই বইটি বাংলা সৃজনশীল প্রকাশনা জগতের একটি অমোচনীয় মাইলফলক হিসাবে বিবেচিত হবে!

সিদ্ধান্ত এবার আপনার, একটা কিডনীর বিনিময়ে হলেও এই ৪৬০ কোটি বছরের ইতিহাসে আপনার নাম তালিকাভুক্ত থাকবে কি না?!

নট ফর সেল ক্লাব: কিডনী বিক্রয়যোগ্য নয়!

26/12/2021
"মহম্মদচরিত"*"হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামা...
06/12/2021

"মহম্মদচরিত"

*

"হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামাণ্য জীবনকাহিনি হল "মহম্মদচরিত"।" কৃষ্ণকুমার মিত্র রচিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৮ সালে; বর্তমানে চলমান থাকা কলকাতার "সাহিত্যবিহার" কতৃক ২০১৮ সালে প্রকাশিত ১২২ পৃষ্ঠার গ্রন্থটির লিখিত মূল্যমান ১২০ রুপি। সম্প্রতি বাংলাদেশের "বুক অফ বেঙ্গল" থেকে গ্রন্থটির ২৪০ পৃষ্ঠার একটি নতুন সংস্করণ বের করা হয়েছে, যার লিখিত মূল্যমান ৩৭৫ টাকা!

সকল পাঠককে তাঁর নিজস্ব পছন্দ অনুসারে যেকোনো প্রকাশনার গ্রন্থটি পড়ে দেখার আহ্বান জানাচ্ছি! প্রসঙ্গত "নট ফর সেল ক্লাব" গ্রন্থটির "ডিরেক্টর'স এডিশন", "কালেক্টর'স এডিশন" এবং "পেপারব্যাক এডিশন" নিয়ে আসার পরিকল্পনা করছে; ক্লাব আশা করে আগত সংস্করণটি গ্রন্থ প্রকাশনায় নতুন মাইলফলক তৈরি করতে পারবে!

01/12/2021
29/11/2021

NFSC Prize...!!!

*

২০২২ সালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে “নট ফর সেল ক্লাব” “Homage from Humanity!” শিরনামে সম্মানসূচক পদক প্রদান চালু করবে। প্রথম বছরে একটি বিভাগে পদক প্রদান শুরু করলেও সর্বমোট ৭টি বিভাগে কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা ক্লাবের আছে!

প্রথম প্রদেয় পদকের সাথে অর্থমূল্য সম্মানী প্রদান করা হবে ১ লক্ষ বাংলাদেশী টাকা মাত্র; তবে ক্লাবের ইচ্ছা আছে এই অংক বাংলাদেশে প্রদেয় সকল সম্মানী অর্থমূল্য থেকেও বহুগুন বেশীতে নিয়ে যাবার!

ক্লাব বর্তমানে পদকের থ্রিডি মডেল তৈরি এবং সার্টিফিকেটের ডিজাইন করার দিকে দৃষ্টি দিয়েছে; প্রতিটি বিভাগের জন্য পদক এবং সার্টিফিকেটর ডিজাইন হবে আলাদা আলাদা!

ক্লাব আপনাদের মধ্যে থাকা থ্রিডি মডেল করতে সক্ষম ব্যক্তির কাছে নমুনা ডিজাইন আহ্বান করছে…… গৃহীত ডিজাইনকারীকে যথাযোগ্য সম্মানী প্রদান করা হবে!

নট ফর সেল ক্লাব পদকের প্রথম বিষয়ের নাম:
Motherhood.

28/11/2021

অন্তরালের বয়ান..

*

কাজ শেষ!

NFSC PUBLICATIONS LTD.(Limited মানে সীমাবদ্ধ!)**ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!খ. বাৎসরিক অডিট...
27/11/2021

NFSC PUBLICATIONS LTD.
(Limited মানে সীমাবদ্ধ!)

*
*

ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!

খ. বাৎসরিক অডিট, ভ্যাট, ট্যাক্স, ওয়েবসাইট ও এ্যাপ নিয়ন্ত্রণ!

গ. "নট ফর সেল ক্লাব"-এর বই বন্টন ও বিকাশের জন্য ক্রেডিট সাপোর্ট!

ঘ. ক্লাব বুকজোন পরিচালনা সহযোগীতা!

ঙ. ২০২২ সাল থেকে "নট ফর সেল ক্লাব পদক" পরিচালনা!

