13/04/2023
বেকারত্বের দিন-১
-------------
জীবন নিয়া কোনকালেই কোনরকম পরিকল্পনা ছিল না আমার।এখনো নাই বলা চলে।
আসলে কখনো এসব নিয়া সিরিয়াস হইনি তো তাই!
এই মনে করেন,যখন লেখাপড়া করতাম, নিয়ম করে সব হতো।ক্লাস,পড়া ইয়াদ,হোমওয়ার্ক জমা দেওয়া। পরীক্ষার সময় হলে পড়তে বসা।একটু আধটু ভাল করে মন দিয়া পড়া।হলে যাওয়া।নিয়ম করে প্রশ্নের উত্তর দেওয়া।রেজাল্ট প্রকাশ হওয়া।রেজাল্ট দেখা।গতানুগতিক কোনরকম উচ্ছসিত হওয়া,কিছু সময় পর তার আর কোন ছাপ না থাকা।আবার সেই পূর্বের নিয়মে স্বাভাবিক লেখাপড়া চালিয়ে যাওয়া।
এটাই ছিল আমার হালত।
কোনরকম সিরিয়াস হওয়া।ভাল কিছু করার জন্য ঘোড়ার মত রেসে নেমে যাওয়া, পরিকল্পনা করা,এগুলো আমার দ্বারা কখনো হইনাই।অবশ্য পরিকল্পনা ছিল না বলে যে,একেবারে ব্যাকব্যঞ্চার ছিলাম, তাও না।মধ্যম মানের ছিলাম।সবসময়।
সেই ছোট শিশু শ্রেণী থেকে যাত্রার মান যেমন ছিল,সর্বশেষ শ্রেণীর বেলায়ও ঠিক সেই মান বজায় ছিল।কখনো হেরফের তেমন হয় নাই।
তারপর, লেখাপড়া শেষ হলো।
একটা চাকরির প্রয়োজন।বাপের উপরে আর কত চলা যায়।সেমতে চাকরিতে আগ্রহী হলাম।
পেয়েও গেলাম।সময় অনুযায়ী একটা নিরিহ চাকরি বলা যায়।তেমন আহামরি কোন পোষ্ট না,আবার অজিফাও তেমন বড় মাপের না।এতকিছু জানার পরেও আমি এটাতেই যোগ দিই।কারণ,ওই সেটাই-আমার সিরিয়াস না হয়ে ওঠা।সেখানে যাই,বাচ্চাদের পড়াই।নানা হালত তৈয়ার হয়,বুঝি,দেখি,সমাধানের পথ খুঁজি। এভাবে শিক্ষকতার সময়টা ভালোই কাটছিল।এক প্রকার দারুণ মানিয়ে নিচ্ছিলাম।বুঝেঝিলাম এর মতো মজার কোন পেশা হতে পারে না।!এর বিনিময়ে নিরিহ যে বেতনটা পাই,ওটার কিছু বাড়িতে দেই,কিছুটা নিজে রাখি।হাত খরচ যেটাকে বলে আরকি।নিজের কামাইয়ের টাকা নিজে খরচ করি-আলাদা একটা অনুভূতি কাজ করে।
তারপর,একটা সময় চলে যাওয়ার পর ওটা ছেড়ে আসি।প্রবাসে যাব বলে।বেশ প্রস্তুতিও নিতে থাকি।
মেডিকেল করা,টিটিসিতে ট্রেনিং করা।এখানে সেখানে দৌড়ঝাঁপ করা,এভরিথিং।
শুধু এই একটা জিনিসেই হয়তো আমি সিরিয়াস ছিলাম।এখানে আমি আমার পুরোটাকেই জড়িয়ে দেই।আওট সবধরণের কাজ বন্ধ।বাড়িতে বইসা যাই,কদিন পরই এ দেশটা ছাইড়া যাইব-এই আশায়।
কিন্তু, তকদিরে ভিন্ন কিছু ছিল।
হলো না।হইলোই না।আমার আর প্রবাসে যাওয়া হলো না।
তারপর থেকে আমি বেকার।বাসার একটা রোমে আমার স্বাধীন গৃহবন্দী জীবন শুরু হয়।
এখন সেই হালতেই আছি।
কবে পাখি উড়বে মুক্ত আকাশে?
আল্লাহ ছাড়া তো কেউ আর জানেনা।
আল্লাহ সহায় হলেই হয়-আমীন।
১৩/৪/২৩
রাত-১১.৩০মিনি