Freelancer Sadik

Freelancer Sadik Web-design and Digital Marketing Expert.

17/07/2023
আজকে আমার পরিচয় দেব। আমার নাম সাইমন সাদিক। বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। পেশায় একজন ডিজিটাল মার্কেটার এবং একজন ই...
10/06/2023

আজকে আমার পরিচয় দেব।

আমার নাম সাইমন সাদিক। বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।
পেশায় একজন ডিজিটাল মার্কেটার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি আছি তিন বছর।
আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করে যাচ্ছি।

কারোর কোন দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব। ❤️
নিজের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

30/01/2023

মোবাইলের RAM দীর্ঘদিন ক্লিয়ার না করলে কী ধরনের সমস্যা হতে পারে ?
RAM = Random Access Memory অর্থাৎ আপনি যা ব্যাবহার করবেন মানে মোবাইল ফোনে যেই SOFTWARE ব্যাবহার করবেন তা এই RAM এর উপর রেখেই চালাবেন । মোবাইল বাদ ধরুন আপনি একটি টেবিল এর উপরে কাজ করতেছেন কিছুদিন যাবত তবে তা আপনি কখনোই পরিষ্কার করেন না। আস্তে আস্তে তা জিনিসপত্রে ভরে যাবে এবং এতে করে আপনার কাজ করতেও অসুবিধা হবে আবার আস্তে আস্তে আপনি টেবিলে আর কাজ ই করতে পারবেন না । RAM জিনিসটাও টেবিল এর মতোই কাজ করে থাকে একে পরিষ্কার রাখলে খুব তারতারি এবং সহজে কাজ করতে পারবেন । বর্তমানের SMARTPHONE গুলোতে অটোমেটিক RAM ক্লিয়ার এর SOFTWARE ব্যাবহার করে থাকে , তাই আর RAM ক্লিয়ার নিয়ে ঝামেলা করতে হয় না। তবে অনেকদিন তা না ক্লিয়ার করলে আপনার মোবাইল HANG করবে এবং স্লো করবে । ধন্যবাদ।

🔰 How to Log Into Facebook If You Lost Access to Code Generatorঅনেকে ফেইসবুক অ্যাকাউন্ট Secure করার জন্য Google Authenti...
02/07/2022

🔰 How to Log Into Facebook If You Lost Access to Code Generator

অনেকে ফেইসবুক অ্যাকাউন্ট Secure করার জন্য Google Authenticator or others Code Generator ব্যবহার করেন। কিন্তু অনেকের মোবাইল ফোন চুরি হয়ে যায় বা ফোন থেকে Authenticator App আনইন্সটল হয়ে যায়!!

Authenticator App এর কোড ছাড়া অ্যাপ ফেইসবুকে লগিন হয় না তখন অনেকে হয়রান হয়ে যান কি করবেন!!

▪️Authenticator App এর অ্যাক্সেস না থাকলে কিভাবে ফেইসবুক অ্যাকাউন্ট রেকিভারি করবেন ?

প্রথমে ফেইসবুকে লগিন করার জন্য আইডি পাস দিবেন । তারপর নিচের Screenshots ফলো করে ইমেল দিয়ে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট সাবিমিট করুন! ফেইসবুক আপনার ডকুমেন্ট চেক করে আপনাকে আপনার আইডিতে অ্যাক্সেস দিয়ে দিবে।

জনসচেতনতায়ঃ Cyber Femina

25/05/2022

Here the top Shopify alternatives for your small business:

£ Squarespace Commerce

eCommerce


Sometimes it is okay to be a self-motivated man. people might think whatever they want, but focus and the right directio...
18/05/2022

Sometimes it is okay to be a self-motivated man.

people might think whatever they want, but focus and the right direction might get you to the highest mountain of success.

Don't Blame your fate.

14/05/2022

Get Spotify 3 Month For Free!

Requirement: skitto Sim

আপনার যদি Skitto sim থাকে তাহলে Spotify 3 Month Subscription ফ্রীতে নিতে পারবেন।

যে সকল ব্র্যান্ড দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন তাদের জন্য নতুন মার্কেটি...
13/05/2022

যে সকল ব্র্যান্ড দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন তাদের জন্য নতুন মার্কেটিং টুল হিসেবে টিক-টকের জুড়ি নেই।

গত এক-দুই দশকে মানুষের মনোযোগের সীমা আশঙ্কাজনক হারে কমে গেছে। মাইক্রোসফট তাদের এক গবেষণায় বলছে, মানুষ গড়ে মাত্র আট সেকেন্ড এক জায়গায় মনোযোগ ধরে রাখতে পারে। এই ঘটনার প্রভাব কনটেন্টের জগতেও ব্যাপক। বহু মানুষ এখন আড়াই ঘণ্টার সিনেমার বদলে কয়েক মিনিটের ‘মুভি এক্সপ্লেনেশন ভিডিও’ দেখতে পছন্দ করে। কোনো কনটেন্ট প্রথম কয়েক সেকেন্ডে যদি আপনাকে না টানে, তাহলে আপনি স্ক্রল করে এগিয়ে যান। কারণ, ফেসবুক-ইউটিউব-টিকটকের মতো অ্যাপগুলোতে ভিডিও বা ছবির অভাব নেই।

