The Revive

The Revive সবাইকে আমদের নিউজ পেজে স্বাগতম

HAPPY INDEPENDENCE DAY
15/08/2022

HAPPY INDEPENDENCE DAY

21/07/2022
আর হয়ত 2 বছর।পৃথিবী বিদায় জানাতে চলেছে Wifi প্রযুক্তিকে কারন এসে যাচ্ছে Lifi প্রযুক্তি।আপনার বাড়ির Led লাইটের মধ্যেই ...
11/07/2022

আর হয়ত 2 বছর।পৃথিবী বিদায় জানাতে চলেছে Wifi প্রযুক্তিকে কারন এসে যাচ্ছে Lifi প্রযুক্তি।আপনার বাড়ির Led লাইটের মধ্যেই লাগানো থাকবে একপ্রকার মাইক্রোচিপ তার মধ্যে থেকেই আপনার কম্পিউটার বা মোবাইল পাবে Wifi এর চেয়ে 1000 গুন বেশি ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট।
প্রফেসর হেরান্ড হ্যাসের হাত ধরে 2011 সালে এই Lifi প্রযুক্তি পৃথিবীতে পা রাখল। তাঁর তৈরি Pure Lifi Ltd এ গবেষণার একেবারে শেষ পর্যায়ে আছে এই Lifi ইন্টারনেট পরিসেবা।বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থার 70% তথ্য আদানপ্রদান করা হয় Wifi প্রযুক্তির মাধ্যমে আর এই Wifi প্রযুক্তিতে ব্যবহার করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি, যার speed 224Gb প্রতি সেকেন্ড। কিন্ত Lifi প্রযুক্তিতে ডেটা ট্রান্সফার করা হবে আলোর তরঙ্গের মাধ্যমে, গবেষণা বলছে আলোর বর্নালি রেডিও ফ্রিকোয়েন্সির চেয়ে 10000 গুন বেশি দ্রুত গতিতে চলাচল করতে পারে।যার ফলে আপনি 14 টি 1.5gb র মুভি মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করতে পারবেন। গবেষণা করে দেখা গেছে Lifi প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 10000gb তথ্য আদানপ্রদান করা সম্ভব হয়েছে।বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে South Korea, তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে তাদের গতি 224GB প্রতি সেকেন্ড কিন্ত Lifi প্রযুক্তি ব্যবহার করলে তারা আরো 1000 গুন বেশি speed পেতে পারবে।এছাড়া ভারত তথা বিভিন্ন দেশে অধিক মাত্রায় Wifi ব্যবহার করার ফলে spectrum crunch এর মত যে সমস্যা তৈরি হচ্ছে তাতে আগামীতে Wifi পরিষেবা বন্ধ হওয়ার সম্ভাবনাও প্রচুর, অবশ্য Lifi ইন্টারনেট পরিসেবায় সেই সমস্যার কোন সম্ভাবনাই নেই। আজ প্রশ্ন উঠেছে Wifi পরিসেবার নিরাপত্তা নিয়েও কারন Wifi এর ইন্টারনেট অন্য যে কেউই সহজেই access করে নিচ্ছে ফলে আপনার ব্যবহার করা ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য কোন মোবাইল বা কম্পিউটারে, Lifi কিন্ত এদিক থেকে সম্পূর্ণ সুরক্ষিত।ইন্টারনেটের সেই আদিকাল থেকে প্রশ্ন উঠেছে রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষতিকারক দিক নিয়ে, Lifi প্রযুক্তিতে সেই ক্ষতি শূন্য,এটাই পৃথিবীর শ্রেষ্ঠ পাওনা।

10/07/2022
নিজস্ব প্রতিবেদন,10th July,2022: পুঁজিবাদি শক্তির সাথে লড়াই করে হেরে গিয়েও জিতে যাওয়া এক মহান মানবতাবাদি বৈজ্ঞানিক নিক...
10/07/2022

