E P I C

E P I C সারা বাংলার আলোচিত এক্সক্লুসিভ সব নিউজ আমাদের পেজে পাবেন।

08/04/2023

অবশেষে ফাঁস হলো বিশেষ কোটায় চাকরি পাওয়া, জজ রুবাইয়া ইয়াসমিনের।

04/04/2023

কতটা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বাংলা সেলাই দেখুন।

01/04/2023

আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন।😭😭😭

29/03/2023

বিড়ালের লোভ দেখিয়ে ১০ বছরের শিশু আবিদাকে প্রথমে অপহরণ এরপর ধর্ষণ করে হত্যা।

25/03/2023
25/03/2023
19/03/2023

ভাই বোনের সম্পত্তি ভাগাভাগিতে হচ্ছে নতুন আইন।
এখন থেকে বাধ্যগত করতে হবে বন্টক নামা।
ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

16/03/2023

ইমো, হোয়াটসঅ্যাপে তরুণীরা যেভাবে প্রেমের ফাঁদে পরে প্রতারিত হচ্ছে।

16/03/2023

একটা বাজ পাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড যেভাবে ১০ হাজার কিঃমি পাড়ি দিলো। 🤔

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়,
আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।
পাখিটি ৪২ দিনে ১০ হাজার কিলোমিটার পথ পারি দিয়েছে,
এতে পাখিটি প্রতিদিন গড়ে ২৩০ কিমি উড়েছে সমান্তরালভাবে।
স্যাটেলাইটে তার উড়ে যাওয়ার চিত্র ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় কিংবা সমুদ্র সামনে আসলে,পাখিটি সেখান থেকে পথ পরিবর্তন করছে, এবং যেন বিশ্রাম নিতে চাইলে যেন স্থলভুমি পায়।আবার, মিশর-সুদানের মরুভূমিকেও সে পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে যেন পরতে না হয়।
কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে,আর পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,সেখানে এই ছোট্ট পাখিকে কে শেখালো এতকিছু?সুবাহান আল্লাহ। আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসেই না , অনেক সময় ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো? সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

06/03/2023

আরসার দেওয়া আগুনে জ্বল পুড়ে চাই রোহিঙ্গা ক্যাম্প।
#আরসা #রোহিঙ্গা

05/03/2023

আবার ও রক্তাক্ত সীতাকুণ্ড। অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, চট্টগ্রাম মেডিকেলে রাতের আসল চিত্র। আহাজারি স্বজনদের।

05/03/2023

মাত্র ১০ হাজার টাকার জন্য মধ্যযুগীয় কায়দায় রিকশা চালককে শিকল দিয়ে বেধেঁ নির্যাতন।
সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামের জাহারী লেইনে। ৯৯৯ এ কল পেয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
#পুলিশ #হাজারিলেইন

01/03/2023

চট্টগ্রামে নতুন ফিসারি ঘাটে আগুন।

24/02/2023

লোহাগাড়ায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার অভিযানের পুরো ভিডিও।

24/02/2023

জনগণের টেক্সের টাকায় চলা, সিইউতে যে ভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় দেখুন। এরাই এক সময় রাষ্ট্রীয় সন্ত্রাস হবে। ইদানিং CU তে পড়া লেখার চেয়ে মারা মারি বেশি প্যাকটিস করা হচ্ছে।
CU তে পড়ালেখার নামে আসলে যা হচ্ছে নিজের চোখে দেখুন।

20/02/2023

একটা হেল্পলেস পরিবারের আত্ন চিতকার 😭

একটা অসহায় এতিম পরিবারের আত্ন চিতকার কি দেখার কেউ নেই! দেশকি এখনো হানাদার পাকিস্তানের দোসর রাজাকারের হাত থেকে মুক্ত হয়েছে? উচ্চ আদালতের রায় অপেক্ষা করে এরা কিভাবে দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়?
ওরা এত সাহস কোথাত থেকে পায়? দেশে কি আইন নেই?