ফেসবুক ও স্ন্যাপচ্যাট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ধরন ভবিষ্যতে টিকটকের মতো হবে। এ ব্যাপারে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল বলেছেন, অ্যাপে বন্ধু তালিকায় থাকা লোকজনের স্টোরি দেখার পেছনে মানুষ খুব বেশি সময় ব্যয় করছে না। স্ন্যাপচ্যাটের স্পটলাইটের ভিডিওগুলোতেই বেশি সময় দিচ্ছে তারা। স্পটলাইটে যেকোনো মানুষের পোস্ট করা ভাইরাল ভিডিও থাকে, ঠিক টিকটকের মতোই।
স্পিগেল আরও বলেন, ‘মহামারি জুড়ে আমরা যে প্রবণতা লক্ষ্য করেছি, এটি তারই ধারাবাহিকতা। প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীদের স্টোরি পোস্ট করা ও দেখা মহামারির আগের সময়ের পর্যায়ে ফিরে আসেনি।’
কনটেন্ট সেকশনে পরিবর্তনগুলো ঠিক কেমন হবে, তা এখনো বিশদভাবে জানায়নি স্ন্যাপচ্যাট। তবে এটি টিকটকের মতো দেখতে হতে পারে, সেটা ভেবে নেওয়া যেতে যেতে পারে।

এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গও টিকটককে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘মানুষের কাছে সময় কাটানোর জন্য অনেক সুযোগ আছে। আর টিকটকের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।’

স্ন্যাপচ্যাটের ব্যবসা এখনো ভালো চললেও সম্প্রতি মেটার বাজারমূল্য কমেছে ২০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ২০২০ সালের আগস্টে বাজারে আসা টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফলে ফেসবুক ও স্নাপচ্যাট টিকটককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। ভবিষ্যতে টিকটকের সঙ্গে তাল মিলিয়েই হয়তো চলতে দেখা যাবে ফেসবুক-স্ন্যাপচ্যাটকে।

ভাবতে পারেন, ক্লাসিক কনটেন্টগুলো কি তাহলে হারিয়ে যাবে ? না, এমনটা হবে না। দিন দিন নেটফ্লিক্সের চাহিদা বাড়ছে। এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলীয়রা সপ্তাহে গড়ে ৪ দশমিক ৩ ঘণ্টা পডকাস্ট শোনার পেছনে সময় দেয়। ফলে এটা নিশ্চিত যে মনোযোগ ধরে রাখার মতো ভালো কনটেন্ট তৈরি হলে মানুষ সময় দেবে।
মুশকিল হলো, মানুষের হাতে সময় আছে কতটুকু। টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, যেটা শুরুতেই জানিয়ে দিচ্ছে যে তার ভিডিওর দৈর্ঘ্য ছোট। এই অল্প সময় কাজে লাগিয়ে যাঁরা ভালো কনটেন্ট তৈরি করছেন, নিশ্চয়ই তাঁরা দারুণ সৃজনশীল। বিজ্ঞান, সাহিত্য, বই, ব্যবসা—সব বিষয়সংক্রান্ত ভালো কনটেন্টই আপনি পাবেন, যদি চেষ্টা করেন।

তবে এত বড়সংখ্যক ব্যবহারকারীর রুচি পরিবর্তনের দায়িত্ব একটা করপোরেট প্রতিষ্ঠান কীভাবে নিচ্ছে, সেটা দেখার বিষয়। কিন্তু দিন শেষে অনলাইন বিনোদন বা কনটেন্ট তৈরির সম্ভাবনার জগতের কথা যদি বলেন, তাহলে টিকটকই ভবিষ্যৎ।

অদ্যাবধি টিক-টকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন, এবং অ্যাপ ডাউনলোড হয়েছে ৩.৫ বিলিয়ন এর বেশি। সুতরাং আপনার যে কোন ধরণের প্রোডাক্ট কাঙ্খিত ক্রেতার নিকট অর্গানিক ভাবে বিনামূল্যে প্রচারণায় টিক-টক হতে পারে সর্বোচ্চ সহজ মাধ্যম।

লিখাটা আমার "ডিজিটাল মার্কেটিং কৌশল রপ্তকরণ।প্রস্তাবনাঃ ৪৩" আর্টিকেল থেকে নেয়া। লিংক কমেন্টে।

25/04/2022

How to remove the malicious programs on chrome if You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT || SHARE For Any Help Join Us OnGroup:...

12/04/2022

Create Upay account and get free 50 taka Bonus.If You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT || SHARE For Any Help Join Us OnGroup:...

পেয়নিয়ার থেকে বিকাশে উইথড্র প্রথমত আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র করবেন নাকি ব্যাংকে করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। ...
09/04/2022

