Shyamoli jahan Shimu

Shyamoli jahan Shimu "Hey, I'm Shimu, a passionate digital creator specializing in Social Meddia Marketing.

07/04/2022
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধাঃঅ্যাফিলিয়েট মার্কেটিং একটি স্মার্ট এবং আধুনিক পেশা। এই পেশার কিছু স্বাতন্ত্রতা রয়েছে যা ...
24/02/2022

অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধাঃ

অ্যাফিলিয়েট মার্কেটিং একটি স্মার্ট এবং আধুনিক পেশা। এই পেশার কিছু স্বাতন্ত্রতা রয়েছে যা এটিকে অনলাইনের অন্যান্য কাজ থেকে পৃথক করেছেঃ

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো বিড করার প্রয়োজন পড়ে না।
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ থাকে।
একটি ওয়েবসাইট দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করা সম্ভব হয়।
একটি অ্যাফিলিয়েট সাইট দিয়ে একাধিক ওয়েতে ইনকাম করা সম্ভব হয়।
আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
ঘুমিয়ে থাকলেও ইনকাম করা সম্ভব।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর অসুবিধাঃ

অনেক সুবিধার পাশাপাশি এই পেশার কিছু অসুবিধাও রয়েছে। যেমন,

ফ্রিল্যান্সিংয়ে শুরুর দিকেই সবাই বিনিয়োগ করতে আগ্রহী হয় না।
জীবনে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড-এর জন্য অনেক রিস্ক নিলেও এই ইন্ডাস্ট্রির রিস্কটা অনেকে নিতে চায় না।
ইনকামের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা বিরক্তিকর মনে হয়।
মানুষের চাহিদা সম্পর্কে জানার সীমাহীন আগ্রহ কিংবা সেই চাহিদার বস্তুটাকে তার চোখের সামনে মেলে ধরতে পারার যোগ্যতা থাকলে আপনার পক্ষেই সম্ভব একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার হওয়া। ধৈর্য্যের সাথে একনিষ্ঠতা থাকলে অসাধ্যকে সাধন করা সময়ের ব্যাপার মাত্র…!!!

🥰🥰
19/01/2022

🥰🥰

Registration going on......
18/01/2022

Registration going on......

03/01/2022

You are welcome🥰🥰

ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরা...
12/12/2021

ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।

একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরাজীর্ণ এই গাড়িটা আমি বহু বছর আগে নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।

তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য একটা গাড়ির শোরুমে যাও এবং দেখো, তারা এটার কত দাম বলে।”

ছেলেটা গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”
ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলেটা গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক, তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্যায়ন না করা হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে, তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব।"

-সংগ্রহীত

বাস্তবতার মুখে  #আজ থেকে ৭/৮ বছর আগে এক ছেলেকে ৫ হাজার টাকা বেতনের চাকরির অফার দিয়েছিলাম। তার বয়স তখন ছিল ২৪ বছর। বেতন শ...
04/12/2021

বাস্তবতার মুখে #

আজ থেকে ৭/৮ বছর আগে এক ছেলেকে ৫ হাজার টাকা বেতনের চাকরির অফার দিয়েছিলাম। তার বয়স তখন ছিল ২৪ বছর। বেতন শুনে সে বলেছিল "এই টাকায় তো আমার সিগারেটের খরচও উঠবে না।"
ছেলেটার বয়স এখন ৩২/৩৩ বছর। ছেলেটা কিছুদিন আগেও আমার কাছে চাকরি চাইল। এবার সে ৫ হাজার টাকা বেতন দিলেও চাকরি করতে রাজী। আমি উত্তরে বললাম "আমাদের কাছে ৫/৬ হাজার টাকা বেতনের চাকরি আছে তবে সেটা ২৩/২৪ বছর বয়সী লোকদের জন্য। ৩২/৩৩ বছর বয়সী ছেলেরা করবে সিনিয়র র‍্যাংকের চাকরি, অভিজ্ঞতা থাকবে ৬/৭ বছর, বেতন থাকবে ৩০/৪০ হাজার টাকা। শরীরে এনার্জি কম থাকলেও মগজে থাকবে অভিজ্ঞতা। ২৪ বছরের ছেলেদের শরীরে যে এনার্জি আছে তোমার শরীরে এই এনার্জি নেই৷ ২৩/২৪ বছর বয়সী ছেলেরা কাজ করবে শরীর দিয়ে আর সেই অভিজ্ঞতা কাজে লাগাবে ৩২/৩৩ বছর বয়সে। আমি দুঃখিত তোমাকে দেয়ার মত কোন চাকরি আমাদের কাছে নেই।"