প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্য। এই পরিবারটিকে যেন ভূমিহীন করা না হয়।
তাবলীগ জামাত, হজ করে এসে এতিমের সম্পত্তি আত্মসাৎ করছে চাচা। প্রতিবাদ করতেই দেশীয় অস্ত্র নিয়ে এইভাবে তেড়ে আসে চাচা রবিউল হক। সমাজ ও চেয়ারম্যানকে পর্যন্ত মানছে না চাচা। কেউ তাদেরকে থামাতে পারতেছেনা। এই পর্যন্ত ৩বার দেশীয় অস্ত্র নিয়ে এতিম ভাতিজিদের উপর হামলা চালায় চাচা । প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা।
ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের চোখে পড়ে এবং শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়।

🗣️ ভিকটিমের বাড়ি ফেনী জেলার, ফাজিল পুর ইউনিয়নের, শিবপুর গ্রামে।
কেউ যদি পারেন ওদেরকে আইনি সহায়তা দেন প্লিজ। ওরা খুব অসহায় হয়ে আছে, যেকোন সময় ওদের উপর তীব্র হামলা হতে পারে, এবং যে কোন বড় দুর্ঘটনা হতে পারে।


#ফেনী #ফেনীর_খবর #পুলিশ_কমিশনার_ফেনী েনী
#ফেনীর_সময় #ফেনীর_দর্পন #ফেনীর_তালাশ #ছাগলনাইয়া

ফেনীর প্রত্যয় - Fenir Prottoy
দৈনিক ফেনীর সময়
ফেনীর দর্পন ফেনীর তালাশ পুনাক ফেনী জেলা পুলিশ ফেনীর সময় ফেনীর সংবাদ বাংলাদেশ মানবাধিকার কমিশন, ফেনী জেলা শাখা। নারী ও শিশুদের আইনী পরামর্শ কেন্দ্র (তথ্য আপা)
নারী নির্যাতন রুখে দাঁড়ান ফেনীর টাইমস.কম

■  কিছু কথাসোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দ...
06/01/2023

■ কিছু কথা
সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

©️collected

20/11/2022

Fifa world cup 2022 live

10/09/2022

at Concord Group of Companies

Position: Executive - Purchase

Job Location: Foy`s Lake Complex, Chattogram.

Job Responsibilities:
- Receive Purchase Requisitions.
- Procure materials as per specification.
- Maintain the lead time for product delivery.
- Sourcing material from local market.
- Procure material under procurement policy.
- Working Advance, Adjustment, etc in time.
- Generator, Ride etc. Fuel arrange for the Complex.
- Prepare different purchase report.

Additional Requirements:
- Only males are allowed to apply.

Minimum Experience: At least 02 year(s)

Suitable candidates can mail his CV if the requirements match.
Email: [email protected]

Subject line should be: Executive - Purchase (FLC)

Application Deadline: September 25, 2022.

Thank you from Concord Group HRD.

খুব ফাইন না? 😆
08/09/2022

খুব ফাইন না? 😆

06/09/2022
02/09/2022

নিম্ন মধ্যবিত্তের জন্য আমদানি করা টিসিবির ২০০ টন পেঁয়াজ পচে গেছে।

অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করতে বাজারে তুলেছেন মা। অভাবের কারণে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে  বাজারে নিয়ে ...
12/08/2022

অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করতে বাজারে তুলেছেন মা।

অভাবের কারণে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে বাজারে নিয়ে আসলেন মা। দামঃ চাচ্ছেন ১২০০০ টাকা। কথাটি শুনতে অবাক লাগলেও হৃদয়বিদারক এমন ঘঠনাটি ঘঠে আজ।

-সকালে খাগড়াছড়ি বাজারে মহিলাটি নিমের ছেলের দাম নির্ধারন করে ১২০০০ টাকা। জানামতে কোন একজন ৫০০০ টাকার বিনিময়ে ছেলেটি নিতে ছেয়েছেন। পরবর্তীতে বিষয়টি টের পেরে কমলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়্যারম্যান বাবু সুনীল চাকমার সহধর্মীনি ছেলেটিকে তাদের দ্বায়িত্বে নিয়ে জান।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম যেভাবে পাগলার গোড়ার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে অতিষ্ঠ, তিক্ত হয়ে উঠছে মধ্যেবিত্ত পরিবার গুলোর জনজীবন। নাজানি আরো কত পরিবার সন্তান বিক্রি করে দিয়েছে।😭
চারিদিকে শুধুই অভাব আর অভাব। উন্নয়নের নামে কালো চশমার আড়ালে গিলে খাচ্ছে পুরো দেশকে। সাধারণ জনগণের বোধগম্য আর অনুভূতি পিরবে যেই দিন,সেই দিন আর কিছু করার থাকবেনা।
শুধু হায় আফসোস হায় আফসোস করবে।
আমরা আবার ফিরে যাচ্ছি সেই ফেরাউনের শাসন আমলে।