পেয়নিয়ার থেকে বিকাশে উইথড্র
প্রথমত আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র করবেন নাকি ব্যাংকে করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে আপনি বাধ্য না বিকাশে টাকা উইথড্র দেয়ার জন্য। বিকাশ পেওনিয়ার এর সাথে একটি ভালো উদ্যোগ নিয়েছে এইটাই মূল কথা। কারা কত পার্সেন্ট চার্জ করছে বা করছে না সেগুলো সবকিছু ভেবেই আপনি উইথড্র দিবেন।
----
কিন্তু মূল কথা হলো উইথড্র কিভাবে করবেন বা এই প্রসেসটা কিরকম? অনেকে বুঝতেই পারছেন না এই ব্যাপারগুলো। কারণ ব্যাংকে উইথড্র করার জন্য আপনাকে পেওনিয়ার দিয়ে লগইন করে পেওনিয়ারে ব্যাঙ্ক একাউন্ট অ্যাড করে তারপর উইথড্র দিতে হয় কিন্তু পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র প্রসেস একদম সহজ। আমি নিজে উইথড্র দিয়েছি আজকে।
----
তাহলে আসুন জানি কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উইথড্র করবেন:
ধাপ ০১: আপনার মোবাইলে বিকাশ এপটি ওপেন করে লগইন করুন
ধাপ ০২: তারপর ক্লিক করুন "আরো" নামের অপশনটিতে
ধাপ ০৩: এরপর ক্লিক করুন "রেমিটেন্স" অপশনটিতে
ধাপ ০৪: "পেওনিয়ার" এর একটি অপশন দেখতে পারবেন যেখানে ক্লিক করুন এবং পেওনিয়ার লগইন করুন
ধাপ ০৫: এরপর পেওনিয়ার একাউন্টটি বিকাশ এর সাথে যুক্ত হয়ে যাবে এবং পেওনিয়ারে থাকা আপনার "$" এমাউন্টটি দেখতে পারবেন।
ধাপ ০৬: "$" এমাউন্টটিতে ক্লিক করে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা (এক্সচেঞ্জ রেট ভেরি করে বিভিন্ন সময়, প্রতি ডলারে রেট কত আসবে তা দেখতে পারবেন) সর্বনিম্ন আপনি বিকাশে উইথড্র করতে পারবেন।
ধাপ ০৭: টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে ভেরিফিকেশন কোড লিখে উইথড্র সম্পূর্ণ করতে পারবেন এবং ১ মিনিটের মাথায় আপনার বিকাশে টাকা যুক্ত হবে।
----
এইবার আসি পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে উঠাতে পারবেন।
১। প্রতি ট্রানজেকশন: প্রতিদিন সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা
২। সর্বোচ্চ এমাউন্ট: প্রতিদিন ১,২৫,০০০ টাকা এবং প্রতি মাসে ৪,৫০,০০০ টাকা।
----
মনে রাখবেন বিকাশ থেকে ক্যাশআউট প্রতিদিন সর্বোচ্চ ২৫০০০ টাকা এবং মাসে ১,৫০,০০০ টাকা। আর ক্যাশআউট না করেই কেনাকাটা, বিল পে, মোবাইল রিচার্জ এর কাজ সেরে ফেলতে পারেন বিকাশ দিয়ে তাহলে ক্যাশ আউট চার্জের চিন্তাই থাকবে না।
----
আমি জানি ইতিমধ্যেই অনেকেই এই সার্ভিস এবং অফার সম্পর্কে জেনে গেছেন তাও নিজের জন্য হলেও এতো বড় করে লিখে ফেললাম।
----
আর ১৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের টাকা এনে প্রতিদিন জিতে নিতে পারেন একটি করে স্মার্টফোন! সাথে থাকছে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% বোনাস! বোনাস অফারটি চলবে ১০ মার্চ, ২০২২ পর্যন্ত।
----
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/payoneer

09/04/2022

Why am I not getting orders on Fiverr?

Originally Answered: Why am I not getting orders on Fiverr? Should I check my gigs? I’m new on Fiverr but I have worked on many projects in others marketplaces.

Here’s why you’re not getting orders on Fiverr:

Difficulty with English: If I’m a native English speaker, I’m just not going to hire you for anything that requires English ability. You say in your gig:

“I am delivering a top quality working with 100% accuracy.”
“I have worked 200+ projects in other marketplace. So don’t confuse about my skills.”
“Before Ordering,Please contact me and brief your task details”
Your pricing doesn’t make sense. $5 for 2 hours—that’s $2.50 per hour. $30 for 10 hours—that’s $3 per hour. $130 for 30 hours. That’s $4.33 per hour. The larger the order, the more you’re charging per hour. That’s not attractive pricing.

You’ve written your gig about yourself, not about the customer’s needs. Your gig is filled with “I, I, I.” “I am excited to work with you!” “I am highly interested and waiting for your response.” “ I'm new on Fiverr, But I have over 5 years experience in the freelance career.” Instead, explain the benefits to a potential buyer. The only place you try to do this is in your headline: “I Will Be A VA To Your Business Growth.” But that’s not very clear, and it’s in poor English.

So:

Clean up the English.
Develop a pricing program that makes sense.
Most important, refocus your copy to explain the benefits to a buyer.

❌ Scam Alert! ইদানীং জব পাইছেন, ইন্টারভিউ, স্কলারশিপ ইত্যাদি নানা রকম লোভনীয় মেসেজ দিচ্ছে কিছু চক্র। তারা  Whatsapp এর ল...
06/04/2022

❌ Scam Alert!

ইদানীং জব পাইছেন, ইন্টারভিউ, স্কলারশিপ ইত্যাদি নানা রকম লোভনীয় মেসেজ দিচ্ছে কিছু চক্র। তারা Whatsapp এর লিংক দিয়ে যোগাযোগ করতে বলে।

যোগাযোগ করলে কলাকৌশলে বিভিন্নরকম ফাইল ডাইনলোড করতে বলে বা টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে জয়েন করতে বলে।

এইভাবে সোস্যাল ইঞ্জিনিয়ারিং করে সহজ সরল মানুষ এর ডিভাইস অ্যাক্সেস নিয়ে ব্ল্যাকমেইল করে!

লোভে পা দিয়েন না। সচেতন হোন!

লোভে পাপ হয়,,,পাপে.....?!

Ramadan Mubarak to all around the world. May this month bring the world more peace, health and unity. 🤲🏽
02/04/2022

Ramadan Mubarak to all around the world. May this month bring the world more peace, health and unity. 🤲🏽

I don't get it 🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️Why double standards for 🇺🇦🇺🇦🇺🇦 Vs 🇵🇸🇵🇸🇵🇸 Why Ukrainians are Heroes and Palest*inians are ...
08/03/2022

I don't get it 🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️

Why double standards for 🇺🇦🇺🇦🇺🇦 Vs 🇵🇸🇵🇸🇵🇸

Why Ukrainians are Heroes and Palest*inians are Terrori*sts 🤷🏼‍♂️

Stop Judging, Stop Kil*ling, every single life matters on earth 🙏🙏🙏

My ❤ cry for each single individual, no matter from where that soul belongs

Wake up before it's too late🥺

PS: It's not about Palestine only, it's about everyone around the world, we should stand for everyone around the world without any kind of discrimination 🙏

