Freelancer Sadik

Freelancer Sadik Web-design and Digital Marketing Expert.

আপনি কি জানেন? 1. যদি 'U' থাকে তাহলে তারমানে এই মুভিটা সকলেই দেখতে পারবেকারো জন্য কোন সমস্যা নেই।2. যদি এই শংসাপত্রে 'UA...
20/10/2024

আপনি কি জানেন?

1. যদি 'U' থাকে তাহলে তার
মানে এই মুভিটা সকলেই দেখতে পারবে
কারো জন্য কোন সমস্যা নেই।

2. যদি এই শংসাপত্রে 'UA লেখা থাকে, তাহলে এর অর্থ হল 12 বছরের কম বয়সী শিশুরা বাবা-মায়ের নির্দেশনায় এই ছবিটি দেখতে পারবে।

3. যদি ফিল্মটি 'A' সার্টিফিকেট পেয়েছে, তাহলে এর মানে হল যে ছবিটি 18 বছরের কম বয়সীদের জন্য উপযুক্ত নয়।😌

17/07/2023
আজকে আমার পরিচয় দেব। আমার নাম সাইমন সাদিক। বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। পেশায় একজন ডিজিটাল মার্কেটার এবং একজন ই...
10/06/2023

আজকে আমার পরিচয় দেব।

আমার নাম সাইমন সাদিক। বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।
পেশায় একজন ডিজিটাল মার্কেটার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি আছি তিন বছর।
আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করে যাচ্ছি।

কারোর কোন দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব। ❤️
নিজের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

30/01/2023

মোবাইলের RAM দীর্ঘদিন ক্লিয়ার না করলে কী ধরনের সমস্যা হতে পারে ?
RAM = Random Access Memory অর্থাৎ আপনি যা ব্যাবহার করবেন মানে মোবাইল ফোনে যেই SOFTWARE ব্যাবহার করবেন তা এই RAM এর উপর রেখেই চালাবেন । মোবাইল বাদ ধরুন আপনি একটি টেবিল এর উপরে কাজ করতেছেন কিছুদিন যাবত তবে তা আপনি কখনোই পরিষ্কার করেন না। আস্তে আস্তে তা জিনিসপত্রে ভরে যাবে এবং এতে করে আপনার কাজ করতেও অসুবিধা হবে আবার আস্তে আস্তে আপনি টেবিলে আর কাজ ই করতে পারবেন না । RAM জিনিসটাও টেবিল এর মতোই কাজ করে থাকে একে পরিষ্কার রাখলে খুব তারতারি এবং সহজে কাজ করতে পারবেন । বর্তমানের SMARTPHONE গুলোতে অটোমেটিক RAM ক্লিয়ার এর SOFTWARE ব্যাবহার করে থাকে , তাই আর RAM ক্লিয়ার নিয়ে ঝামেলা করতে হয় না। তবে অনেকদিন তা না ক্লিয়ার করলে আপনার মোবাইল HANG করবে এবং স্লো করবে । ধন্যবাদ।

🔰 How to Log Into Facebook If You Lost Access to Code Generatorঅনেকে ফেইসবুক অ্যাকাউন্ট Secure করার জন্য Google Authenti...
02/07/2022

🔰 How to Log Into Facebook If You Lost Access to Code Generator

অনেকে ফেইসবুক অ্যাকাউন্ট Secure করার জন্য Google Authenticator or others Code Generator ব্যবহার করেন। কিন্তু অনেকের মোবাইল ফোন চুরি হয়ে যায় বা ফোন থেকে Authenticator App আনইন্সটল হয়ে যায়!!

Authenticator App এর কোড ছাড়া অ্যাপ ফেইসবুকে লগিন হয় না তখন অনেকে হয়রান হয়ে যান কি করবেন!!

▪️Authenticator App এর অ্যাক্সেস না থাকলে কিভাবে ফেইসবুক অ্যাকাউন্ট রেকিভারি করবেন ?

প্রথমে ফেইসবুকে লগিন করার জন্য আইডি পাস দিবেন । তারপর নিচের Screenshots ফলো করে ইমেল দিয়ে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট সাবিমিট করুন! ফেইসবুক আপনার ডকুমেন্ট চেক করে আপনাকে আপনার আইডিতে অ্যাক্সেস দিয়ে দিবে।

জনসচেতনতায়ঃ Cyber Femina

25/05/2022

Here the top Shopify alternatives for your small business:

£ Squarespace Commerce

eCommerce


Sometimes it is okay to be a self-motivated man. people might think whatever they want, but focus and the right directio...
18/05/2022

Sometimes it is okay to be a self-motivated man.

people might think whatever they want, but focus and the right direction might get you to the highest mountain of success.

