ঐতিহ্য ঋদ্ধ লোহাগাড়া থানার অন্তর্গত চির সবুজের সমারোহে সমৃদ্ধ পাহাড়ের শীতল ময় পরিবেশে গঠিত চুনতি গ্রামের ''চুনতি জেতবন বিহারে'' দানশ্রেষ্ট দানরাজা দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান। উক্ত পুন্যময় অনুষ্ঠানে উপস্তিত হয়েছে বিশেষ ধর্মদেশক, বিশেষ অতিথি,সংবর্ধিত অতিথি ।
★★★প্রধান সদ্ধর্মদেশক সদ্ধর্মকোবিদ ধর্মদূত ভদন্ত এস লোকজিৎ মহাথের মহোদয় ★★★
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দর নগরী, বঙ্গবন্ধু টানেল সংলগ্ন প্রাকৃতিক নৈসর্গিক ঘেরা প্রতিষ্ঠিত "সাগরতীরে পতেঙ্গাস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএন ধ্যান কেন্দ্রে অদ্য দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব এবং বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠান।
স্থান- পতেঙ্গা, চড়পাড়া গোল্ডেন বীচ।
ঐতিহ্যঋদ্ধ গ্রাম কাহারঘোনা মিনঞ্জিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৫৬৬ বুদ্ধাব্দ
★প্রধান সদ্ধর্মদেশক ধর্মদূত এস. লোকজিৎ মহাতেরো শ্রদ্ধেয় ভান্তের ধর্ম দেশনা।
পাহাড়ী কন্যার চির সবুজের রুপালি বয়ে আনার পাহাড়ের আঁকাবাঁকা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাহাড় দ্ধারা বেষ্টিত নীলাচল সংলগ্ন অষ্টবিংশতি বু্দ্ধ বিহার ও রত্নপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে অদ্য দানোত্তম শুভ কঠিন চীবর দানোনুষ্ঠান।এহেন পূন্যময় অনুষ্ঠান অনলাইন ভিত্তিক শাক্যমুনি টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।দেশ দেশান্তর থেকে যাহা দেখচ্ছেন আপনাদের শাক্যমুনি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও পূণ্যদান।
পূণ্যচেতনায়,পূণ্যস্রোতে আদলিত ঐতিহ্যবাহী পূণতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে শুভ মধু পূর্ণিমাকে উপলক্ষ করে অষ্টপরিষ্কারসহ উপাসক উপাসিকার পূণ্যময় সংঘদান অনুষ্ঠান।