Don't mind

22/02/2022

তোমার বয়সের সবার বিয়ে হয়ে যাচ্ছে এই ভেবে যদি ডিপ্রেশনে চলে যাও তুমি তবে এটা তোমার ভুল।

তোমার বয়সের সবার বাচ্চা হয়ে যাচ্ছে আর তুমি এখনো সেটেল হতে পারোনি এটা ভাবা ভুল।

তোমার প্রথম বিয়ে কিংবা ভালোবাসাটা হয়তো টিকেনি তাই বলে তোমার জীবনে নতুন কেউ আসবে না এটা ভাবা ভুল।

আরেকজনের প্রমোশন চাকরি ব্যাবসাতে সফল হওয়া দেখে নিজেকে লুজার ভাবা ভুল।

তোমার সময়ে তুমি ঠিকই এগিয়ে আছো।

বিয়ে, প্রেম, চাকরী , ব্যাবসা, টুর, ট্রাভেল এগুলো সফলতার সংজ্ঞা না।

সুস্থতা , মানসিক ভাবে সুস্থির থাকাকে সফলতা বলে।

সময়ে সবই হবে বিয়েটাও, ক্যারিয়ারও সাথে বাচ্চাটাও।

17/02/2022

সমুদ্রের সবটুকু পানি মিলেও একটি জাহাজকে ডুবাতে পারে না যদি না জাহাজের ভেতরে পানি প্রবেশ করে। ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত নেগেটিভিটি মিলেও আপনার মনোবল ভাঙতে পারবে না যদি না আপনি কিঞ্চিত নেগেটিভিটিকে আপনার ভেতরে প্রবেশ করতে দেন। আর নেগেটিভিটি ভেতরে প্রবেশ করার প্রধান কারণ হচ্ছে নেগেটিভ মানুষের সাহচর্যে থাকা। নেগেটিভ বলয়ে থাকা মানুষগুলো নিজের মধ্যেও যেমন কোন সম্ভাবনা দেখতে পায়না তেমনি অন্য কারও মধ্যে বা কোন কিছুর মধ্যেই তারা পজিটিভ কিছু দেখতে পায় না কিংবা চায় না। আর অন্যের ভালো দেখলে যাদের নিজেদের মধ্যে কিঞ্চিৎ জ্বলুনি হয় তারা শরীরে এবং মনে এসিড রিফ্লাক্সে আক্রান্ত মানুষ। এদের থেকে সাবধান! সীমাহীন সম্ভাবনা নিয়ে জন্মেছেন আপনি। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দরকার কল্পনাশক্তি, বিশ্বাস এবং ঐকান্তিক চেষ্টা। যে লক্ষ্য নিয়ে আগাতে চান, সেটায় বিশ্বাস করুন এবং লেগে থাকুন। জয় আপনার হবেই 😀

https://youtu.be/WEWGTjzQ1ko
13/02/2022

https://youtu.be/WEWGTjzQ1ko

Search like a pro.Thanks For Watching If You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT || SHARE For Any Help Join Us OnGroup: https:/...

এখন থেকে Payoneer এর ডলার বিকাশে  withdraw করা যাবে!সাভির্স চার্জ সম্ভবত ১৬ টাকা হাজারে! আজকে এই সাভির্স বিকাশ চালু করেছ...
13/02/2022

এখন থেকে Payoneer এর ডলার বিকাশে withdraw করা যাবে!

সাভির্স চার্জ সম্ভবত ১৬ টাকা হাজারে!

আজকে এই সাভির্স বিকাশ চালু করেছে!

আগে থেকে Payoneer অ্যাকাউন্ট থাকলে এড করে নিন! অথবা চাইলে নতুন অ্যাকাউন্ট ওপেন কর‍তে পারবেন।

Screenshots ফলো করে আপনার বিকাশ এপে চেক করুন।

27/01/2022

Facebook Account disabled, Document not accepting!!

যাদের ডকুমেন্টস সাবমিট নিচ্ছেনা তারা এই আপডেট সিস্টেম টা ফলো করতে পারেন

যাদের ডকুমেন্টস সাবমিট নিচ্ছেনা তারা এই আপডেট সিস্টেম টা ফলো করতে পারেন☺️!

৪-৫ বার ভিন্ন ভিন্ন ব্রাউজার দিয়ে সাবমিট দিয়েন!৫-৭ দিন ও লাগতে পারে রিভিউ আসতে!

1st submit link:
https://m.facebook.com/help/contact/2332108630404340 ?refid
Info:

1. I don't know where and how the content was appeard on facebook. I just login my account and see my account was disabled. I thing facebook mistakely remove my account from facebook. I don't do anything which loss the facebook community.

2. I do not do anything that is against Facebook, you can see that it is a real person and I give my real identity

2nd part:
যে ইমেইলে আপনার Documents +information দিবেন!

Email Address:
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]

===============================
Keep Supporting us❤️

24/01/2022

give me some review/.