Don't Blame your fate.

14/05/2022

Get Spotify 3 Month For Free!

Requirement: skitto Sim

আপনার যদি Skitto sim থাকে তাহলে Spotify 3 Month Subscription ফ্রীতে নিতে পারবেন।

যে সকল ব্র্যান্ড দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন তাদের জন্য নতুন মার্কেটি...
13/05/2022

যে সকল ব্র্যান্ড দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন তাদের জন্য নতুন মার্কেটিং টুল হিসেবে টিক-টকের জুড়ি নেই।

গত এক-দুই দশকে মানুষের মনোযোগের সীমা আশঙ্কাজনক হারে কমে গেছে। মাইক্রোসফট তাদের এক গবেষণায় বলছে, মানুষ গড়ে মাত্র আট সেকেন্ড এক জায়গায় মনোযোগ ধরে রাখতে পারে। এই ঘটনার প্রভাব কনটেন্টের জগতেও ব্যাপক। বহু মানুষ এখন আড়াই ঘণ্টার সিনেমার বদলে কয়েক মিনিটের ‘মুভি এক্সপ্লেনেশন ভিডিও’ দেখতে পছন্দ করে। কোনো কনটেন্ট প্রথম কয়েক সেকেন্ডে যদি আপনাকে না টানে, তাহলে আপনি স্ক্রল করে এগিয়ে যান। কারণ, ফেসবুক-ইউটিউব-টিকটকের মতো অ্যাপগুলোতে ভিডিও বা ছবির অভাব নেই।

ফেসবুক ও স্ন্যাপচ্যাট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ধরন ভবিষ্যতে টিকটকের মতো হবে। এ ব্যাপারে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল বলেছেন, অ্যাপে বন্ধু তালিকায় থাকা লোকজনের স্টোরি দেখার পেছনে মানুষ খুব বেশি সময় ব্যয় করছে না। স্ন্যাপচ্যাটের স্পটলাইটের ভিডিওগুলোতেই বেশি সময় দিচ্ছে তারা। স্পটলাইটে যেকোনো মানুষের পোস্ট করা ভাইরাল ভিডিও থাকে, ঠিক টিকটকের মতোই।
স্পিগেল আরও বলেন, ‘মহামারি জুড়ে আমরা যে প্রবণতা লক্ষ্য করেছি, এটি তারই ধারাবাহিকতা। প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীদের স্টোরি পোস্ট করা ও দেখা মহামারির আগের সময়ের পর্যায়ে ফিরে আসেনি।’
কনটেন্ট সেকশনে পরিবর্তনগুলো ঠিক কেমন হবে, তা এখনো বিশদভাবে জানায়নি স্ন্যাপচ্যাট। তবে এটি টিকটকের মতো দেখতে হতে পারে, সেটা ভেবে নেওয়া যেতে যেতে পারে।

এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গও টিকটককে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘মানুষের কাছে সময় কাটানোর জন্য অনেক সুযোগ আছে। আর টিকটকের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।’

স্ন্যাপচ্যাটের ব্যবসা এখনো ভালো চললেও সম্প্রতি মেটার বাজারমূল্য কমেছে ২০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ২০২০ সালের আগস্টে বাজারে আসা টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফলে ফেসবুক ও স্নাপচ্যাট টিকটককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। ভবিষ্যতে টিকটকের সঙ্গে তাল মিলিয়েই হয়তো চলতে দেখা যাবে ফেসবুক-স্ন্যাপচ্যাটকে।

ভাবতে পারেন, ক্লাসিক কনটেন্টগুলো কি তাহলে হারিয়ে যাবে ? না, এমনটা হবে না। দিন দিন নেটফ্লিক্সের চাহিদা বাড়ছে। এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলীয়রা সপ্তাহে গড়ে ৪ দশমিক ৩ ঘণ্টা পডকাস্ট শোনার পেছনে সময় দেয়। ফলে এটা নিশ্চিত যে মনোযোগ ধরে রাখার মতো ভালো কনটেন্ট তৈরি হলে মানুষ সময় দেবে।
মুশকিল হলো, মানুষের হাতে সময় আছে কতটুকু। টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, যেটা শুরুতেই জানিয়ে দিচ্ছে যে তার ভিডিওর দৈর্ঘ্য ছোট। এই অল্প সময় কাজে লাগিয়ে যাঁরা ভালো কনটেন্ট তৈরি করছেন, নিশ্চয়ই তাঁরা দারুণ সৃজনশীল। বিজ্ঞান, সাহিত্য, বই, ব্যবসা—সব বিষয়সংক্রান্ত ভালো কনটেন্টই আপনি পাবেন, যদি চেষ্টা করেন।

