Freelancer Mostofa Bashar

Freelancer Mostofa Bashar Hey there, It's me Mostofa Ahammed Bashar... I'm a Digital Creator... I do all kind of Social Midia

★সফলতা★সফলতা অনেক কঠিন জিনিস। এর পিছনে লুকিয়ে আছে ধৈর্য,কঠোর পরিশ্রম,আর আত্মবিশ্বাস।প্রত্যেক মানুষকে সফলতা অর্জন করতে হল...
31/10/2022

★সফলতা★
সফলতা অনেক কঠিন জিনিস। এর পিছনে লুকিয়ে আছে ধৈর্য,কঠোর পরিশ্রম,আর আত্মবিশ্বাস।প্রত্যেক মানুষকে সফলতা অর্জন করতে হলে কঠোর থেকে কঠোর তম পরিশ্রম করতে হয়।

আমাকে যদি ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় তাহলে অবশ্যয় আমার কোনো না কোনো যাতায়াত মাধ্যম থাকতে হবে।যেমন : মোটরসাইকেল,বাইসাইকেল,বাস,অটো,রিকশা ইত্যাদি যানবাহনে আহরোণ করে আমি যেতে পারি।

তেমনি আমাকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে পরিশ্রম করতে হবে।যেমন : সরকারি কোনো চাকরি,বেসরকারি কোনো চাকরি,প্রবাসে যেতে হতে পারে,অনেকে আছে দিনমজুরি, ছাত্ররা দিন রাত লেখা-পড়া করছে ভবিষ্যতে কিছু করবে বলে। পৃথিবীতে কত ধরনের কাজ রয়েছে। সবাই কোনো না কোনো ভাবে পরিশ্রম করছে।কেও কেও দিন রাত ঘুরছে ছোট্ট একটা চাকরির আশায়। আবার অনেকে তো ফুটপাতেও রাত কাটায়, ভিক্ষা করে দু’বেলা খেয়ে না খেয়ে ।জীবন মানে সংগ্রাম,বেছে থাকতে হলে মৃত্যু এসে আমার দরোজায় করাঘাত না করা অব্দি এই সংগ্রাম করে যেতেই হবে।

# সংগ্রাম করে বেছে থাকার জন্য ফ্রিল্যান্সিং একটি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। বলতে গেলে বর্তমানে কোনো চাকরি যেনো সোনার হরিণের মতো। আসুন নিজে ফ্রিল্যান্সিং শিখি এবং অন্যকে উদ্বুদ্ধ করি,বেকার মুক্ত সমাজ গড়ি।

19/10/2022
30/09/2022

শরীরে যখন ডায়বেটিস তখন মিষ্টির থেকে তেঁতোই ভালো🫰

শিক্ষক একটু বকাবকি করলেও ভালো,একটা ছাত্র-ছাত্রীর জীবন পরিবর্তন করার জন্যই করে।
অফিসের বস একটু উচ্চ স্বরে কথা বললেও ভালো,মাস শেষে যে বেতন দেয় তা দিয়ে জীবন চলে।
গাভী যতই দুষ্টু হোক না কেনো, দুধ দিলে তার লাথি ও ভালো লাগে।
নিজের বাইক টা যদি ভাংগা ও হয়, গন্তব্য স্থানে পৌঁছে দিলে সেটাই ভালো। স্বযত্নে রাখাটাই উত্তম।
মাথার উপর টিনের ছাওনি থাকলেও ভাল, অনেক ঠিকানা হীন মানুষ তো স্টেশনে ও রাত কাটায়।

সামনে থেকে মিষ্টি ভাষায় কথা বলে পিছনে যেয়ে ছুরি মারার মতো ১০ জন (মুখোশধারী) কাছের মানুষ থাকার চেয়ে ১ জন সু-উপদেশ দেয়ার মতো মানুষ থাকা-ই ভালো,যদিও সে একটু বকাবকি করে।

26/09/2022

Homework 04

আসসালামু আলাইকুম

১.Freelancing কী...?

Freelancing হলো মূলত একটি মুক্ত পেশা। ঘরে বসে কোনো রকম ছুটা-ছুটি ছাড়া ইন্টারনেট ব্যাবহার করে মোবাইল ফোন বা ল্যাপটপ-কম্পিউটার দিয়ে নিজের সপ্ন পূরণ ও ক্যারিয়ার গঠনে এক বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে এই Freelancing। এখানে কাজের কোনো নির্দিষ্ট সময় নেই।

২. Freelancing কেনো করবো...?

ধরে নিলাম একজন মানুষ একটা বড় কোম্পানির বিশেষ একটি পদে রয়েছে। সপ্তাহে তার একদিন কিংবা দুইদিন ছুটি। এই একদিন দুইদিন ব্যাতিত সপ্তাহে পাঁচদিন বা ছয়দিন তাকে কিন্তু অফিস করতেই হবে। রোদ - বৃষ্টি ঊপেক্ষা করে তাকে অফিসে যেতেই হবে। অল্প অসুস্থ হলেও তাকে অফিসে যেতে হবে কারণ কোম্পানির অনেক বড় লস হয়ে যেতে পারে তার একদিন অফিসে না যাওয়ার ফলে।
কিন্তু Freelancing এর ক্ষেত্রে তেমন টা নয়। আজকে আমি অসুস্থ আছি,আজকে কাজ করলাম না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। হ্যা যদিও আমার কোনো ইনকাম হলো না কিন্তু ক্ষতি হবার কোনো আশঙ্কা নেই।
তবে একটা বিষয় লক্ষ রাখতে হবে সব ধরনের পেশার মানুষ থাকা খুব দরকার। ধরে নেই একটা ছেলে বা মেয়ের মেধা খুব ভালো,সে ভালভাবে লেখাপড়া করলে ডক্টর হতে পারবে। তার উচিৎ ডাক্তারী পড়া।কারণ ডক্টর না থাকলে চিকিৎসা করবে কে? মানুষ অসুস্থ হবে মারা যাবে।
Freelancing এর ভূমিকা বর্ননা করে শেষ করবার মতো নয়। দিন দিন বেকারত্বের হার ক্রমশই বেড়েই চলেছে। বেকারত্ব দূর করতে Freelancing ছাড়া দ্বিতীয় পথ নেই। এ ক্ষেত্রে Freelancing একটি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।
আসুন নিজে Freelancing শিখি অন্যকে শিখতে উদ্বুদ্ধ করি।
ধন্যবাদ 💐💐

Address

Alamdanga

Telephone

+8801839241156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mostofa Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mostofa Bashar:

Share



You may also like