17/01/2022

100+ Free Paid SEO Tools & Resources
Keyword Tools
https://answerthepublic.com/
https://keywordkeg.com/
https://www.wordtracker.com/scout
https://lsigraph.com/keyword/
https://keywordfinder.io/
https://www.toptal.com/marketing/mergewords
https://cognitiveseo.com/keyword-tool/
https://www.seedkeywords.com/
https://textoptimizer.com/
https://www.webconfs.com/seo-tools/keyword-density-checker/
Keyword Rankings
https://www.seolium.com/
https://smallseotools.com/keyword-position/
https://www.thehoth.com/ranktracker/
https://www.canirank.com/
Backlink Tools
https://ahrefs.com/backlink-checker
https://openlinkprofiler.org/
https://chrome.google.com/webstore/detail/check-my-links/ojkcdipcgfaekbeaelaapakgnjflfglf
https://moz.com/blog/nonintuitive-search-queries-resources-for-link-building
https://backlinko.com/high-quality-backlinks
https://www.helpareporter.com/
https://www.thehoth.com/backlinks-checker/
Image Optimization
https://tool.geoimgr.com/
https://www.colorpilot.com/exif.html
Website Audit Tools
https://neilpatel.com/ubersuggest/
https://seositecheckup.com/
https://www.seobility.net/
https://www.screamingfrog.co.uk/
https://website.grader.com/
https://revive.animalz.co/
https://www.woorank.com/
http://www.browseo.net/
SEO Resources
https://www.brightedge.com/resources/checklists
https://backlinko.com/google-ranking-factors
https://searchengineland.com/seotable
https://searchengineland.com/library/google/google-algorithm-updates
https://www.rankranger.com/google-algorithm-updates
Local Search Tools
https://www.accuranker.com/rank-tracker
https://www.localfalcon.com/
https://ezlocal.com/tools/get-lat-lon/default.aspx
https://smartystreets.com/products/single-address
https://chrome.google.com/webstore/detail/gs-location-changer/blpgcfdpnimjdojecbpagkllfnkajglp
Local Search Resources
https://whitespark.ca/local-search-ecosystem/
https://www.wikihow.com/Add-Your-Business-to-GPS
Local SEO Citation Sources
https://moz.com/learn/seo/citations-by-category
https://www.yext.com/blog/2016/07/important-local-business-directories-seo/
Local Citations Checkers
https://moz.com/checkout/local/check
https://www.yext.com/resources/business-scan/
Browser Extensions
https://chrome.google.com/webstore/detail/nofollow-simple/apkcjkicpemmmakhhpbglcdlgphcjpae
https://www.seoquake.com/index.html
https://chrome.google.com/webstore/detail/image-downloader/cnpniohnfphhjihaiiggeabnkjhpaldj
https://chrome.google.com/webstore/detail/essential-seo-toolkit-seo/icagkiolfkmndbggheneeamfbnobcdma
https://chrome.google.com/webstore/detail/linkminer/ogdhdnpiclkaeicicamopfohidjokoom?hl=en
https://chrome.google.com/webstore/detail/full-page-screen-capture/fdpohaocaechififmbbbbbknoalclacl
Website Analytics
https://statcounter.com/
http://clicky.com/101211868
https://context.sweetlabs.io/google-analytics-annotations-extension/
https://keyword-hero.com/
https://databox.com/
Mobile SEO Tools
https://zeo.org/seo-tools/mfi/
https://search.google.com/test/mobile-friendly
https://ready.mobi/
https://responsivedesignchecker.com/
Blog Post Ideas
https://www.thehoth.com/headline-generator/
https://sumo.com/stories/blog-post-ideas
https://www.hubspot.com/blog-topic-generator
https://coschedule.com/blog/creative-blog-post-ideas-and-topics/
Competitor Analysis
https://www.spyfu.com/
https://www.keywordspy.com/
http://spyonweb.com/
https://www.ispionage.com/
WordPress SEO Plugins
https://yoast.com/wordpress/plugins/seo/
https://redirection.me/
https://wpsemplugins.com/
https://wordpress.org/plugins/nofollow/
https://wordpress.org/plugins/post-to-google-my-business/
https://wordpress.org/plugins/media-file-renamer/
https://wordpress.org/plugins/broken-link-checker/
Website Speed Tests
https://gtmetrix.com/
https://developers.google.com/speed/pagespeed/insights
Text Tools
https://www.mikes-marketing-tools.com/keyword-tool/
http://sortmylist.com/
https://www.mikes-marketing-tools.com/wordcounter.php
https://www.copyscape.com/
https://www.internetmarketingninjas.com/seo-tools/keyword-density/
https://www.quetext.com/
SEO Training & Consulting
https://1on1seotraining.com/
https://brucejonesseo.com/
SEO Blogs To Follow
https://moz.com/blog
https://www.semrush.com/blog/
https://ahrefs.com/blog/
https://www.searchenginejournal.com/
https://neilpatel.com/blog/
https://searchengineland.com/library/channel/seo
https://www.seroundtable.com/
https://yoast.com/seo-blog/
https://www.searchenginewatch.com/
https://1on1seotraining.com/blog/
Misc Tools
https://www.lastpass.com/hp
https://www.cloudflare.com/
https://builtwith.com/
https://www.4kdownload.com/
https://www.brightedge.com/resources/organic-search-roi-opportunity-calculator
https://archive.org/web/
https://www.hubspot.com/products/crm
https://www.ntaskmanager.com/
https://app.bitly.com/

Collected

গতকাল থেকে অনেকের ফেইসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে , এর কারণ দেখাচ্ছে আপনি কোনো রুলস ভঙ্গ করেছেন।  এতে করে চিন্তিত হবার কো...
30/12/2021

গতকাল থেকে অনেকের ফেইসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে , এর কারণ দেখাচ্ছে আপনি কোনো রুলস ভঙ্গ করেছেন। এতে করে চিন্তিত হবার কোনো দরকার নেই যদি আপনি আপনার আইডির সঠিক মালিক হয়ে থাকেন তাহলে নিচের ধাপ গুলু মেনে চললে আইডি ফেরত পাবেন।

১. আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করুন।

২. আপনাকে দেখাবে আপনার আইডিটি ডিসেবল করা আছে এবং ৩০ দিন এর মধ্যে ভেরিফাই না করা হলে পুরাপুরি অফ করে দেয়া হবে একাউন্টটি , সব শেষে CONTACT US একটা অপসন পাবেন , সেখানে ক্লিক করুন।

৩. তার পর আপনার ইমেইল দেয়ার জন্য একটা বক্স পাবেন সেখানে আপনার ফেসবুকের ইমেইলটি দিন।