তবে এত বড়সংখ্যক ব্যবহারকারীর রুচি পরিবর্তনের দায়িত্ব একটা করপোরেট প্রতিষ্ঠান কীভাবে নিচ্ছে, সেটা দেখার বিষয়। কিন্তু দিন শেষে অনলাইন বিনোদন বা কনটেন্ট তৈরির সম্ভাবনার জগতের কথা যদি বলেন, তাহলে টিকটকই ভবিষ্যৎ।

অদ্যাবধি টিক-টকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন, এবং অ্যাপ ডাউনলোড হয়েছে ৩.৫ বিলিয়ন এর বেশি। সুতরাং আপনার যে কোন ধরণের প্রোডাক্ট কাঙ্খিত ক্রেতার নিকট অর্গানিক ভাবে বিনামূল্যে প্রচারণায় টিক-টক হতে পারে সর্বোচ্চ সহজ মাধ্যম।

লিখাটা আমার "ডিজিটাল মার্কেটিং কৌশল রপ্তকরণ।প্রস্তাবনাঃ ৪৩" আর্টিকেল থেকে নেয়া। লিংক কমেন্টে।

25/04/2022

How to remove the malicious programs on chrome if You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT || SHARE For Any Help Join Us OnGroup:...

12/04/2022

Create Upay account and get free 50 taka Bonus.If You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT || SHARE For Any Help Join Us OnGroup:...

পেয়নিয়ার থেকে বিকাশে উইথড্র প্রথমত আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র করবেন নাকি ব্যাংকে করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। ...
09/04/2022

পেয়নিয়ার থেকে বিকাশে উইথড্র
প্রথমত আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র করবেন নাকি ব্যাংকে করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে আপনি বাধ্য না বিকাশে টাকা উইথড্র দেয়ার জন্য। বিকাশ পেওনিয়ার এর সাথে একটি ভালো উদ্যোগ নিয়েছে এইটাই মূল কথা। কারা কত পার্সেন্ট চার্জ করছে বা করছে না সেগুলো সবকিছু ভেবেই আপনি উইথড্র দিবেন।
----
কিন্তু মূল কথা হলো উইথড্র কিভাবে করবেন বা এই প্রসেসটা কিরকম? অনেকে বুঝতেই পারছেন না এই ব্যাপারগুলো। কারণ ব্যাংকে উইথড্র করার জন্য আপনাকে পেওনিয়ার দিয়ে লগইন করে পেওনিয়ারে ব্যাঙ্ক একাউন্ট অ্যাড করে তারপর উইথড্র দিতে হয় কিন্তু পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র প্রসেস একদম সহজ। আমি নিজে উইথড্র দিয়েছি আজকে।
----
তাহলে আসুন জানি কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উইথড্র করবেন:
ধাপ ০১: আপনার মোবাইলে বিকাশ এপটি ওপেন করে লগইন করুন
ধাপ ০২: তারপর ক্লিক করুন "আরো" নামের অপশনটিতে
ধাপ ০৩: এরপর ক্লিক করুন "রেমিটেন্স" অপশনটিতে
ধাপ ০৪: "পেওনিয়ার" এর একটি অপশন দেখতে পারবেন যেখানে ক্লিক করুন এবং পেওনিয়ার লগইন করুন
ধাপ ০৫: এরপর পেওনিয়ার একাউন্টটি বিকাশ এর সাথে যুক্ত হয়ে যাবে এবং পেওনিয়ারে থাকা আপনার "$" এমাউন্টটি দেখতে পারবেন।
ধাপ ০৬: "$" এমাউন্টটিতে ক্লিক করে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা (এক্সচেঞ্জ রেট ভেরি করে বিভিন্ন সময়, প্রতি ডলারে রেট কত আসবে তা দেখতে পারবেন) সর্বনিম্ন আপনি বিকাশে উইথড্র করতে পারবেন।
ধাপ ০৭: টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে ভেরিফিকেশন কোড লিখে উইথড্র সম্পূর্ণ করতে পারবেন এবং ১ মিনিটের মাথায় আপনার বিকাশে টাকা যুক্ত হবে।
----
এইবার আসি পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে উঠাতে পারবেন।
১। প্রতি ট্রানজেকশন: প্রতিদিন সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা
২। সর্বোচ্চ এমাউন্ট: প্রতিদিন ১,২৫,০০০ টাকা এবং প্রতি মাসে ৪,৫০,০০০ টাকা।
----
মনে রাখবেন বিকাশ থেকে ক্যাশআউট প্রতিদিন সর্বোচ্চ ২৫০০০ টাকা এবং মাসে ১,৫০,০০০ টাকা। আর ক্যাশআউট না করেই কেনাকাটা, বিল পে, মোবাইল রিচার্জ এর কাজ সেরে ফেলতে পারেন বিকাশ দিয়ে তাহলে ক্যাশ আউট চার্জের চিন্তাই থাকবে না।
----
আমি জানি ইতিমধ্যেই অনেকেই এই সার্ভিস এবং অফার সম্পর্কে জেনে গেছেন তাও নিজের জন্য হলেও এতো বড় করে লিখে ফেললাম।
----
আর ১৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের টাকা এনে প্রতিদিন জিতে নিতে পারেন একটি করে স্মার্টফোন! সাথে থাকছে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% বোনাস! বোনাস অফারটি চলবে ১০ মার্চ, ২০২২ পর্যন্ত।
----
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/payoneer