নিজস্ব প্রতিবেদন,10th July,2022: পুঁজিবাদি শক্তির সাথে লড়াই করে হেরে গিয়েও জিতে যাওয়া এক মহান মানবতাবাদি বৈজ্ঞানিক নিকোলা টেসলার আজ জন্মদিন(10th July,1856)।কথাটি বলছি এই কারনেই,যখন টমাস আলভা এডিসন তাঁর আবিষ্কৃত DC কারেন্ট নিয়ে বিশ্বব্যাপি ব্যবসা ফেঁদেছিলেন ঠিক তখনই অত্যন্ত সহজলভ্য আর সস্তায় AC কারেন্ট(যা আজ আমরা ব্যবহার করছি) আবিষ্কার করে নিকোলা টেসলা মানবসেবার পথ দেখালেন।শুধুমাত্র সেখানেই থেমে থাকেন নি নিকোলা, তারবিহীন(warless) বিদ্যুতের আবিষ্কার করে মানুষের ঘরে ঘরে ফ্রী বিদ্যুৎ পৌঁছানোর প্রচেষ্টায় তৈরী করেছিলেন Wardenclyffe Tower, কিন্ত দুর্ভাগ্যের বিষয় হল এই পরিকল্পনায় বিনিয়োগকারি সংস্থা(J.P.Morgan)যখন জানতে পারে যে এতে তাদের কোন ব্যবসায়ীক লাভ হবে না তখন সেই সংস্থা পরবর্তী বিনিয়োগ করতে অস্বীকার করে এবং টাওয়ার টি ভেঙে দেয় । আজ যদি এই আবিষ্কারে নিকোলা সফল হতেন সারা বিশ্বের মানুষ ফ্রীতে বা অত্যন্ত স্বল্প মূল্যে বিদ্যুৎ পেতে পারতেন।
তিনিই সর্বপ্রথম রিমোট সিস্টেমের সফল পরীক্ষা করেন ও সফল হন।ফ্লুরোসেন্ট বাল্ব, এক্সরে,লেজার,ইলেকট্রিক মটর,টেসলা কয়েল,রোবটিক্স,রিমোট কন্ট্রোল,তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বা আজকের মোবাইল সিস্টেমের প্রাথমিক ধারণা তাঁরই দেওয়া।তাঁর সৃষ্টি ইন্ডাকসান মোটর আর টেসলা কয়েল পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে পরে।
তিনি যেসব আবিষ্কারের চেষ্টা চালিয়ে সফল হননি শুধুমাত্র সাহায্য আর অর্থাভাবে সেগুলো হল - টাইম মেশিন, মাইন্ড রিডিং ইমেজ ম্যাকিং ক্যামেরা,ইলেকট্রিক এয়ারসিপ, ডেথ রে বা ডেথ বিম, আর্থ-কোয়েক অসিলেটর।
তৎকালীন বড় বড় বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন, এডিসন এদের সাথে লড়াই করে ক্রমশ পিছিয়ে পড়েও নিজের আবিষ্কার আর আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন তিনি, সেইসময় তাকে অবহেলার চোখে দেখলেও আজ বিশ্ববিজ্ঞান তাঁকে অস্বীকার করতে পারেনি, আজ তাঁর জন্মদিনে আমাদের দ্যা রিভাইভের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা আর প্রনাম নিবেদন করছি। ধন্যবাদ।

  2022
19/06/2022

2022

18/06/2022

একটা সিদ্ধান্ত যুব ছাত্রদের উগ্র করে তুলল, তারা বিরোধীতার নামে জাতীয় সম্পত্তি নষ্ট করল,এ এক নিন্দনীয় অন্যায়,যারা দেশক...
18/06/2022

একটা সিদ্ধান্ত যুব ছাত্রদের উগ্র করে তুলল, তারা বিরোধীতার নামে জাতীয় সম্পত্তি নষ্ট করল,এ এক নিন্দনীয় অন্যায়,যারা দেশকে ভালোবাসে তাদের কাছে এহেন আচরণ বাঞ্ছনীয় নয়, আর সরকার?সরকারের সিদ্ধান্তই তো ভুলে ভরা,কেনো এমন সিদ্ধান্ত?এতে কি দেশের কোন লাভ আছে?সরকারের এহেন খামখেয়ালি সিদ্ধান্ত কেন?

