Nahid Hasan

Nahid Hasan Welcome to my page. Please Do Like, Follow & Share. Lets grow together. Thank you.

09/05/2024

জীবন এক অপূর্ব যাত্রা, যেখানে প্রত্যেকটি মুহূর্ত আমাদের কিছু শেখায়, কিছু দেখায়। এই জীবন যেন একটি বহুরঙা ক্যানভাস, যেখানে হাসি, কান্না, ভালোবাসা, দুঃখ, সুখ - সবকিছুর একটি স্থান রয়েছে। জীবন শেখায় ধৈর্য রাখতে, সহনশীল হতে, এবং সব কিছুর মধ্যেও আশাবাদী থাকতে। এটি আমাদের নিয়মিত চ্যালেঞ্জ এবং অনুপ্রেরণা দেয়।

জীবনের প্রতিটি পর্ব যেন একেকটি অধ্যায়, যেখানে প্রত্যেকটি অধ্যায় নিজের মতো করে আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো আমাদের সাহায্য করে ভবিষ্যতের পথে হাঁটতে, নতুন কিছু তৈরি করতে, এবং নিজের সেরাটা দিতে। যদিও জীবনের পথে প্রতিকূলতা আসে, তবুও সেই প্রতিকূলতাকে জয় করার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত সৌন্দর্য।

জীবনের প্রতি মুহূর্ত অমূল্য, কারণ প্রতিটি মুহূর্ত আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ উপভোগ করা উচিৎ, সেটা সুখের হোক বা দুঃখের। জীবন হলো এক অনিশ্চিত যাত্রাপথ, যেখানে প্রতিটি বাঁক নতুন কিছু শিক্ষা, নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আসে।

তাই জীবনকে ভালোবাসুন, এর প্রতিটি উপাদানকে গ্রহণ করুন, এবং নিজের ও অন্যের জীবনে সুখ ও প্রেরণা বজায় রাখুন। সবার জীবন যেন আলোকিত হয় সেই প্রত্যাশাই রাখি।

অতঃপর আমরা কেউ সুখী না।দিন শেষে হাজারটা অপ্রাপ্তি নিয়ে সবাই শুতে যাই।
07/05/2024

অতঃপর আমরা কেউ সুখী না।
দিন শেষে হাজারটা অপ্রাপ্তি নিয়ে সবাই শুতে যাই।

🌿☘️🍀🌳 The Greenery
07/05/2024

🌿☘️🍀🌳 The Greenery

05/05/2024

🌍 Stepping into the British Museum is like traveling through time! 🕰️ Just visited this iconic place and was amazed by the vast collection spanning over two million years of history! From the Rosetta Stone to the ancient Egyptian mummies, every corner tells a unique story. 🏺📜 Highly recommend anyone in London to check it out. It's not just a museum; it's a treasure trove of the world's stories! 🌟 🇬🇧✨

19/01/2024

বর্তমান জেনারেশনের বেশিরভাগ মেয়েদের বিটিএস পছন্দ কারন তারা মেয়েলি স্বভাবের পুরুষ চায়। তাই এখন নারী পটানোর জন্য পুরুষ হয়ে যায় নারীবাদী, কবিতা লাভার, আর লুতুপুতু গল্পের পাঠক ইভেন্কি পিরিয়ড কবি।

কিন্তু আমাদের দাদী-নানীদের অবস্থা ভিন্ন ছিলো। এখনো তাদের সামনে কোন ছেলে যদি মেয়েদের মতো হাটাচলা করে অথবা মেয়েদের বেশভূষা ধরে তাহলে তারা কষে একটা ধমক দিবে। কারন তাদের কাছে একটা ছেলের মেয়েলি স্বভাবের হওয়াটা মানুষিক বিকৃতি।

কারন উনারা জানেন একটা পরিবারে একজন পুরুষের প্রয়োজন কতটুকু। দাদী নানীরা প্রকৃত পুরুষ মানুষ চিনেন। উনারা ভালো ভাবেই জানেন একজন পুরুষের বৈশিষ্ট্য কেমন হয়।

আমাদের দাদা-নানারা ছিলেন প্রকৃত পুরুষ। লোমশ হাত ওয়ালা সুঠাম দেহের সুস্থ সবল পুরুষত্বের অধিকারী ছিলেন তারা। তারা পরিবারের জন্য মাথায় করে পাহাড় বহন করতেন। নিজের স্ত্রী সন্তানকে আগলে রেখে যেকোনো বিপদের মুখে সিসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়াতেন। তারা ফজরের আগে ঘুম থেকে উঠে মই,লাঙ্গল নিয়ে মাঠে ছুটতেন। মাঠের এক কোণায় গামছা বিছিয়ে ফজরের নামাজ টা পড়ে নিয়ে আবার কাজে লেগে পড়তেন। দিপ্রহরে বাড়িতে এসে স্ত্রীর হাত পাখার বাতাসে পান্তা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতেন।

এখন সময় বদলেছে, টেকনোলজির এই দুনিয়ায় সব কিছু সহজলভ্য হয়েছে ঠিক কিন্তু প্রতি ঘর থেকে পুরুষ মানুষ হারিয়ে যাচ্ছে। একটা গর্দভ অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, এদের পুরুষত্ব তো নেই উলটো হিজড়া হয়ে যাচ্ছে।

না আছে তাদের ২৫ কেজি ওজনের একটা বস্তা বহনের মুরোদ, না আছে ১০ মিনিট দৌড়ানোর মুরোদ। খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। এই জেনারেশন দিয়ে এই উম্মাহের কোনো উপকার কস্মিনকালেও সম্ভব নয়।

©️

Welcome to my page  Nahid Hasan I'm excited to connect with all of you here. Let's embark on this journey toget...
16/01/2024

Welcome to my page Nahid Hasan

I'm excited to connect with all of you here. Let's embark on this journey together, and make this community a vibrant space for conversation and inspiration. Don't forget to like, follow, and share your thoughts - I'm looking forward to interacting with each of you! 💬✨

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other London media companies

Show All