হ্যাঁলো..!!*অতিথি সদস্যবৃন্দের সাথে “নট ফর সেল ক্লাব”-এর যে প্রতিনিধিগণ বার্তালাপ করবেন তাঁদের মুঠোফোন নম্বরের শেষ চার ড...
22/11/2021

হ্যাঁলো..!!

*

অতিথি সদস্যবৃন্দের সাথে “নট ফর সেল ক্লাব”-এর যে প্রতিনিধিগণ বার্তালাপ করবেন তাঁদের মুঠোফোন নম্বরের শেষ চার ডিজিটঃ

1) *******7189
2) *******6621
3) *******3417
4) *******4336
5) *******1511

এই পাঁচটি নাম্বার থেকে কল করে সকল অতিথি সদস্যকে ক্লাবে সংযুক্ত করার বিষয়ে স্বাগত বার্তা দেয়া হবে আগামীকাল ২৩ নভেম্বর ২০২১ থেকে……

সহযাত্রায় স্বাগতম!

অভিনন্দন…*“নট ফর সেল ক্লাব”-এর সাবমেরিন দুটো গন্তব্য জয় করতে সমর্থ হয়েছে!
22/11/2021

অভিনন্দন…

*

“নট ফর সেল ক্লাব”-এর সাবমেরিন
দুটো গন্তব্য জয় করতে সমর্থ হয়েছে!

17/11/2021

চরিত্রহীনের পত্র: সহজলভ্য!
প্রেরণকাল: ১২ ফেব্রুয়ারী ২০০৬

*

এখনও আমি অনেক সহজলভ্য, হাত বাড়ালে পাওয়া যায় আমাকে; মাথায় হাত রাখলে করা যায় গোলাম, দু’পায়ে পড়ানো যায় দ্বীপান্তরের শেকল; কেবল অর্থে আমাকে কেনা যায়না, শরীর দিয়ে বাধা যায়না, প্রশ্ন করে পাওয়া যায়না আনুগত্য; যেমন ঘাসফুলের মধু নিতে পারে কেবল পিপীলিকা, মানুষ তা পারেনা।

কথা দিয়েছিলাম আমি তোমার দাস হবো, আমার প্রতিটি কোষে ঝুলবে দাসত্বের প্রমানপত্র; হিটলারের নাৎসি বাহিনীর মত তোমার নির্দেশে হত্যা করব সাত-শত ত্রিশটা অপেক্ষমান হৃদয়; আর আমার গলায় যে সায়ানাইড ঝুলছে, নির্দেশ পেলে পান করবো বিনা প্রশ্নে। কারণ, সবচেয়ে অর্থহীন মূল্যে আমি নিজেকে বিক্রি করেছি তোমার কাছে। চাইলে আর সবার মত তুমিও আমাকে ছুড়ে ফেলতে পারো; আমার না হোক, তোমার তো কখনও আর্থিক মূল্যের মূল্যবান কোনো মানুষের প্রয়োজন হতেই পারে।

প্র্রচন্ড বৃষ্টিতে আমার চোখের পানি তুমি আলাদা করতে পারবে কিনা জানিনা, কিন্তু চোখের জলের নীল রং এখনও আমি বৃষ্টিতে দেখতে পাই। দেখতে পাই অন্ধকারে তোমার ভুরু কুচকে ওঠা, রাগ, অভিমান অথবা দাত দিয়ে ঠোট কামড়ে ধরার মূহুর্তগুলো। কতদিন তুমি আমার সামনে নেই, তারপরেও আমি তোমার দাসত্বের দাগগুলো বয়ে বেড়াচ্ছি এসিডদগ্ধ নারীদের মত। তুমি হয়ত বলবে আজও আমি সহজ কিছু লিখতে পারছিনা কেন? উত্তরে আমি বলব, “আমি মনে হয় এমনই!”

