নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এনা পরিবহনের যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।
নিহত এনা পরিবহনের চালকের নাম মো: ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কুকুর আতঙ্কে পর্যটক ও দ্বীপবাসী
টেকনাফ প্রতিনিধি:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেওয়ারিশ কুকুর। এমন অভিযোগ দ্বীপের বাসিন্দা ও দ্বীপে দেশি-বিদেশি ভ্রমণকারী পর্যটকদের। বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ দ্বীপে আসা পর্যটক ও দ্বীপের স্থানীয় বাসিন্দারা। প্রায় ১০ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপে চার হাজারের বেশি কুকুর রয়েছে বলে স্থানীয় লোকজনের দাবি। দ্বীপের হোটেল ব্যবসায়ী আবদুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপটিতে স্থানীয় বাসিন্দা রয়েছে আট হাজারের মতো। তার পাশাপাশি দ্বীপের পর্যটন ব্যবসায় নিয়োজিত লোকজনসহ বর্তমানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস রয়েছে। অপরদিকে দ্বীপটিতে চার হাজারের অধিক কুকুরের আনাগোনায় পর্যটক ও স্থানীয় লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক হাজার ২৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ শামীম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতে মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো: এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ বলছে, গ্রেপ্তার শামীম চিহিৃত মাদক ব্যবসায়ী।
গুইমারাতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সেনা সদস্যরা। সকালে জোন সদরে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। এসময় তিনি বলেল, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিন্দুকছড়ি জোনের এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এসময় জোনের সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নাটোরে সিংড়ায় খাল দখল মুক্ত
নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার দখল মুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেয়ায় ৪ জনকে গ্রেফতার করে পরে খাল দখল মুক্ত করে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন দখলকৃত খালের স্থানে গেলে দখলদাররা লাঠি নিয়ে নিয়ে বাধা দেয়। পরে ভ্রাম্যমান আদালত ৪ জনকে গ্রেফতার করে দখল হওয়া ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এর বক্তব্যে নজরুল নিয়ে কিছু কথা। চমৎকার ভাবে উনি নজরুল ইসলামকে উপলব্ধি করেছেন।
মিরসরাই এসোসিয়েশনের বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠান।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মিরসরাই ১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠানে।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠানে।
রাঙ্গামাটিতে ট্রাকলড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে ট্রাক লড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব কর।
তিনি জানান, সাপছড়ি এলাকায় ট্রাক লড়ির সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকী ২জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানতে পারিনি।
স্থানীয় সূত্রে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোঃ হানিফ (৫০) ও নবীর হোসেন (৪৫) তারা দুইজনেই রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা ও পেশায় কাঠ মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা আ
জোরারগঞ্জ বাজারের পশ্চিম পাশে প্রজেক্ট রোডে বারমাসি খালে অজ্ঞাত লাশ দেখা যাচ্ছে। লাশ দেখতে উৎসুক জনতার ভিড়।
সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামে দর্শনার্থীদের ভিড়
সাভার প্রতিনিধি:
সাভারে লাল টুকটুকে ভালবাসার স্নিগ্ধতা মেশানো স্বপ্নরাজ্য বিরুলিয়ার গোলাপ গ্রাম। যেখানে শত শত হেক্টর জমিতে ফুটে আছে ভালবাসার লাল গোলাপ। এসব গোলাপ ভালবাসা দিবসের জন্য পরম আদরে প্রস্তুত করেছে গোলাপ গ্রামের ফুল চাষিরা।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বেশ ঘটা করেই পালিত হবে দিবসটি। আর লাল টুকটুকে গোলাপ ছাড়া ভালবাসা দিবস উদযাপন তো কল্পনাই করা যায় না। গোলাপ দিয়েই দিবসটিতে অনেকেই ভালবাসা নিবেদন করবেন প্রিয়জনকে। তাই ফুল উৎপাদনে চেষ্টার যেন কমতি ছিল না গোলাপ চাষিদের।
গোলাপ গ্রামে গিয়ে চাষির সাথে কথা বলে জানা যায়, ভালবাসা দিবস ছাড়াও পাশাপাশি আরও বেশ কয়েকটি দিবস রয়েছে। যেমন পহেলা ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি ও পহেলা বৈশাখ। সারা বছরের মধ্যে এই সময়েই ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। চাষির
মিরসরাইয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন হচ্ছে। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
মিরসরাইয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন হচ্ছে।
সোনারগাঁয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে উপচে পড়া ভিড়
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
৩৩ তম মেলা শেষ পর্যায়ে মানুষের উপচে পড়া ভিড়।১৬ জানুয়ারি মেলা শুরু হলেও শেষ প্রান্তে এসে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি আর ঐতিহ্যকে ধারণ করতে, লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রাচীন বাংলার রাজধানীখ্যাত সোনারগাঁয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের।
মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনী, লোকজ প্রদর্শনী,পুতুল নাচ,বাইস্কোপ,নাগরদোলাসহ বাহারি পণ্য সামগ্রী প্রদর্শনী দেখা মেলে এই মেলায়।
নাটোরে উত্তরা গণভবনের বাহারি ফুল, পাখির কলতানে মুগ্ধ দর্শনার্থীরা
নাটোর প্রতিনিধিঃ
ফুলে ফুলে সেজেছে নাটোরে উত্তরা গণভবন প্রাঙ্গণ। ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে বাহারি রঙের ফুল। অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ ফুলের সঙ্গে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। পরিযায়ীসহ হাজারো পাখির কলতানে মুখর চারপাশ। নানা প্রজাতির ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা।
ধামরাই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা
ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলো মিটার যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশ এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের কারখানায় ফেরত পাঠায়।
শ্রমিকরা জানান, প্রতি মাসে ৭,১০০ বেতন শ্রমিকরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২,৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে এ