৪. এর নিচে একটি CHOOSE FILE অপসন পাবেন সেখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড / জন্মনিবন্দন/ পাসপোর্ট যেইকোনো একটার ছবি আপলোড করুন। ছবি অবসসই পরিষ্কার ও বোধগম্য হতে হবে।

৫. নিচে আরেকটি অপসন পাবেন ADD More INFO সেখানে একটি বক্স থাকবে , তার মধ্যে আপনি আপনার নাম , জন্মসাল , আপনার ফেইসবুক আইডির নাম লিখবেন এবং সাবমিট করে দিবেন।

সব কিছু ঠিক থাকলে ৪৮ ঘন্টার মধ্যে আপনি আপনার আইডি ফেরত পাবেন।

How to add product in  google merchant center | without any error | Bangla & Englishhttps://youtu.be/F3SvZrCbZ34
25/12/2021

How to add product in google merchant center | without any error | Bangla & English
https://youtu.be/F3SvZrCbZ34

How to add product in google merchant center without any error. Thanks For Watching If You Like This Video Please Don't ForgetSUBSCRIBE || LIKE || COMMENT ...

কার্নেল [Kernel] কম্পিউটার বিজ্ঞানে, অপারেটিং সিস্টেমের প্রধান উপাদান। এটি কম্পিউটার হার্ডওয়ারে সংগঠিত অ্যাপ্লিকেশন এবং...
06/12/2021

কার্নেল [Kernel]

কম্পিউটার বিজ্ঞানে, অপারেটিং সিস্টেমের প্রধান উপাদান। এটি কম্পিউটার হার্ডওয়ারে সংগঠিত অ্যাপ্লিকেশন এবং প্রকৃত ডাটা প্রসেসিংয়ে একটি সেতুবন্ধন। সিস্টেমের সম্পদ ও সুবিধাসমূহের ব্যাবস্থাপনাই কার্নেলের দায়িত্ব (হার্ডওয়ার ও সফ্‌টওয়ারয়ের উপাদানগুলোর মধ্যে যোগাযোগ)। স্বাভাবিকভাবেই, অপারেটিং সিস্টেমের মূল উপাদান কার্নেল সম্পদের সর্বনিম্ন অ্যাবসট্রাকশন লেয়ার নিশ্চিত করতে পারে যা অ্যাপ্লিকেশন সফটওয়ারের কাজ করার জন্য তাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হয়।

কার্নেলের ডিজাইন ও প্রয়োগের ভিত্তিতে অপারেটিং সিস্টেমের কাজগুলো বিভিন্নভাবে সংগঠিত হয়। মনোলিথিক কার্নেলগুলো যেখানে অপারেটিং সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য অপারেটিং সিস্টেমের সকল কোড একই এড্রেস স্পেসে সম্পাদনা করে সেখানে মাইক্রোকার্নেলগুলো বেশিরভাগ অপারেটিং সিস্টেমে সার্ভারের মত ইউজার স্পেসে কোডগুলো সম্পাদনা করে যাতে করে অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ ক্ষমতা এবং ভিন্নতা বাড়ানো যায়।

Source: Wikipedia.com

15/11/2021

‼️Security Alert!

Google তাদের সিকিউরিটি আপডেট করেছে। যা আগেই আপনাদের এই ব্যাপারে সর্তক করেছি।

ইদানীং অনেকের গুগল/জিমেল Account Disable হয়ে যাচ্ছে।

▪️কারনঃ
মূলত পাসওয়াড কয়েকবার ভুল প্রেস করলে, রিকুভারি ইমেল বা ফোন নাম্বার এড না থাকলে।

ফোনে লগিন করা আইডি পিসিতে লগিন করলে এবং ফোন দিয়ে ভেরিফাই না করলে।

▪️এখন জিমেল এর পাসওয়ার্ড রিকুভারি করতে ফরগেট পাস এ দিলে গুগল বেশ কিছু ইনফরমেশন চায় এবং ইনফোরমেশন দেওয়া পর ২৪ /৪৮/৭২ ঘন্টা সময় নেয় ভেরিফিকেশন এর জন্য।

রিকুভারি ইমেল / ফোন নাম্বার এড না থাকলে এবং ইনফরমেশন সঠিক না হলে জিমেল বা গুগল account রিকুভারি করতে দেয় বা করা যায় না।

▪️সাজেশনঃ

১। আপনার গুগল account এ রিকুভারি ইমেল এবং ফোন নাম্বার এড করুন।

২। আপনার রিয়েল ইনফোরমেশন দিয়ে account খুলুন বা ইনফরমেশন আপডেট করুন।

৩। কমপক্ষে প্রতিমাসে একবার হলেই account ব্যবহার করুন। কারন অনেক দিন account ব্যবহার না করলে গুগল এখন account বন্ধ করে দেয়।
————————————

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল। আগামী ডিসেম্বর নাগাদ এ পেমেন্ট সিস্টেম চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধা...
24/10/2021

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল। আগামী ডিসেম্বর নাগাদ এ পেমেন্ট সিস্টেম চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

কীভাবে সেলফোন টাওয়ার ডিজাইন করা হয়?আমরা জানি যে, একটা টাওয়ার / BTS (Base Transceiver Station) এর মূল চালিকা শক্তি হল এন্...
18/09/2021

কীভাবে সেলফোন টাওয়ার ডিজাইন করা হয়?

