News 20 Bangla

News 20 Bangla bangla news video channel
(1)

02/12/2022
02/12/2022

অশোকনগর নার্সিং ছাত্র খুনের ঘটনায় বৃহস্পতিবার বারাসত আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো।এইদিন অশোকনগরের ছাত্র খুনের ঘটনায় অভিযুক্ত ছাত্র বিক্রম সরকার কে বারাসাত আদালতে তোলা হয় পুলিশি হেফাজতের আবেদন জানয়ে, আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।পুলিশ সূত্রে খবর তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে,অভিযুক্ত বিক্রমের কাছ থেকে এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি।কেন এই খুন,কি উদ্দেশ্যে খুন করা হয় তার কোন কিনারা এখনো পর্যন্ত বের হয়নি।অভিযুক্ত বিক্রম সরকার ওর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়।এইদিন অভিযুক্তের হয়ে কোন আইনজীবী পেশ করা হয়নি।১০ দিনের পুলিশি হেফাজতে থাকা কালিন বিক্রমকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
#

01/12/2022

*স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুলে তালা ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের, তড়িঘড়ি বৈঠক প্রশাসনের*

মহিষাদলঃ নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের রামবাগ দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দূরগন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল,এমনকি নোংরা দুরগন্ধ জলের উপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে। দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার স্কুলের গেটে তালা দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল পড়ুয়া থেকে অভিভাবকরা।
#

30/11/2022

ব্রাজিলে FIFA আয়োজিত গৃহহীন দের বিশ্বকাপে ভারতের হয়ে অংশ নিয়েছিলো মধ্যমগ্রামের যুবক,মঙ্গলবার তার অনুভূতির কথা জানালেন।কেমন আছে অরিন্দম? কে এই অরিন্দম? চলছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২, এই সময়ে অরিন্দম এর সাথে কি কোন প্রাসঙ্গিকতা আছে ? আমরা পৌছে গিয়েছিলাম মধ্যমগ্রামে অরিন্দম ঘোষাল এর সাথে দেখা করতে।একসময় FIFA আয়োজিত গৃহহীনদের (Homeless World Cup)বিশ্বকাপ ফুটবলে ভারতের হয়ে তিনকাঠির দায়িত্ব সামলেছিলো পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রামের অরিন্দম ঘোষাল। বাংলা থেকে একমাত্র ফুটবলার সুযোগ পেয়েছিলো ভারতের হয়ে গোলরক্ষকের ভূমিকা পালন করার। অরিন্দম ই ছিলো ফাস্ট গোলকিপার, আরও দুই গোলকিপার ছিলো ভারতবর্ষের অন্য রাজ্য থেকে। সালটা ২০১০, খেলা হয়েছিলো ফুটবলের স্বপ্নের দেশ সূদুর ব্রাজিলে।পেলে র দেশে ,নানান দেশের খেলোয়ার দের পায়ে দ্রুত গতিতে ছুটে আসা বল সামলেছিলো অরিন্দম।কেটে গেছে ১২ টি বছর, আজ সবটাই অতীত, সেই সময় যে মানুষটা পাশে দাঁড়িয়েছিলো অভিভাবকের মত, আজও সেই মানুষটার জন্যই অরিন্দমের রুজিরোজগার। যাকে অরিন্দম এর কথায় দেবতা বললে কম হবে না। তিনি আর কেও নয় মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অরিন্দম পায়নি কোন চাকরি, তাই রথীন ঘোষের সহযোগিতা মধ্যমগ্রামে একটি অটো রূটে অটো বের করে অরিন্দম, যা বর্তমানে তার অন্যতম রোজগার, তার সাথে ফুটবল চালিয়ে যাচ্ছে, যা ফুটবলের ভাষায় বলে খেপ।খেপ খেলে চলেছে আজও। ইস্টবেঙ্গল জুনিয়ার,এফসিআই, রাজস্থান এর মত দলে খেলেছে একসময় অরিন্দম,তবে এরই মধ্যে অরিন্দম এর জীবনে নেমে আসে কালো দিন।খেলতে গিয়ে গুরুতর চোট পায় পা এ। ডান পায়ের মালায়চাকি তিন টুকরো হয়ে যায়। তারপর সেই পা অপারেশন হয়,মাঠে আবারও ফিরে আসে,তবে আগের থেকে মানসিক শক্তি অনেকটাই কমেছে।

