The Outdoor Fascination

The Outdoor Fascination This page created for cooking,traveling,vloging so stay with me and enjoy,assalamualikum

I am a viedeo creator and try to make some good for everyone,please follow my page and stay with me,assalamualikum

এটি জোসেফ দেসিরে কোর্টের (Joseph-Désiré Court) একটি বিখ্যাত চিত্রকর্ম।এইখানে যা দেখছিঃএকজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চ...
04/25/2024

এটি জোসেফ দেসিরে কোর্টের (Joseph-Désiré Court) একটি বিখ্যাত চিত্রকর্ম।

এইখানে যা দেখছিঃ

একজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার সবচেয়ে নিকটে থাকা স্ত্রী এবং ছেলেকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছেন। আশ্চর্যের বিষয় হল, সবচেয়ে কম ওজন হওয়া সত্ত্বেও তার বাচ্চাকে সে বাঁচানোর চেষ্টা করছেন না।

আসলে আর্টিস্ট মেটাফরিকালি এই ৩টা ক্যারেক্টারকে এইভাবে উপস্থাপন করেছেন:

* স্ত্রী: বর্তমান জীবন।
* ছেলে: ভবিষ্যৎ জীবন।
* বাবা: অতীত জীবন।

তার মানেঃ
মানুষটি তার অতীত জীবন বাঁচাতে বা আকঁড়ে ধরতে গিয়ে সে তার বর্তমান এবং ভবিষ্যৎ জীবন নষ্ট করছে।
দুই ধরণের মানুষ কখনো সুখ খুঁজে পায়না যারা অতীতকে আর ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাবে।

যেমন হ্যাভলক (HAVELOCK) বলেছিলেনঃ
“The art of living involves knowing when to hold on and when to let go.”
©

04/24/2024

সময়ের ব্যবধানে আজকের অনুভূতি বোঝানোর ক্ষমতা আমার নেই, কোনো কিছু হারানোর আগে যদি মানুষ সেটাকে অনেক যত্নে আগলে রাখে সেটাও হারিয়ে যায় হয়তো। হারানোর পর সে জিনিসটা কতটা প্রয়োজনীয় তা যদি হারানোর আগে বোঝা যেত তবে একটু অসচেতনতাকে এরিয়ে আগলে রাখা যেত। যদি আমার সে ভালোথাকাটা কিছুর বিনিময় আবার ফিরে আসতো আমি সব কিছু দিয়ে আগলে রাখতাম সব কিছুর বিনিময়। অনেক বেশি প্রয়োজন আজ

04/24/2024

Alhamdulillah i've gotten my scholarship allah is the best planner if he want i will do something better again...

কেউ বেশি হাসছে মানেই সে বেশি খুশি মোটেও নয়______নিস্তব্ধ নিশাচর 😭
04/21/2024

কেউ বেশি হাসছে মানেই সে বেশি খুশি মোটেও নয়______নিস্তব্ধ নিশাচর 😭

প্রসঙ্গ যখন বিশ্বাসের তখন বেঈমানেরা সেই বিশ্বাস ভাঙ্গবেই!
04/20/2024

প্রসঙ্গ যখন বিশ্বাসের তখন বেঈমানেরা সেই বিশ্বাস ভাঙ্গবেই!

04/18/2024

জীবণে খারাপ সময় গুলোতে যে বার বার ছেড়ে যায় তার জন্য নিজেকে কষ্ট দেয়া আর নিজের উপর জুলুম করা দুটোই এক। ছেড়ে যাওয়ার জন্য যে কারণ খুঁজে বেড়ায় সে কখনো আপনার থেকে যাওয়ার কারণ হবে না। ছেড়ে যাওয়া যতই সহজ থেকে যাওয়া ততই কঠিন
এই কঠিন কাজটা কে বা করতে চায় এত সহজলভ্যের জীবনে।

04/13/2024

জীবণ মাঝে মাঝে এমন হয়ে যায় যেন সব কিছুই হাতের বাইরে, না কাউকে নিজের কষ্ট গুলো বোঝানো যায় না সহ্য করা যায়। খুব কাছের কাউকেও বলা যায় না মনের অনুভূতি গুলো।

04/08/2024

স্মৃতি হল একটি পরিপূর্ণ উদ্যানের মতো। সেই উদ্যানে নিয়মিতভাবে মনোরম ফুল ফুটিয়ে আক্রমণাত্মক আগাছাগুলি সমূলে উৎখাত করা উচিত।

True🙄
03/31/2024

True🙄

02/26/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস!
01/12/2024

মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস!

