TheQuiry

TheQuiry ভালোবাসা দিন একটা লাইক করুন।
(2)

01/04/2024

বর্ধমান পৌরসভার তিন ওয়ার্ডে। সংশোধনাগারের পাশে অবৈধ ভাবে পুকুর ভরাট। কার মদতে? জবাব দিন কাউন্সিলর ও পৌরসভার পৌরপিতা?

যাদবপুরের কার্যকরী উপাচার্যকে সরানো হয়েছিল। ঠিক একইভাবে সরিয়ে দেওয়া হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকেও। গ...
01/04/2024

যাদবপুরের কার্যকরী উপাচার্যকে সরানো হয়েছিল। ঠিক একইভাবে সরিয়ে দেওয়া হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকেও। গত অগস্ট মাসে দায়িত্ব দেওয়া হয়েছিল রজতকিশোর দে-কে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস এই পদে বসিয়েছিলেন তাঁকে। উল্লেখ্য, ৯ মাসের মাথায় সেই আচার্যই পদ থেকে সরিয়ে দিলেন রজতকিশোর দে-কে।

লক্ষ্য সাংগঠনিক মজবুতি। এবার লোকসভা ভিত্তিক বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক শুরু করছেন জেলার সাংগঠ...
01/04/2024

লক্ষ্য সাংগঠনিক মজবুতি। এবার লোকসভা ভিত্তিক বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক শুরু করছেন জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে। উত্তরবঙ্গের দুই লোকসভা আসন দিয়ে শুরু হচ্ছে এই বৈঠক। আজ প্রথম দিনেই দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক। বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকবেন দলের জেলা সভাপতি, যুব সভাপতি, জেলা চেয়ারম্যান ও বিধায়করা, এছাড়া পুর-পঞ্চায়েতের প্রতিনিধিরা।

31/03/2024

কোতুলপুর ব্লকের তাজপুর গ্রামে প্রচারে সাংসদ তথা প্রার্থী শ্রী সৌমিত্র খাঁ।

31/03/2024

বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের নোয়াপাড়া পঞ্চায়েত এলাকায় বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় প্রচারে গিয়েছিলেন গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় রাস্তা এবং বাড়ির দাবিতে। তারা শতাব্দীর আগে বলেন যদি ভোট প্রচার করতে হয় তাহলে যেন তাদের ভয়ংকর পরিস্থিতি হয়ে থাকা রাস্তা দিয়ে হেঁটেই তিনি প্রচার করেন। এবং শতাব্দী রায় সেটাই করলেন যেটা গত দশ বছর ধরে করে আসছেন, প্রতিশ্রুতি!

31/03/2024

বারাসাত লোকসভায় পাল্লাভারী কাকলি ঘোষ দস্তিদারের দিকে। চোখ রাখুন দ্বিতীয় পর্ব।

31/03/2024

বারাসাত লোকসভায় পাল্লাভারী কাকলি ঘোষ দস্তিদারের দিকে। চোখ রাখুন দ্বিতীয় পর্বে।

31/03/2024
কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্...
31/03/2024

কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহুয়া মৈত্র। আর এবার সেই মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগর থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর কদমে চর্চা জাতীয় রাজনীতিতে। রবিবার দুপুরে কৃষ্ণনগরের ধুবুলিয়াতে এই রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগেই বড় সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় খবর দিল কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস...
31/03/2024

নতুন অর্থবর্ষের শুরু হওয়ার আগেই বড় সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় খবর দিল কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটবে গৃহস্থের মুখে। কী এই সিদ্ধান্ত? কেন্দ্রের তরফে জানানো হল, আরও এক বছরের জন্য ভর্তুকি বাড়ানো হল এলপিজি সিলিন্ডারে। অর্থাৎ নতুন অর্থবর্ষে ২০২৪-২৫-এও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।

ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের অধীনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বছরে ১২টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। সরাসর গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা জমা পড়ে।

২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই উজ্জ্বলা যোজনার মেয়াদ ছিল। তবে মার্চ মাসের শুরুতেই কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আরও একটি অর্থবর্ষের জন্য এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে শুরু করে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকরা ভর্তুকি পাবেন।

30/03/2024

বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ বাবু ভাতারের প্রান্তিক ইস্যুগুলি আপনাকে তাড়া করে বেড়াবে।

30/03/2024

ভাতারের এরুয়ার গ্রামে দিলীপ ঘোষ।

30/03/2024

ভাতারের এরুয়ার গ্রামে মুখোমুখি দিলীপ ঘোষ।

30/03/2024

দেশের প্রথম পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১৯৫৯ সালের ১৮ অগস্ট তিনি তামিলনাড়ুর মাদুরাইতে জন্মগ্রহণ ....

প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন, চা খেলেন আবার গানও শুনলেন। শনিবার সকাল সকাল মাঠে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজে...
30/03/2024

প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন, চা খেলেন আবার গানও শুনলেন। শনিবার সকাল সকাল মাঠে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন চার, ছক্কা। বললেন সব পিচেই খেলি। প্রাতঃভ্রমণের মাঝে দিলীপ ঘোষকে গান শোনালেন এক রেলকর্মী। বর্ধমান ডিজেল সেডের কর্মী মুক্তো মেটে দিলীপ ঘোষকে গান শোনালেন।

রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কৃষ্ণনগরের ধ...
30/03/2024

রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে। রবিবাসরীয় দুপুরে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মমতা। উত্তরবঙ্গেও রয়েছে একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের জন্য প্রচার কর্মসূচি শুরু করে দিতে পারেন তৃণমূল নেত্রী। এখনও পর্যন্ত যা খবর, ৪ এপ্রিল মাল থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে। এরপর ৫ তারিখ জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচারসভার কথা রয়েছে তাঁর। এপ্রিল মাসেই উত্তরবঙ্গে আরও দু’টি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচির সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