30/11/2022

শিশুকে মারধরের অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে।

01/11/2022

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দুই পৌর প্রতিনিধির মধ্যে বচসা, হাতাহাতি, মারপিট ।।। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে তাড়া করতে হয় পুলিশকে ।।।

#তৃণমূলের_গোষ্ঠীদ্বন্দ্ব

31/10/2022

ফের দত্তপুকুরে তৃণমূলের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায়।রাতে অন্ধকারে কে বা কারা এই ফ্লেক্স ছিড়ে দেয়।দত্তপুকুর ২ নং পঞ্চায়েতের ২৪৩ নং পার্টে শারদীয়া , দীপাবলি জগদ্ধাত্রী এবং ছট পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া ব্যানার রাতের অন্ধকারে ছেঁড়া নিয়ে এইদিন সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়।এর আগে যে ঘটনা ঘটেছিলো সেখানে সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা গিয়েছিলো,কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি।

29/10/2022

অনলাইনে গেম খেলার চক্রের আড়ালে প্রতারণার ফাঁদ, প্রতারণার শিকার ভিন রাজ্যের এক পড়ুয়া।শনিবার বারাসত থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাকে।

অন লাইন গেমের মাধ্যমে প্রতারণার শিকার অন্ধ্রপ্রদেশের গুনটুর জেলার এক পড়ুয়া। পড়ুয়ার পরিবারের সদস্যদের অভিযোগ,অন লাইন গেমের মাধ্যমে আলাপ হয় পশ্চিমবঙ্গের বারাসাত পুলিশ স্টেশনের আওতাধীন কাজীপাড়ার এক মহিলার সাথে,মহিলা বিবাহিত বলে জানা যায় পুলিশ সূত্রে।অনলাইনে গেম কে কেন্দ্র করে সাক্ষাৎ এরপর প্রেমালাপে যুক্ত হয় ওই পড়ুয়া।এরপর প্রেমের ফাঁদে ওই পড়ুয়ার কাছ থেকে 10 হাজার টাকা হাতিয়ে নেয় ওই মহিলা।এছাড়াও হাতিয়ে নেওয়া হয় মোবাইল ফোন।

16/10/2022

সবাই কিন্তু রাজা হতে চাইছেন নীতি মানতে চাইছেন না, এটাই হচ্ছে প্রবলেম। যত মানুষ নীতি মানতে চাইছেন না তাদের মধ্যে এগুলো হচ্ছে।
chakrobarti

13/10/2022

অমিতাভ বচ্চনের জন্মদিনে প্রণাম জানালাম চিরঞ্জিত চক্রবর্তী।
Amitabh Bachchan
@চিরঞ্জিত চ্যাটার্জি

07/10/2022

LIVE: বারাসত চাঁপাডালি মোড় থেকে দুর্গাপুজোর কার্নিভাল সরাসরি news banga 20

07/10/2022
04/10/2022

মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব ৭০ তম বর্ষে শ্রীপুরম লক্ষ্মী-নারায়ন গোল্ডেন টেম্পেল তৈরি করেছে,বাজের ২৫ লাখ টাকা