02/08/2022

উচ্ছেদ অভিযানে শত পরিবার ভিটেছাড়া জঙ্গল সলিমপুরে।
পূর্নবাসন না করে উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসক।

"রোহিঙ্গারা যদি এইদেশে বসতি নির্মাণ করে থাকতে পারে তাহলে আমরা কেন পারবোনা" এই বলে সড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্ত মানুষেরা। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
#জঙ্গল_ছলিমপুর #ছিন্নমূল

 #*** মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?  "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"         মৃত ব্যক্তি বুঝতে...
31/07/2022

#*** মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী ----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন। আমিন।

চট্টগ্রাম  মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত।
29/07/2022

চট্টগ্রাম মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত।

25/07/2022

চট্টগ্রাম বন্দরে চলছে মদের উৎসব ।

25/07/2022

জার্মান চিত্রশিল্পীর রঙে রঙিন চবির শাটল ট্রেন।

এইটা আমাদের বিজনেস পেজ। সবাই পেজে  লাইক দিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। ধন্যবাদ।
03/07/2022

এইটা আমাদের বিজনেস পেজ। সবাই পেজে লাইক দিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।
ধন্যবাদ।

08/06/2022

সদরঘাট, পূর্ব মাদারবাড়ি জুতার কারখানায় আগুন।
#সদরঘাট #মাদারবাড়ি

07/06/2022

জোনায়েদ সাকি উপর ছাত্রলীগের অতর্কিত হামলা। গুরুত্বর আহত সাকি।
#চট্টগ্রাম_মেডিকেল_কলেজ
#জোনায়েদ_সাকি

🗣চাকরি প্রত্যাশিদের জন্য সুখবর... এস আলম গ্রুপের বিভিন্ন কারখানার জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রামে অঞ্চলে...
06/06/2022

🗣চাকরি প্রত্যাশিদের জন্য সুখবর...
এস আলম গ্রুপের বিভিন্ন কারখানার জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

চট্টগ্রামে অঞ্চলে চাকরি সংক্রান্ত যে কোন ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের পেজে লাইক & ফাস্ট ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

02/06/2022

কুল্লে নাফসিন যাই কাতুল মৌত।
মালাকুল মৌতের ফেরেশতা সাথে দেখা করতে প্রস্তুত আছেন তো???

এই ধরনের পোস্ট পেতে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন।
02/06/2022

