ABTV9

ABTV9 News Portal

22/10/2024
সারা ভারতের ২৫ লক্ষ নীট পরীক্ষার্থীর মধ্যে ১ম স্থান অর্জনকারী মুম্বাই যোগেশ্বরীর  #আমিনা_আরিফ_কাদিওয়ালা"  উর্দু মাধ্যমে...
05/06/2024

সারা ভারতের ২৫ লক্ষ নীট পরীক্ষার্থীর মধ্যে ১ম স্থান অর্জনকারী মুম্বাই যোগেশ্বরীর #আমিনা_আরিফ_কাদিওয়ালা" উর্দু মাধ্যমের ছাত্রী।

কাকে বিয়ে করবেন❓শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি ক...
27/05/2024

কাকে বিয়ে করবেন❓

শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে আমি তোমাকে সেই- সতিত্ব আজ উপহার দিলাম যেই"সতিত্বে কলংকের কোন দাগ লাগে নাই‼️

আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম যেই দেহতে অতীত জীবনে কোনো পর-পুরুষের হাত লাগে নাই☝️

তাই তো বলি বর্তমান যুগে বউ পাওয়া সহজ কিন্তু সত্যি একজন নারী পাওয়া বড়ই কঠিন 😑...

কারোও খারাপ লাগলে ক্ষমা করবেন🙏
তাও কিছু মানুষ ছেলেদের দোষ দিবে, মেয়েরা সুযোগ না দিলে কোনো ছেলের বাপের ক্ষমতা নাই যে,
মেয়েদের স্পর্শ করবে বিয়ের আগে 🫵😘

চুরি-চক্রের পান্ডা দম্পতি ধৃত, উদ্ধার প্রচুর গয়না প্রতি বছরই হয় অনুষ্ঠানটা। এবারও, গত ২৯ মার্চ পূর্ব বর্ধমান জেলার কাটোয...
11/04/2024

চুরি-চক্রের পান্ডা দম্পতি ধৃত, উদ্ধার প্রচুর গয়না

প্রতি বছরই হয় অনুষ্ঠানটা। এবারও, গত ২৯ মার্চ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকায় জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দিরে ‘পঞ্চম দোল উৎসব’ উদযাপন উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত। সেই একই সন্ধ্যায় ৬ কিমি দূরে গৌরাঙ্গ মন্দিরে ছিল আরেকটি অনুষ্ঠান। ভিড়ে ভিড়াক্কার সেখানেও। দুই জায়গাতেই ভিড়ের সুযোগ নিয়ে প্রধানত বয়স্কা মহিলাদের থেকে সোনার গয়না চুরি করে পালায় কিছু অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। থানায় জমা পড়ে একের পর এক অভিযোগ।

কারা করল চুরি? দুই জায়গাতেই কি একই গ্যাং ঘটনার পিছনে? না কি আলাদা আলাদা? তদন্ত শুরু করে কাটোয়া থানা। অনন্ত ধৈর্য্যে শুরু হয় থানার এলাকা জুড়ে ৯৯০ টি সিসিটিভি ক্যামেরা থেকে সংগৃহিত কয়েক'শো ঘন্টার ফুটেজ খুঁটিয়ে দেখা। ধৈর্য্য আর অধ্যবসায়ের ফল তদন্তে মেলেই। মিললও। ফুটেজ থেকে সন্ধান পাওয়া গেল একটি SUV-র। যা সংশ্লিষ্ট দিনের বিভিন্ন সময়ে দেখা গেছে দুটি ঘটনাস্থলেই। এবং দুই ক্ষেত্রেই চালক থেকে গেছেন গাড়িতেই, কিন্তু নেমেছেন চারজন মহিলা, ভিড়ের মধ্যে মিশে গেছেন দু’জায়গাতেই। কমপক্ষে তিন ঘন্টা পরে ফের গাড়িতে চড়েছেন। গভীর রাতের আঁধারে কাটোয়া ছেড়েছে গাড়িটি। মহিলাদের কাউকেই স্থানীয় বলে মনে হচ্ছে না। তাতে সন্দেহ আরও বাড়ছে।

