Bangla News

Bangla News আপনার এলাকার খবর � পাঠান� এই নম্বর এ ৭?

20/07/2023
ভাঙড়ে ১৪৪ ধারা! বিধায়ক নৌশাদের গাড়ি রুখল পুলিশ
14/07/2023

ভাঙড়ে ১৪৪ ধারা! বিধায়ক নৌশাদের গাড়ি রুখল পুলিশ

 #দক্ষিণ 24 পরগনা  #ভাঙ্গড়ে একের পর এক মৃত্যু,  থমথমে এলাকায় শুধুই কান্ন , হাহাকার....
12/07/2023

#দক্ষিণ 24 পরগনা #ভাঙ্গড়ে একের পর এক মৃত্যু, থমথমে এলাকায় শুধুই কান্ন , হাহাকার....

সোমবার সকাল ৭টা থেকে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, খুন-জখম রুখতে প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জওয়ান।
09/07/2023

সোমবার সকাল ৭টা থেকে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, খুন-জখম রুখতে প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জওয়ান।

বাংলা নিউজ এর পক্ষ থেকে সবাই কে ঈদ মোবারক।
22/04/2023

বাংলা নিউজ এর পক্ষ থেকে সবাই কে ঈদ মোবারক।

01/01/2023

Happy New year"2023
নূতন বছরের অনেক শুভেচ্ছা রইলো,
Bangla News এর পক্ষ থেকে
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। আজ ১১ সেপ্টেম্বর, ২০২২ রবিবার দক্ষিণবঙ্গের এই জেলায় ...
11/09/2022

Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। আজ ১১ সেপ্টেম্বর, ২০২২ রবিবার দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৮৩ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে চরম আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

75 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
15/08/2022

75 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

31/07/2022
10/06/2022

নুপুর শর্মার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ। ঘটক পুকুর চৌমাথা।

প্রয়াত ভারত বিখ্যাত গায়ক কে কে। কলকাতায় শেষ শো করলেন তিনি। শো শেষে হোটেলে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। সিএমআরআই হাসপাতালে ন...
31/05/2022

প্রয়াত ভারত বিখ্যাত গায়ক কে কে। কলকাতায় শেষ শো করলেন তিনি। শো শেষে হোটেলে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। সিএমআরআই হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে.

Cyclone Asani live updates: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ ( Cyclone Asani ) ।  মৌসম ভবন সূত্রে খবর, গতকাল ...
09/05/2022

Cyclone Asani live updates: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ ( Cyclone Asani ) । মৌসম ভবন সূত্রে খবর, গতকাল রাত আড়াইটে নাগাদ তার অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিলোমিটার আর পুরী থেকে ৭৪০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলা নিউজ পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক
02/05/2022

বাংলা নিউজ পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক

Weather Today: তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গে, আজ ও গরমে পুড়বে তিলোত্তমা.
26/04/2022

Weather Today: তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গে, আজ ও গরমে পুড়বে তিলোত্তমা.

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি।...
24/03/2022

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি।
বুধবার রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন।
সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান।

পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী। কলকাতা বইমেলা থেকে গ্রেফতার রুপা দত্ত !
13/03/2022

পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী। কলকাতা বইমেলা থেকে গ্রেফতার রুপা দত্ত !

স্মৃতি-হরমনপ্রীতের রেকর্ড ১৮৮ রানের পার্টনারশিপ।
12/03/2022

স্মৃতি-হরমনপ্রীতের রেকর্ড ১৮৮ রানের পার্টনারশিপ।

  : আগামীকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক BJP-র !  কারণ অশান্তির নির্বাচন হচ্ছে বাংলায় বারবার।
27/02/2022

: আগামীকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক BJP-র !
কারণ অশান্তির নির্বাচন হচ্ছে বাংলায় বারবার।

বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তিBappi Lahiri ad Gold: সোনা -র সঙ্গীত পরিচালক, গায়ক, গানে এনেছেন...
16/02/2022

বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তি

Bappi Lahiri ad Gold: সোনা -র সঙ্গীত পরিচালক, গায়ক, গানে এনেছেন এক ফিউশন কিন্তু তা ছাড়াও বাপ্পি লাহিড়ি বললেই যে কথাটা মনে হয় তা হল বাপ্পি লাহিড়ির সোনা-র প্রতি আকর্ষণ৷

