পবিত্র ঈদ উপলক্ষ্যে নন্দীগ্রামে মহম্মদপুরে সংখ্যালঘু মোর্চা আয়োজিত চা_চক্রে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
সদ্য পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম অাখতার অালিয়া বিশ্ববিদ্যালয়ে এসে বেশ কিছু মুসলিম বিরোধী মন্তব্য করায় উত্তপ্ত অালিয়া বিশ্ববিদ্যালয়।
কিছু দিন অাগে Cpim সমর্থিত MSU সংগঠনের ডাকে মাসুম অাখ্তার অালিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে এসে হজ্ব হাউস কে কসাই খানার সঙ্গে তুলনা করেন। এছাড়াও অালিয়া নিয়েও বেশ কিছু বিতর্ক মূলক কথা বলতে তাকে শোনা যায়। যার ফলে অালিয়ার ইসলামিক থিওলজি ও অন্যান্য বিভাগের ছাত্ররা গর্জে উঠে।
তারই প্রতিবাদের কিছু অাংশ নিন্মে
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর তথাকথিত বহিরাগতদের আক্রমণ সংক্রান্ত কিছু কথাঃ
১) অভিযোগকারীদের অভিযোগ, তারা যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে যায় তখন দেখে বহিরাগতরা ব্যাট, উইকেট নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই বহিরাগতরা তাদের উপর আক্রমণ শুরু করে।
এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারীরা নিজেদের বক্তব্যের পক্ষে একটিও প্রমাণ দেখাতে পারেনি। প্রায় সব ছাত্রছাত্রীদের হাতেই স্মার্ট ফোন ছিল। আশ্চর্যের বিষয় হল, গাড়ি থেকে নামার আগেই তারা দেখল তাদের আক্রমণের জন্য বহিরাগতরা ব্যাট উইকেট হাতে দাঁড়িয়ে আছে অথচ কেউ ছবি তুলল না! কেউ ভিডিয়ো করল না! আজকাল যেখানে পান থেকে চুন খসলেই ভিডিয়ো হয়ে যায় সেখানে এতবড় একটি ঘটনা ঘটলো, সাত-আটজন 'বহিরাগত' ত্রিশ-পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর উপর আক্রমণ করলো কিন্তু কোনো ভিডিয়ো ফুটেজ বা ছবি নেই!
২) আপাত
পাশে থাকুন অামাদের চ্যানেলের
পৈশাচিক, ভয়ংকর, মর্মান্তিক ভিডিও।
৬ আগষ্ট, ২০২১ সোনারপুর থানার বেনিয়াবউ গ্রামে সুরাপ হোসেন নামক একজন পুলিশকে (অশোক নগর থানার বিরা ফাঁড়িতে কর্মরত) উলংগ অবস্থায় পেটাচ্ছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার পুলিশ, যাদের অধিকাংশের কোন পুলিশের পোষাক নেই।
এই লজ্জানক ঘটনার প্রতিবাদ কোথায়?
পুলিসের শাস্তি হবে কি?
পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আরও সুর চড়ালেন রাহুল গাঁধী। দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের নিয়ে সাংবাদিক সম্মেলনে নিজের ক্ষোভ ব্যাক্ত করেন রাহুল গান্ধী।
পেগাসাস অস্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর ব্যবহার হয়েছে কিনা, হ্যাঁ বা না-এ জবাব দিক কেন্দ্র।
কেন্দ্রকে বার্তা রাহুলের। #RahulGandhi