এই ধরনের পোস্ট পেতে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন।

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলা...
02/06/2022

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলাম, বিশ টাকার রাজস্ব স্ট্যাম্প চাইলো পাঁচশো টাকা, দামাদামি করে দিলাম আড়াইশো টাকা। এরপর ভোটার আইডি আর আবেদনসহ পাঁচ নম্বর কামরা থেকে গেলাম ছয় নম্বর কামরায়।
সেখানে মুরুব্বি বললেন, "একটু বসেন।"
এত সুন্দর আচরণ করলেন, মনে হলো নেহাতই ভালো লোক। আশ্বস্ত হলাম; মনে হলো এই লোক থাকতে আর কোন চিন্তা নাই। পনের বিশ মিনিট পর পিয়ন আসলে উনাকে দিয়ে আমার বক্সটা খোঁজে বের করলেন। আমাকে বললেন পাঁচ নম্বরে গিয়ে কর্মকর্তা কে ডেকে আনতে। উনি বক্স খোলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো। দেখে সাইন করে চলে গেলেন, আমিও সাইন করলাম।
আমি ভাবলাম, মামলা শেষ। একটু আগে যিনি বলেছিলেন, "আপনার কি টাকা বেশি হইছে? কেন এদেরকে টাকা দেন? সরকার বেতন দেয় না আমগো?" তিনিই পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন।
চাচায় বললো, "কিছু খরচাপাতি দেন।"
আমি বললাম, "নগদ টাকা নাই আপনার বিকাশ নম্বর দেন।"
পাশ থেকে মুরুব্বি বললেন, "বিকাশে নিও না, পরে ঝামেলা হবে।"
পিয়ন চাচায় আমাকে বললেন, "মাল তো আমাদের এখান থেকে দেয়ার নিয়ম নাই, আপনি পাঁচ নম্বরে গিয়ে কথা বলেন; মাল পোষ্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে।"
পাঁচ নম্বরে গেলাম, উনি বললেন, "এটা তো ড্রোন কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতে হবে।"
আমাকে নিয়ে গেলেন উনার উর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন, "এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবুও দেড়শো টাকার স্ট্যাম্পে মুচলেকা ছাড়া ছাড়পত্র দেয়া যাবে না।"
একটু পরে বুঝলাম যে আসলে উনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না; আর আমিও জীবনে কখনো শিখি নাই কিভাবে টাকা অফার করতে হয়! একবার পুলিশে চৌরাস্তার মাঝখানে হোন্ডা আটাকায়া টাকা চাওয়ার পর আমি রাস্তার মাঝে টাকা দিতে যাওয়ার পর যে ধমক খাইছিলাম! পরে চিপায় নিয়ে টাকা নিয়েছিলো।
এ্যানিওয়ে, আমি ড্রোনের আশা ছেড়ে দিয়ে মনের সুখে পুরানা পল্টনে বসে নান্না বিরিয়ানি খাচ্ছি, এমন সময় অচেনা নম্বর থেকে কল আসলো।
ওপাশ থেকে বললেন, "আমি আপনার দেশি লোক, আপনার মালের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। দেখা করেন।"
খাওয়া শেষ করে আবার গেলাম, ডাক অফিসে। পিয়ন কাকায় এগিয়ে এসে বললেন, "আপনার মাল আমি এখান থেকেই ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে পারবো, কিছু পয়সা কড়ি খরচ করতে হবে।"
জিজ্ঞেস করলাম, "কত?"
উনি বললেন, "পনের হাজার।"
"এই ড্রোনের দাম কত জানেন? মাত্র সাড়ে তিন হাজার টাকা। অলরেডি গাড়িভাড়াসহ আমার আটশো টাকা খরচ হয়ে গেছে। এই সাড়ে তিন হাজারের জন্য আরও পনের হাজার দিমু? তার চাইতে বাইরে গিয়ে বারশো টাকায় আরেকটা খেলনা ড্রোন কিনে বাসাই চলে যাই!"
"এত কমদামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না, আপনি কত দিতে পারবেন?"
"একশো টাকা। সর্বোচ্চ আর দুইশো টাকা দিতে পারবো।"
চাচায় কিছুটা হতাশ হলেন কিন্তু আমার মালটাও দিলেন না।
আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই, তবে অবশ্যই চলে যাবো। এবং দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিই যথেষ্ট।
(From Inbox)
© collected.
লেখাটি নীল সালু পেজ থেকে নেয়া এবং ছবি ফেসবুক।

গাছে পানি বদলে তেল দিলে যা হয় আরকি😜😜😜
01/06/2022

গাছে পানি বদলে তেল দিলে যা হয় আরকি😜😜😜

30/05/2022

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানের নাম কীভাবে এলো?

☞ সুলকবহরঃ আরব বণিকদের নৌবাণিজ্যের যুগে প্রাচীন কর্ণফুলী নদীর যে স্থানটিতে বাণিজ্যতরী অবস্থান করত সেটি 'সুলকুল বহর' নামে খ্যাত ছিল। আরবি 'সুলকুল বহর' শব্দের অর্থ- 'বাণিজ্যতরীর বিরতি স্থান- পোতাশ্রয়'। পরবর্তীতে এলাকাটি বর্তমানের 'সুলকবহর' নামে বিবর্তিত হয়েছে।

☞ আন্দরকিল্লাঃ আরকানি আমলে এখানে প্রাচীন দুর্গ ছিল। নাম ছিল- 'চাটিগাঁ দুর্গ'। ১৬৬৬ সালে মোগল বাহিনী আরকানি বাহিনীকে পরাজিত করে এই দুর্গ দখল করলে প্রধান সেনাপতি উমেদ খাঁ এই দুর্গের নাম দেন 'আন্দরকিল্লা'।

☞ লালদিঘিঃ বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ইংরেজ আমলের শুরুর দিকে একটি পাকা ভবন ছিল যেটির দেওয়ালে লাল রঙ দেয়া হয়েছিল যা 'লালকুঠি' নামে পরিচিত ছিল। লালকুঠির সন্নিকটের দিঘিটি 'লালদিঘি' নামে বিখ্যাত হয়ে উঠে।

☞ হাজারি লেনঃ আন্দরকিল্লার মধ্যস্থিত এই গলিতে বারজন মোগল 'হাজারি' বা সেনাপতির অন্যতম ভগবান সিং হাজারির বাড়ি ছিল। তা থেকে এই নামের উৎপত্তি।

