31/10/2022
★সফলতা★
সফলতা অনেক কঠিন জিনিস। এর পিছনে লুকিয়ে আছে ধৈর্য,কঠোর পরিশ্রম,আর আত্মবিশ্বাস।প্রত্যেক মানুষকে সফলতা অর্জন করতে হলে কঠোর থেকে কঠোর তম পরিশ্রম করতে হয়।
আমাকে যদি ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় তাহলে অবশ্যয় আমার কোনো না কোনো যাতায়াত মাধ্যম থাকতে হবে।যেমন : মোটরসাইকেল,বাইসাইকেল,বাস,অটো,রিকশা ইত্যাদি যানবাহনে আহরোণ করে আমি যেতে পারি।
তেমনি আমাকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে পরিশ্রম করতে হবে।যেমন : সরকারি কোনো চাকরি,বেসরকারি কোনো চাকরি,প্রবাসে যেতে হতে পারে,অনেকে আছে দিনমজুরি, ছাত্ররা দিন রাত লেখা-পড়া করছে ভবিষ্যতে কিছু করবে বলে। পৃথিবীতে কত ধরনের কাজ রয়েছে। সবাই কোনো না কোনো ভাবে পরিশ্রম করছে।কেও কেও দিন রাত ঘুরছে ছোট্ট একটা চাকরির আশায়। আবার অনেকে তো ফুটপাতেও রাত কাটায়, ভিক্ষা করে দু’বেলা খেয়ে না খেয়ে ।জীবন মানে সংগ্রাম,বেছে থাকতে হলে মৃত্যু এসে আমার দরোজায় করাঘাত না করা অব্দি এই সংগ্রাম করে যেতেই হবে।
# সংগ্রাম করে বেছে থাকার জন্য ফ্রিল্যান্সিং একটি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। বলতে গেলে বর্তমানে কোনো চাকরি যেনো সোনার হরিণের মতো। আসুন নিজে ফ্রিল্যান্সিং শিখি এবং অন্যকে উদ্বুদ্ধ করি,বেকার মুক্ত সমাজ গড়ি।