রাজনীতির রং দেশের আনাচে কানাচে, মানুষ রাজনীতি করুক বা না করুক।ক্ষমতাসীন সরকার দেশের মানুষের জন্য যতটা ততধিক শুধুমাত্র রাজনীতির জন্য?মানুষ ভোট দিয়ে সরকার গঠন করেন তাঁর নিজস্ব মঙ্গলের জন্য,আর গদিতে বসা সরকার চিন্তা করেন তাঁর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, পার্থক্য শুধু এটুকুই।ঠিক এই ভাবেই চলতে চলতে একদিন সাধারণ মানুষের সাথে ক্ষমতাসীন সরকারের সমস্ত যোগসূত্রের অবলুপ্তি ঘটে, অবলুপ্ত হয় সেই সব সিদ্ধান্তের যে সব সিদ্ধান্ত দেশের অগ্রগতির লাইফ-লাইন।এক সময় ছুঁড়ে দেওয়া হয় সিদ্ধান্ত,সেই সিদ্ধান্ত নোটবন্দি-জিএসটি-সিএএ-কৃষিবিল এর পথ ধরে আজকের অগ্নিপথ হয়ে আসে মানব সমাজের গতিপথে।
দেশে 18 থেকে 23 বছরের যুবকের সংখ্যা প্রায় 17 কোটি তারমধ্যে প্রায় 6 কোটি যুবক সেনাবাহিনীর প্রস্তুতির মধ্যে আছেন। এদের মধ্যে চাকরিতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র 10 লাখ,তাও আবার মাত্র 4 বছরের জন্য। চাকরি শেষে এককালীন 10/12 লক্ষ টাকা দিয়ে সম্পর্ক শেষ,পরবর্তীকালে এই অবসরপ্রাপ্ত সেনারা না পাবেন কোন পেনশন, না পাবেন কোন মেডিক্যাল, না পাবেন কোন ভ্রমণ সংক্রান্ত ফ্যাসালিটি।
সরকার কোনও সিদ্ধান্ত নেওয়ার পিছনে মূলত 4/5 টি রাজনৈতিক প্ল্যান কাজ করে, প্রথমত রাজনৈতিক প্রসারীকারন, দ্বিতীয়ত ক্ষমতা ধরে রাখার কৌশল, তৃতীয়ত নিজের দুর্বলতা ঢাকার চক্রান্ত আর চতুর্থত সমাজে ভেদাভেদ সৃষ্টি করে নিজের ভোট ব্যাংক তৈরির ষড়যন্ত্র।আজকের এই অগ্নিপথের অগ্নিবীরেরা কোন প্ল্যানে পড়ল তা ক্রমশ প্রকাশ্য।

আত্মহত্যার নিরিখে ভারতবর্ষের স্থান বিশ্বের একেবারে প্রথম সারিতে। পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রতিদিন গড়ে প্রায় 400 জন আ...
13/06/2022

আত্মহত্যার নিরিখে ভারতবর্ষের স্থান বিশ্বের একেবারে প্রথম সারিতে। পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রতিদিন গড়ে প্রায় 400 জন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি আর মানসিক অবসাদই মূলত দায়ী এর জন্য। সমাজে আত্মহত্যা করার গড় বয়স 24 বছর থেকে 55 বছর,এদের মধ্যে শতকরা 60 ভাগই 40 বছর বয়সের কম ।পশ্চিমবঙ্গের স্হান দেশে আত্মহত্যার নিরিখে প্রথম পাঁচে ।

আমাজন।পৃথিবীর ফুসফুস। কারন পৃথিবীর 20 শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকেই উৎপাদন হয়।ঠিক তেমনই 25 শতাংশ কার্বন ডাই অক্সা...
12/06/2022

আমাজন।পৃথিবীর ফুসফুস। কারন পৃথিবীর 20 শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকেই উৎপাদন হয়।ঠিক তেমনই 25 শতাংশ কার্বন ডাই অক্সাইড প্রকৃতি থেকে গ্রহন করে।সারা বিশ্বের আবহাওয়া,জলবায়ু আর প্রকৃতির সমতা বজায় রাখার ক্ষেত্রে আমাজনের ভুমিকা অনস্বীকার্য। পৃথিবীর প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই আমাজন এর জঙ্গল যা ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ। আমাজনের 60 শতাংশই ব্রাজিলের অন্তর্ভুক্ত। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এই আমাজনের। আমাজনের ভিতর প্রায় 400 জাতি উপজাতির 1.5 কোটি মানুষের বসবাস। এখানে রয়েছে প্রায় 40 হাজার প্রজাতির গাছ,1500 অজানা নতুন প্রজাতির পাখি,500 প্রজাতির স্তন্যপায়ী প্রানী,2500 প্রজাতির মাছ,400 প্রজাতির সরীসৃপ প্রানী,500 প্রজাতির উভচর প্রানী,25 লাখ প্রজাতির পোকামাকড়। পৃথিবীর উৎপাদিত 25 শতাংশ ওষুধের কাঁচামাল এই আমাজন জঙ্গল থেকেই আনা হয়।পৃথিবীর মানব জাতির জীবন রক্ষায় আমাজনের অবদান অনস্বীকার্য।

