Sumon the Wanderer

Sumon the Wanderer Exploring the world, one adventure at a time. Travel blogger, adventurer, and lover of new places.

08/28/2024

একটি ঝালমুড়ি পার্টি

06/14/2024

তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন। ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক।

তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মত হুবহু করা হয়েছে।

মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিষ্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিষ্টাব্দে।

05/19/2024

নিঁখুত কারুকার্য এবং ঐতিহ্যমণ্ডিত জয়পুরের বিখ্যাত অম্বর দুর্গ, যা কি না আমের দুর্গ নামেও পরিচিত, ইতিহাসের এমনই এক সাক্ষী। দীর্ঘ সুড়ঙ্গপথে এই দুর্গ থেকে অন্যত্র পালানোর ব্যবস্থাও ছিল।

গোলাপি শহর জয়পুরের ১১ কিলোমিটার উত্তরে, আরাবল্লী পর্বতের ‘চিল কা টিলা’ অংশের উপর এই পর্বত তৈরি করা হয়। ৯৬৭ খ্রীস্টাব্দে চন্দ্র বংশের রাজা এলান সিংহ প্রথমদুর্গের স্থাপনা শুরু করেন। তার পর পুরনো স্থাপনার উপর নতুন করে নির্মাণ শুরু করেন রাজা মান সিংহ এবং শেষ হয় ১৫৯২ সালে।

05/02/2024

সিটি প্যালেস ছিল জয়পুরের বিখ্যাত মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় এর রাজপরিবারের বাসস্থান। প্রাসাদটি ভারতীয়, মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর একটি চমৎকার মিশ্রণকে প্রতিফলিত করে যা তার গ্র্যান্ড পিলার, জালি কাজ এবং খোদাই করা মার্বেল অভ্যন্তরে দেখা যায়। এটি একটি বিস্তৃত কমপ্লেক্স যার মধ্যে রয়েছে অনেক ভবন, মণ্ডপ, আঙ্গিনা এবং সুন্দর বাগান।

04/22/2024

হাওয়া মহল "প্যালেস অফ উইন্ডস" ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপী বেলেপাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত।

Snowfall in Vancouver ❄️🥰
01/18/2024

Snowfall in Vancouver ❄️🥰

আমাদের জীবনের প্রতিটি মূহুর্তে যে মানুষটার নিরব প্রসন্ন ছায়া আমাদের ভরসা জোগায়, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। শুভ বাবা দ...
06/19/2022

আমাদের জীবনের প্রতিটি মূহুর্তে যে মানুষটার নিরব প্রসন্ন ছায়া আমাদের ভরসা জোগায়, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। শুভ বাবা দিবস।

২ দিন দিল্লিতে সাদা ভাত খাই নাই, ওদের সেই অনেক বেশি মসলাযুক্ত খাবার খেয়ে অনেক বাংলা খাবার খেতে ইচ্ছা করতেছিলো। গুগলে খুঁ...
05/29/2022

২ দিন দিল্লিতে সাদা ভাত খাই নাই, ওদের সেই অনেক বেশি মসলাযুক্ত খাবার খেয়ে অনেক বাংলা খাবার খেতে ইচ্ছা করতেছিলো। গুগলে খুঁজে বের করলাম এই জায়গাটা, বঙ্গ ভবন!

এরিয়াটা অনেক পশ মনে হলো চারপাশ দেখে, এই ভবনটি হলো দিল্লীতে পশ্চিমবঙ্গের ট্যুরিজম হেড অফিস। এর ভিতরে একটা খাবার হোটেল আছে। অর্ডার করলাম সাদা ভাত রুই মাছ আলু ভর্তা আর ডাল, আহা! খাবার অনেক সুস্বাধু ছিলো। দাম যদিও বা একটু বেশি কিন্তু খাবাররের স্বাদে পয়সা উসুল।

হাওয়া মহল "প্যালেস অফ উইন্ডস" ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপী বেলেপাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রা...
05/16/2022

হাওয়া মহল "প্যালেস অফ উইন্ডস" ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপী বেলেপাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত, এবং জিনানা, বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত।

ভবনটি ১৭৯৯ সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তিনি খেত্রীয় মহলের অনন্য কাঠামোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি লাল চাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এর অনন্য পাঁচটি বহির্ভাগের ৯৫৩ টি ছোটো দরজার একটি মৌচাকের সমতুল্য, যা জোরোখাস নামে পরিচিত।

হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদ্‌যাপন করার জন্য, যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না, কারণ তারা "পর্দা" প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করতো, যা তাদেরকে প্রাসাদ ছাড়া জনসাধারণের মধ্যে উপস্থিত হতে নিষেধ করেছিল। এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেনটুয়ারি প্রভাব (ডাক্তার বায়ু) থেকে শীতল বাতাসের প্রবেশ ঘটে প্রাসাদে, যাতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় পুরো এলাকাটি আরও সুন্দর করে তোলে।

05/13/2022

Travel vlog India part 3😍
Humayuns tomb, Red fort, Jama mosque Delhi



Enjoy watching ❤️


Please like, comment & share.

05/03/2022

Travel vlog India part 1 ✈️😍
Dhaka to Delhi by Biman Bangladesh



Enjoy watching ❤️

Address

Vancouver, BC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon the Wanderer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like