18/11/2022
#সৌজন্যবোধ_কী? 💖💖
আপনি কাউকে মেসেঞ্জারে কল দিয়ে বসলেন , অন্তত কল দেয়ার আগ মুহূর্তে তার কাছে অনুমতি চেয়ে নিন। তিনি ব্যস্ত আছেন কিনা, তার কথা বলার সুযোগ আছে কিনা এসব জেনে নিন। এটা সৌজন্যবোধ। আপনি অন্য কারো ( এমনকি মা- বাবা / সন্তান) কক্ষে প্রবেশের পূর্বে নক করে প্রবেশ করুন । এটা সৌজন্যবোধ।
মূল আলোচনা শুরুর পূর্বে অপর মানুষটির ভালো মন্দ জিজ্ঞেস করুন। তিনি কেমন আছেন, এই কথাটা অন্তত জিজ্ঞেস করুন। কারো অবস্থা না জেনে আপনার প্রয়োজন জাহির করাটা অসৌজন্যমূলক আচরণ।
কেউ যখন নিরন্তর আপনাকে এড়িয়ে চলছে তখন বারবার তাকে নক করা বন্ধ করুন - এটা সৌজন্যবোধ।
সৌজন্যবোধ হলো মানুষ হিসেবে অন্যের ব্যক্তিগত জীবনে নাক না গলানো, কারো জীবনে কেঁচোর মতো প্রবেশ না করাটা সৌজন্যবোধ।
তাড়াহুড়ো না করে অপেক্ষা করাটা সৌজন্যবোধ। সৌজন্যবোধ হলো প্রিয় মানুষদেরকে তাদের মতো ভালো থাকতে দেয়া, জোর করে কোনকিছু চাপিয়ে না দেয়া। আপনার ফোন রিসিভ হলো না বলে কৈফিয়ত না চাওয়াটাও সৌজন্যবোধ। মানুষের বহুবিধ ব্যস্ততা থাকে, কেউ নিশ্চয়ই আপনার কল রিসিভ করার জন্য খেয়ে পড়ে বসে নেই! এসব পনেরো বছরের আবেগ সবার থাকে না।
সবাই মিলে খেতে বসলেন, আপনার খাওয়াটা আগে সম্পন্ন হলো। চট করে উঠে যাবেন না। সবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস্ততা থাকলে মুরুব্বি বা পাশের জনকে বলুন 'আমি কি উঠতে পারি?' - এটা সৌজন্যবোধ।
সবার সামনে নাকে হাত দেবেন না, কান চুলকাবেন না, ব্রাশ করবেন না, সশব্দে ঢেঁকুর তুলবেন না - এসব শিষ্টাচার।
অন্যের কাছে ঋণ করে ভালো খেয়ে পড়ে বেঁচে আছেন, অথচ যার কাছে ঋণ করেছেন তার দিন চলছে না। ঋণ পরিশোধ করাটাও সৌজন্যবোধ।
সৌজন্যবোধ হলো মানুষকে মানুষ মনে করা, ঠিক ঠিক একজন মানুষ হওয়া এবং যার যা প্রাপ্য তা পরিশোধ করা।
কেউ আপনার জন্য সামান্য কিছু করলেও তাকে ধন্যবাদ জানানোটা সৌজন্যবোধ।
সৌজন্যবোধ জীবনের সবচেয়ে মূল্যবান ও সুন্দর বোধ। এটি মন থেকে আসা অনুভূতির নাম। মজার বিষয় হলো, সৌজন্যবোধ কাউকে শেখানো যায় না। এটি শিখে নেয়ার বিষয় , শেখানোর বিষয় নয়।
সৌজন্যবোধহীন লেনাদেনা থেকে শত হাত দূরে বাঁচি। জীবনে সৌন্দর্য খুঁজি প্রচুর- কথার সৌন্দর্য, হাসির সৌন্দর্য, দৃষ্টির সৌন্দর্য, যোগাযোগের সৌন্দর্য, প্রকাশের সৌন্দর্য, স্পর্শের সৌন্দর্য - এই সমস্ত সৌন্দর্যে মিশে থাকে সৌজন্যবোধ।
সর্বোপরি মানুষ হওয়ার বোধের নামই সৌজন্যবোধ।
সংগৃহীত।💞