☞ ষোলশহরঃ সুলকবহরের কাছের এই জায়গাটি 'চাহেলে শহর' নামে পরিচিত ছিল। আরবি চাহেলে শহর নামের অর্থ 'নদীর তীরবর্তী শহর' যা কালক্রমে ষোলশহর নাম ধারণ করে।

☞ চকবাজারঃ পূর্ব নাম- 'সদরবাজার'। আরকানিদের হটিয়ে চট্টগ্রাম মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে এই বাজার স্থাপনের মধ্য দিয়ে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন হয়। চট্টগ্রামের ১৮তম মোগল শাসক নবাব অলি বেগ খাঁ সদরবাজারের নাম 'চকবাজার' নামে পরিবর্তন করেন। চকবাজারেই 'অলি খাঁর মসজিদ' নামে পুরাতন একটি মসজিদ এখনো রয়েছে।

☞ কাপাসগোলাঃ কার্পাস শব্দের বিকৃত রূপ 'কাপাস'। প্রাচীনকালে পার্বত্য চট্টগ্রামের সমস্ত কার্পাস তুলা এখানে বিক্রির জন্য গোলাজাত বা জমা হতো বলে এই এলাকাটি 'কাপাসগোলা' নামে খ্যাত হয়।

☞ কাঠগড়ঃ এই স্থানে আরকানিদের কাঠের নির্মিত দুর্গ ছিল। কাঠের দুর্গের অপর নাম ছিল 'কাঠগড়'।

☞ লাভ লেইনঃ ব্রিটিশ আমলে এটি ছিল ইংরেজ কর্মচারীদের আবাসিক এলাকা। এই এলাকায় ইংরেজ নারী-পুরুষের প্রকাশ্য প্রেমের কারনে এই নামের উৎপত্তি।

☞ আলকরণঃ আলকরণ অর্থ- গণ্ডারের শিং। আরব বাণিজ্যের যুগে এই এলাকায় গণ্ডারের শিং এর আড়ৎ ছিল। তৎকালে পার্বত্য চট্টগ্রাম থেকে গণ্ডারের শিং মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হতো।

☞ হালিশহরঃ আরবি 'হাওয়ালে শহর' থেকে উদ্ভুত। অর্থ- 'শহরতলি'। এটি ছিল আরব বণিকদের সাময়িক বসবাসের জন্য নির্ধারিত স্থান।

☞ মেহেদিবাগঃ চট্টগ্রাম শহরের এই এলাকাটিতে এককালে মেহেদি গাছের আধিক্য ছিল।

☞ অভয় মিত্রের ঘাটঃ ফিরিঙ্গি বাজার নিবাসী ধনাঢ্য রায় বাহাদুর অভয়চরণ মিত্রের নামানুসারে এই ঘাট।

☞ দেবপাহাড়ঃ ব্রিটিশ সরকার শরচ্চন্দ্র দাস নামের এক ব্যক্তির কাজে খুশি হয়ে তাঁকে পুরষ্কারস্বরূপ 'জয়নামা বা জাঁহানুমা' পাহাড়টি প্রদান করেন। শরচ্চন্দ্র ঐ পাহাড়শীর্ষে একটি দেবমন্দির নির্মাণ করে নতুন নাম দেন 'দেবপাহাড়'।

☞ চন্দনপুরাঃ পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত আগরকাঠ প্রাচীনকাল হতে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজযোগে ইউরোপে রপ্তানি হতো। আগরকাঠ সেকালে চট্টগ্রামবাসীর কাছে 'চন্দনকাঠ' নামে খ্যাত ছিল। বর্তমান চন্দনপুরা ছিল এসব চন্দনকাঠের গোলাঘর বা মজুতস্থান।

☞ পার্সিভাল হিলঃ চন্দনপুরার বিপরীতের এক উচ্চ পাহাড়ে 'ব্রেডন পার্সিভাল' নামের এক পর্তুগিজ বাসিন্দা সপরিবারে বসবাস করার জন্য বাড়ি তৈরি করেন। এই পার্সিভাল পরিবারের একাধিক সদস্য পরবর্তীতে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ছিলেন। আরেক সদস্য ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক। ১৯৪৭ সালে দেশভাগের সময় চট্টগ্রামের পার্সিভাল পরিবারের শেষ পুরুষ চট্টগ্রাম ত্যাগ করে লন্ডনবাসী হন।

