মুসাফির

মুসাফির ইসলাম প্রচার এবং প্রসার আমাদের উদ্দে?

সবাইকে আমন্ত্রণ রইলো
15/03/2022

সবাইকে আমন্ত্রণ রইলো

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর সর্ববৃহৎ সামাজিক গ্রান্ড অনুষ্ঠান।মুসাফির সাহিত্য সংসদ পথচলার ৩য় বর্ষপূর্তী।স-বান্ধবে আপ...
10/12/2021

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর সর্ববৃহৎ সামাজিক গ্রান্ড অনুষ্ঠান।

মুসাফির সাহিত্য সংসদ পথচলার ৩য় বর্ষপূর্তী।

স-বান্ধবে আপনিও আমন্ত্রিত

15/03/2021
21/02/2021

আমাদের তরুণ সমাজ ক্রিকেটারদের আইডল হিসেবে অনুসরণ করে। কিন্তু প্রায়ই আমরা কোন না কোন ক্রিকেটারের নামে নেতিবাচক সংবাদ শুনি। কারও বিরুদ্ধে নারী কেলেংকারী, কারও বিরুদ্ধে জুয়াড়ি, কারও বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ইত্যাদি।
How can the morally & characterless people be the idle of our young generation?

বর্তমানে নাসির সাহেব নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে। তাকে আজীবন সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত।
তার মত নৈতিক অধঃপতন অতীতে আরও কোন ক্রিকেটারের হয়েছে কি না আমার জানা নেই। আপনি ভাল খেলতে পারলেই স্টার হতে পারেন না, আপনার নৈতিকতাও থাকতে হবে। কারণ তরুণরা আপনাকে অনুসরণ করে। আমরা সমাজে তারকাদের এসব নষ্টামির বৈধতা দিলে, তরুণ সমাজও রসাতলে যাবে। পুরো সমাজ ব্যবস্থা অনৈতিকতার যাঁতাকলে পিষ্ট হবে।

শুধু ক্রিকেটাররাই নয়। আমাদের নাটক- সিনেমার কিছু নায়ক ও নায়িকাদের চারিত্রিক অধঃপতন আমাদের ভীষণভাবে ভাবায়। আমাদের ছোটবেলায় আমরা সাবানা, ববিতা, রজিনা, কবিতা ,চম্পাদের দেখে বড় হয়েছি। তাদের চরিত্রের কোন নেতিবাচক সংবাদ কখনো শুনতে হয়নি। আমরা রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, জসিম, আলমগীরদের দেখে বড় হয়েছি। তাদের সম্পর্কে এখনো কোন খারাপ সংবাদ শুনিনা।
আর যেকারণে মনে হয় আমাদের ভাগ্যটা ভাল যে, আমাদের খারাপ কোন তারকাকে আইডল হিসেবে অনুসরণ করতে হয়নি। কিন্তু বর্তমানে?

বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করে যখন ভিনদেশী সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিতে বসেছি, ঠিক তখন সমাজের এসব অধঃপতন আমাদের লক্ষ্য করতে হচ্ছে। তরুণসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সচেতনতা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।

13/02/2021

اللهم بارك لنا في رجب و شعبان
وبلغنا رمضان

আজ সন্ধ্যা থেকে শুরু হল পবিত্র রজব মাস।রজব মাস আসলে রাসুল সা. এই দোয়া বেশি বেশি পড়তেন। সুতরাং এখন থেকে রমযান পর্যন্ত এই দোয়া পড়া সুন্নাহ!

