Bplus TV

Bplus TV We work for the society....
(6)

মডারেট স্কলারদের কাঠগড়ায় শবে বরাত...প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ১৪০০ বছর পর আজ বিচারকার্...
25/02/2024

মডারেট স্কলারদের কাঠগড়ায় শবে বরাত...

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ১৪০০ বছর পর আজ বিচারকার্য হতে চলেছে শবে বরাতের। বাংলাদেশের সাধারণ মুসলিমগণ দিশেহারা। তাদের কেউ শবে বরাতকে মাজলুম বা নির্যাতিত বলছেন। যুগ যুগ থেকে পালন করে আসা এ রাতের ভবিষ্যত নিয়ে তারা উদ্বিগ্ন। আবার সোসাল মিডিয়া কল্যাণে আধুনিক স্কলারগণ তার বিরুদ্ধে অনঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও বাংলার মাটি থেকে শবে বরাতকে উচ্ছেদের সকল আয়োজন করে রেখেছেন। শবে বরাতের বিরুদ্ধে তারা একের পর এক অভিনব, অনভিপ্রেৎ আপত্তি তোলে যাচ্ছেন। এর মধ্যে কয়েকটি বড় অভিযোগ হলো সে বিদ‘আত, কুরআন হাদীসে তার অস্তিত্ব নেই, নবী সা, সাহাবী-তাবেয়ী কেউই আমল করেননি এবং বর্তমান মক্কা-মদীনার আলেমগণ তারাও ইবাদত করেন না। তাছাড়া স্কলারগণ আরো বলেছেন এ রাতের ইবাদত তাওবার দরজা বন্ধ করে দিবে, এর একটি রোজা জাহান্নামে যাওয়ার কারণ হবে, আল্লাহর আযাব নিয়ে আসবে প্রমুখ। বাদী পক্ষের মডারেট, আধুনিক, স্মার্ট, সুদর্শন, মক্কী, মাদানী টাইটেলধারী এমনকি পি এইচ ডি হোল্ডার ইসলামিক স্কলারগণ সোচ্চার আছেন তাদের মসজিদে, মাহফিলে, বিশেষত ইউটিউব ও ফেইসবুকের পোস্টের মধ্যে। আর তরল টাকার বুস্টিংয়ের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে যুবক-যুবতীদের মোবাইল ফোনের স্ক্রিনে। আজ শরী‘আতের কাঠগড়াতে শবে বরাতকে হাজির করা হয়েছে। স্কলারগণ কতৃক নির্ধারিত উকীল সাহেব ও শবে বরাতের মধ্যকার জেরার চৌম্বক অংশ পাঠকদের সামনে উপস্থাপন করা হলো।

উকীল: তোমার নামটাই তো বিদ‘আত। কেননা, তোমার উল্লেখ কুরআন হাদীসে নেই। এ ব্যাপারে তোমার বলার কিছু আছে?

শবে বরাত: উকীল সাহেব। আপনাদের দেশে প্রচলিত নামাজ, রোজা, বেহেস্ত, দোযখ শব্দগুলোও তো কুরআন-হাদীসে নাই। তাই বলে কোনো দিনতো তাদের ব্যাপারে আপত্তি আসলো না। কিন্তু এগুলোর আরবি নাম যেমন- সালাত, সিয়াম, জান্নাত, জাহান্নাম/নার ইত্যাদি কুরআন হাদীসে আছে। ঠিক তেমনি শবে বরাত বাংলাদেশে দেশে আমার প্রচলিত নাম। আমার আসল নামতো কুরআনের ভাষায় ‘লাইলাতুম মুবারাকা’ ( বা বরকতময় রজনী) আর হাদীসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শা‘বান’ ( বা মধ্য শাবানের রজনী)। আরবি নামটার জায়গাতে আমার ফারসি নামটা বেশি প্রচলিত হয়ে গেছে। তাছাড়া কুরআন নাজিল হয়েছে আরবিতে আপনারা আমার ফারসি ভাষার নাম কুরআন হাদীসে কেমনে পাবেন? এটা কেমন কথা?