তারপরেও তোমার জন্য চেষ্টা করি আজ।

দুটি বেড়াল ছানা, খায়-দায়, ঘুরে বেড়ায়। একজন আরেক জনের লেজ জড়িয়ে থাকে, গা চেটে পরিস্কার করে, একটা ফড়িং পেলে ভাগ করে নেয় দু’জনে। রাতে মায়ের কোলে গুটিসুটি হয়ে ঘুমায়, স্বপ্ন দেখে দুধভাত, ইদুর, মাছ আর তোমার ঘরের ছিকেতে ঝুলে থাকা খাবারের। আবারও সকাল হয়, আবারও তারা ছোটাছুটি করে।

---- সহজ বলতে এর বাইরে আর কি হতে পারে, পৃথিবীর সব সহজ জিনিষগুলো বারবার একই বৃত্তে ঘোরাফেরা করে, আজ পর্যন্ত সহজ কিছু পৃথিবীর বুকে আঁকতে পারেনি কোনো দাগ। কিন্তু এই সহজ গল্পটিকে একটু জটিল করে দিলেই হতে পারে ইতিহাস, ফেলতে পারে তোমার হৃদয়ে গভীর একটা দাগ। যেমন, তুমি কি জানো, গল্পের একটা বিড়াল দু’দিন পরেই মারা যায় কোনো এক নির্মম মানুষের হাতে; আমি আরেক বিড়ালের কান্না দেখেছি, না খেয়ে থাকতে দেখেছি, ফড়িং ধরে ছেড়ে দিতে দেখেছি, আর দেখেছি ভালোবাসায় নীল হয়ে যেতে।

তুমি আমাকে সহজ হতে বলো, কিভাবে সহজ হই? সহজ কিছুই তো চিরস্থায়ী নয়; আমি হয়ত তোমাকে দিতে চাই জটিল কিছু, যেমনটা প্রতিবার লিখতে গেলে, হয়ে যাই আমি!!

ক্লাবের ঝুলিতে জমা অনুবাদ!*২০১৭, নভেম্বর ৪ তারিখ ভোরে সৌদি আরব চিরতরে বদলে যায়। সারাদেশে রাজকুমার, আমলা এবং ব্যবসায়ীরা...
10/11/2021

ক্লাবের ঝুলিতে জমা অনুবাদ!

*

২০১৭, নভেম্বর ৪ তারিখ ভোরে সৌদি আরব চিরতরে বদলে যায়। সারাদেশে রাজকুমার, আমলা এবং ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে বিশ্বাস করতেন হটাৎ তারা আবিষ্কার করেছিলেন যে তাদের অনাক্রম্যতা বাষ্পীভূত হয়ে গেছে। দুর্নীতির অভিযোগে কয়েকজনকে তাদের বিছানা থেকে টেনে আনা হয়, অন্যদেরকে অস্তিত্বহীন মিটিং এর নামে ডেকে পাঠানো হয় অথবা কারো কারো তাদের আন্তর্জাতিক ফ্লাইট সৌদির মাটিতে স্পর্শ করার সাথে সাথে আটক করা হয়।

এনাদের মধ্যে ছিলেন বিমান বাহিনীর জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরাল এবং সৌদি আরবের ন্যাশনাল গার্ডের কমান্ডারসহ সাবেক বাদশাহ আবদুল্লাহর তিন পুত্র। একজন প্রাক্তন অর্থ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের একজন গভর্নর যারা নিজেদেরকে প্রাক্তন বাণিজ্য, পরিকল্পনা এবং যোগাযোগ মন্ত্রীদের সাথে একসাথে অবরুদ্ধ অবস্থায় খুঁজে পায়।

ওসামা বিন লাদেনের তিন ভাইয়ের সাথে প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন হোটেলে নিয়ে যাওয়া হয়, এই উপলক্ষে বিশ্বের সর্বপ্রথম পাঁচ তারকা হোটেলকে কারাগারে রূপান্তরিত করা হয়। এই ঘটনার দ্বারা পঁয়ষট্টি বছর ধরে সৌদি আরবকে যেভাবে শাসন করা হয়েছিল তার সমাপ্তি রচনা করা হয়। সমাপ্তি হয়েছিল একটি রাজনৈতিক কাঠামো যেখানে অসংখ্য রাজকুমার সম্মিলিতভাবে কোন সিদ্ধান্ত নিতেন। সমাপ্তি ঘটেছিলো, একটি সামরিক কাঠামো যেখানে প্রবীণ রাজকুমার'রা স্বাধীন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন।

কেউ কেউ একে 'সৌদি বসন্ত' বলে অভিহিত করেছেন। অন্যরা চতুর্থ সৌদি রাষ্ট্র বা "সালমানে'র আরব" শুরু হতে দেখেছে। কারো জন্য এটি ছিল উদযাপন এবং অন্যদের করে তুলেছিল বিচলিত। তবে সকলেই একমত হয়েছিলেন যে এটি ছিল সেই বিপ্লবের অংশ যা বাদশাহ সালমান ২০১৫ সালের জানুয়ারিতে সিংহাসনে আরোহণের সময় শুরু করেছিলেন।

বই দিয়ে...হৃদয়ের বন্ধ দরজা খুলে যাক!
08/11/2021

বই দিয়ে...
হৃদয়ের বন্ধ দরজা খুলে যাক!