12/07/2023

Beautiful Barishal💚💚

12/04/2023

আপনারে না ছুঁইয়্যা, না দেইখ্যা যতখানি ভালোবাসছি, ততখানি ভালো আমি আমারেই কোনদিন বাসি নাই। কাছে আইলেন না, পাশে বইলেন না, কোনদিন চক্ষে চক্ষু রাইখ্যা হাসলেন না। তবুও দ্যাখেন, আপনারে ক্যান যেনো 'আমার আমার লাগে। ক্যান এমন লাগে কইতে পারবেন?

নগর থেকে নগর দু'চক্ষের দূরে আপনি, চক্ষু দুইখান বন্ধ করলেই, আপনারে দু'চক্ষুর সামনে মুচকি মুচকি হাসতে দেহি। ইহা পাগলামো না আপনি কন!

সাঁতার না যাইনা প্রেম নদীতে ঝাঁপ দিলাম, চিমটিখান মায়া কইরা হাতখানা বাড়াইয়্যা দিলেন না। আমি মরলাম তো মরলাম, আপনার প্রেম নদীতে ডুইবা ডুইবা মরলাম। কি মায়ায় বান্ধিলেন আমারে! এহন যেদিতে তাকাই, শুধু আপনারে দেহি। চক্ষের মধ্যে কি লেন্স লাগাইয়্যা দিলেন, শয়নে সপনে শুধু দুইখান চক্ষের মধ্যে আপনি থাহেন ।

আপনি আমার মনের মধ্যে ঢুইক্কা, এক্কাদুক্কা খেইলাও আমার হইলেন না। আপনার লাইগ্যা কতখানি কলিজাডা পুড়ে, আপনারে বুঝাইতে পারলাম নাহ। ধরেন একখান মানুষ মরতাছে, শেষ নিঃশ্বাস ছাড়োনের আগে 'যদি তার ফুসফুস কেউ কুঠুরি দিয়া কুপায়, হের যেইখান কষ্টখান আইবো, ওইরকম কষ্ট কিংবা তারচে বেশি কষ্ট, আমার হইতাছে। দ্যাখেন, আপনি কিন্তু এর কিছুই জানলেন নাহ।

ভাবছিলাম, ঐ হাতখানা একবার ধরতে পারলে, জনম গেলেও ছাড়ুম নাহ। ভাগ্যের কি পরিহাস দ্যাখেন, না ছুঁইলাম,না ধরলাম, না কইলাম আপনারে কিছুখান কথা।
আপনি চইল্যা গেলেন, ছাইড়া গেলেন, রাইখ্যা গেলেন স্মৃতি। আপনি স্মৃতির পাতায় কলমের কালির মতোই সুন্দর। মাঝেমধ্যে সপনে স্মৃতিতে আইস্যা আমারে একখানা ছুঁইয়ে দিয়েন। আপনার আলতো ছুঁয়ায় আমি 'মরণের আগে, জনমের মরা মইরা যাইমু।

— কাজল পারভেজ

In silence of night we walk along the beach,The warmth of sand comforting our feet,Holding hands as our souls are touchi...
08/01/2023

In silence of night we walk along the beach,
The warmth of sand comforting our feet,
Holding hands as our souls are touching each other,
Our minds are connected in this moonlight romance.

On the sand, a candles dinner is waiting for us,
We dont have music, only seagulls around,
We'll dance to the music of waves and silence of moon,
A touching for eternity of blue eyes with mysterious man.

We are two souls dancing, the world belongs to us tonight,
We reached together the horizon and sky,
Hugging and kissing each other we make stars shine,
We live a romance in moonlight, just you and I.