8th June,2022নিজস্ব প্রতিবেদন: KK, কেউ বলছেন ভালোবাসা,কেউ বলছেন আবেগ । আমাদের ছেড়ে চলে গেলেন।গান একটা আর্ট আর তার চেয়ে...
08/06/2022

8th June,2022
নিজস্ব প্রতিবেদন: KK, কেউ বলছেন ভালোবাসা,কেউ বলছেন আবেগ । আমাদের ছেড়ে চলে গেলেন।গান একটা আর্ট আর তার চেয়েও বড় গান একটা সাধনা। সেই সাধনার মধ্যে থেকেই তাঁর শরীর অসুস্থ হল,না তিনি বুঝলেন না অন্য কেউ। গান গাওয়া শেষ, আর তিনিও শেষ। মৃত্যুর ঘন্টাটা ওই স্টেজেই বেজে গেছিল,তাই তাকে আর আটকানো গেল না। মৃত্যুর পর অনেকেই অনেক রকম উপদেশ দিচ্ছেন হয়ত কিন্ত তাতে কি KK ফিরবেন? না তিনি আর আমাদের মধ্যে নেই কিন্ত যে কারনে তাঁর মৃত্যু হল সে ব্যাপারে আমরা অন্তত সাবধান হতেই পারি।
ফ্যাটি হার্ট:ময়নাতদন্তে দেখা গেছে ওনার হার্টের চারপাশে সাদা রঙের ফ্যাটের আস্তরণ তৈরী হয়েছিল। KK র মৃত্যুর কারন CARDIAC ARRESTE, এবং ঐ ফ্যাটি হার্ট এই ঘটনার জন্য উল্লেখিত দায়ী।এতদিন তো আমরা ফ্যাটি লিভার শুনে আসছি ,এখন নতুন ট্রেন্ড ফ্যাটি হার্ট। ফ্যাটি হার্ট CT SCAN ছাড়া ডাক্তারের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্ত মুশকিল হল শুধুমাত্র হার্টের সমস্যায় ডাক্তার CT SCAN করাতে বলেন না। আরো নানাবিধ সমস্যা যেমন সহজেই হাঁপিয়ে যাচ্ছেন, পরিশ্রম ছাড়াও অযাচিত ঘাম হচ্ছে, বুকে ব্যাথা প্রায়শই হচ্ছে,অল্প কাজ করলেই কষ্ট হচ্ছে বা অনেকটা পথ হাটতে গেলে বুকে একটা ব্যাথার অনুভূতি হচ্ছে, এইসব হলে তবেই হয়ত আপনার ডাক্তার আপনাকে হার্টের CT SCAN করাতে বলবেন। কিন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাটি হার্টের কোনও উপসর্গ নেই অথচ এই ফ্যাটের আস্তরণ আপনার হার্টের ওপর দিন দিন যত মোটা হতে থাকবে ভিতর থেকে হার্টকে ততই দুর্বল করতে থাকবে।
কি কি করনীয় : KK র বয়স হয়েছিল 53,কিন্ত ইদানিং রিপোর্ট খুলে দেখুন মাত্র 32/33 বছর থেকেই CARDIAC ARRESTE এর প্রবনতা দেখা যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে । ফ্যাটি হার্টের ক্ষেত্রে আপনাকে লক্ষ রাখতে হবে আপনি পরিশ্রম করে বা ব্যায়াম করে যতটা ক্যালোরি ঝরাচ্ছেন তার চেয়ে বেশি খাওয়ার মাধ্যমে আপনার শরীরে সারাদিন কতটা ক্যালোরি যাচ্ছে। এই ক্ষেত্রেই মানুষের ভীষণ ভুল হয়,সবাই ভাবেন আমি তো দুবেলা শরীর চর্চা করছি সুতরাং আমি যেমন ইচ্ছা লাইফ স্টাইল মেইনটেন করতে পারি। বুকে কোনও সমস্যা হলে সেটাকে গ্যাসের সমস্যা না মনে করে ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাবেন না, নিরামিষ আর আমিষ খাদ্যরসিকদের ক্ষেত্রে রাতের ডিনারে যতটা সম্ভব তেল/ঘী/চর্বি/মাখন/ডিম/মাংস/দুধ এই ধরনের খাবার থেকে দূরে থাকুন।