পশ্চিমা দেশগুলোর একটা জিনিস খুব ভালো লাগে। তারা সন্তানদের ছোটবেলা থেকেই সব ধরনের কাজ করার জন্য উৎসাহিত করে। ১৩/১৪ বছর বয়স থেকে পার্ট টাইম কাজ করে। আর ১৮ বছর বয়সে তো বাবা মা থেকে আলাদাই হয়ে যায়। আর একত্রে থাকলে যার যার ইনকাম দিয়ে তার তার খরচ চলবে।
অথচ এই ১৮ বছর বয়সে আমাদের দেশের অনেক ছেলেকে তার মা ভাত মাখিয়ে দেয়৷ এই ১৮ বছর বয়সী অনেক ছেলেকে তার বাবা কলেজে নিয়ে যায়। অনেক বাসা থেকে দূরের কলেজে/ভার্সিটিতে চান্স পেলেও ভর্তি করায় না। আর কাজ করা তো দূরের কথা। এরা সামান্য লেখাপড়া করলেই কাজকে ঘৃণার চোখে দেখে। তারা কাজের কিছু শ্রেনীবিভাগ তৈরি করে ফেলে-এই কাজ আমার না, ঐ কাজ আমার না। মোটামুটি একটা মানুষ সাবলম্বি হতে যে যে কাজ করার দরকার সেগুলোর মেক্সিমামকে সে খারাপ চোখে দেখে।
ভার্সিটি পড়ুয়া একটা ছেলেকে যদি বলেন 'মুচির' কাজ করতে। সে না খেয়ে থাকবে কিন্তু এই কাজ সে করবে না।
ভার্সিটি পড়ুয়া একটা ছেলেকে যদি বলে ধোপার কাজ করতে, সে নাক ছিটকাবে। অথচ সেইম কাজ সে বিদেশে গেলে ঠিকই করবে।
ফলাফল, পশ্চিমা দেশের ১৩/১৪ বছর বয়সে কাজ শুরু করা ছেলেটা ৩০ বছরে এসে বিশাল চাকরিজীবী অথবা বিশাল ব্যবসায়ী হয়ে যায় এমনকি বিশ্বের সেরা ধনীও হতে পারে (যেমন মার্ক জুকার) অপরদিকে ৩০ বছর বয়সে এসে আমাদের দেশের ছেলেরা কীভাবে ক্যারিয়ার গড়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে যায়।

আমি আমার ছেলেদেরকে সব ধরনের 'অড জব' করাব। বিশেষ করে রান্না তো শেখাবই। এছাড়া কোন কাজকে যাতে ঘৃণা না করে সেই মেন্টালিটি তৈরি করব ইনশাআল্লাহ যাতে সে যেকোন পরিস্থিতি সামাল দিতে পারে।

© ফখরুল ইসলাম

learn,earn and fun with freelancing 🥰🥰
25/11/2021

learn,earn and fun with freelancing 🥰🥰

ফ্রিল্যান্সিং-এ  বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍😍★বর্তমান ৩০০ মিলিয়েন ডলার আয় করেছে বাংলাদেশের ফ্রিল্যা...
24/11/2021

ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍😍
★বর্তমান ৩০০ মিলিয়েন ডলার আয় করেছে বাংলাদেশের ফ্রিল্যান্সরা💰
সেটা বাংলাদেশ সরকার ২০২৫ এর
মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।
তাই আজই বেকারত্ব জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন, "চাকরি নয় ফ্রীল্যান্সার হও"
আয় করুন ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা।🌐
ছাত্র থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনিও হতে পারেন একজন টপ ফ্রীল্যান্সার🥰
ইনশাআল্লাহ 😍
কিছুদিনের মধ্যে আমরা প্রথম স্থান দখল করব✌️✌️
:

নিচের ব্লগ লিংকটি ভিজিটের মাধ্যমে আমার একা নিজের বানানো ফ্রি ওয়েব সাইটি অবশ্যই দেখে জানাবেন কেমন হলো?? 🥰🥰🥰ব্লগিং থেকে কী...
16/11/2021

নিচের ব্লগ লিংকটি ভিজিটের মাধ্যমে আমার একা নিজের বানানো ফ্রি ওয়েব সাইটি অবশ্যই দেখে জানাবেন কেমন হলো?? 🥰🥰🥰

ব্লগিং থেকে কীভাবে টাকা উপার্জন করবেন?