06/23/2023

। ’ সুরা বাকারা, আয়াত ১৫৩।
এ আয়াতে আল্লাহ সালাতের আগে ধৈর্যের কথা বলেছেন এবং আল্লাহর সাহায্যলাভের উপায় হিসেবে সালাতের পাশাপাশি ধৈর্যশীলতাকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ধৈর্য ও সহিষ্ণুতা তিন ভাগে বিভক্ত- ক. বিপদের সময় ধৈর্য খ. আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য গ. পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। ’ ইমান সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলে তিনি এক কথায় বলেছিলেন, ‘ইমান হচ্ছে ধৈর্যধারণ। ’ তাই ধৈর্যশীলরা চরম সংকট ও বিপদের সময়ও ইমানের ওপর অটল থেকে পরিস্থিতি সামাল দিতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মোমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। এ সৌভাগ্য মোমিন ছাড়া আর কারও জীবনে হয় না।
সে দুর্দশাগ্রস্ত হলে ধৈর্য ধারণ করে, তা তার জন্য কল্যাণকর। সুদিন দেখা দিলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, তা-ও তার জন্য কল্যাণকর। ’ মুসলিম। যারা বিপদাপদে ধৈর্য বজায় রাখে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুসলিম ব্যক্তির যে কোনো রোগব্যাধি, দৈহিক শ্রান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা ও পেরেশানি আসে, এমনকি তার দেহে কাঁটা বিঁধলেও এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। ’ বুখারি। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন তাই তিনি ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। জীবনে সমস্যা-সংকট ও বাধা-বিপত্তি আসবেই। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এসব সমস্যা-সংকট থেকে মুক্তির পথ বের করে জীবনে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। ধৈর্যশীলদের প্রতি কোরআনে উল্লিখিত প্রতিশ্রুতি হলো, ‘আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন। ’ সুরা তালাক, আয়াত ৭। এ আয়াতের শিক্ষা হচ্ছে, কষ্ট ও বিপদের সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে; তাহলে জীবনের কাক্সিক্ষত সুখ-শান্তি আসবেই। তবে ধৈর্যধারণের কাজটি যে অত সহজ নয় তা-ও কোরআন উল্লেখ করেছে, ‘তোমার ওপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ কর। নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ়সংকল্পের কাজ। ’ সুরা লুকমান, আয়াত ১৭। ধৈর্যধারণের মতো কঠিন কাজের পুরস্কারও অপরিসীম। আল্লাহ বলছেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত পুরস্কার দেওয়া হবে। ’ সুরা জুমার, আয়াত ১০। মানব জীবনের সফলতার সোপান হলো ধৈর্য। আল্লাহ বলছেন, ‘হে ইমানদাররা! ধৈর্য ধারণ কর এবং মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন কর, আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা সফলতা লাভে সমর্থ হতে পার। ’ সুরা আলে ইমরান, আয়াত ২০০। সুতরাং জীবনের উন্নতি, সফলতা ও আল্লাহর নৈকট্যলাভের একটি বড় মাধ্যম হচ্ছে ধৈর্য। আল্লাহ আমাদের সব অবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।

06/21/2023

💔একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবি আয়েশা (রাঃ) কে ঢেকে জিজ্ঞেস করলেন, -----হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বল তুমি কি চাও? হযরত আয়েশা (রাঃ) চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না! যদি কোন ভুল কিছু চেয়ে বসেন, নবীজী যদি কষ্ট পেয়ে যান? এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো! আয়েশা (রাঃ) নবীজী কে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজী বললেন, ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও।

আয়েশা (রাঃ) হযরত আবুবকর (রাঃ) এর কাছে পরামর্শ চাইলেন। আবুবকর (রাঃ) বললেন, যখন কিছু চাইবেই, তাহলে তুমি মুহাম্মাদ (সাঃ) এর কাছে, মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আ'লামীন এর সাথে হইছে এমন কোন সিক্রেট কথা জানতে চাও। আর কথা দাও নবীজী যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে।

আয়েশা (রাঃ) নবীজী (সাঃ) এর কাছে গিয়ে মিরাজের রাতের কোন এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেন নি। মুহাম্মাদ (সাঃ) মুচকি হেসে দিলেন, বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে! একমাত্র আবুবকর ই পারেনন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মাদ (সাঃ) বলতে লাগলেন, হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, "হে মুহাম্মাদ (সাঃ) তোমার উম্মাতের মধ্যে যদি কেউ, কারো ভাংঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবাহানাল্লাহ।

প্রতুশ্রুতি মত, আয়েশা (রাঃ) ইনার আব্বু হযরত আবুবকর (রাঃ) এর কাছে এসে নবীজীর বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবুবকর (রাঃ) কাঁদতে শুরু করলেন। আয়েশা (রাঃ) আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি তো কত ভাংঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন? আবুবকর (রাঃ) বললেন, আয়েশা এই কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো ভাংগা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাংঙলে ও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেংঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায় আমি কাদতেছি। সুবাহানাল্লাহ। (বুখারি শরিফ)