02/01/2021

#আমরা_নরসিংদীবাসী

প্রতিযোগী নং : ০৮

নামঃ রেজাউল কারিম রাফি
স্টুডেন্ট-দারুল উলুম দত্তপাড়া মাদরাসা নরসিংদী
ছবি তোলার স্থান-ড্রিম হলিডে পার্ক চৈতাব।

ছবিটা তুলেছি ১০ই সেপ্টেম্বর ২০২০ইং তারিখে। আছরের নামাজের পর যখন সূর্য অস্তমিত হবে তার আগে আগে। ছবির ব্যাক্তিটি আমার আপন ছোট ভাই,।আমার তোলা সুন্দর এবং সেরা ছবির একটি এই ছবিটি। তাই অনেক ছবি এবং ফটোর মধ্যে প্রতিযোগিতা'র জন্য এ ছবিটিকেই বাছাই করে নিয়েছি। ভালোবাসা রইলো আমরা নরসিংদীবাসী সংগঠনের প্রতি এত সুন্দর একটি আয়োজন করার জন্য।

#আমরা_নরিসংদীবাসী

14/12/2020

edit: Razaul karim Rafi গল্প

14/12/2020

হুজুরের লাশের গাড়ি কিছুক্ষণ আগে বাইতুল মোকাররম মসজিদে এসে পৌঁছেছে।

তাই সকল স্তরের মুসলমানদেরকে হুজুরের জানাযায় শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

13/12/2020

আলোচনা করছেন...
মুসাফির সাহিত্য সংসদ নরসিংদী এর সম্মানিত সভাপতি খাইরুল ইসলাম ফরাজি সাহেব।

১২ ডিসেম্বর নরসিংদী জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে #নরসিংদী_জেলা_স্বেচ্ছাসেবী_সংগঠন_ফোরাম এর উদ্যোগে #পিঠা_উৎসব'২০

#স্থান: বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, বৌয়াকুড়,নরসিংদী (ইনডেক্স প্লাজার বিপরীত পার্শে)

12/12/2020

পদ্মাসেতুতে ৩ বিশ্ব রেকর্ড

পাইলিংঃ
পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে।
বিশ্বে এখনো পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি।

ভূমিকম্পঃ
পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা হচ্ছে ১০ হাজার টন যা পৃথিবীর কোন সেতুতে নেই। ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে।

নদীশাসনঃ
নদীশাসনের জন্য ১১০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে বিশ্বে নদীশাসনে এককভাবে এত বড় দরপত্র আর হয়নি।

#পদ্মাসেতু

12/12/2020

১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস।

12/12/2020

আজ সেই ঐতিহাসিক বেদনাবিদুর ১২ ই ডিসেম্বর। ১২/১২/১২ ইং সনের এই দিনে আমাদেরকে বেদনার সাগরে ভাসিয়ে দিয়ে চিরবিদায় নিয়ে চলে গিয়ে ছিলেন মুজাহিদে মিল্লাত,বাংলার বাঘ #মুফতী_ফজলুল_হক_আমিনী_রহিমাহুল্লাহু

দোয়া করি আল্লাহতালা প্রিয় শায়েখকে জান্নাতের সুউচ্চ মাকাম দারাজ করুন!...আমিন

12/12/2020

এক মুসলিমের অপর মুসলিমের উপর পাঁচটি অধিকার রয়েছে।
১. সালামের জবাব দেওয়া।
২. রুগীকে দেখতে যাওয়া।
৩. জানাযার সঙ্গে যাওয়া ।
৪. দাওয়াত কবুল করা।
৫. হাঁচির জবাব দেওয়া।
[বুখারি:১২৪০, মুসলিম:২১৬২, তিরমিযি:২৭৩৭]

12/12/2020
আগামী ১৪ ডিসেম্বর পূর্ণ সূর্য গ্রহণ : খালি চোখে তাকাবেন না

আগামী ১৪ ডিসেম্বর পূর্ণ সূর্য গ্রহণ : খালি চোখে তাকাবেন না

করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে বহু মানুষ এধরনের মহাজাগতিক সৌন্দর্য দেখতে দৌড়াতো দক্ষিণ আমেরিকার দেশ চিলের দক্....

