Kaler Dhoni 24

Kaler Dhoni 24 প্রতি মুহূর্তের তাজা খবর নিয়ে কালের ছ?

06/03/2024
পশ্চিমা মিডিয়াগুলো ইসলাম সম্পর্কে এত বেশি অপপ্রচার চালিয়ে আসছে যে, সেখানকার অনেকেই এ ধর্মকে একটি নিকৃষ্ট, নোংরা ও বর্বর ...
02/10/2023

পশ্চিমা মিডিয়াগুলো ইসলাম সম্পর্কে এত বেশি অপপ্রচার চালিয়ে আসছে যে, সেখানকার অনেকেই এ ধর্মকে একটি নিকৃষ্ট, নোংরা ও বর্বর ধর্ম বলে মনে করে। কোনো অমুসলিম সন্ত্রাস করলে এর সাথে কোনো ধর্মকে জড়ানো হয় না, অথচ দুনিয়ার যেকোনো প্রান্তে সাধারণ কোনো মুসলমানও যদি কিছু একটা করে, তবে দোষ হয় ইসলামের। মুসলমান পুরুষ মাত্রই সন্ত্রাসী, মুসলমান নারী মানে নির্যাতিতা, পুরুষের দাসী ইত্যাদি অপপ্রচার বছরের পর বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এত অপপ্রচারের পরেও পশ্চিমা সভ্যতা ও ইসলামবিদ্বেষী গণমাধ্যম সত্যের আলো থেকে মানুষকে দূরে রাখতে পারছে না। যারা সত্য-সন্ধানী তারা অভিভূত হচ্ছেন ইসলামের আলোকোজ্জ্বল সৌন্দর্যে। আর গ্রহণ করে নিচ্ছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো অমুসলিম ইসলামের দাওয়াত কবুল করে বলছেন, “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।” প্রতিনিয়ত এ মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এমন লাখো কাহিনী থেকে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বময় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়গ্রহণকারী খ্যাতনামা নওমুসলিমদের আলোর পথে আসার ঈমানজাগানিয়া, চমকপ্রদ, মর্মস্পর্শী, মনোমুগ্ধকর, বিস্ময়কর ও অসাধারণ কাহিনী নিয়ে সংকলিত- ‘আধুনিক বিশ্বের নওমুসলিমদের ঈমানদ্বীপ্ত কাহিনী’ বইটি। যাদের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক, দার্শনিক, ধর্মযাজক-পাদ্রী, সাংবাদিক, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, অভিনেত্রী, নাস্তিক, অধ্যাপক, ডাক্তার, পাইলট ও রাষ্টদূতসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ।

তাদের ওই সব ঘটনাবলি একদিকে যেমন মুসলিম উম্মাহকে গভীর হতাশার মাঝেও আশার বাণী শোনায়, অন্যদিকে তা এক কঠিন বার্তাও বহন করে। বইটিতে সেই চিত্রটিই ফুটে উঠেছে।
একদিকে যেমন প্রচুর সংখ্যক অমুসলিম ইসলাম গ্রহণ করছেন এবং জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলছেন, অন্যদিকে অনেক মুসলিমকে ইসলামের বিধি-বিধান পালনে উদাসীন দেখা যায়। তাই মুসলিম-সমাজে জন্মগ্রহণ করেও যারা ইসলামের মূল্য অনুধাবনে সক্ষম হয়নি, তাদের উচিত বিশ্বের বিভিন্ন প্রান্তের নওমুসলিমদের ঈমান উদ্দীপক ঘটনাবলি ও ইসলামের প্রতি আনুগত্যপূর্ণ জীবন যাপন সম্পর্কে চিন্তা-ভাবনা করা। এটা ইসলাম সম্পর্কে তাদের চরম অবহেলা ও গভীর ঔদাসীনতা থেকে মুক্ত হতে সহায়তা করতে পারে।

আশা করি, বইটি পড়ে বাংলাভাষী পাঠক-পাঠিকারা জানতে পারবেন কীভাবে সারা দুনিয়াতে অমুসলিমরা সত্যকে কবুল করে নিচ্ছে।