ব্লগকে বিভিন্ন উপায়ে মনিটাইজ করা যেতে পারে। আপনার ব্লগ থেকে টাকা উপার্জনের জন্য অনলাইন উপার্জন সংক্রান্ত বিভিন্ন মডেল এবং সেরা পদ্ধতিগুলি দেখুন।

আপনার যদি কোনও ব্লগ বা সাইট থাকে – বা এইরকম কিছু শুরু করার কথা ভেবে থাকেন – তাহলে জেনে রাখুন যে আপনার কাছে এখনও উপার্জন করার সুবিধা আছে। ব্লগকে বিভিন্ন উপায়ে মনিটাইজ করা যেতে পারে। এই নিবন্ধে অনলাইনে উপার্জন সংক্রান্ত বিভিন্ন মডেল এবং ডিজিটাল কন্টেন্ট মনিটাইজ করার সেরা পদ্ধতিগুলির কথা বলা আছে।

প্রাথমিক বিষয় দিয়ে শুরু করুন। মনিটাইজেশন কী? সহজভাবে বলতে গেলে মনিটাইজেশনের অর্থ হল আপনার সাইট থেকে টাকা উপার্জন করা। আপনি নিজের ব্লগে অনলাইন কন্টেন্ট থেকে উপার্জন করলে সেটিকে মনিটাইজেশন বলা হবে।

আপনার ব্লগ থেকে টাকা উপার্জন শুরু করার জন্য, এখানে বেশ কিছু অনলাইন ব্যবসায়িক মডেল আছে:

১. বিজ্ঞাপন
২.অ্যাফিলিয়েট মার্কেটিং
৩.সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের অফার
৪.সাবস্ক্রিপশন
৫.কোচিং
👉কীভাবে আপনি নিজের এবং আপনার ব্লগের জন্য এই কাজগুলি করতে পারেন? মনিটাইজেশনের প্রতিটি মডেলকে খুব ভাল করে বুঝে নেওয়া যাক।

📯বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজেশন:
টাকা উপার্জনের জন্য আপনার ব্লগে বিজ্ঞাপন দিন

একজন ব্লগের প্রকাশক হিসেবে, আপনার অনলাইন কন্টেন্টে বিজ্ঞাপন যোগ করলে সহজে টাকা পেতে পারবেন। বিজ্ঞাপনদাতারা আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য পেমেন্ট করতে ইচ্ছুক। ঠিক একইভাবে বেশিমাত্রায় সার্কুলেট হওয়া সংবাদপত্রিকা বিজ্ঞাপনদাতাদের আরও বেশি চার্জ করতে পারে, আপনার সাইট এবং কন্টেন্ট যত বেশি জনপ্রিয় আপনি তত বেশি উপার্জন করতে পারবেন।

আপনার কন্টেন্টের সাথে যেসমস্ত ব্যবসার বিজ্ঞাপন আপনি দেখাতে চান সেগুলির জন্য আপনি বিজ্ঞাপন দেখানোর স্লট অফার করতে পারেন। এটিকে সরাসরি ডিল বলা হয়। আপনার হয়ে বিজ্ঞাপন দেখানোর স্লট বিক্রি করার জন্য Google AdSense-এর মতো বিজ্ঞাপন নেটওয়ার্কের ব্যবহারও আপনি করতে পারেন।

আপনার ব্লগের নির্দিষ্ট পৃষ্ঠায় উপস্থিত কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর বিষয়ে AdSense সাহায্য করে। যেমন- আপনার ব্লগটি অ্যাডভেঞ্চার ভ্রমণের বিষয়ে থাকলে এবং Rekyavik-এ ভ্রমণ সংক্রান্ত কোনও পোস্ট এইমাত্র আপলোড করে থাকলে, AdSense আপনাকে হয়ত ভ্রমণ সংক্রান্ত বীমা, আইসল্যান্ড বা উষ্ণ পোশাক সম্পর্কে কোনও বিজ্ঞাপন দেখাবে। যেখানে বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে সেই সাইটের মালিক হিসেবে, কোনও ব্যবহারকারী যখন কোনও বিজ্ঞাপন দেখেন বা যোগাযোগ করেন তখন AdSense আপনাকে পেমেন্ট করে।

অনলাইন বিজ্ঞাপনগুলিকে আপনার ব্লগের কন্টেন্ট এবং পাঠকদের জন্য প্রাসঙ্গিক করে তোলার দক্ষতা সহ, অনেক বিজ্ঞাপনদাতারা আপনার বিজ্ঞাপনের স্লটের জন্য একটি প্রিমিয়াম মূল্য দিতে আগ্রহী।