উকীল: আচ্ছা বুঝলাম। তোমার নাম লাইলাতুম মুবারাকা কিন্তু এটাতো শবে কদরের কথা বুঝানো হয়েছে। তোমার কথাতো না এটা স্পষ্ট বিভ্রান্তি।

শবে বরাত: ধন্যবাদ উকীল সাহেব। আপনি কিন্তু ‘শবে কদর’ বললেন, লাইলাতুল কদর বলেন নি। এটা আমাদের দেশে প্রচলিত আর এতে কোনো দোষ নেই। পরকথা সূরা দুখানের ৩ নং আয়াতে
{إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ}
‘লাইলাতুম মুবারাকা’ বলতে কোন রাত সে সম্পর্কে প্রায় ২৯ টি তাফসীরের কিতাবে একথা স্পষ্ট করা হয়েছে যে এটা লাইলাতুল কদর। পাশাপাশি ২৯ টি তাফসীরে কিন্তু ইকরামা র. সহ অনেক তাবেয়ী মুফাসসিরের মতে এটা ‘মধ্য শাবানের রজনী’ বা শবে বরাতের কথাও বলা হয়েছে। শবে বরাতের অস্থিত্ব আছে বিধায়ইতো তা উল্লেখ করা হয়েছে। যেমন, সালাতুল উসতা বা মধ্যবর্তী নামায কোনটি এ প্রসংগে অধিকাংশ সাহাবীর গ্রহণযোগ্য মত তা আসরের নামায। কিন্তু অন্যান্য সাহাবী যারা ফজর, যোহর, জুমা বলেছেন তা কি ছুড়ে ফেলতে হবে। একথা কি বলা যাবে এগুলোর কোনো অস্তিত্ব নেই।
একথা সঠিক যে এ আয়াত দ্বারা শবে কদর উদ্দেশ্য। কিন্তু তাই বলে শবে বরাতের অস্থিত্বই নাই এটা বলা কতটুকু যৌক্তিক উকীল সাহেব?

উকীল: আচ্ছা শুনো। তোমার নামের অর্থ হলো বিচ্ছিন্নতা অর্থাৎ আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার রাত। তাই এ রাতে যে ইবাদত করবে সে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝছো?

শবে বরাত: উকীল সাহেব। আপনি মুখস্ত কথা বলছেন। বারাআত অর্থ অনেক। (এসকল শায়খদের অন্ধ তাকলীদ/অনুসরণ ছেড়ে দিয়ে) আপনি যদি বাংলা ভাষায় বহুল প্রচলিত আরবি-বাংলা অভিধান ‘মু‘জামুল ওয়াফী’ খুলে দেখতেন, তাহলে খুব ভালো হতো। কেননা, তাতে এর অর্থ লিখা আছে, মুক্ত হওয়া, নিরপরাধ হওয়া, নির্দোষ হওয়া, দায়মুক্তি ইত্যাদি। তার মানে আল্লাহর ইবাদত বন্দেগী করলে, তার কাছে মাফ চাইলে তিনি পাপ থেকে মার্জনা করবেন, নির্দোষ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর সর্বজন শ্রদ্ধেয় মুফাসসির আল্লামা শামসুদ্দীন কুরতুবী র. সূরা দুখানের তাফসীরে এর আরো ৪টি নাম দিয়েছেন। তিনি বলেন,
ولها أربعة أسماء: الليلة المباركة، وليلة البراءة، وليلة الصك، وليلة القدر
এ রাতের চারটি নাম আছে বরকতময় রজনী, মুক্তির রজনী, চেক প্রদানের রজনী, ভাগ্যের রজনী।

উকীল: তাহলে তোমাকে কেন ভাগ্য রজনী বলা হয়? তোমার মধ্যে ভাগ্য নির্ধারণ হয় এটাতো ঠিক নয়। কেননা, মানুষের ভাগ্যতো আল্লাহ সৃষ্টির ৫০ হাজার বছর আগেই লিখে রেখেছেন।

শবে বরাত: উকীল সাহেব। যদি আল্লাহ তাই করে থাকেন। তাইলে শবে কদরকেও তো ভাগ্য রজনী বলা যাবে না। মূল কথা হলো আল্লাহ পাক ৫০ হাজার বছর আগে ভাগ্য নির্ধারণ করেছেন এটা ঠিক। আবার প্রতি বছর শবে কদরের রাতে এবং শবে বরাতেও ভাগ্য লিখা হয় এটাও ঠিক। শুনুন এগুলোর আলোচনাতো অনেক আগেই মুফাসসিরগণ করে গেছেন। মহিউস্সুন্নাহ ইমাম বাগাবী র. (ইন্তেকাল- ৫১০ হিজরী) প্রণীত তাফসীরু বাগবীতে রয়েছে,
وروى أبو الضحى عن ابن عباس رضي الله عنهما: أن الله يقضي الأقضية في ليلة النصف من شعبان، ويسلمها إلى أربابها في ليلة القدر.
আবুদ্দুহা র. ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, আল্লাহ তা‘আলা বান্দার ব্যাপারে শাবানের মধ্য রাত তথা শবে বরাতে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তা শবে কদরে দ্বায়িত্বশীল ফেরেশতাদের কাছে অর্পন করেন।