সেই সাথে নওমুসলিমদের ঈমানী দৃঢ়তা, আল্লাহর প্রতি অটল আস্থা এবং দ্বীনের জন্য সব ধরনের ত্যাগ স্বীকারের প্রেরণার গল্পগুলো পাঠককে স্মরণ করিয়ে দেবে ইসলামের প্রথম যুগের কথা এবং উজ্জীবিত করবে ঈমানী চেতনায়, ঝরাবে অশ্রু, করবে অভিভূত, ঈমানকে করবে শাণিত, ঈমানের দেয়ালকে করবে সুদৃঢ় ।

--------------------------------------
বইঃ আধুনিক বিশ্বের নওমুসলিমদের ঈমানদীপ্ত কাহিনী
সংকলনেঃ নূর মুহাম্মদ বিন গাজী
পৃষ্ঠাঃ ৩০৪
বিক্রয় মূল্যঃ ২২০/-
প্রকাশকঃ কালের ধ্বনি
মুদ্রণঃ মাকতাবাতুল হেরা
বাংলা বাজার, ঢাকা

দেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে বইটি পেতে এখনি অর্ডার করুন।

অর্ডার করতে কল করুন- 01830-862798

25/07/2023

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া, ধরা পড়ে পুলিশকে কল দিলো নেতা !
স্থানীয়দের মামলার হুমকি

সোনাইমুড়ী উপজেলার ঘোষকামতা গ্রামে এই ঘটনা।

23/01/2023

সামনে এখন তিন ইস্যূ
এবিত লিউ। শিক্ষা। তসলিমা নাসরিন

এক.
এবিত লিউ:
একজন মালয়েশিয়ান ইউটিউবার। বাংলাদেশে তিনি একজন দাঈ হিসেবে পরিচিতি পেয়েছেন। তার দাওয়াতি কার্যক্রমের টার্গেট এরিয়া জরুরী। কাজটাও সুন্দর। শুধু পদ্ধতিটা নিয়ে শরীয়তের আলাপ ও নুকতা আছে।

প্রশ্ন আছে এইসব দাওয়াতি কার্যক্রমের ভিডিও ধারণের পদ্ধতি নিয়ে। শরীয়তের দৃষ্টিতে নারীদের ভিডিওতে উপস্থাপনের ক্ষেত্রে কতটা রুখসত তিনি পান; এই সিদ্ধান্ত দেবেন মুফতি সাহেবান। একজন ধার্মিক ও আল্লাহভীরু হিসেবে আমি তার নারীদের উপস্থাপনকে শরীয়তের খেলাফ দেখছি।

আমাদের আকাবীর আসলাফের দাওয়াতি কার্যক্রমে 'পতিতালয়' ও 'বার' অন্তর্ভুক্ত ছিলো। এখনও কেউ কেউ কাজ করছেন। হিজড়াদের জন্য মাদ্রাসা হচ্ছে। তাদের কর্ম পন্থায় কি গায়রে মাহরামের সঙ্গে 'হ্যান্ড শেইক' ও 'হাগ' ছিলো। এই দুই জিনিস কীভাবে জায়েজ হলো? আদৌ সম্ভব?

এইসব নিয়ে কথা বলার প্রয়োজন ছিলো না। কিন্তু যখন এবিত লিউয়ের এই কাজকে কেন্দ্র করে আমাদের কোন কোন ভাই এই অঞ্চলের আলেমদেরকে ক্লেইম করছেন। ছোট করছেন। বলছেন, তাঁরা শুধু 'ফতোয়াবাজিই' (!) পারেন। তারা আফসোস করছেন এবিতের মতো আমাদের দাঈরা কেনো হতে পারছেন না! কেউ কেউ আগ বাড়িয়ে যা এখনও এই দেশের আলেমগণ বলেননি। যে ফতোয়া দেননি। সেই কথা ও ফতোয়ার হাইপোথিসিস দাঁড় করেই আলেমদেরকে একহাত দেখে নিচ্ছেন! প্রিয় ভাই! এইটা হীনম্মন্যতা। নিজের ঘরের পিড্যা তিতা তিতা; পরের ঘরের পিড্যা মিড্যা মিড্যা"-র মতো ব্যাপার হয়ে গেলো না!

এরপরেও মালয়েশিয়ান সোসাইটি ও আমাদের সোসাইটি এক তো না! দুই দেশের কর্মপন্থা দুই ধরণেরই তো হওয়ার কথা!

