10/07/2022
নিজস্ব প্রতিবেদন,10th July,2022: পুঁজিবাদি শক্তির সাথে লড়াই করে হেরে গিয়েও জিতে যাওয়া এক মহান মানবতাবাদি বৈজ্ঞানিক নিকোলা টেসলার আজ জন্মদিন(10th July,1856)।কথাটি বলছি এই কারনেই,যখন টমাস আলভা এডিসন তাঁর আবিষ্কৃত DC কারেন্ট নিয়ে বিশ্বব্যাপি ব্যবসা ফেঁদেছিলেন ঠিক তখনই অত্যন্ত সহজলভ্য আর সস্তায় AC কারেন্ট(যা আজ আমরা ব্যবহার করছি) আবিষ্কার করে নিকোলা টেসলা মানবসেবার পথ দেখালেন।শুধুমাত্র সেখানেই থেমে থাকেন নি নিকোলা, তারবিহীন(warless) বিদ্যুতের আবিষ্কার করে মানুষের ঘরে ঘরে ফ্রী বিদ্যুৎ পৌঁছানোর প্রচেষ্টায় তৈরী করেছিলেন Wardenclyffe Tower, কিন্ত দুর্ভাগ্যের বিষয় হল এই পরিকল্পনায় বিনিয়োগকারি সংস্থা(J.P.Morgan)যখন জানতে পারে যে এতে তাদের কোন ব্যবসায়ীক লাভ হবে না তখন সেই সংস্থা পরবর্তী বিনিয়োগ করতে অস্বীকার করে এবং টাওয়ার টি ভেঙে দেয় । আজ যদি এই আবিষ্কারে নিকোলা সফল হতেন সারা বিশ্বের মানুষ ফ্রীতে বা অত্যন্ত স্বল্প মূল্যে বিদ্যুৎ পেতে পারতেন।
তিনিই সর্বপ্রথম রিমোট সিস্টেমের সফল পরীক্ষা করেন ও সফল হন।ফ্লুরোসেন্ট বাল্ব, এক্সরে,লেজার,ইলেকট্রিক মটর,টেসলা কয়েল,রোবটিক্স,রিমোট কন্ট্রোল,তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বা আজকের মোবাইল সিস্টেমের প্রাথমিক ধারণা তাঁরই দেওয়া।তাঁর সৃষ্টি ইন্ডাকসান মোটর আর টেসলা কয়েল পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে পরে।
তিনি যেসব আবিষ্কারের চেষ্টা চালিয়ে সফল হননি শুধুমাত্র সাহায্য আর অর্থাভাবে সেগুলো হল - টাইম মেশিন, মাইন্ড রিডিং ইমেজ ম্যাকিং ক্যামেরা,ইলেকট্রিক এয়ারসিপ, ডেথ রে বা ডেথ বিম, আর্থ-কোয়েক অসিলেটর।
তৎকালীন বড় বড় বৈজ্ঞানিক যেমন আইনস্টাইন, এডিসন এদের সাথে লড়াই করে ক্রমশ পিছিয়ে পড়েও নিজের আবিষ্কার আর আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন তিনি, সেইসময় তাকে অবহেলার চোখে দেখলেও আজ বিশ্ববিজ্ঞান তাঁকে অস্বীকার করতে পারেনি, আজ তাঁর জন্মদিনে আমাদের দ্যা রিভাইভের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা আর প্রনাম নিবেদন করছি। ধন্যবাদ।