Green Chittagong Live.

Green Chittagong Live. This Page is Royal voice

21/09/2023
21/09/2023
21/09/2023

for innovative creations.......

শোকের মাসে Masks management এর ব্যতিক্রমধর্মী আয়োজন,শুরু হচ্ছে আগামী ১৭-১৯ আগস্ট ২০২৩ Health and Medical Expo.
13/07/2023

শোকের মাসে Masks management এর ব্যতিক্রমধর্মী আয়োজন,শুরু হচ্ছে আগামী ১৭-১৯ আগস্ট ২০২৩ Health and Medical Expo.

13/07/2023

2nd Health & Medical Expo'23 Chattogram will be held on August 17-19, 2023
Book your stall now!!

05/07/2023

জরুরী নিয়োগ দেয়া হবে!!!

মার্কেটিং এক্সিকিউটিভ (পার্ট-টাইম) হিসেবে বেশ কিছু সংখ্যক ছেলে-মেয়ে নিয়োগ দেয়া হবে। আগ্রহী সকলকে আগামী ৮ জুলাই, ২০২৩ ইং এর মধ্যে নিচের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম এইচ এস সি
স্যালারি: আলোচনা সাপেক্ষে

ই-মেইল: [email protected]

অফিস: ২য় তলা, জামান ভবন, বাগমনিরাম স্কুলের পাশে,পল্টন রোড, ওয়াসা,চট্টগ্রাম।

05/07/2023

গতবারের সাফল্যের ধারাবাহিকতায় ২য় বারের মত আবার ও আপনাদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে হেলথ এন্ড মেডিকেল এক্সপো ২০২৩।

বিস্তারিত আসছে শীঘ্রই। চোখ রাখুন আমাদের পেইজে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জন...
21/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
#২১শেফেব্রুয়ারি

21/02/2023

তিন পার্বত্য চট্টগ্রামবাসীর প্রাণের দাবি।

নিজেকে সেরা প্রমান করে কাতার বিশ্বকাপ,২২ থেকে বিদায় নিলো মেসি।ম্যারাডোনার পর মেসির হাতে বিশ্বকাপ৷ ১৯৮৬-র পর আবারো বিশ্বক...
19/12/2022

নিজেকে সেরা প্রমান করে কাতার বিশ্বকাপ,২২ থেকে বিদায় নিলো মেসি।ম্যারাডোনার পর মেসির হাতে বিশ্বকাপ৷ ১৯৮৬-র পর আবারো বিশ্বকাপ গেল আর্জেন্টিনার ঘরে৷
পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারালো মেসিবাহিনী৷

19/12/2022

কাতার বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ান দল আর্জেন্টিনা।।ফাইনাল টাইম-(৩-৩),ট্রাইবেকারে (৪-২)

দয়া করে শেয়ার করুন 🙏মা মনিকে ফিরে পেতে সবাই এগিয়ে আসুন।
17/11/2022

দয়া করে শেয়ার করুন 🙏
মা মনিকে ফিরে পেতে সবাই এগিয়ে আসুন।

09/11/2022

Medical and health Expo-22 in Chittagong.

09/11/2022

আগামীকাল থেকেই শুরু হচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ হেলথ এন্ড মেডিকেল এক্সপো ২০২২। আপনি আসছেন তো?
আপনার পরিবারের সদস্যদের সাথে নিয়ে চলে আসুন আগামী ১০,১১ এবং ১২ নভেম্বর জিইসি কনভেনশন সেন্টারে। ফ্রি হেলথ চেক আপের সুবিধাসহ এ মেলায় উপস্থিত থাকবেন দেশসেরা চিকিৎসকসহ বিভিন্ন স্তরের জনপ্রিয় হেলথ কেয়ার প্রফেশনালসরা। আর থাকছে চিকিৎসা সেবা ও সামগ্রী প্রদর্শনের এবং স্বাস্থ্য বিষয়ক সেমিনার। সকলের সাদর আমন্ত্রণ।

আমি বাচ্চার খালাম্মা,আমি খুবই গরীব। যে কেউ বাচ্চাটির দেখা শোনার দায়িত্ব নিতে পারেন!!!!  #অজ্ঞাত বাচ্চাটিকে হাসপাতালে যখন...
26/10/2022