“নট ফর সেল ক্লাব”বুকজোন নিবন্ধনঃ *বুকজোন (BookZone) নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগতম। জেনে রাখুন, বই ডিস্ট্রিবিউশনের সব...
08/11/2021

“নট ফর সেল ক্লাব”
বুকজোন নিবন্ধনঃ

*

বুকজোন (BookZone) নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগতম। জেনে রাখুন, বই ডিস্ট্রিবিউশনের সবচেয়ে বড় পাঠক চ্যানেলের অংশ হতে যাচ্ছেন আপনি; নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

কেবলমাত্র "Not For Sale Club" কর্তৃক সত্যায়িত (authorized) বুকজোন গুলোই গ্রহনযোগ্য বুকজোন বলে গণ্য হবে, যা কিনা ক্লাবের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এবং এই বুকজোনগুলো ক্লাব থেকে সরাসরি সাপোর্ট পাবে, অর্থাৎ রেজিস্টার্ড বুকজোন গুলোই কেবলমাত্র "নট ফর সেল ক্লাব" এর বুকজোন বলে পরিগণিত হবে। আগ্রহীগণ দয়া করে নিম্নোক্ত (লিংকে থাকা) ফর্মটি পূরণ করুনঃ

https://forms.gle/iSYQMUgChPQpAmKv5

বিঃদ্রঃ
যারা আগে থেকেই বুকজোন পরিচালনা করছেন, যারা নাম প্রদান করে রেখেছেন, আবেদন করে রেখেছেন বা যারা সিদ্ধান্ত নিয়েছেন বুকজোন করবেন সবাইকেই এই ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ বুকজোন প্রক্রিয়ায় অংশ নিতে চান বা আপনার বুকজোন কার্যক্রম অব্যাহত রাখতে চান, এমন সকলকেই এই ফর্ম পূরণ করতে হবে।

অনুধাবন আর নিবেদন হোক আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের প্রধান নিয়ামক। চলুন আলো জ্বালি নিজ অন্তরের কোণায় কোণায়, আলো ছড়াই বিশ্বময়।

তথ্য সহায়তার জন্য যোগাযোগ করতে পারেনঃ
m.me/sakhaoutbd
fb.com/sakhaoutbd

গঠনতন্ত্র থেকে!
***
১৬। বুক জোন বা বই সরবরাহ শাখাঃ
ক. একজন সদস্য তাঁর অবস্থান অঞ্চলে তাঁর নিজস্ব আন্তর্জাল (Internet-ইন্টারনেট) ভিত্তিক “বুক জোন” বা বই সরবরাহ শাখা প্রতিষ্ঠা করবেন। “নট ফর সেল ক্লাব” যাচাই-বাছাই পূর্বক সেই “বুক জোন” বা বই সরবরাহ শাখাটিকে মান্যতা দেবে।

খ. কোনো অঞ্চলে একাধিক সদস্য থাকলে “নট ফর সেল ক্লাব” কতৃক আলোচনাক্রমে আন্তর্জাল (Internet-ইন্টারনেট) ভিত্তিক “বুক জোন” বা বই সরবরাহ শাখাটি একাধিক সদস্য কতৃক পরিচালিত হতে পারবে।

গ. “বুক জোন” বা বই সরবরাহ শাখা প্রতিষ্ঠাকারী সদস্যগণ তাঁর/তাঁদের অবস্থান অঞ্চলের সকল স্তরে বইয়ের বিকাশ এবং বিস্তারে সামগ্রিক চেষ্টায় সচেষ্ট থাকবেন।

ঘ. “নট ফর সেল ক্লাব” প্রতিটি জেলার জন্য সদস্যদের মধ্যে থেকেই একজন জেলা/উপজেলা পরিচালক নির্বাচন করবে। জেলা/উপজেলা পরিচালক যে কোনো বিষয়ে কার্যনির্বাহী পরিষদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। কার্যনির্বাহী পরিষদ প্রয়োজনে জেলা/উপজেলা পরিচালক পরিবর্তন করতে পারবেন।