কলকাতাদেশকরোনাভাইরাসজ্যোতিষকাহনচাকরি ও শিক্ষাবিদেশখেলালাইফস্টাইলবিনোদনপাঁচমিশালিছবিভিডিওLIVE TVNetra Suraksha

Home » Photo Gallery » EntertainmentBappi Lahiri Passes Away: বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তি

Bappi Lahiri Passes Away: বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তি

Bappi Lahiri ad Gold: সোনা -র সঙ্গীত পরিচালক, গায়ক, গানে এনেছেন এক ফিউশন কিন্তু তা ছাড়াও বাপ্পি লাহিড়ি বললেই যে কথাটা মনে হয় তা হল বাপ্পি লাহিড়ির সোনা-র প্রতি আকর্ষণ৷



1/ 5

#কলকাতা: বাপ্পি লাহিড়ি- (Bappi Lahiri) টলিউড -বলিউডে দাপটের সঙ্গে বছরের পর বছর ধরে রাজত্ব করা একা সুর সম্রাট৷ তাঁর হঠাৎ প্রয়াণের (Bappi Lahiri Passes Away) খবরে শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া ও সঙ্গীতপ্রেমীরা৷ রেখে গেলেন তাঁর হাজার কম্পোজিশন যা যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে৷ নিজের সঙ্গীত ছাড়া আরও একটা জিনিসের জন্য বাপ্পি লাহিড়ির স্মৃতি সকলের মনে অমলিন থাকবে তা হল বাপ্পি লাহিড়ির সোনার সংগ্রহ (Bappi Lahiri Gold Assests) ৷ সোনা ও বাপ্পি লাহিড়ি সমার্থক (Bappi Lahiri and gold)৷ বাপ্পি লাহিড়ি নিজের সঙ্গে এই সোনায় মোড়া শরীরকেও একেবারে সমার্থক করে নিয়েছিলেন৷

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্যউল্লেখ্য, এর আগে ২০১৯ সাল...
27/10/2021

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো তামাকজাত দ্রব্যউল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও একই রকম ভাবে গুটখা, পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে ২০১৩ সালে একবার এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে খৈনি, গুটকা, পানমশলা নিষিদ্ধ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু'বারও এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে প্রতিবারই সাধারণ মানুষের সচেতনতার অভাব এবং আইন তোয়াক্কা না করার মনোভাবের জেরে খোলা বাজারে দেদার বিকিয়েছে গুটখাসহ অন্যান্য তামাকজাত দ্রব্য। উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হবে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা: ফের বাংলা বৃষ্টির ভয়ে কাঁপছে৷ পুজো মিটেছে দশমী পার হয়ে একাদশী ফের আকাশের মুখভার ৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ ...
17/10/2021

কলকাতা: ফের বাংলা বৃষ্টির ভয়ে কাঁপছে৷ পুজো মিটেছে দশমী পার হয়ে একাদশী ফের আকাশের মুখভার ৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টিপাতের (Rain) সতর্কতা জারি করা হয়েছে (Weather Update) ৷ এরই মধ্যে পূর্বাভাস রয়েছে জোড়া নিম্নচাপের সব মিলিয়ে পুজো কাটতেই ফের স্বমহিমায় ফর্মে ফিরতে চলেছে বৃষ্টিপাত ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের (Rain and Thunderstorm) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতরভারতীয় মৌসম বিভাগ (IMD) দক্ষিণ ভারতের রাজ্য কেরলে (Kerala) ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Update) জারি করল৷ শনিবার তারা কেরলের ৫ টি জেলার রেড অ্যালার্ট ও ৭ টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ এর আগে শুক্রবার রাজ্যের ৬ টি উত্তরের জেলার জন্যেও অ্যালার্ট জারি করেছিল৷ এছাড়া কর্ণাটকের দক্ষিণ ভাগেও প্রবল বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷

রাতভর বৃষ্টি। মূলত উত্তর বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে চলে আসায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প...
20/09/2021

রাতভর বৃষ্টি। মূলত উত্তর বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে চলে আসায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকেছে। যার জেলে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিপাত চলছে।


সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গাতে এই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। আগামী ২৪ ঘন্টাতে বৃষ্টি এমনই চলতে থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Address

Barasat

Telephone

+917718640492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Barasat

Show All