আমি বাচ্চার খালাম্মা,আমি খুবই গরীব। যে কেউ বাচ্চাটির দেখা শোনার দায়িত্ব নিতে পারেন!!!!
#অজ্ঞাত বাচ্চাটিকে হাসপাতালে যখন রেখে যাওয়া হয়,তখন বাচ্চাটির পাশে এই চিঠি পাওয়া গিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৯ নং ওয়ার্ডে বিভাগীয় প্রধান dr Akm karim Chaudhury স্যার এর তত্তাবধানে ওয়ার্ডের ডাক্তার,নার্স , আয়া সকলের আন্তরিকতা চিকিৎসা চলছে এই শিশুটির।

Green Chittagong Live পরিবার থেকে সকল শিক্ষক কে জানাই ভালবাসা ও শ্রদ্ধা।
05/10/2022

Green Chittagong Live পরিবার থেকে সকল শিক্ষক কে জানাই ভালবাসা ও শ্রদ্ধা।

বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্যগত ৩০ সেপ্টেম্বর ...
05/10/2022

বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য
গত ৩০ সেপ্টেম্বর হতে ০৩ অক্টোবর ২০২২ তারিখে ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দলের ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য সৈনিক মোঃ আশিকুর রহমান তাজ শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

Green Chittagong Live পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন ঃ৷৷৷ ৷৷৷৷  ৷ ৷৷  “পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা”নোবেল ল...
05/10/2022

Green Chittagong Live পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন ঃ৷৷৷ ৷৷৷৷ ৷ ৷৷ “পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা”
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস জার্মানীর মর্যাদাপূর্ণ “কার্ল কুবল পুরস্কার” পেলেন
গত ৩০ সেপ্টেম্বর ২০২২ জার্মানীর “কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি”নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে “কার্ল কুবল পুরস্কার”-এ ভূষিত করেছে। এই পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্ববাপী পরিবার-এর উন্নয়নে প্রফেসর ইউনূসের অসামান্য ও বহুমূখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করলো।
৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেনশাইম, জার্মানীতে ফাউন্ডেশনটির অর্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ছিল - “পরিবার গুরুত্বপূর্ণ।”
কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এই উপলক্ষ্যে বলেন যে, “ইউনূস তাঁর অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য একটি অধিকতর সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন।” ড. কার্সটিন বাংলাদেশী এই অর্থনীতিবিদের প্রশংসা করে বলেন যে, কোভিড-১৯, বৈশ্বিক উষ্ণায়ন, নতুন নতুন যুদ্ধ - পৃথিবীর নানাবিধ সংকটের সময় ইউনূস মানুষের জন্য আশার একটি বিশাল উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রফেসর ইউনূসকে তিনি “পরিবর্তনের পথিকৃত ও আশা-স্রষ্টা” হিসেবে বর্ণনা করেন।
হুমবার্গ আরো বলেন যে, “আমরা প্রত্যেকেই অন্যদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। আমরা সকলেই সবসময় - এখন ও ভবিষ্যত - পরিবর্তনের স্রষ্টা।” সমাজসেবক কার্ল কুবল ও প্রফেসর ইউনূসের মধ্যে তুলনা করতে গিয়ে তিনি বলেন যে, “তাঁরা উভয়েই ১৯৮০-র দশকে মানুষের উদ্যোক্তা সত্ত্বা বিকশিত করার মাধ্যমে সামাজিক লক্ষ্যসমূহ নিশ্চিত করতে কাজ শুরু করেন এবং উভয়েই মানুষকে সহায়তা করতে এমন সুচিন্তিত পদ্ধতি প্রয়োগ করেন যাতে তারা নিজেরাই নিজেদেরকে সহায়তা করতে পারে। কুবল ও ইউনূস উভয়েই ব্যবসায় উদ্যোগ-ভিত্তিক উন্নয়ন সহযোগিতার পথপ্রদর্শক।”
উদ্যোক্তা কার্ল কুবল কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড ফ্যামিলি” “মানুষকে নিজেদেরকে সহায়তা করতে সহায়তা করার” নীতিতে কাজ করে এবং জার্মানী ও বিশ্বের অন্যত্র অসহায়, সুবিধাবঞ্চিত শিশু ও পিতা-মাতাদের জন্য গত ৫০ বছর ধরে কাজ করে আসছে। জার্মানীর দক্ষিণ হেস-এর বেনশাইমে প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্তিত।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Green Chittagong Live. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Chittagong Live.:

Videos

Share


Other Media/News Companies in Chittagong

Show All