ইমাম আবু সাউদ (ইন্তেকাল- ৯৮২হি) এর তাফসীরু আবিস সাউদে রয়েছে,
يبدأُ في استنساخِ ذلك من اللوحِ في ليلةِ البراءةِ ويقعُ الفراغُ في ليلةِ القدرِ فتدفعُ نسخةُ الأرزاقِ إلى ميكائيلَ ونسخةُ الحروبِ إلى جبريلَ وكذا الزلازلُ والخسفُ والصواعقُ ،
লাওহে মাহফুজ হতে (যা ৫০ হাজার বছর আগে নির্ধারিত) শবে বরাতে ঐ বছরের ভাগ্য লিখা শুর।

লেখক: হোছাইন মুহাম্মদ রমিজ রেজা
খতিব শাহ অলি উল্লাহ জামে মসজিদ
কাঞ্চনগর, চন্দনাইশ, চট্টগ্রাম।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কোটা পদ্ধতি
17/07/2023

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কোটা পদ্ধতি

পদ্মায় অর্ধশতাধিক গরুসহ ট্রলারডুবি
24/06/2023

পদ্মায় অর্ধশতাধিক গরুসহ ট্রলারডুবি

আজ ৩০শে এপ্রিলজার্মান গণিতবিদ ও বিজ্ঞানী কার্ল ফ্রেডরিখ গাউস ১৭৭৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁকে গণিতের যুবরাজ, সর্...
30/04/2023

আজ ৩০শে এপ্রিল

জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী কার্ল ফ্রেডরিখ গাউস ১৭৭৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁকে গণিতের যুবরাজ, সর্বকালের সেরা গণিতবিদ বলা হয়। তবে গণিত ছাড়াও বিজ্ঞানের প্রায় সব শাখায় তাঁর অবদান আছে।

জন্মদিনে এ মহান মানুষটির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

#গনিত
#যুবরাজ
#সর্বকালের
#সেরা
#বিপ্লাস

27/04/2023

বরখাস্ত হলেন মানবিক পুলিশ শওকত

https://bplustv.com/news/15045
02/04/2023

https://bplustv.com/news/15045

এম এ তৈয়ব,চট্টগ্রাম : চট্টগ্রামের দেওয়ানহাটে নির্মাণাধীন ভবন থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে মিথ্যা মামলায় হয়রানির অভ...

02/04/2023
বাংলাদেশের হয়ে যে কোনো ফর্মেটে  দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড  লিটন দাসের
29/03/2023

বাংলাদেশের হয়ে যে কোনো ফর্মেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড লিটন দাসের

 #শোকাহত সৌদি আরবে ওমরাহ হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় যাওয়ার পথে বহনকারী বাস দূর্ঘটনায় নিহত হয়েছেন মহেশখালী উপজেলার বড় মহে...
28/03/2023

#শোকাহত

সৌদি আরবে ওমরাহ হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় যাওয়ার পথে বহনকারী বাস দূর্ঘটনায় নিহত হয়েছেন মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মোহাম্মদ শেফায়েত ও মুহাম্মদ আসিফ।

৯০ দশকে দেশে টিভি চালাতেও লাইসেন্স লাগতো।
24/03/2023

৯০ দশকে দেশে টিভি চালাতেও লাইসেন্স লাগতো।

দুবাই পুলিশের হাতে আটক আরাভখান। সংযুক্ত আরব আমিরাতের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মা...
21/03/2023