☞ পাথরঘাটাঃ কথিত আছে- পীর বদর শাহ আরব দেশ থেকে সমুদ্রপথে একটি পাথরের উপর সওয়ার হয়ে চট্টগ্রামে আসেন। এবং সেই পাথরখানি কর্ণফুলী নদীর তীরবর্তী একটি স্থানে থেমে যাওয়ার পর তিনি তীরে উঠে আসেন। তখন থেকে এই জায়গার নাম 'পাথরঘাটা' নামে খ্যাত হয়৷

☞ এনায়েত বাজারঃ এনায়েত খাঁ নামের একজন মোগল সেনাপতির নামানুসারে এই নামকরণ হয়েছিল। এনায়েত বাজার ছিল তৎকালীন মোগল সেনাবাহিনীর মুসলমান সেনাদলের আবাসস্থল।

☞ টাইগার পাসঃ দু'পাশে উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি সোজা চলে গেছে সমুদ্রে। ১৯ শতকের শেষার্ধেও এসব পাহাড় ছিল জনবসতিহীন, গভীর জঙ্গলাবৃত এবং বাঘের আখড়া। ১৮৬২ সালে চট্টগ্রামে কর্মরত ব্রিটিশ সিভিলিয়ান মিস্টার ক্লে'র আত্মজীবনী থেকে জানা যায়- এখানে নিয়মিত বাঘের আক্রমনে লোকে প্রাণ হারাতো, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এই রাস্তা ধরে বাঘ চলাচল করতো বিধায় এটি "টাইগার পাস" নামে খ্যাত হয়। সেই ঐতিহাসিক স্মৃতির স্মারক হিসেবে বর্তমানে টাইগার পাস এলাকায় টাইগার বা বাঘের মূর্তি স্থাপিত আছে।

☞ বাঘ ভ্যালিঃ চট্টেশ্বরী রোডের ওয়ার সিমেট্রির সন্নিকটস্থ এই পাহাড়ি এলাকাটি একসময় ছিল জনমানবহীন ও জঙ্গল আবৃত- সেখানে দিনে দুপুরে বাঘ বিচরণ করতো। এই এলাকায় বাঘ ধরার জন্য ফাঁদ পাতার ব্যবস্থা ছিল, জীবন্ত বাঘ ধরতে পারলে মিলতো পুরষ্কার। এভাবেই এলাকাটি বাঘভ্যালি বা বাঘের উপত্যকা হিসেবে খ্যাত হয়।

☞ খুলশীঃ আরবি ও ফারসি ভাষার প্রচলিত "খোলাসা" শব্দ থেকে খুলশী নাম উদ্ভুত। খোলাসা অর্থ খোলামেলা, জনবিরল স্থান।

☞ কাজির দেউড়িঃ কাজি মির আবদুল গণির নামানুসারে এই এলাকা খ্যাত হয়েছে। ১৮ শতকের গোড়ার দিকে তিনি দিল্লী গমন করে তৎকালীন মোগল সম্রাটের কাছ থেকে চট্টগ্রামের কাজী (বিচারক) এর দায়িত্ব লাভ করেন এবং স্টেডিয়ামের পূর্বদিকে নিজের দেউড়ি (বহির্বাড়ি) ও মসজিদ স্থাপন করেন।

☞ আসাদগঞ্জঃ পটিয়া থানার বড় উঠান গ্রামনিবাসী ১৮ শতকের প্রখ্যাত জমিদার আসাদ আলী খাঁ'র নামানুসারে এই এলাকার নামকরণ হয়েছে।

☞ বকশীর হাটঃ ইংরেজ আমলের শুরুর দিকে বাঁশখালীর নিবাসী বকশী হামিদ নামের এক সম্ভ্রান্ত ব্যক্তি এই বকশীর হাট স্থাপন করেন। বাঁশখালীর ইলসা গ্রামে বকশী হামিদের নামে দিঘি, মসজিদ ইত্যাদি নিদর্শন আজো বিদ্যমান।(সংগৃহীত)

(সংগ্রহ)
©সাঈদ আহসান খালিদ
সহকারী অধ্যাপক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

29/05/2022

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া 😜 সামলাও এইবার ঠেলা।
ফেনী মহিপালে বিজয় সিংহ দীঘিতে ঘুরতে আসা ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ।

Address

CDA
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when E P I C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E P I C:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Chittagong

Show All