04/10/2022

দুর্গাপুজোর থিম বিশ্বের সবচেয়ে বড় ফুটবল। শৈশবের হাতে আজ মোবাইল এসে খেলাধুলা হারিয়ে যেতে চলেছে।মাঠে ফেরাতে হবে সকলকে,সামনেই বিশ্বকাপ ফুটবল,তাই অশ্বিনী পল্লী সার্ব্বজনিন দুর্গোৎসবের ৭১ বছর পূর্তিতে সেবাসংঘের পরিচালনায় ২০২২ পূজাকমিটির উপস্থাপনা বিশ্বের সবকচেয়ে বড় ফুটবল।বাঙালির রক্তে ঢেউ তোলা ফুটবল বিশ্বকাপ দোরগোড়ায়, তার আগেই ফুটবলের মক্কা কোলকাতায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল হাজির করল বারাসাত অশ্বিনী পল্লী সেবাসংঘ। ৭১ তম বর্ষে দুর্গা পজোর থিমে বিশ্বকাপ ফুটবল কে ঘিরে। ফুটবলের ইশ্বর মারাদোনা প্রয়াত হলেও আজও ফুটবল প্রেমীদের হৃদয় জুড়ে আছে। ফুটবল আর মারাদোনা সমার্থক বিশ্বকাপ ফুটবলের আগে তা আবার ফুটে উঠল সেবাসংঘের ভাবনায়।

25/09/2022

মিঠুন চক্রবর্তী এখন বিজেপি চক্রবর্তী হয়ে গেছে! জানুন কেন বললেন সায়নী ঘোষ ।

23/09/2022

১১ কেজি সোনা উদ্ধার কলকাতায় থেকে। NEWS 20 Bangla

23/09/2022

মায়ের পুজোর প্রাঙ্গনে ঢাকের ঢ্যাং কুর-কুর আওয়াজে যারা মাতিয়ে তুলেন তারা কেমন আছেন জানুন।

22/09/2022

ফের দুর্নীতি নিয়ে সরব খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ll


শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য বৃহস্পতিবার ফের ভাইরাল।গতকাল রাতে বিলকান্দায় এক অনুষ্ঠানে এসে দলের উদ্দেশ্যে বার্তা কোর্ট থেকে পরিস্কার হয়ে আসতে হবে। ফের দুর্নীতি নিয়ে সরব খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ll
এদিন খড়দহ বিধানসভার বিলাকান্দায় দলের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, বিধানসভায় আমি বলেছি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি বলেছে কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে নইলে দল কাউকে স্বীকার করবে না যে চোর সে চোর প্রমান হলে দল তাকে সহ্য করবে না, সে যেই হোক। তার বলে সবাই খারাপ এটা হতে পারে না l

22/09/2022

ধানের তুষ আর গমের ভূষি দিয়ে দূর্গা প্রতিমা বানালেন ।।

তিনি আইন রক্ষা করেন, তিনিই প্রতিমা গড়েন৷ এভাবেই চলে আসছে দীর্ঘ বছর৷ আরও বড় বিষয়, প্রতিমা গড়ার ক্ষেত্রে তিনি মাটিকে মাধ্যম করা থেকে যতটা পারেন দূরে থাকেন৷ তিনি ভূমিক্ষয় কী, সেটা বোঝেন৷ বৃক্ষচ্ছেদনও বোঝেন৷ এই বোধই তাঁকে অন্যদের থেকে যেন খানিকটা আলাদা করে রেখেছে৷ এর আগে কখনও গাছের ছাল, কখনও সুতো, কখনও আমের আঁটি দিয়ে দুর্গামূর্তি বানিয়েছেন৷ এবার মাতৃমূর্তি তৈরিতে মাধ্যম বেছে নিয়েছেন ধানের তুষ আর গমের ভূষি৷ তাঁর ছ’মাসের পরিশ্রম এবার ধীরে ধীরে রূপ পেতে চলেছে৷ প্রস্তুতির শেষ পর্যায়ে মা৷

Address

Barasat
700124

Alerts

Be the first to know and let us send you an email when News 20 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 20 Bangla:

Videos

Share


Other Barasat media companies

Show All