ঙ. জেলা/উপজেলা পরিচালক প্রতি দুই বছরে একবার ভার্চুয়াল আন্তর্জাল (Internet-ইন্টারনেট) ভিত্তিক নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবেন। জেলা/উপজেলা পরিচালক কমপক্ষে প্রতি তিন মাসে একবার তাঁর বৃত্তে থাকা জেলা/উপজেলা সদস্যদের নিয়ে আলোচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। কার্যনির্বাহী পরিষদ পরিকল্পনা পর্যবেক্ষণ করে জেলা/উপজেলা পরিচালকের নিকট নির্দেশনা পাঠাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী জেলার সকল কার্যক্রম চলমান থাকবে।

চ. যে কোনো সদস্য অন্য সদস্য কতৃক কৃত অসৎ আচরণ বা অনিয়মের প্রমাণ পেলে; সেই সদস্য গোপনে কার্যনির্বাহী পরিষদের নিকট উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পাঠাতে পারবেন। কার্যনির্বাহী পরিষদ সেই অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

“নট ফর সেল ক্লাব”© “ক্রয় নয়, অজর্ন করুন”©“WIPO invitation”“NFSC LTD.”এবার অপেক্ষা…০১ জানুয়ারী, ২০২২ ইংরেজী পর্যন্ত; এমন ...
03/11/2021

“নট ফর সেল ক্লাব”©
“ক্রয় নয়, অজর্ন করুন”©
“WIPO invitation”
“NFSC LTD.”

এবার অপেক্ষা…
০১ জানুয়ারী, ২০২২ ইংরেজী পর্যন্ত; এমন কিছুর, যা পুরো বিশ্ব প্রথমবার শুনবে; Believe it or Not...!!!

গুপ্তসংঘ!*“নট ফর সেল ক্লাব”-এর সকল কার্ডধারী সদস্যদের নিচের ফর্মটি পূরণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে;লিংকঃhttps://fo...
31/10/2021

গুপ্তসংঘ!

*

“নট ফর সেল ক্লাব”-এর সকল কার্ডধারী সদস্যদের নিচের ফর্মটি পূরণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে;

লিংকঃ
https://forms.gle/FKYDECEtwy6tThvv7

এই ফর্মটি পুরণ না করলে ক্লাবের প্রাইভেট গ্রুপে প্রবেশ করা যাবে না। যারা যারা পূরণ করেছেন ইতিমধ্যে তাঁদের সবাইকেই প্রাইভেট গ্রুপে যুক্ত করা হয়েছে; তাই আপনি এখনও গ্রুপে যুক্ত নন মানে আপনি ফর্মটি হয়তো পূরণ করেননি।

প্রাইভেট গ্রুপ লিংকঃ
www.facebook.com/groups/m.notforsaleclub/

পাবলিক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/notforsaleclub/

প্রসঙ্গত:
পাবলিক গ্রুপে সবাই যুক্ত পারবেন, আপনাদের আগ্রহী বন্ধুদেরকেও পাবলিক গ্রুপে যুক্ত করতে পারবেন।

“নট ফর সেল ক্লাব”-এর প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!*জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO...
30/10/2021

“নট ফর সেল ক্লাব”-এর
প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!

*

জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO কর্তৃক আয়োজিত “Performance Coaching Program for Young and New Publishers for Developing Countries in Asia” প্রোগ্রামে “Not For Sale Club” অংশগ্রহনের জন্য nominated হয়েছে। উক্ত আয়োজনে “Not For Sale Club”-এর প্রতিনিধি অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন। এজেন্সি থেকে নবীন বা নতুন প্রকাশক হিসাবে কি সমস্যা, কি চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয় ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে, যাতে আমাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে কোচিং প্রোগ্রামে তাঁরা আলোকপাত করতে পারেন।

“নট ফর সেল ক্লাব” ভেবেছে এটা একটা দারূণ সুযোগ; আপনারা যারা প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছেন আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরলে সেগুলোও আমরা পাঠাতে পারবো যাতে আলোচিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর আলোকে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত ব্যাক্ত করতে পারেনঃ

What are the actual challenges that you encounter in your daily work, for example, as related to:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. In the relationship with the stakeholders

f. Others

What are the knowledge and experiences you would like to acquire through this mentorship program:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. Others

বিজয়!*গতরাতে হিসাব করে বের করেছি, বর্তমানে ক্লাবের স্থায়ী-অস্থায়ী, স্থাবর-অস্থাবর সম্পদের অর্থমূল্য ১০ লক্ষ টাকার মত! দ্...
30/10/2021

বিজয়!