গাড়ির লাইসেন্স প্লেট থেকে নম্বর সংগ্রহ করে হুগলি জেলার পোলবা থানার অধীনে করলা পশ্চিমপাড়া গ্রামে গাড়ির মালিক তথা চালকের বাড়িতে 'রেইড' করা হল। এবং দেখা গেল, সন্দেহ অমূলক ছিল না। চালক রঞ্জিত হালদারের বাড়ি থেকে উদ্ধার হল শুধু কাটোয়া থেকে চুরি যাওয়া গয়নাই নয়, অন্যান্য জায়গা থেকে চুরি করা প্রচুর অলঙ্কার এবং নগদ টাকাও। বাজেয়াপ্ত হল গাড়িটিও। রঞ্জিত এবং তার স্ত্রী অন্নপূর্ণাকে গ্রেফতার করা হল পত্রপাঠ। এই দম্পতিই চুরি-চক্রের পান্ডা। বিভিন্ন জেলায় নানান উৎসবের সময় এরা গাড়ি নিয়ে পাড়ি দিত সেখানে, তারপর অন্নপূর্ণা এবং তার সঙ্গী তিন মহিলা ভিড়ের মধ্যে মিশে গিয়ে নেমে পড়তেন হাতসাফাইয়ে। ওই তিন মহিলাও গ্রেফতার হবেন দ্রুতই।

11/04/2024

পবিত্র ঈদ উপলক্ষ্যে নন্দীগ্রামে মহম্মদপুরে সংখ্যালঘু মোর্চা আয়োজিত চা_চক্রে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

🔴 Israeli air attacks on the Jabalia refugee camp have killed at least 110 Palestinians, says Gaza’s Health Ministry spo...
18/12/2023

🔴 Israeli air attacks on the Jabalia refugee camp have killed at least 110 Palestinians, says Gaza’s Health Ministry spokesman. LIVE updates: aje.io/9q3bio

একটা সময় ছিল যখন ইহুদিরা ইবাদত করতে  # ফিলিস্তিন এর কাছ থেকে এরকম পারমিট পেত । আজ ফিলিস্তিনিরা ইসরায়েলের কাছ থেকে তাদে...
28/10/2023

একটা সময় ছিল যখন ইহুদিরা ইবাদত করতে # ফিলিস্তিন এর কাছ থেকে এরকম পারমিট পেত । আজ ফিলিস্তিনিরা ইসরায়েলের কাছ থেকে তাদের নিজ দেশে যাওয়ার অনুমতি নেয়।

না ফেরার দেশে চলে গেলে দেগঙ্গাবাসীর প্রিয় ডাক্তার বিতান মুখার্জি।শনিবার মধ্য রাত্রি হৃদরোগে আক্রান্ত হয়ে বারাসাতে নিজের...
11/09/2022

না ফেরার দেশে চলে গেলে দেগঙ্গাবাসীর প্রিয় ডাক্তার বিতান মুখার্জি।

শনিবার মধ্য রাত্রি হৃদরোগে আক্রান্ত হয়ে বারাসাতে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।

লকডাউন ও অতিমারি পরিস্থিতিতে যখন কোন ডাক্তার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে আসতে ভয় পাচ্ছিল। তখন দেগঙ্গাবাসী ঈশ্বর রূপে মানুষের সেবায় দিনরাত নিয়োজিত করেছিল আমাদের প্রিয় ডাক্তার বাবু।