অপরদিকে, আমাদের আলেমদের চতুর্মুখী বিপদের কথা সবাই জানেন। প্রতিটা সেক্টরে এনজিও, মিশনারি, ই*শ*ক*ন ওত পেতে থাকে।

আপনারা মাওলানা মামুনুল হকের বিপক্ষে ফাসেকী নিউজ বিশ্বাস করেন। তাঁকে কথার বাণে ক্ষতবিক্ষত করেন। আর একজন দাঈর বিরুদ্ধে যখন সম্মিলিত তা*গু*তি মিডিয়া হামলে পড়বে তখন আপনারা কতটুকু পাশে থাকবেন?

দুই.
শিক্ষানীতি:
শিক্ষানীতির বিষয়টি আলোচনায় আসার পর আমাদের কিছু দ্বীন-দরদী ভাই ইসলামিক স্কুলের আলাপটা সামনে নিয়ে আসছেন। এইটা শুনতে, বলতে, করতে এবং এইরকম আলাপ জমাতে খুব আরাম ও বিপ্লবি চৈতন্য অনুভব হয়।

কিন্তু নিজেদের কওমী মাদ্রাসার তাহযিব, তমদ্দুন, আখলাক, ইলম চর্চা, আপোসহীতা ইত্যাদির দৈন্য না কাটিয়ে এবং আলিয়া মাদরাসা নিয়ে বিশেষ কোন দরদী চিন্তা না করে ইসলামিক স্কুলের চিন্তাটা হবে "নিজের অস্ত্র অন্যকে দিয়ে নিজেই নিহত হওয়ার মতোন।" কেনো বলছি? ইসলামি ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রামের আইআইইউটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকলে ব্যাপারটা স্পষ্ট হবে।

আগে নিজেদের বলয়টাকে পতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা এই মুহূর্তে জরুরী।

তিন.
তসলিমা নাসরিন:
আমার লিস্টের অনেকেই তসলিমার অসুস্থতার স্টেটাসে হাহা রিয়েকশন দেওয়া নিয়ে ক্ষিপ্ত।

আসলেই কি লোকেরা তার অসুস্থতায় হা হা দিচ্ছে! নাকি দীর্ঘ কয়েক যুগ ধরে মুসলিম, পুরুষ, ধার্মিকদের যেভাবে মুর্খ ও বোকা বলে আসছেন তিনি; আজকে নিজের বোকামির প্রতিক্রিয়ায় জনগণ এই রিয়েকশন দিচ্ছেন!

এছাড়াও এইসব হা হা বা কুৎসিত মেন্টালিটি তো ওরাই শিখিয়েছে। আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর তসলিমার স্টেটাসের কুৎসিত ভাষা তো মানুষ ভুলেনি। আপনি যা রোপন করবেন ফসল তো তাই ফলবে! কেউ হয়তো বলবেন; সে অধম বলেই আমি উত্তম হবো না কেনো? মব তো নিয়ন্ত্রণের বিষয় না। চিন্তায় হালকা ও ভাবনায় দ্রুতপ্রবণ মানুষের সংখ্যা তো বেশিই। বহু মানুষ প্রতিক্রিয়াহীন থেকেছেন।

আপনাদের এই ব্যতিক্রম থাকার লোভ অথবা রোগ মূলত শয়তানদের শয়তানিকেই জাস্টিফাই করে। প্লীজ! এইসব এক্টিভিটি দিয়ে মানুষকে অবমূল্যায়নের ধারাটাকে দীর্ঘ কইরেন না।

যে লোক আজীবন আপনাকে গালি দিয়ে যাবে; আপনার আবেগের মৃত্যুতে কুৎসিত ভাষায় আক্রমণাত্বক কথা বলবে; তার বিপদে আপনি আমার থেকে দুয়া আশা কইরেন না। তাও আবার আজীবন আমারে মূর্খ বলা লোকটা কমনসেন্সেই ভুল করে। আবার মায়াকান্না করে!

লেখকঃ
সাইফ সিরাজ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির মহাপরিচালক এবং জগদ্বিখ্যাত মহামনীষ...
18/11/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির মহাপরিচালক এবং জগদ্বিখ্যাত মহামনীষী আল্লামা জাস্টিস তাকি উসমানী দা. বা-এর বড় ভাই বিশ্ববরেণ্য শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব শায়খ মুফতি রাফি উসমানি ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা তাঁর সব আমল কবুল করুন এবং ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তাঁর সুযোগ্য উত্তরসূরী তৈরি করে দিন।

Address

পুরানা পল্টন
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kaler Dhoni 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaler Dhoni 24:

Videos

Share

Category