📯অ্যাফিলিয়েট মার্কেটিং:
প্রোডাক্টের সুপারিশ করে টাকা উপার্জন করুন
রিসোর্স এম্বেড করা ছবি
অ্যাফিলিয়েট মার্কেটিং হল আপনি যখন অন্য কোনও সাইটে বিক্রয়ের জন্য কোনও প্রোডাক্ট বা পরিষেবাতে আপনার কন্টেন্টে কোনও লিঙ্ক অন্তর্ভুক্ত করেন। এটি কীভাবে কাজ করে তা এখানে রয়েছে: যখন কেউ আপনার সাইটে লিঙ্কটি ক্লিক করে, অ্যাফিলিয়েট সাইটে যায় এবং আপনার অনুমোদন করা প্রোডাক্ট কেনার জন্য প্রসেস করা হয়, আপনি বিক্রয়ের উপর কমিশন পান।

প্রোডাক্টের সাজেশনে আগ্রহী এমন নিযুক্ত দর্শক সহ ব্লগের জন্য, এটি একটি কার্যকরী উপার্জনের মডেল হতে পারে। তথ্য সংক্রান্ত, কীভাবে এবং লাইফস্টাইল সংক্রান্ত নিবন্ধগুলি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রচারের জন্য প্রচুর সুযোগ দেয়।

অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগটিকেই আবার উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে, ধরুন আপনি সাঁতার কাটার দুর্দান্ত লোকেশন সম্পর্কে পোস্ট করেছেন। গিয়ার সাজেস্ট করতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করতে পারেন – যেমন সুইমসুট, তোয়ালে এবং চশমা - যা আপনি আপনার ভ্রমণের জন্য প্যাক করেছেন। ব্লগের কোনও পাঠক আপনার সাজেস্ট করা সুইমসুট লিঙ্কে ক্লিক করে সেটি কিনলে, ব্লগ থেকে আপনি উপার্জন করবেন।

আপনার দর্শকদের বিশ্বাস বজায় রাখতে, গ্রাহকের সাথে আপনার সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। অনেক দেশে গ্রাহকের সাথে আপনার সম্পর্ক প্রকাশ করার জন্য আইনত বাধ্যবাধকতা আছে, সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যুক্ত হওয়ার আগে আইনি পরামর্শ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে নিন। এছাড়াও আপনার ব্লগের খ্যাতি আপনার প্রোডাক্ট বা প্রচার করা পরিষেবার সাথে সম্পর্কযুক্ত, সুতরাং আপনার অ্যাফিলিয়েট পার্টনার বেছে নেওয়ার সময় কোয়ালিটির বিষয়টি মনে রাখুন।

📯সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের অফার: আপনার ব্লগ থেকে টাকা উপার্জন করতে জিনিস বিক্রি করুন।

নিজেদের ব্লগ থেকে আয় করার জন্য এখন অনেক ব্লগার অনলাইন স্টোরের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন। আপনার প্রোডাক্ট ফিজিক্যাল বা ডিজিটাল হতে পারে। অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগের উদাহরণে, আপনার লোগো প্রদর্শিত টি-শার্ট বা বিদেশী গন্তব্যের জন্য ডিজিটাল গাইডবুক বিক্রি করতে পারেন।

আপনার প্রোডাক্ট ফিজিক্যাল বা ভার্চুয়াল যাই হোক না কেন, পেমেন্ট গ্রহণের জন্য আপনাকে সিস্টেম সেট করতে হবে। ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করার সময় আপনাকে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হল- স্টক স্টোর করা, শিপিং অর্গানাইজ করা এবং কর ও শুল্ক ম্যানেজ করা। ডিজিটাল প্রোডাক্ট লজিস্টিক্যালি কম জটিল কারণ সেগুলি অনলাইনে ডেলিভার করা যেতে পারে।

📯সাবস্ক্রিপশন: আয়ের নতুন স্ট্রিম যোগ করার জন্য সাধারণ ফি চার্জ করুন

যদি আপনার ব্লগের কোনও অ্যাক্টিভ কমিউনিটি থাকে যারা আপনার বিষয় সম্পর্কে আরও জানতে আগ্রহী, সেইক্ষেত্রে দীর্ঘমেয়াদে উপার্জনের জন্য পেড মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন মডেল হল আপনার মূল্যবান কন্টেন্ট ব্যবহারের অন্যতম উপায়।