আজ তার দীর্ঘ ৪৩ বছরের চিকিৎসা জীবনের অবসান ঘটলো।

দেগঙ্গাবাসী অতিমারিতে আপনার চিকিৎসা পরিষেবা চিরকাল মনে রাখবে।

পেজের পক্ষ থেকে আপনার আত্মার শান্তি কামনা করি।
🙏🙏🙏

লুলু মলে ধৃত ভুয়ো নামাজী সরোজ যোগী,কৃষ্ম কুমার পাঠক
19/07/2022

লুলু মলে ধৃত ভুয়ো নামাজী সরোজ যোগী,কৃষ্ম কুমার পাঠক

সিদ্ধিয়ার গড়ে বড় জয় কংগ্রেসেরগোয়ালিয়র শহরে দীর্ঘ 57 বছর পর,, ফিরে এলো কংগ্রেস।। গতকাল শহরের পৌরসভা নির্বাচনের ফলাফল অনুয...
19/07/2022

সিদ্ধিয়ার গড়ে বড় জয় কংগ্রেসের

গোয়ালিয়র শহরে দীর্ঘ 57 বছর পর,, ফিরে এলো কংগ্রেস।। গতকাল শহরের পৌরসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী,, কংগ্রেস বিজেপিকে হারিয়ে,, গোয়ালিয়র পৌরসভার দখল নিয়েছে।।

57 বছর পর,, চেয়ারম্যান পদে বসতে চলেছেন কংগ্রেস নেত্রী শোভা শিকরবাদ।। সিদ্ধিয়াদের রাজঘরানার "জয়বিলাস প্রাসাদ" এর জলবিহারের তীরে অবস্থিত কর্পোরেশন অফিসের মূখ্য-চেয়ারে বসবেন শোভা।।

মধ্য প্রদেশের পৌরসভা নির্বাচনের ফলাফলের উপর গোটা দেশের নজর ছিলো,, সবার বিশেষ নজর ছিলো,, সিদ্ধিয়াদের দূর্গ হিসাবে পরিচিত "গোয়ালিয়র" শহরের দিকে।। কংগ্রেস ত্যাগ করে যাওয়া জ্যৌতিরাদিত্য সিন্ধিয়ার গড় হিসাবে পরিচিত গোয়ালিয়র শহরের এই পরাজয়,, বিজেপি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক।।

নিজস্ব সংবাদঃ এবারের কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা হবে  সল্টলেকের করুনাময়ী বাসস্টান্ডের বিপরীতে। শুরু হবে ২৮ শে ফেব্রুয়ার...
18/02/2022

নিজস্ব সংবাদঃ এবারের কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা হবে সল্টলেকের করুনাময়ী বাসস্টান্ডের বিপরীতে। শুরু হবে ২৮ শে ফেব্রুয়ারী, চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত্র ৮ টা পর্যন্ত দর্শক, প্রবেশ করতে পারবে এবারের বইমেলায়।

এবছরের থিমকান্ট্রী প্রতিবেশী দেশ "বাংলাদেশ"।

অাজ তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কি হল সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সমস্ত সর্বভারতীয় পদ অবলুপ্ত করা হয়েছিল। তৈরি হয়েছিল জাতীয় ...
18/02/2022

অাজ তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কি হল

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সমস্ত সর্বভারতীয় পদ অবলুপ্ত করা হয়েছিল। তৈরি হয়েছিল জাতীয় কর্মসমিতি। তাঁর চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়িতেই সেই নতুন সমিতির প্রথম বৈঠক হয়েছে। আর এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ নির্দিষ্ট তো করে দেওয়া হয়েছেই, আবার নতুন দায়িত্ব পেয়েছেন অনেকে। যার ঘোষণাও হয়ে গিয়েছে আজ।


জানা গিয়েছে, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব সামলাবেন যশবন্ত সিংহ ও অমিত মিত্র। এদিকে, উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে অরূপ বিশ্বাসকে। আরও জানান হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্র। পাশাপাশি এও ঘোষণা করা হয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় স্তরে থাকছে তৃণমূলের একাধিক কমিটি। একই সঙ্গে তিনজন নেতাকে করা হয়েছে সহ সভাপতি। যারা হলেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রসঙ্গত, তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (সভানেত্রী), অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিনহা, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক ও শোভনদেব চট্টোপাধ্যায়৷ এদিন আবার জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে। আজ বিধাননগর, চন্দননগর এবং আসানসোলের মেয়রের নামও ঘোষণা করা হয়েছে। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। আসানসোল পুরনিগমের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী।