আমরা জানি যে, একটা টাওয়ার / BTS (Base Transceiver Station) এর মূল চালিকা শক্তি হল এন্টেনা। আর এই এন্টেনা এমন একটি ডিভাইস যে আমাদের প্রেরিত তথ্য গ্রাহকের কাছে অথবা গ্রাহকের কথা আমাদের কাছে পৌছে দিতে সাহায্য করে।অনেকেই প্রশ্ন করে থাকেন, টাওয়ারগুলোতে এত এন্টেনা বসিয়ে রেডিয়েশান বাড়িয়ে পরিবেশের ক্ষতি করে লাভ কি? প্রেরকের কথা সরাসরি কি পাঠানো যায়না? যায় কেন যাবেনা? তবে আপনি শুনতে পারবেন না আরকি!

ধরেন, আমি কাউকে একটা বল ছুড়ে মারব। সে ক্যাচ ধরবে। এখন আমি যদি মাঝখানে অন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করি তাহলে বলটি তার কাছে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে সেরকম ই।বাসার পাশেই কোন টাওয়ার থাকলে লক্ষ্য করুন। দেখবেন সবগুলো এন্টেনা টাওয়ারের এক পাশে নেই। চতুর্দিকে সাজানো আছে। কারণ টা কি? কারণ, টাওয়ারের এন্টেনা ডিজাইন গুলো একমুখী হয়ে সিগনাল প্রেরণ করে। তাই এভাবে সাজানো হয় যেন সিগন্যাল গুলো চারপাশে ছড়িয়ে পড়তে পারে।
কেন? একটা এন্টেনা (গোল বা টিউবলাইটের মতো আকৃতির) দিয়ে কি চারদিকে সিগন্যাল ছড়িয়ে দেয়া যায়না? হুম যাবে। সেরকম এন্টেনাও আছে। কিন্তু performance কম হবে। যেমন এক প্লেট কাচ্ছি যদি ৫ জনকে খেতে দেয়া হয় তাইলে কেউই পেট পুরে খেতে পারবেনা। কিন্তু যদি ৫ জনকে ৫ প্লেট দেয়া হয় তাহলে সবাই তৃপ্তি নিয়ে খাবে।এবার কয়টা এন্টেনা বসাব, কোন সাইজের এন্টেনা বসাব এটা কিভাবে নির্ধারণ করব? প্রথমত আপনি কোন এলাকায় টাওয়ার বসাচ্ছেন সেটা দেখতে হবে। যদি ঘনবসতি পূর্ণ এলাকা হয় তাইলে আপনাকে বেশি এন্টেনা ব্যবহার করতে হবে। আর যদি নিরিবিলি, পাহাড়ি, বন, দ্বীপ এলাকা হয় তখন কম এন্টেনা ব্যবহার করতে হবে।

এখন এন্টেনা বসাই দিলেই হবে না। এখানে Angle এর হিসেব আছে। টাওয়ারের চারপাশকে একটি বৃত্ত কল্পনা করা হয়। তারপর সবগুলো এন্টেনা ডিজাইন একটি নির্দিষ্ট কোণ করে বসানো হয়। ধরুন, আমি ৬ টা এন্টেনা বসাব। তাইলে, ৩৬০÷৬ = ৬০ ডিগ্রী করে আমাকে এন্টেনা গুলো বসাতে হবে। আর এই প্রক্রিয়াকে Antenna sectoring বলে।

যদি ১০ টা এন্টেনা ডিজাইন হয় তাইলে হবে ৩৬ ডিগ্রী। এই sectoring এর মাধ্যমে radiation capacity বাড়ানো যায়। বুঝলাম, তাইলে সাইজ? সাইজ টাও একটা ফ্যাক্টর। সাধারণত কম ফ্রিকুয়েন্সির কমিউনিকেশন এ বড় সাইজের এন্টেনা আর হাই ফ্রিকুয়েন্সির কমিউনিকেশন এ ছোট সাইজের এন্টেনা ব্যবহার হয়। কারণ, f = 1/T. ফ্রিকুয়েন্সি যত কম, Time period তত বেশি।

💣চীন কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অর্থনীতিকে এত শক্তিশালী করল‼........................................................
16/09/2021

💣চীন কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অর্থনীতিকে এত শক্তিশালী করল‼..................................................................................

👉বিপ্লবের পর চীন অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রায় ১২ বছর তার দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক্তব্য ছিলোঃ- এত ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে? কোথায় চাকরি পাবে? কেই বা চাকরী দিবে? এত হাজার হাজার বেকারকে চাকরী দেয়ার মত প্রতিষ্ঠান তখন কার চীনে ছিলোনা!

👉ঐ সময়টায় চীনের ছাত্রছাত্রীদের আধুনিক প্রশিক্ষন দিয়েছিলোঃ নানা ধরনের ট্রেড কোর্সে। স্বল্প মেয়াদী ট্রেড কোর্স শিখেঃ চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেলো। প্রতিটি বাড়িতে গড়ে উঠলোঃ একটা করে ছোট ছোট কারখানা। পরিবারের সবাই সেখানে কাজ করে। বড় ফ্যাক্টরী করার আলাদা খরচ নেই। ফলে পন্যের উৎপাদন খরচ কমে গেলো। বর্তমানে যে কোন পন্য স্বস্তায় উৎপাদন করার সক্ষমতায়ঃ তাদের ধারে কাছে বর্তমান পৃথিবীর কেউ নেই। পৃথিবীর প্রতিটি অঞ্চলে চাইনিজ পন্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা বিশ্ব বানিজ্যের এক অপ্রতিরোধ্য পরাশক্তিতে রুপান্তরিত হলো আজকের চীন। উপযুক্ত মুল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবেঃ যার গ্যারান্টি আপনি চাইলে ১০০ বছরও দিতে পারবে! ✌

🔻বাংলাদেশে সিমফোনি, ওয়ালটনসহ বহু প্রতিষ্ঠান এই চায়নার বদৌলতেই কিছু করে খাচ্ছে। অপর দিকে আজ বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা। এর আধুনিক নাম বিশ্ববিদ্যালয়।প্রতি বছরই দুই একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে আর বের হচ্ছেঃ কয়েক হাজার বেকার। দল বেঁধে পড়ানো হচ্ছে বিবিএ, এমবিএ অথবা চিরচরিতঃ সেই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ানিং। এত বেকারের ভীড়ে চাকরী এখনঃ বাংলাদেশে একটি সোনার হরিন! কোম্পানীরাও এটা বুঝে। ফলে এই দেশের শিক্ষিত ছেলেরা প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না! চাকরী পায় না আর পেলেও সহ্য করতে হয় মালিক অথবা বসের নানাবিদ অদ্ভুত পরীক্ষা ও অপেশাদার আচরন!