*

গতরাতে হিসাব করে বের করেছি, বর্তমানে ক্লাবের স্থায়ী-অস্থায়ী, স্থাবর-অস্থাবর সম্পদের অর্থমূল্য ১০ লক্ষ টাকার মত! দ্রুত “নট ফর সেল ক্লাব”-এর পরিচালনা পর্ষদ “NFSC LTD” গুছিয়ে নিয়ে হিসাব বুঝে নিন……!!!

একটা কথা বলতে চাই:
“নিষিক্ত” তাঁর রক্ত মাংস ঘাম ঘুম সময় ক্লাবকে দিয়েছে; এককভাবে সবকিছু তৈরি করে আপনাদের “প্রতিষ্ঠাতা সদস্য” হবার মর্যাদা দিয়েছে; চিন্তা প্রতিষ্ঠা পরিশ্রমটুকু সে একা করেছে; আপনাদেরকে বুঝিয়েছে সবার জন্য সব সমান; একা জন্ম দিয়ে আপনাদের সামনে তুলে এনেছে পরিপূর্ণ শিশু!

এবার সে সবকিছু আপনাদের হাতে তুলে দিতে প্রস্তত! সে অনেক কিছু নিয়ে একাকিত্বে ফিরতে চায়, এতকিছুর বিনিময়ে সে অনেক অনেক অনেক ভালোবাসা পেয়েছে, আর পেয়েছে অনেক অপমান! এবার আমাকে মুক্তি দিন; দ্রুত কোম্পানী গুছিয়ে নিয়ে বসুন!

মনে রাখবেন:
আমরা যা করছি তা পৃথিবীতে সর্বপ্রথম! কথা দিচ্ছি, ইতিহাস আপনাদের মনে রাখবে! কারণ……

“নট ফর সেল ক্লাব” পৃথিবীর সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!

নিষিক্ত,
The Man Who Knew Nothing!

দৃশ্যমান ইতিহাস...
27/10/2021

দৃশ্যমান ইতিহাস...

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!*বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই...
27/10/2021

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!

*

বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই মাসে তার সকল অবকাঠামোর সঠিক রূপায়নের জন্য সাবমেরিনের মত ডুব দিয়ে চলতে চায়; ক্লাব চায় ২০২২ সাল হোক সম্মিলিত শক্তিতে পৃথিবী জয় করার বছর!

আপনাকেও এই যাত্রায় স্বাগতম…

“Not For Sale Club”
সবার জন্য পাবলিক গ্রুপঃ

https://www.facebook.com/groups/notforsaleclub

“Not For Sale Club”
শুধুমাত্র সদস্যদের জন্য প্রাইভেট গ্রুপঃ

https://www.facebook.com/groups/m.notforsaleclub

বিঃ দ্রঃ
শুধুমাত্র সদস্যদের জন্য সংরক্ষিত প্রাইভেট গ্রুপটির ক্ষেত্রে তথ্য পর্যালোচনা করতে সময় লাগবে, তাই ফর্মটি পূরণ করে এবং সংযুক্ত হবার রিকোয়েস্ট পাঠিয়ে অপেক্ষা করতে হবে।

সদস্যদের জন্য ফর্ম লিংকঃ https://forms.gle/5DrNa8gFZV7cc5Q89

তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা।ওই যে সুদূর নীহারিকাযারা করে আছে ভিড়আকাশের নীড়;ওই যে যারা দিনরাত্রিঅলো-হাতে চলিয়াছে আঁধার...
25/10/2021

তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা।
ওই যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়;
ওই যে যারা দিনরাত্রি
অলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি
তুমি কি তাদেরি মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।

23/10/2021

ভাবুন…!!!

*

বীভৎস বিপ্লবে পুঁজি কেনো জরুরী?
জবাব নিচের ছবিতেই…

কথায় বলে:
“আবেগ দিয়ে প্রেম হয়, সহবাস হয়;
সংসার হয় না!“

দিব্যপ্রকাশ-কে কোল্যাব কাঠামোয় স্বাগতম!

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Mohammadpur BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Book & Magazine Distributors in Dhaka

Show All

You may also like