আমি সেসব মানুষকে কখনোই ক্ষমা করতে পারি না, যাদের কাছে অন্যের বিষণ্ণতা স্রেফ একটা ন্যাকামো। ওদের আমি খুনি বলি।ওদের আমি ঘৃ...
06/16/2023

আমি সেসব মানুষকে কখনোই ক্ষমা করতে পারি না, যাদের কাছে অন্যের বিষণ্ণতা স্রেফ একটা ন্যাকামো। ওদের আমি খুনি বলি।ওদের আমি ঘৃণা করি প্রচন্ড রকমের,যারা মুখে বলে এক আর অন্তর পূর্ণ মিথ্যায়,ওরা অন্যর অনুভূতির অপব্যবহার করে,

মাঝে মাঝে আমার ভীষণ ক্লান্ত লাগে। খুব অকারণে, খুব অপ্রয়োজনে। তখন মনে হয়, আমি সুখীও ন‌ই, দুঃখীও ন‌ই; আমি শুধুই ক্লান্ত।

আমি হন্যে হয়ে পালাতে চাই সব কিছু থেকে... যেখানে আছি, যার কাছে আছি, যে অবস্থানে আছি, তার সব কিছু থেকেই। পালাতে পারলে বেঁচে যেতাম। আর কার‌ও সাথে নয়, আমি আমার হাত ধরে পালাতে চাই।

আমি জানি না, আমি কোথায় যেতে চাই। আমি শুধু জানি, আমি এখানে থাকতে চাই না।

আমি হন্যে হয়ে নিজের কাছে মুক্তি খুঁজি। আকাশের দিকে দু-হাত মেলে ধরে চিৎকার করে বলি, বাঁচতে আমার বড্ড ক্লান্ত লাগছে!

06/11/2023

If you express your love for someone without any boundaries,he will demolish your heart,so you should love people after knowing that how much he deserve.

প্রতিটা দিন হেরে যাই একাকিত্ব আর মিথ্যার কাছে, একটা সময় ক্লান্ত হয়ে যাই নিজের সাথে যুদ্ধ করে কতদিন বাঁচা যায়,সুখ কিনতে গ...
06/09/2023

প্রতিটা দিন হেরে যাই একাকিত্ব আর মিথ্যার কাছে, একটা সময় ক্লান্ত হয়ে যাই নিজের সাথে যুদ্ধ করে কতদিন বাঁচা যায়,সুখ কিনতে গিয়ে হারিয়ে ফেলেছি,মানুষকে মেরে ফেলা কতো সহজ, কেউ জীবিত অবস্থায় মেরে ফেলে আর কেউ পুরোপুরি মেরে ফেলে,অসুস্থ পৃথিবীটাকে অনেক বেশি ঘৃণা করি।

06/08/2023

বিশ্বাসকে টুকরো করে ফেলে একটা মানুষকে খুব সহজে মেরে ফেলা যায়,কি লাভ কাউকে ঠকিয়ে?ক্ষনিকের আনন্দ, তবে একটা মানুষের জীবণ নষ্ট করা আনন্দ কি কখনো স্থায়ী হয়?একজনের চোখের পানি দেখে যে আনন্দ পায় সে কি করে মানুষ হয়?মিথ্যা বলে কাউকে কষ্ট দেয়ার মাঝে কি আনন্দ খাকতে পারে,বিশ্বাস ভাঙ্গার কষ্ট কতটা নির্মম তা শুধু আল্লাহই জানে,

এক ফোঁটা বৃষ্টি প্রচন্ড তাপে সব কিছু অস্থির প্রকৃতির সব কিছু,বাসার সামনে ছোট্ট একটা মাঠ প্রতিদিন বিকেলে বা ঘুম থেকে জাগা...
06/07/2023

এক ফোঁটা বৃষ্টি

প্রচন্ড তাপে সব কিছু অস্থির প্রকৃতির সব কিছু,বাসার সামনে ছোট্ট একটা মাঠ প্রতিদিন বিকেলে বা ঘুম থেকে জাগার পরে খালি পায়ে নরম ঘাস গুলোর উপর হেঁটে বেড়াতে ভালো লাগে,রোজ ঘাস ফুলের সাথে কথা বলাটাও আমার কাজ বলা চলে,আজ ঘাসফুলের গল্প শোনাবো,
আমি প্রশ্ন করেছিলাম তোমারতো ঘ্রাণ নেই সবার মতো এতো যত্ন নেই তাও তুমি সুন্দর খুব মায়া কখনো ভালোবেসেছো কাউকে?বা কেউ তোমায় ভালোবেসেছে কখনো?

ঘাস ❀ : হুম বেসেছি অনেক বেশি কিন্তু যাকে বেসেছি সে আমায় আগলে রাখার জন্য আসেনি!
ঘাস ফুলের মলিন কন্ঠে আবার জানার ইচ্ছে হলো তবে শুনতে চাই বলো আমাকে।

ঘাস ফুল:চৈত্রর শেষ প্রচন্ড ক্লান্ত আমি একটু ছায়ার জন্য আমার আকুতি সৃষ্টি কর্তাও সহ্য করতে পারেনি সেদিন, আমি তাকে বলেছিলাম আমি রোদ থেকে বাঁচতে চাই আমাকে শান্ত করে দিবে এমন ছায়া,এমন সময় আকাশ জুড়ে ঘণ কালো মেঘ এলো আমি প্রচন্ড রকমের আনন্দ অনুভব করলাম এই বুঝি আমি রোদ থেকে বেঁচে যাবো,আমি মেঘের সাথে সন্ধি করলাম,মেঘ আমায় রোদ থেকে বাঁচালো আমায় কথা দিলো সারাজীবণ ছায়া হয়ে আমার পাশে থাকবে,ভালোই চলছিলো সব কিছু,একদিন জানতে পারলাম আরো একজন আছে মেঘের জীবণে।
চলবে.....

05/31/2023

বাসররাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বললো

--" আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না। শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার।

আমি মুচকি হেসে বললাম ঃ- হুম আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিবো না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি?

--" হুম পারো। আমি তোমার বিশ্বাসে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিলো। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর আমি জানতে চাইলাম আপনি চোখের পানি মুছুন।

সে হেসে বলেছিলো ঃ- এই চোখের পানি মোছার দ্বায়িত্ব তোমার।

--" আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিবো না।

--" আমিও দিবো না।

সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো --" আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম।
একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভলেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে। কেমন একটা সন্দেহ তৈরী হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি। তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে। লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো ম্যানিব্যাগে রেখে দেয়৷
গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠলো। কি সুন্দর প্রেমের বানী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার৷ একমিনিট এইগুলো তো আমার ডাইরির পেজ। তার মানে উনি আমার ডাইরি থেকে সব পেজ ছিড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডাইরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই। সব ছিড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিলো না। আমি ততো সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললো

--" আসলে এতো সুন্দর কথা আমাকে নিয়ে লেখেছো যে সবসময় পড়তে ইচ্ছে করে তাই ছিড়ে নিয়েছি তুমি রাগ করো না৷ সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না সোনাবউ আমার৷

আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপফুল আর বেলিফুলের মালা নিয়ে এসেছিলো৷ বোকা হাসি দিয়ে বললো

--" তোমার কি পছন্দ তাতো জানি না তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু। তাহলে এখন আমি কিন্তু কান্না করবো।

তার কথাশুনে আমি ফিকফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো সে পাশেই বসা ছিলো। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বললো

--" আমি পাশে থাকলে লাউডস্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়।

--" সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন?

--" ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না৷ তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে।

আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি? আমি মাথ নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরে ছিলাম।

সময়ের সাথে আমার সুখের সংসার পর হচ্ছিল। কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেলো। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বললো

--" আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে আর তুমি আমার জন্য দোয়া করো। একটা কথা বলবো আমি অনেক হিংসুটে তোমার ভাগ কাউকে দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবী করুক। আমি বিশ্বাস করি তোমায়।

--" তোমার কিছু হবে না। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই চলে আসলো বলে।

লোকটা সেদিন আর কথা বলেনি। বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। সেদিনের পর আরো পনেরোটা বছর পর পার হয়ে গেছে। আমার মা বাবা শশুর শাশুড়ী সকলে আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে তোমার বয়সই বা কত আর একটা বিয়ে করে নেও। কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে--" আমি বিশ্বাস করি তোমায় "
Collected

05/29/2023

i'm afraid😓now...