29/03/2024

বড়জোড়া জঙ্গলে হাতির উৎপাত আর উল্টো দিকে বড়জোড়া কয়লাখনি থেকে অবৈধভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির।

29/03/2024

মুখোমুখি সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী দিয়েছে আর কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার কী কী দেয়নি, ভোটারদের তা বোঝানোর পরামর্শ দিলে...
29/03/2024

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী দিয়েছে আর কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার কী কী দেয়নি, ভোটারদের তা বোঝানোর পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেখানেই কর্মীদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

তৃণমূলের ‘দুর্গ’ হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা। সেখানেই গত কয়েক দিন ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক। বৃহস্পতিবার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তাঁর বৈঠক ছিল। তৃণমূল সূত্রে খবর, কী ভাবে ভোটের জন্য প্রচার করতে হবে, কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন অভিষেক।

গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন তিনি। উত্তর প্রদেশের মউ কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে...
29/03/2024

গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়েছিলেন তিনি। উত্তর প্রদেশের মউ কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে, পুরোনো অপরাধ তাঁর পিছু ছাড়েনি। ২০০৫ সাল থেকেই উত্তর প্রদেশ এবং পঞ্জাবের জেলে কেটেছে তাঁর। চলে গেলন সেই মুখতার আনসারি। বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বর্তমানে উত্তর প্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন তিনি। একটি মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বমি হয়েছিল। এরপর, রাত ৮.২৫ মিনিট নাগাদ জেল কর্তৃপক্ষ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রানী দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল। নয়জন ডাক্তারের একটি দল অবিলম্বে তাঁর চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু, তাঁদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও, একটু পরেই মুখতার আনসারির হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আনসারিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। মুখতার আনসারির মৃত্যুতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই, উত্তর প্রদেশ জুড়ে ফৌজদারি বিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ! তাহলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন ?
28/03/2024

জেলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ! তাহলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন ?

জেল থেকে সরকার চলবে না, এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন সাধারণ মানুষ। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ....

তলব করল ইডি , লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া
28/03/2024

তলব করল ইডি , লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া

বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। ত...

28/03/2024

কার দখলে সাউথ ব্লক?

28/03/2024

প্রচারে কীর্তি আজাদ।

রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেও, তদন্তের সূত্র ধরে বর্তমানে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। রেশন দুর্নীত...
28/03/2024

রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেও, তদন্তের সূত্র ধরে বর্তমানে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় প্রথমে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মাঝে পরপর এতগুলো ঘটনা ঘটে যায় যে তদন্ত মোড় নেয় অন্যদিকে। ইডি অফিসারদের মারধরের অভিযোগ, এলাকায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে শাহজাহানের বিরুদ্ধে। সেই সব অভিযোগের রেশ ধরে জ্বলে ওঠে সন্দেশখালি। এবার শেষ হচ্ছে তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। আর সেখানেই নতুন করে বিপদ বাড়তে পারে শাহজাহানের।

লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া মৈত্র (Mahua Moitra)। সিবিআই(CBI)-র পর এবার তলব করল ইডিও (ED)। আজ, বৃহস্পতিবার বিদেশ...
28/03/2024

লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া মৈত্র (Mahua Moitra)। সিবিআই(CBI)-র পর এবার তলব করল ইডিও (ED)। আজ, বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না মহুয়া।

সূত্রের খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।

27/03/2024

রেখা পাত্রের পর, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির l উঠে এলো একাধিক প্রসঙ্গ।

27/03/2024

বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ।

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার রাত ৮টা ...
27/03/2024

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ২৯ জানুয়ারি থেকে ওই হাসপাতালের সাত তলার ৫০ নম্বর কেবিনে তিনি ভর্তি ছিলেন।

27/03/2024

সর্বমঙ্গলা মন্দিরের পূজা দিলেন দিলীপ ঘোষ।

Address

Palika Bazar , Room No 212, Second Floor , G T Road
Barasat
713101

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+918967395084

Alerts

Be the first to know and let us send you an email when TheQuiry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TheQuiry:

Videos

Share

Thequiry-Find you answer

গতানুগতিক বা তথাকথিত মিডিয়া থেকে সরে গিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরতে দ্য কোয়ারি একটা নতুন চিন্তাধারা। যার মাধ্যমে আপনি নিজের সমস্যার কথা জানাতে পারেন। শুধুমাত্র খবর নয়, খবরের ভিতরে গিয়ে তাঁর অন্তর্নিহিত নির্যাস তুলে ধরার চেষ্টা করব আমরা। আপনাদের সমস্যার কথা আমরা সরকার এবং প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করব। সম্পুর্ণভাবে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। দ্য কোয়ারি অনেকটা খোলা জানালা। যেখানে আপনি আপনার সমস্যার কথা, সেটা আপনার নিজের বাড়ির পাশে হোক, জেলার সমস্যা অথবা রাজ্যের সমস্যার সমাধানের সুত্র খুঁজে বের করব আমরা। আপনার কোনও প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে দ্য কোয়ারি। আপনারা আপনাদের প্রশ্ন আমাদের সোশ্যাল মাধ্যমে পৌঁছে দিতে পারেন। আপনাদের উত্তর খুঁজে বের করবে দ্য কোয়ারি। সেই জন্য আমাদের ট্যাগ লাইন “Find Your Answer”


Other News & Media Websites in Barasat

Show All