দুবাই পুলিশের হাতে আটক আরাভখান।

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে আটক করেছে দুবাই পুলিশ।

ইন্টারপোল ‘রেড নোটিশ জারির একদিনের মাথায় তাকে আটক করা হয়।

হজ পালনের ক্ষেত্রে এবার সর্বনিম্ন বয়সসীমা উঠিয়ে নিয়েছে সৌদি আরব।
20/03/2023

হজ পালনের ক্ষেত্রে এবার সর্বনিম্ন বয়সসীমা উঠিয়ে নিয়েছে সৌদি আরব।

অভিনন্দন মুশফিক।
20/03/2023

অভিনন্দন মুশফিক।

বিজ্ঞপ্তি
16/03/2023

বিজ্ঞপ্তি

15/03/2023

গ্রেপ্তার হতে যাচ্ছেন ইমরান খান, উত্তপ্ত পাকিস্তান।

সম্পূর্ণ নিউজআন্তর্জাতিকঅস্তিত্ব রক্ষায় লড়ছে রাশিয়া: পুতিনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাষ্ট্র হিসেবে রাশিয়া ...
14/03/2023

সম্পূর্ণ নিউজ
আন্তর্জাতিক

অস্তিত্ব রক্ষায় লড়ছে রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাষ্ট্র হিসেবে রাশিয়া তার অস্তিত্ব রক্ষায় লড়ছে। দেশের পূর্বাঞ্চলীয় বুরিয়াতিয়ায় একটি উড়োজাহাজ নির্মান কারখানা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ইউক্রেন ‍যুদ্ধের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘এই যুদ্ধ আমাদের জন্য ভূ-রাজনৈতিক কোনো বিষয় নয়। এটা রুশ রাষ্ট্রের টিকে থাকার লড়াই। এ লড়াই দেশ ও আমাদের সন্তানদের ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে।’

অর্থনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, গত বছর পশ্চিমারা যখন নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এরপর অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। তার কথায়, ‘ইতোমধ্যে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব বহুগুণ বেড়েছে। তবে আমাদের শত্রু পক্ষ বলেছিল, ২-৩ সপ্তাহে বা এক মাসের মধ্যে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে।’

আরও পড়ুন: বাখমুতের পরিস্থিতি ‘খুবই কঠিন’: ওয়াগনার প্রধান

তিনি আরও বলেন, শত্রুরা আশা করেছিল যে আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে, বেকারত্ব বাড়বে, বিক্ষোভকারীরা রাস্তায় নামবে এবং রাশিয়া তার ভেতর থেকে ধসে পড়বে।’

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। দোনেৎস্কের বাখমুত শহরে তীব্র লড়াইয়ের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।ক্ষেপণাস্ত্রটি ক্রামাতোরস্ক শহরের একটি আবাসিক ভবনে আঘাত হানে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে পুতিনবাহিনী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। পূর্বাঞ্চলের বিভিন্ন শহর বিশেষ করে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে সোমবার (১৩ মার্চ) ভিডিও বার্তায় জানান জেলেনস্কি। বলেন, পূর্বাঞ্চলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। এ সময়, ইউক্রেনের যোদ্ধারা দেশটির স্বাধীনতা রক্ষা করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সাবেক মন্ত্রী কর্ণেল অলির ৮৫ তম জন্মদিন উদযাপিতএলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমদ (বীর বিক্রম) এ...
14/03/2023

সাবেক মন্ত্রী কর্ণেল অলির ৮৫ তম জন্মদিন উদযাপিত

এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমদ (বীর বিক্রম) এর ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘি পূর্ব পাড়ের চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেতাকে সাথে নিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করেন।

কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কর্ণেল অলি বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ সীমাহীন কষ্টে আছে। তবে সরকারি চাকুরীজীবিরা ভালো আছেন। এই সরকারের আমলে কাজ হয়নি বললে মিথ্যাচার হবে, কাজ হয়েছে তবে দূর্নীতি শতগুণ বেশি হয়েছে তাই কাজগুলো দেখা যাচ্ছে না । তিনি বলেন সরকারি কর্মকর্তা- কর্মচারীদের বদলীর জন্য ৫ লক্ষ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে এরপরেও সেখানে ১ বছরের বেশী চাকরী স্থায়ী হয় না।
তিনি আরো বলেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, নিজের অধিকার নিয়ে কথা বললে গুম- খুন হতে হয়। পুলিশ জনগণের বন্ধু হলেও সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এই বাহিনী ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। সরকার পতনে কর্মসূচী দেওয়া হচ্ছে, দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণকে কর্মসূচীতে যোগদান করতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, শুধু গোল্ডেন এ প্লাস দিলে হবে না। বর্তমানে শিক্ষাব্যবস্থা চলতে থাকলে কিছুদিন পরে
গোল্ডেন এ প্লাস ধারীরা ইংরেজিতে দূরের কথা বাংলায়ও বাবার নাম লিখতে পারবে না।

ভোটাধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সকল ভোটার যেন নিজের পছন্দের ভোটারকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে এত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাই সরকারকে বলবো পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে, সবাইকে প্রতিদ্বন্দ্বিতার সমান সুযোগ দেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এলডিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব এ্যাডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, জন্মদিন অনুষ্ঠানের আয়োজক এলডিপি
চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক ও বাঁশখালী থানা শাখার সভাপতি জনাব আলহাজ্ব এম আনিসুর রহমানসহ চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বাংলা ওয়াশঅভিনন্দন বাংলাদেশ
14/03/2023

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বাংলা ওয়াশ
অভিনন্দন বাংলাদেশ

13/03/2023

দেশি ও আন্তর্জাতিক কোনো চাপকে চাপ মনে করেন না জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এমন কোনো চাপ নেই, যেটা তাকে চাপ দিতে পারে।

21/12/2022
https://bplustv.com/news/549
21/12/2022

https://bplustv.com/news/549

  নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে গত ১৯ ডিসেম্বর প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বি....

প্রাক্তন ছাত্র পরিষদ,রাজাখালী ফৈজন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ'র সদস্য ফরম বিতরণ ও সুবর্ণ জয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্র...
21/12/2022

প্রাক্তন ছাত্র পরিষদ,রাজাখালী ফৈজন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ'র সদস্য ফরম বিতরণ ও সুবর্ণ জয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু।
===================
নগরীর সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটালের হলরুমে গত ১৯ ডিসেম্বর প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সদস্য ফরম বিতরণ ও সুবর্ণ জয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোছাইনের সঞ্চালনায় পরিষদের সদস্য সালমান এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ডা. আতিকুর রহমান। অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আমির হক মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মানিক,মোঃ আল আমিন ও রমিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের অতিথি ও পরিষদের উপদেষ্টা আমির হক মোহাম্মদ আবুল হোসেন তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা হবে যা বিদ্যালয় ও ছাত্রদের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি করবে।

সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, আজকের এ ফরম বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল।আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইন বা অফলাইনে করা যাবে। আমাদের ওয়েবসাইট www.pcprfnhsc.org এর মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করার সুবিধা রয়েছে।
সভাপতি বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন আগামী ১১ই ফেব্রুয়ারিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। ৪ই ফেব্রুয়ারি রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাচ প্রতিনিধিদের মাধ্যমে সহজে রেজিষ্ট্রেশন করা যাবে এবং আজ থেকে আমাদের সব নোটিশ ও সিদ্ধান্তসমূহ ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।
এতে আরও উপস্থিত ছিলেন, পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান আলমগীর, কার্যনির্বাহী সদস্য রায়হান আকবর মানিক, মোঃ রুকুন উদ্দিন, নুরুল আবছার,সালমান, রেজাউল হাকিম, ইফতেখার হোসেন, আরমান হোসেন প্রমুখ।

https://bplustv.com/news/544
19/12/2022

https://bplustv.com/news/544

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউণ্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় জামায়াতপন্থী ও দূর্নীতিবাজ পরিচালক তৌহিদুল আনোয়ারের .....

https://bplustv.com/news/539
17/12/2022

https://bplustv.com/news/539

বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর ব...

https://bplustv.com/news/532
03/12/2022

https://bplustv.com/news/532

প্রেস বিজ্ঞপ্তি:: নগরীর চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরী লিঃ এর হলরুমে ২রা ডিসেম্বর শুক্রবার প্রাক্তন ছা.....

https://bplustv.com/news/527
03/12/2022

https://bplustv.com/news/527

Bplus Desk: ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগের জামায়াতপন্থী ও দূর্নীতিবাজ পরিচালক তৌহিদুল আনোয়ারের শাস্তি তথা অপসার...

আজকের খেলার দৃশ্য
22/11/2022

আজকের খেলার দৃশ্য

 #ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম এর পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
14/11/2022

#ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম এর পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম অঞ্চলের জামায়াতপন্থী পরিচালক নানা অনিয়ম-দূর্নীতি করেও বহাল তবিয়তে নিজস্ব প্রতিবে.....

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এর ইতালী  গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত
06/11/2022

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এর ইতালী গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি 'র প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানে.....

Address

40, Momin Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Bplus TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bplus TV:

Share


Other Media/News Companies in Chittagong

Show All

You may also like