N Plus tv

N Plus tv ভালোবাসায় প্রিয় বাংলাদেশ শ্লোগান কে বুকে ধারন করে সামনে এগিয়ে চলছি

22/02/2024
22/02/2024

প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত সেনাবাহিনী
mnews

22/02/2024

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।

বিষয়: ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক সৌদি নাগরিককে ছুরিকাঘাতে মামলার পলাতক প্রধান আসামী শিহাব  গ্রেফতার। কক্সবা...
22/02/2024

বিষয়: ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কর্তৃক সৌদি নাগরিককে ছুরিকাঘাতে মামলার পলাতক প্রধান আসামী শিহাব গ্রেফতার।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ২১/০২/২০২৪ খ্রি. রাত্রি ২৩:০০ ঘটিকায় কক্সবাজার পৌরসভাস্থ বাজার ঘাটা মগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮, তারিখ-০২ ডিসেম্বর ২০২৩ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোড এর পলাতক প্রধান আসামী শিহাব(২৩), পিতা- ইউসুফ, সাং-ঝাউতলা গাড়ির মাঠ, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

20/02/2024

ফিরোজ বয়াতি

20/02/2024

বাউল শিল্পী বাসো তুমি পিরুস পাগলা

19/02/2024

হে প্রভু আমার পরিয়াদ শুনে আমার মত যারা অসুহায় আছে তাদের সুহায় হোন/কন্ঠ জাবেদ আকতার জেবু
#ভাইরাল_ভয়েস
#ঝুনামিয়ার_ভয়েস


18/02/2024

হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমান

18/02/2024

রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি ) কর্তৃক পরিচালিত মরিচ্যা চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠাও কুরিয়ার সার্ভিসের পরিবহন তল্লাশী করে ০৩ জন আসামীসহ ৩০,০০,০০০/- টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার*

18/02/2024

চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে টুর্নামেন্টের উদ্বোধন
#টুর্নামেন্টের_উদ্বোধন #চট্টগ্রামের

17/02/2024

চট্টগ্রাম নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী । শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বরে ক্লিন সিটি ক্যাম্পেইন অনুষ্ঠানে এ আহবান জানান মেয়র। এ সময় তিনি বলেন, কারো দোকানের সামনে বা বাড়ির আঙিনায় ময়লা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর হবে সিটি কর্পোরেশন। এর আগে ক্লিন সিটি ক্যাম্পেইনের উদ্ধোধন করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। পরে দুজনে জামাল খানের রাস্তার পাশে পড়ে থাকা ময়লা পরিষ্কার করেন। এরপর সচেতনতামূলক র‌্যালীতে অংশগ্রহণ করেন অতিথিরা।

17/02/2024

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ড. মোহাম্মদ ইউনুসের বিষয়টি সম্পুর্ন আদালতের নির্দেশনা অনুযায়ী হচ্ছে এখানে পুলিশ ও সরকারের করার কিছু নেই। বিকেলে চট্টগ্রাম জেলা পুলিমের আইনশৃংখলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন বিএনপি বিদেশি প্রভুদের দয়ায় ক্ষমতা নিশ্চিত করতে না পেরেই নির্বাচন থেকে সরে গেছে। অন্যদিকে মায়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধের কারনে সিমান্ত এলাকা জুড়ে বিজিবি, কোস্টগার্ডসহ সকল বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সভাপতিত্বে সভায় চট্টগ্রাম-১২ পটিয়ার সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ চট্টগ্রাম রেঞ্জ সিএমপি ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিংক- আসাদুজ্জামান খান কামাল,স্বরাষ্ট্রমন্ত্রী।

17/02/2024

শেখ রাসেল ফুটসাল টুর্নামেন্ট এন্ট্রি আহবান :

আলোর ঠিকানা আয়োজিত এস এ ফ্যামিলির পৃষ্ঠাপোষকতাই মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি ( বালুর মাঠ) শেখ রাসেল দিবারাত্রি ফুটসাল ফুটবল টুনামেন্ট ২০২৪ আগ্রহী দলসমূহ আগামী ২৫ শে ফেব্রুয়ারির মধ্যে নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে আহবান করা যাচ্ছে, এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা ও রানার্স আপ দল ৩০ হাজার টাকা. তাছাড়া প্রতি খেলায় রয়েছে ম্যান অব দ্যা ম্যাচ, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সুশৃঙ্খল দল, সেরা টিম ম্যানেজার, সেরা দর্শক সহ আরো নানা পুরস্কার, সরাসরি যোগাযোগ :-০১৬২৬-১৮০৬৩৪,০১৮৬৭৬৫২৭০২

15/02/2024

৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের আফিমসহ আটক-১

পার্বত্য বান্দরবান জেলাধীন লামা উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক আফিমসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।আটক ব্যাক্তির নাম হ্লামং মারমা(৩৮)।তিনি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন তাদের কাছে গোপন খবর আসে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যাক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক আফিম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। সে তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টার সময় র‌্যাব-১৫ এর সিপিএসসির এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী হ্লামং মারমাকে আটক করতে সক্ষম হয়। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদের আফিম মজুদের কথা স্বীকার করে। এবং তার দেখানো তথ্যে বসতবাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।

র‌্যাব আরও জানান ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৪ কেজি ৮৪৫ গ্রাম মাদক আফিম উদ্ধার করেছে।এছাড়া আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।

15/02/2024

কলাতলী মোড়ে বড় দূর্ঘ*টনা থেকে রক্ষা

15/02/2024

আজকে আসলাম সী বিচ

14/02/2024

দর্শক আজকে আসলাম ভাত খাইথে দেখলাম অন্য কাহিনি চট্টগ্রাম বটতুলি স্টাইসন

13/02/2024

আমরা চট্টগ্রাম নাজির পোল কর্নফুলি গেইট ইমরান সন্সছলনায় কাওয়ালি চলছে

08/02/2024

➡️ ডিসি বললেন সীমান্তের মানুষকে সরে যেতে

08/02/2024

⭕️মিয়ান~মারের থেকে ভিন্ন পোশাকে আরও একজন চলে এসেছে বাংলাদেশে

06/02/2024

বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির সাথে সমন্বয় করে আইনানুগ সহায়তাসহ আভ্যন্তরিন নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

06/02/2024

হায়রে আমার দেশ....😭
মিয়ানমারের থেকে ভিন্ন পোশাকে আরও একজন চলে এসেছে বাংলাদেশে

03/02/2024

চট্রগ্রাম ১১আসনের এমপি লতিফের নির্বাচনি মেজবান চট্রগ্রাম নিউমুরিং আহম্মদিয়া স্কুল

03/02/2024
03/02/2024

ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো যত্রতত্র বর্জ্য ছড়ালে জরিমানা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

03/02/2024

জাতীয় তীর্থস্থান চন্দ্রনাথ ধামের পবিত্রতা বিনষ্টের চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারণা, বাড়বকুণ্ড ধামের দেবোত্তর সম্পত্তি আত্মসাত

03/02/2024

ধর্ম যার যার উৎসব সবার,বঙ্গ কন্য দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের

03/02/2024

মিয়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ।

03/02/2024

দাদীকে রক্ষা করতে গিয়ে কিশোর খুন কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার শহরের সমিতিপাড়ায় দাদী'কে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে আলাউদ্দিন (১৫) নামে এক কিশোর।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when N Plus tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Chittagong

Show All