🔻অবশ্য, দীর্ঘদিন বিভিন্ন জাতির শোষনের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের জাতির জীবনে প্রবেশ করেছে ভৃত্যগিরির মানসিকতা। আমরা মনে করি স্যুট, টাই পড়ে কোন কাজ করতে পারলেই বুঝিঃ সেখানেই জাতির সফলতা। এটা আসলে একটি অপ্রকাশ্য দৈন্যতা, যে কেউ তা স্বীকার করছেন না!

🔻এই দেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছেঃ আমাদের যুব সমাজের জন্য! তাই, বাংলাদেশের উচিৎঃ চীনের মত একটা পদক্ষেপ নেয়া।
অথবা; উচ্চ শিক্ষা এবং ভবিষৎ গড়ার জন্য যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইত্যাদির মতো দেশের সাথে সংযুক্ত রেখে এদেশের যুবকদের বেকারক্ত দূর করার জন্য নতুন বোর্ড তৈরি করা।

🔻চাকরী করে দেশের উন্নতি হয় না! আমাদের উদ্যোক্তা প্রয়োজন! তাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করা প্রয়োজনঃ গুরুত্ব দেয়া উচিত কর্মমুখী শিক্ষার! সরকার একটু সচেতন হলেই খুব অল্প কয়েক বছরের মধ্যেইঃ আমরা এই দেশের চেহারা পালটে দিতে পারি!

অনেক সময় ছবি এর রেজুল্যাশন  নস্ট হয়ে যায়! আপনি এই AI  এর মাধ্যমে ছবি এর রেজুল্যাশন ঠিক করতে পারবেন।Increase Image Resolu...
19/08/2021

অনেক সময় ছবি এর রেজুল্যাশন নস্ট হয়ে যায়! আপনি এই AI এর মাধ্যমে ছবি এর রেজুল্যাশন ঠিক করতে পারবেন।
Increase Image Resolution Using AI

1: Go to 👇🏻
https://icons8.com/upscaler

2.Upload your image which has low resolution by clicking on 'Browse' button.

3.Scroll down, you'll see your high resolution image after processing is done...

No need of editing skills, AI is there for you..

Free online smart upscaler software to enlarge images and photos (JPG, PNG) without losing quality. Enlarge and enhance pictures automatically using AI

কোন Freelancing কোর্স শিখতে হবে ?সোজা ভাবে বললে, Freelance করার জন্য বা শেখার জন্য কোনো Course করার প্রয়োজন আমাদের হয় না...
16/08/2021

কোন Freelancing কোর্স শিখতে হবে ?

সোজা ভাবে বললে, Freelance করার জন্য বা শেখার জন্য কোনো Course করার প্রয়োজন আমাদের হয় না.এমন কিছু সাধারণ জ্ঞান যেমন, কিভাবে Freelancing শুরু করবো, কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজ খুঁজবো এবং প্রথমেই আমাদের কি কি করতে হবে, এগুলির ব্যাপারে জেনে নিতে হবে এবং এগুলির ব্যাপারে সবটাই আমি ওপরে বলেছি. এখন Freelancing কোর্স বলেতো বিশেষ কিছুনা নেই, যদিও আপনি Freelancing এর কাজ করার জন্য, কিছু বিশেষ কোর্স করতে পারেন, এবং যেগুলি শেখার পর আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে পারবেন. যেমন :-

Website Developing 🚹

বন্ধুরা এই ব্যাপারে আমি আপনাদের না বললেও চলবে. কারণ, আজকাল Website বানানোর কাজ জানাটা কতটা লাভজনক সেটা আমরা সবাই জানি.

Article Writing ✍️

আপনার যদি লেখার অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে বা আপনি Article লেখার একটি কোর্স করে, ভালো ভাবে এই শিল্প শিখতে পারেন, তাহলে বিভিন্ন ব্লগ বা Company র ওয়েবসাইটের জন্য লিখতে পারবেন.

Graphic Design 🔰

বন্ধুরা আজকাল Marketing, Logo বানানো এবং প্রায় অনেক কাজেই Graphic Designer দের প্রয়োজন হয়। তাই, এই কোর্স আপনার জন্য লাভজনক হতে পারে.

Coding ♊️

আজকাল, Web Development বা Application Building এর কাজে বিভিন্ন Coding Language এর প্রয়োজন হয়. এক্ষেত্রে, আপনার যদি কোনো বিশেষ Coding Language এর জ্ঞান বা দক্ষতা থাকে, তাহলে এর সাথে জড়িত অনেক কাজ পেয়ে যাবেন.

Video Editing 🛑

বিভিন্ন Company বা Online Marketer রা নিজের ব্র্যান্ড এর জন্য Video Editing করান. তাই এই ব্যাপারে Course করলে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক কাজ পেতে পারবেন.

বন্ধুরা এগুলি ছাড়াও, অনেক আরো Course রয়েছে, যেগুলি করে নিজেকে একজন Expert বানিয়ে আপনি Freelancing এর দুনিয়াতে আসতে পারবেন.

Address

Thanapara
Alamdanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies