The Daily Gono Bishwabidyalay

The Daily Gono Bishwabidyalay গণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, সাহায্য, মিমস, সংবাদ নিয়ে আমাদের এই পেজ. Tips us with News or Any!

আমি ভাবতেই পারিনি যে আমার ভার্সিটি এর শিক্ষক ও শিক্ষিকাগণ এইভাবে প্রতিবাদ করবেন। ধন্যবাদ সকল স্যার ও ম্যামদের। গর্ব করার...
01/08/2024

আমি ভাবতেই পারিনি যে আমার ভার্সিটি এর শিক্ষক ও শিক্ষিকাগণ এইভাবে প্রতিবাদ করবেন। ধন্যবাদ সকল স্যার ও ম্যামদের। গর্ব করার মত জিনিস।

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) অ্যালামনাই এসোসিয়েশনের ৪৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক শিক্ষার...
13/07/2024

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) অ্যালামনাই এসোসিয়েশনের ৪৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান জুয়েল রানাকে সভাপতি এবং ধামরাই থানার এস.আই. আতাউল মাহমুদ খান বাবুকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

সূত্র - গবিসাস

অবশেষে দীর্ঘ বিরতির পর ৪র্থ সমাবর্তনের মুখ দেখতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!*সম্পুর্ন ছবি কমেন্টে
23/04/2024

অবশেষে দীর্ঘ বিরতির পর ৪র্থ সমাবর্তনের মুখ দেখতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!

*সম্পুর্ন ছবি কমেন্টে

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এর দায়িত্ব পাওয়ায় ম্যাম কে অভিনন্দন ❤️
15/03/2024

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এর দায়িত্ব পাওয়ায় ম্যাম কে অভিনন্দন ❤️

আগামী ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ইং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "Application of bioinformatics i...
27/02/2024

আগামী ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ইং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "Application of bioinformatics in research & it’s significance" নামক সেমিনার।
সময়: দুপুর ২.৩০
ভেন্যু: ১০৯ নাম্বার কক্ষ, এ ব্লক, নিচ তলা

আগামী ১৯ ফেব্রুয়ারি ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদ কতৃক ফ্রী ভেটেরিনারি ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। স্থান - ভ...
16/02/2024

আগামী ১৯ ফেব্রুয়ারি ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদ কতৃক ফ্রী ভেটেরিনারি ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
স্থান - ভেটেরিনারি টিচিং হাসপাতাল, গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত পিঠা উৎসব এ সেরা স্টল এর পুরস্কার লাভ করে কৃষি বিভাগ। ❤️
12/02/2024

গণ বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত পিঠা উৎসব এ সেরা স্টল এর পুরস্কার লাভ করে কৃষি বিভাগ। ❤️

সবাইকে পিঠা উৎসব এ আমন্ত্রন ❤️
04/02/2024

সবাইকে পিঠা উৎসব এ আমন্ত্রন ❤️

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ মেয়ে টিম বিজয়ী হয়েছে - সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ । রানা...
01/02/2024

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ মেয়ে টিম বিজয়ী হয়েছে - সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ । রানারআপ হয়েছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ছেলে টিম বিজয়ী হয়েছে - রাজনীতি ও প্রশাসন বিভাগ। রানারআপ হয়...
01/02/2024

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ছেলে টিম বিজয়ী হয়েছে - রাজনীতি ও প্রশাসন বিভাগ। রানারআপ হয়েছে ইংরেজি বিভাগ।

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: বিভাগ ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল ম্যাচ ১ ফেব্রুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হবে।সকাল ১০...
30/01/2024

গণ বিশ্ববিদ্যালয় আন্ত: বিভাগ ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল ম্যাচ ১ ফেব্রুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি vs সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এর মধ্যে মেয়েদের টুর্নামেন্ট।

এবং সকাল ১১ টায় ইংরেজি এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ এর মধ্যে ছেলেদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

লোকেশন - কেন্দ্রীয় খেলার মাঠ

অক্টোবর ২০২৩ সালের পরীক্ষার্থীদের মধ্যে যারা যারা ওয়েবার পেয়েছে তারা তাদের gbiems একাউন্টে গিয়ে চেক করে দেখে নিতে পার...
29/01/2024

অক্টোবর ২০২৩ সালের পরীক্ষার্থীদের মধ্যে যারা যারা ওয়েবার পেয়েছে তারা তাদের gbiems একাউন্টে গিয়ে চেক করে দেখে নিতে পারবেন।

২০২৪ সালের ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি
28/01/2024

২০২৪ সালের ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি

11/01/2024

২৫ মন্ত্রী: কার দায়িত্বে কোন মন্ত্রণালয়

মন্ত্রীরা যেসব মন্ত্রণালয় পেয়েছেন সেগুলো হলো—

১. আ ক ম মোজাম্মেল হক—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

২. ওবায়দুল কাদের— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৩. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন— শিল্প মন্ত্রণালয়

৪. আসাদুজ্জামান খান— স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৫. ডা. দীপু মনি— সমাজকল্যাণ মন্ত্রণালয়

৬. মো. তাজুল ইসলাম— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৭. মুহাম্মদ ফারুক খান— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

৮. আবুল হাসান মাহমুদ আলী—অর্থ মন্ত্রণালয়

৯. আনিসুল হক—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১০. মোহাম্মদ হাছান মাহমুদ— পররাষ্ট্র মন্ত্রণালয়

১১. মো. আব্দুস শহীদ—কৃষি মন্ত্রণালয়

১২. সাধন চন্দ্র মজুমদার—খাদ্য মন্ত্রণালয়

১৩. র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

১৪. মো. আব্দুর রহমান—মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়

১৫. মহিবুল হাসান চৌধুরী নওফেল—শিক্ষা মন্ত্রণালয়

১৬. ফরহাদ হোসেন—জনপ্রশাসন মন্ত্রণালয়

১৭. মো. ফরিদুল হক খান—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১৮. মো. জিল্লুল হাকিম—রেলপথ মন্ত্রণালয়

১৯. সাবের হোসেন চৌধুরী— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

২০. জাহাঙ্গীর কবির নানক—বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২১. নাজমুল হাসান— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২২. স্থপতি ইয়াফেস ওসমান— বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৩. ডা. সামন্ত লাল সেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২৪. নারায়ন চন্দ্র চন্দ—ভূমি মন্ত্রণালয়

২৫. আব্দুস সালাম—পরিকল্পনা মন্ত্রণালয়

১১ প্রতিমন্ত্রী: কার দায়িত্বে কোন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীরা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেগুলো হলো—

১. বেগম সিমিন হোসেন (রিমি)—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

২. নসরুল হামিদ—বিদ্যুৎ বিভাগ

৩. জুনাইদ আহমেদ পলক—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

৪. মোহাম্মদ আলী আরাফাত—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৫. মো. মহিববুর রহমান—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

৬. জাহিদ ফারুক—পানি সম্পদ মন্ত্রণালয়

৭. কুজেন্দ্র লাল ত্রিপুরা—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

৮. রুমানা আলী—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

৯. শফিকুর রহমান চৌধুরী—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১০. আহসানুল ইসলাম টিটু—বাণিজ্য মন্ত্রণালয়

১১. খালিদ মাহমুদ চৌধুরী—নৌ-পরিবহন মন্ত্রণালয়

The 19th Asian Games Hangzhou 2022.Bangladesh woman's kabaddi team.এ রয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩ জন নারী ছ...
29/09/2023

The 19th Asian Games Hangzhou 2022.
Bangladesh woman's kabaddi team.
এ রয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩ জন নারী ছাত্রী।
★মেবি চাকমা।
★লাকি আক্তার।
★নবশ্রী চাকমা।
অভিনন্দন গণ বিশ্ববিদ্যালয়ের ৩ জন কৃতি খেলোয়াড়কে,দোয়া করি ভাল ফলাফল নিয়ে দেশে ফিরে আসুক।

দীর্ঘ দিন পর গণ বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ফ্ল্যাশমব আয়োজনে - ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ শিক্ষার্থী কল্যাণ তহ...
23/09/2023

দীর্ঘ দিন পর গণ বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ফ্ল্যাশমব আয়োজনে - ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ শিক্ষার্থী কল্যাণ তহবিল। মঙ্গলবার সকাল ১০ টায় ট্রান্সপোর্ট চত্বরে এই ফ্ল্যাশমবটি অনুষ্ঠিত হইবে।
সকলকেই দেখার অনুরোধ রইলো।

আগামী ২০.০৯.২০২৩ (বুধবার) সকাল ১০:০০ টা হতে ১০.৩০ টা পর্যন্ত কিভাবে অনলাইনে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হবে তার উপর এ-৪১৭ ন...
18/09/2023

আগামী ২০.০৯.২০২৩ (বুধবার) সকাল ১০:০০ টা হতে ১০.৩০ টা পর্যন্ত কিভাবে অনলাইনে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হবে তার উপর এ-৪১৭ নম্বর রুমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সকল শিক্ষার্থীদের উক্ত প্রশিক্ষণে অংশগ্রহন বাধ্যতামূলক।

18/09/2023

পরীক্ষা পেছানোর দাবি করছি না তবে রুটিন সংশোধন অবশ্যই প্রয়োজন..

বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ৩ ক্রেডিটের সাবজেক্ট এর পরীক্ষার আগে মিনিমাম ২ দিন হলেও বন্ধ দেই,আমাদের এখানে কোনো বন্ধ নাই,সপ্তাহে ৫ দিন প্রত্যেক দিন ৩ ক্রেডিট এর সাবজেক্ট এর পরীক্ষা!!!
এক পরীক্ষা শেষ করার '২১ ঘন্টা' পরেই আরেক ৩ ক্রেডিট এর সাবজেক্ট এর পরীক্ষা!!

এভাবে পরীক্ষার এফেক্ট রেসাল্টের ওপর পড়ে,আর নিজের রেসাল্ট সারাজীবন নিজেরই বহন করতে হবে,ভার্সিটি তখন থাকবে না!
৫ মাস যতই পড়াশোনা হোক না কেন একটানা পরীক্ষা সার্বিক রেসাল্টের ক্ষতি!
১০-১২ দিনে তাড়াহুড়ো করে পরীক্ষা শেষ না করে যথোপযুক্ত রুটিন এর আশা করছি!

সেমিস্টার ফাইনাল পরীক্ষার খসরা রুটিন ও নির্দেশনা...
17/09/2023

সেমিস্টার ফাইনাল পরীক্ষার খসরা রুটিন ও নির্দেশনা...

গণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল।কতৃপক্ষের কাছে অনুরোধ ওয়েবসাইটটা যেন আধুনিক, তথ্যবহু...
14/09/2023

গণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল।কতৃপক্ষের কাছে অনুরোধ ওয়েবসাইটটা যেন আধুনিক, তথ্যবহুল, যুগোপযোগী, স্টান্ডার্ড, ও বিস্তৃত হয়।যেখান থেকে বর্তমান ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য,সুযোগ -সুবিধা, পড়ালেখার মান,শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, বিভাগের শিক্ষক সংখ্যা ও তাদের একাডেমিক কোয়ালিফিকেশন সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য ও সেবা পেতে পারে।

মূলকথা একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেমনটি হওয়া উচিত তেমনটি যেন হয়।কোন স্কুল/কলেজের ২ পাতার ওয়েবসাইট যেন না হয়।

গণ বিশ্ববিদ্যালয় 🔥
14/09/2023

গণ বিশ্ববিদ্যালয় 🔥

প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ২টি করে ফিল্টার লাগানো হচ্ছে ❤️
12/09/2023

প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ২টি করে ফিল্টার লাগানো হচ্ছে ❤️

12/09/2023

BMB DEBATE CHAMP 2023 এর রেজাল্ট 🔥🔥

আজকে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত IQAC  রুমে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রথম বারের মতো ...
12/09/2023

আজকে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত IQAC রুমে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রথম বারের মতো " যুক্তির আলোয় মুক্তির সন্ধান" এই শিরোনামে "বিএমবি ডিবেট চ্যাম্প -২০২৩" একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো: আবুল হোসেন স্যার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম স্যার এবং রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্যার, সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড.মো: ফুয়াদ হোসেন স্যার।
উক্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি উপভোগ করতে সবার উপস্থিতি কামনা করছি।

প্রথমবারের মতো গণ বিশ্ববিদ্যালয় এর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এর পক্ষ থেকে ডিপার্টমেন্ট এর মধ্যে তর্ক - বিতর...
11/09/2023

প্রথমবারের মতো গণ বিশ্ববিদ্যালয় এর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এর পক্ষ থেকে ডিপার্টমেন্ট এর মধ্যে তর্ক - বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারিখ - ১২ সেপ্টেম্বর, ২০২৩
সময় - সকাল ৯.৩০ টা
লোকেশন - IQAC কনফারেন্স রুম

07/09/2023

ভার্সিটি লাইফে অনেক ধরনের অভিনয় শিখতে হয়!! প্রতিটি স্টুডেন্ট পুরোদমে একেকজন অভিনেতা।আপনার অনেক কিছুই ভালো লাগবে না, অনেক মতের সাথেই মিলবে না। তারপর ও আপনাকে মানিয়ে নিতে হবে!!! সবাই যার যার মতো করে অভিনয় করে যাচ্ছে!! এ সময়ে নিঃস্বার্থ বন্ধুত্বটা খুবই কমই গড়ে উঠে!! প্রতিটি সম্পর্কের পিছনে থাকে কোনো না কোনো স্বার্থ!!! হ্যা, তারপর ও দেখবেন " কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককে ও হার মানায়" "কিছু সম্পর্ক হয় মানবিকতার" ভার্সিটি লাইফে কোনো কারণে একবার পিছিয়ে পরলে দেখবেন ক্লাশে,এমনকি ফ্রেন্ড সার্কেলে আপনার গুরুত্ব শেয়ার বাজারের মত ধসে পড়বে!! একসময়ের ক্লোজ ফ্রেন্ডটিও আপনাকে না জানিয়ে গ্রুপ ডিসকাশনে চলে যাচ্ছে!! আপনার চারপাশে যে বন্ধুগুলোকে দেখছেন,আপনার ব্যর্থতায় দেখবেন তারাই বেজায় খুশী!!ভার্সিটি লাইফের মতো মেকী ফ্রেন্ডশীপ আর কোথাও পাবেন না!! বিশ্বাস হচ্ছে না???

আচ্ছা, এই দীর্ঘ ছুটিতে বাড়িতে আসার পরে কয়জন ফ্রেন্ড আগ বাড়িয়ে নক করেছে!!! কয়েকটা দিন আপনি আগে ফোন দিবেন না!! কয়টা ফোন আপনার ফোনে আসে একটু দেখেন!!! যাকে ছাড়া আপনার একটা মূহুর্ত কাটে না দেখবেন সেও কোনো না কোনভাবে স্বার্থের সাথে জড়িত!! (কিছু মানবিক সম্পর্ক ছাড়া)!! এই সব প্রতিকূলতার মাঝে ও আপনাকে মানিয়ে নিতে হবে!! কেউ কাউকে গুরূত্ব দিবে না!! গুরুত্বটা আদায় করে নিতে হয়!! দিন শেষে চারপাশের প্রতিটি মানুষ যত না আপনার ফ্রেন্ড,,তারচেয়ে বেশি আপনার কম্পিটেটর!!! Life is a game of competition..!! এই কম্পিটিশনে আপনাকে টিকে থাকতেই হবে।।
জীবন সুন্দর 😍চিল করে উপভোগ করাই উচিত☺

গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের...
22/08/2023

গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। ৪টি অনুষদে মোট ১৬টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে ছাত্র সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, মিউজিক কমিউনিটি, অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ, শুভ সংঘ। এছাড়াও গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচালিত মোট ১৮টি সংগঠন রয়েছে।

⭕ গণ বিশ্ববিদ্যালয় এ যেসব বিভাগ এ পড়ানো হয় -
• ফার্মেসি বিভাগ
• মাইক্রোবায়োলজি
• প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
• বাংলা
• ইংরেজি বিভাগ
• সমাজবিজ্ঞান ও সামাজকর্ম বিভাগ
• রাজনীতি ও প্রশাসন বিভাগ
• আইন বিভাগ
• বিবিএ বিভাগ
• কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
• মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ
• ফলিত গণিত বিভাগ
• তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
• রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ
• ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস
• এগ্রিকালচার

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Gono Bishwabidyalay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category