এই ধরনের ব্যবসায়িক মডেলে, পাঠকরা নিয়মিতভাবে, মাসিক বা বার্ষিক ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করে। এইভাবে পাঠকদের কাছ থেকে মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন ফি সংগ্রহ করে, আপনি বার বার আয় করতে পারেন। এই ধরনের অনবরত ক্যাশ ফ্লো আরও স্থিতিশীল, অনুমানযোগ্য এবং সঠিক উপার্জনের স্ট্রিমের সম্ভাবনা অফার করে।

বিনিময়ে, আপনি সাবস্ক্রাইবার বা মেম্বার প্রিমিয়াম কন্টেন্ট, কমিউনিটি এরিয়া, শেখার সংস্থান, ভিডিও বা অতিরিক্ত পরিষেবা এবং টুল সরবরাহ করতে পারেন। আপনার ব্লগের সাথে মানানসই হবে এমন বিভিন্ন ধরনের বেশ কিছু এলিমেন্ট একত্রিত করতে পারেন।

📯কোচিং:
ট্রেনিংয়ের মাধ্যমে ব্লগকে মনিটাইজ করুন।

আপনি ব্লগের মাধ্যমে প্রশিক্ষণ পরিষেবা অফার করলে অনলাইন কোর্স বা কোচিং প্যাকেজ সেট-আপ করে তাতে চার্জ বসিয়ে টাকা উপার্জন করতে পারেন।

আপনি যখন ভিডিও বা ডাউনলোড করা যাবে এমন ইবুকের মতো স্ব-নির্দেশিত শিক্ষামূলক উপকরণ তৈরি করেন, তখন আপনি আপনার অডিয়েন্সদের মধ্যে যারা মেম্বার তাদের নিজের মতো করে এগিয়ে যাওয়ার অনুমতি দেন। ব্যক্তিরা আপনার কোর্স করা চালিয়ে গেলে, তাদের অন্যান্য বিষয়ে আগ্রহের সম্পর্কে আপনি জানতে পারেন।

একটি অনলাইন পাঠ্যক্রম ডেভেলপ করতে আগে থেকেই যথেষ্ট সময় এবং সংস্থান প্রয়োজন হতে পারে, সুতরাং এটি কার্যকর করতে আপনার এই বিষয়ের সাথে যুক্ত অডিয়েন্সের দরকার হবে।

আয় বাড়ানোর আর একটি বিকল্প হল লাইভ ভিডিও কোচিং অফার করা এবং আপনি সময় দিচ্ছেন বলে আপনাকে টাকা দেওয়া হবে।

আপনার অফারটি অনলাইন কোর্স বা অন-ডিমান্ড কোচিং যার উপরেই ভিত্তি করে হোক না কেন, আপনি ইমেলের মাধ্যমে বা আপনার ব্লগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাথে কথোপকথন করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারেন।

মনে রাখবেন যে, আপনার ব্লগ থেকে টাকা উপার্জন করার বিভিন্ন উপায় আছে। আপনি একটি ব্লগ মনিটাইজেশনের পদ্ধতি ভালভাবে শিখে নিতে পারেন বা আপনার ব্যবসাতে কোনটি সবথেকে ভাল কাজ করে তা জানার জন্য উপার্জনের বিভিন্ন স্ট্রিম ম্যাচ করতে পারেন।

👉https://shyamolijahanshimu.blogspot.com/

YOUR DESCRIPTION HERE

ক্যানভা এর উপর একটি গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস হবে।যারা ফ্রিল্যান্সিং এবং ক্যানভা উপর ফ্রি ক্লাসটি করতে আগ্রহী তারা রেজিষ্ট...
07/11/2021

ক্যানভা এর উপর একটি গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস হবে।
যারা ফ্রিল্যান্সিং এবং ক্যানভা উপর ফ্রি ক্লাসটি করতে আগ্রহী তারা রেজিষ্ট্রেশন করার জন্য কমেন্টস বক্স check করুন🥰🥰

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।লাইফে কিছ...
30/10/2021

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।
লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।
হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবন এত তিতা কেন?
দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না?
আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে।
আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।
আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল।
কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা!
যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।
আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।
দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই।
🥰সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।
সংগ্রহীত....

Everyone may not be nice. But, there is something nice in everyone.Never keep a fixed image for anyone Because people ac...
27/10/2021

Everyone may not be nice. But, there is something nice in everyone.
Never keep a fixed image for anyone Because people act differently with different people. Good Morning🥰🥰

Address

Savar
Dhaka
1340

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801884492578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyamoli jahan Shimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamoli jahan Shimu:

Videos

Share