05/23/2023

একটা নির্দিষ্ট সময় পর শুধু মৃত্যুই কারো জন্য অপেক্ষা করে তখন না কেউ আপন থাকে না কেউ পাশে থাকে,পৃথিবীতে সব কিছু অনিশ্চিত কি হবে কেউ জানেনা,তবে মৃত্যু হবেই এটা নিশ্চিত, কেউ কারো জন্য নিজের ভালো সময়কে খারাপ করতে চায়না সবাই ভালো থাকতে চায়,পৃথিবীতে কখনোকি স্বার্থের বাইরে কিছু ছিলো?হয়তো ছিলনা আর হবেওনা,মিথ্যা সান্তনায় পূর্ণ সব কিছু।

05/16/2023

📌Useful phrases for Speaking part:

☑️How to start:
I definitely think...
I guess...
I suppose...
I suspect...
I firmly believe...
I recon...
I admit...
I'm convinced that...
Ieltsxpress
In my humble opinion...
If you ask me...
Personally,...
Um, honestly...

☑️Adding:
Another reason is...
In addition.....as well as...
Also
Furthermore
Moreover

☑️Examples:
Such as...
Yet, another example of this is...
For instance...
What I mean is...
What I want to say is...

☑️Contracting:
However
But
In comparison
Instead

☑️Introducing other people's opinion:
Some people say that...
According to some...
It's believed that...

☑️Effect:
So
Because
As a result
Not only because of that...but also...

05/10/2023

জীবনে কখনো এমন কারো উপর ভরসা বা বিশ্বাস রাখা উচিৎ না যে এসবের মূল্যই বোঝেনা,মানুষের স্বার্থপর আচরণে মাঝে মাঝে সত্যি বলার আর কিছুই থাকেনা।

শেষ বেলায় আমি আছি।
11/01/2022

শেষ বেলায় আমি আছি।

10/05/2022

একটা সময় ছিলো যখন অল্প কিছু হলেই
মন খারাপ হতো কান্না করতাম ভাত খেতাম না
মুখ ফুলিয়ে ঘরের মধ্যে একা- একা বসে থাকতাম
কথা বলতাম না কারু সাথে, মন ঠিক না হওয়া অব্ধি।

আজও ঠিক আগের মতোই আছি
অল্প কিছু হলেই এখনো মন খারাপ হয়, শুধু তফাত আজকাল মন খারাপ হলে কাউকে বুঝতে দেইনা
কান্না করলেও সবার অজান্তেই করি, প্রচন্ড মন খারাপ থাকা সত্বেও সবার সঙ্গে হেসেখেলেই কথা বলি।

এইসব করার কারণ- আমি চাইনা আমার খারাপ সময়ে কেউ আমার সঙ্গে থাকুক, আমি চাই আমি একাএকাই নিজেকে সামলে নিতে।

আসলে আমরা যখন বুঝতে পারি
আমাদের খারাপ সময়ে কিংবা মন খারাপের সময় যারা আমাদের পাশে থাকে,তাদের প্রতি আমরা ভীষণ ভাবে দূর্বল হয়ে পড়ি,আর ঠিক এই দূর্বলতার সুযোগ কাজে লাগিয়ে,কিছু কিছু মানুষ আমাদের কে
আরও ভেঙেচুরে তচনচ করে দেয়।

তাই আবার-ও ভেঙেচুরে তচনচ হওয়ার চেয়ে
খারাপ সময়ে নিজেকে একাএকাই সামলে নেওয়া অনেক ভালো।

With a class of refreshment.....
09/03/2022

With a class of refreshment.....

08/26/2022

রাসুল (স.) বলেছেন, ' কিয়ামতের দিন সে- ই আমার নিকটতম ব্যক্তি হবে, যে আমার প্রতি বেশি পরিমানে দরুদ পাঠ করেছে।
[সুনান তিরমিজি, হাদিসঃ ৪৮৪ ]

আসুন সারাদিন কমপক্ষে ১০০ বার রাসূল (সাঃ) এর শানে দুরুদ পাঠ করি।
ﷺ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ

Address

Vancouver, BC
V2C

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Outdoor Fascination posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Outdoor Fascination:

Videos

Share

Category