11/12/2020

এটা বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামের ক্রেজ
জেল-জুলুমের ভয় না করে যারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত।

শ্রদ্ধা-মুফতি সৈয়দ ফয়জুল করিম (চরমোনাই)

11/12/2020

পূর্নতার পথে স্বপ্ন সংযোগের সেতু।
আমাদের স্বপ্নের পদ্মাসেতু ♥

10/12/2020

সবগুলো পিকচার মোবাইলে সেইভ করে রাখুন। কাজে লাগবে।

10/12/2020

আসসালামু আলাইকুম
اَلسَّلَامُ عَلَيْكُمْ
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা
صباح الخير
সাবাহ আল খায়ের
Good Morning

❗ আজ বুধবার
৯ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
২২ রবিউস সানি ১৪৪২ হিজরি

🌞 সূর্যোদয় ০৬ : ২৯ পূর্বাহ্ন
সূর্যাস্ত ০৫ : ১২ অপরাহ্ণ
তাপমাত্রা : সর্বোচ্চ ২৮ সর্বনিম্ন ১৯ সেলসিয়াস

🕌 আজকের নামাজের সময়
যোহর (صلاة الظهر): দুপুর ১১:৫৩ মিনিটে
আছর (صلاة العصر): বিকাল ৩:৩৫ মিনিটে
মাগরীব (صلاة المغرب): সন্ধ্যা ৫:১৪ মিনিটে
এশা (صلاة العشاء): রাত ৬:৩৩ মিনিটে
কালকের ফজর (صلاة الفجر): ভোর ৫:০৯ মিনিটে
*নামাজের সময়সূচি ঢাকার জন্য প্রযোজ্য*

💚 সুস্থ থাকুন, প্রফুল্ল থাকুন,কল্যাণকর হোক আপনার পথচলা
আল্লাহ্‌ হাফেজ

📙 শুরু হোক আপনার দিনটি পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে:

09/12/2020

১৯৬৬-৬৭সালের দিকের নরসিংদী সরকারি কলেজের দু'জন ছাত্রনেতা শামসুল হুদা বাচ্চু (ছাত্রলীগ) আব্দুল হাই ফরাজী (ছাত্র ইউনিয়ন) দুজনেই বীর মুক্তিযোদ্ধা।

উল্লেখ্য
আব্দুল হাই ফরাজী তখন কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

09/12/2020

কিছু কিছু ছবির ক্যাপসন হয় না!!!

ভালো থাকুক তারা।এই শীতে ফুটপাতে রাত কাটায় যারা!

c Razaul karim Rafi গল্প

09/12/2020

শীতের রাত, নরসিংদী রেল স্টেশন

08/12/2020

মুসাফির সাহিত্য সংসদ নরসিংদী, এর বিশেষ প্রকাশনা মুসাফির পত্রিকার ৩য় বর্ষের প্রথম সংখ্যা একজন মানবসেবক ইকবাল হোসেন স্বাধীন কে তুলে দিচ্ছেন সংগঠনের সভাপতি ও বরেন্য শিক্ষাবিদ মাওলানা খাইরুল ইসলাম ফরাজি হাফিজাহুল্লাহ।

08/12/2020

শত বছরের প্রাচীন মসজিদ,
মসজিদটি নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নগর) গ্রামে অবস্থিত।

08/12/2020

কুয়াশায় ঘেরা শীত সকালে নাস্তার ছুটির পর মাদ্রাসা থেকে ছুটে আসছে কোরআনের পাখিরা

07/12/2020

অভিনন্দন!

"আমরা নরসিংদীবাসী" সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ভাই "নরসিংদী সম্পাদক পরিষদ"এর কার্য নির্বাহী সদস্য পদে অধিষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত।

আপনি এগিয়ে চলুন ভাই। সব সময় আমরা আপনার সাথে থাকবো প্রতিটি ভালো ও সুন্দর কাজে।

05/12/2020

দুঃখ প্রকাশঃ-

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের জানার বাহিরে পত্রিকায় একটা ভুল দৃষ্টিগোচর হয়েছে! রশিদিয়া কুতুবখানা নরসিংদী'এর এ্যাডের মধ্যে আব্দুল্লাহ বিন বশির এর জায়গায় লেখা হয়েছে আব্দুল্লাহ বিন রশিদ।

যা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে।এজন্য দুঃখ প্রকাশ করছি।

Address

Narsingdi
222333

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসাফির:

Share


Other Book & Magazine Distributors in Narsingdi

Show All

You may also like