নিজস্ব সংবাদ: অাজ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর রাজ্যের তিন পুরসভার মেয়রের...
18/02/2022

নিজস্ব সংবাদ: অাজ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর রাজ্যের তিন পুরসভার মেয়রের নাম ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। সদ্যই রাজ্যের চার পুরসভায় বিপুল ভোটে জিতেছে তৃণমূল। ভোটের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় অাগেই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব।

অাজ ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র হচ্ছেন অনিতা মণ্ডল, চেয়ারম্যান হচ্ছেন সব্যসাচী দত্ত।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র হচ্ছেন ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক।

মাটিয়াতে ভয়াবহ অগ্নীকান্ড ঘটে আজ। ঘটনাস্থলে পৌছায় ৩ টি ফায়ার ব্রিগেড,  আপাতত পরিস্থিতি শিথিল ।  পুলিশ আধিকারিক, বিডিও, উ...
16/02/2022

মাটিয়াতে ভয়াবহ অগ্নীকান্ড ঘটে আজ। ঘটনাস্থলে পৌছায় ৩ টি ফায়ার ব্রিগেড, আপাতত পরিস্থিতি শিথিল । পুলিশ আধিকারিক, বিডিও, উপস্হিত থেকে সার্বিক পরিস্থিতি শিথিল এর ব্যবস্থা করেন।

অসহায় প্রতীবন্ধীর পাশে জেলার কর্মাধক্ষ্যআজ দেগঙ্গা বিধানসভায় যাধবপুরের 19বছর বয়সি প্রতিবন্ধী ছাত্র অভিজিৎ পাড়ুই দীর্ঘ...
16/02/2022

অসহায় প্রতীবন্ধীর পাশে জেলার কর্মাধক্ষ্য

আজ দেগঙ্গা বিধানসভায় যাধবপুরের 19বছর বয়সি প্রতিবন্ধী ছাত্র অভিজিৎ পাড়ুই দীর্ঘদিন ধরে একটি ট্রাইসাইকেলের অভাবে বেড়াতে পারছিলনা। আজ তার পরিবারের মানুষের হাতে ট্রাইসাইকেল টি তুলে দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্য রেহেনা খাতুন

'আরও নম্র  হতে হবে', বিপুল জয়ের পর বার্তা মমতারনিজস্ব সংবাদ: চার পুরসভাতেই সবুজ ঝড়। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্...
14/02/2022

'আরও নম্র হতে হবে', বিপুল জয়ের পর বার্তা মমতার

নিজস্ব সংবাদ: চার পুরসভাতেই সবুজ ঝড়। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই চারটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই জয় মানুষের জয় এবং আরও নম্র হতে মানুষের জন্য কাজ করতে হবে।

আজকের এই জয়ের পর মমতার বক্তব্য, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে, এমনটাই জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, মানুষের জন্য আরও নম্রভাবে কাজ করতে হবে কারণ এই জয় মানুষের জয়। মানুষের জন্য কাজ করাটাই জনপ্রতিনিধিদের প্রথম ও প্রাধান দায়িত্ব।
একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য বিজেপি কিছুই কাজ করেনি। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আরও বেশি করে ভোট পেয়েছে।



এছাড়াও আজ বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে" শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব,শিলিগুড়ির সবচেয়ে সিনিয়র নেতা তিনি"৷
তবে বিধাননগর পুরনিগমের মেয়র কে হবেন তা এখনও চূড়ান্ত নয়৷ আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। উল্লেখ্য, এই প্রথম শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ABTV9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABTV9:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share