21/02/2021
আমাদের তরুণ সমাজ ক্রিকেটারদের আইডল হিসেবে অনুসরণ করে। কিন্তু প্রায়ই আমরা কোন না কোন ক্রিকেটারের নামে নেতিবাচক সংবাদ শুনি। কারও বিরুদ্ধে নারী কেলেংকারী, কারও বিরুদ্ধে জুয়াড়ি, কারও বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ইত্যাদি।
How can the morally & characterless people be the idle of our young generation?
বর্তমানে নাসির সাহেব নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে। তাকে আজীবন সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত।
তার মত নৈতিক অধঃপতন অতীতে আরও কোন ক্রিকেটারের হয়েছে কি না আমার জানা নেই। আপনি ভাল খেলতে পারলেই স্টার হতে পারেন না, আপনার নৈতিকতাও থাকতে হবে। কারণ তরুণরা আপনাকে অনুসরণ করে। আমরা সমাজে তারকাদের এসব নষ্টামির বৈধতা দিলে, তরুণ সমাজও রসাতলে যাবে। পুরো সমাজ ব্যবস্থা অনৈতিকতার যাঁতাকলে পিষ্ট হবে।
শুধু ক্রিকেটাররাই নয়। আমাদের নাটক- সিনেমার কিছু নায়ক ও নায়িকাদের চারিত্রিক অধঃপতন আমাদের ভীষণভাবে ভাবায়। আমাদের ছোটবেলায় আমরা সাবানা, ববিতা, রজিনা, কবিতা ,চম্পাদের দেখে বড় হয়েছি। তাদের চরিত্রের কোন নেতিবাচক সংবাদ কখনো শুনতে হয়নি। আমরা রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, জসিম, আলমগীরদের দেখে বড় হয়েছি। তাদের সম্পর্কে এখনো কোন খারাপ সংবাদ শুনিনা।
আর যেকারণে মনে হয় আমাদের ভাগ্যটা ভাল যে, আমাদের খারাপ কোন তারকাকে আইডল হিসেবে অনুসরণ করতে হয়নি। কিন্তু বর্তমানে?
বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করে যখন ভিনদেশী সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিতে বসেছি, ঠিক তখন সমাজের এসব অধঃপতন আমাদের লক্ষ্য করতে হচ্ছে। তরুণসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সচেতনতা ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।