09/04/2022

Why am I not getting orders on Fiverr?

Originally Answered: Why am I not getting orders on Fiverr? Should I check my gigs? I’m new on Fiverr but I have worked on many projects in others marketplaces.

Here’s why you’re not getting orders on Fiverr:

Difficulty with English: If I’m a native English speaker, I’m just not going to hire you for anything that requires English ability. You say in your gig:

“I am delivering a top quality working with 100% accuracy.”
“I have worked 200+ projects in other marketplace. So don’t confuse about my skills.”
“Before Ordering,Please contact me and brief your task details”
Your pricing doesn’t make sense. $5 for 2 hours—that’s $2.50 per hour. $30 for 10 hours—that’s $3 per hour. $130 for 30 hours. That’s $4.33 per hour. The larger the order, the more you’re charging per hour. That’s not attractive pricing.

You’ve written your gig about yourself, not about the customer’s needs. Your gig is filled with “I, I, I.” “I am excited to work with you!” “I am highly interested and waiting for your response.” “ I'm new on Fiverr, But I have over 5 years experience in the freelance career.” Instead, explain the benefits to a potential buyer. The only place you try to do this is in your headline: “I Will Be A VA To Your Business Growth.” But that’s not very clear, and it’s in poor English.

So:

Clean up the English.
Develop a pricing program that makes sense.
Most important, refocus your copy to explain the benefits to a buyer.

❌ Scam Alert! ইদানীং জব পাইছেন, ইন্টারভিউ, স্কলারশিপ ইত্যাদি নানা রকম লোভনীয় মেসেজ দিচ্ছে কিছু চক্র। তারা  Whatsapp এর ল...
06/04/2022

❌ Scam Alert!

ইদানীং জব পাইছেন, ইন্টারভিউ, স্কলারশিপ ইত্যাদি নানা রকম লোভনীয় মেসেজ দিচ্ছে কিছু চক্র। তারা Whatsapp এর লিংক দিয়ে যোগাযোগ করতে বলে।

যোগাযোগ করলে কলাকৌশলে বিভিন্নরকম ফাইল ডাইনলোড করতে বলে বা টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে জয়েন করতে বলে।

এইভাবে সোস্যাল ইঞ্জিনিয়ারিং করে সহজ সরল মানুষ এর ডিভাইস অ্যাক্সেস নিয়ে ব্ল্যাকমেইল করে!

লোভে পা দিয়েন না। সচেতন হোন!

লোভে পাপ হয়,,,পাপে.....?!

Ramadan Mubarak to all around the world. May this month bring the world more peace, health and unity. 🤲🏽
02/04/2022

Ramadan Mubarak to all around the world. May this month bring the world more peace, health and unity. 🤲🏽

Address

Thanapara
Alamdanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share