6th June,2022নিজস্ব প্রতিবেদন: আপনি কি মাঙ্গলিক ? জীবনের প্রতি পদে বাধাপ্রাপ্ত হচ্ছেন? আসুন আজ এই বিষয়ে কিছু তথ্য আপনাকে...
06/06/2022

6th June,2022
নিজস্ব প্রতিবেদন: আপনি কি মাঙ্গলিক ? জীবনের প্রতি পদে বাধাপ্রাপ্ত হচ্ছেন? আসুন আজ এই বিষয়ে কিছু তথ্য আপনাকে দিই।
মাঙ্গলিক,সহজ ভাষায়:
জতিষশাষ্ত্র মতে মাঙ্গলিক এক ধরনের দোষ যা কিনা ভৌমদোষ নামকরন করা হয়ে থাকে, এখানে ভৌম অর্থাৎ ভূমি পুত্র মঙ্গলগ্রহ।এই গ্রহ যদি কোনও ব্যক্তির কুষ্ঠিতে-- প্রথম,দ্বিতীয়,চতুর্থ, সপ্তম,অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে সেই ব্যক্তির কোন মানসিক স্থিরতা থাকেনা, ব্যক্তি সর্বদা উত্তেজিত-ক্ষিপ্ত প্রকৃতির হয়ে থাকেন, আর এই আক্রমণাত্মক মানসিকতার জন্য উল্লেখিত ব্যক্তি সর্বস্তরে নিজেকেই জোর করে উপস্থাপিত করতে চান।এই জেদ থেকেই জীবনের সর্বত্র বিপদ ডেকে আনেন।
মাঙ্গলিকের বাধাসমুহ:
1. উচ্চ শিক্ষায় বাধা
2. চাকুরিতে বাধা
3.ব্যবসায়ে বাধা
4.বিবাহে বাধা
5.বিবাহ পরবর্তি জীবনে অশান্তি
6.অকাল মৃত্যুর সম্ভাবনা
7.স্বাস্থ্যহানি ও শত্রু বৃদ্ধি
মাঙ্গলিক দোষ মুক্তির উপায়:
1.মঙ্গলবার পবিত্র থাকা, নিরামিষ ভোজন ও অন্নদান
2.মঙ্গলবার হনুমান চাল্লিসা পাঠ
3.প্রতিদিন স্নানরত অবস্থায় সূর্য প্রনাম মন্ত্র,নবগ্রহ মন্ত্রপাঠ
4.প্রতিদিন শিবলিঙ্গ পূজা,বেলপাতা আর নীলকন্ঠ ফুল অর্পন
5.প্রতি মঙ্গলবার শ্রীরাম ও বজরঙ্গবলীর পূজা।

আমরা The Revive এর পক্ষ থেকে বাংলাদেশে চট্টগ্রামের সীতাকূন্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক আর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর...
05/06/2022

আমরা The Revive এর পক্ষ থেকে বাংলাদেশে চট্টগ্রামের সীতাকূন্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক আর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি ।🙏🙏🙏।

5th June,2022 .গান্ধীজীর সাথে একই আসনে বসতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালাম। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর...
05/06/2022

5th June,2022 .
গান্ধীজীর সাথে একই আসনে বসতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালাম। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিনের মধ্যেই ভারতীয় নোটে বসতে চলেছে এই দুই মহান ব্যাক্তির ছবি।

05/06/2022

Address

Barasat

Telephone

+918777595329

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Revive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Barasat

Show All

You may also like