DBS News

DBS News সত্য প্রকাশে একধাপ এগিয়ে..
(3)

25/06/2024

রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধা^ক্কা`য় মৌলভীবাজারে পরিচিত মুখ ও স্বেচ্ছাসেবী তানজিম জয় মারা গেছেন। তানজিম মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিলেন।

25/06/2024

রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধা^ক্কা`য় মৌলভীবাজারে পরিচিত মুখ ও স্বেচ্ছাসেবী তানজিম জয় মারা গেছেন। তানজিম মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিলেন।

25/06/2024

মৌলভীবাজার সদর উপজেলার খঞ্জনপুর ইলেভেন ব্রাদার্সের উদ্যোগে সুন্নতে খতনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

25/06/2024

মৌলভীবাজার সদর উপজেলায় মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে ইমাম বাজারে আনিকেলী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ও সাবিয়া খেয়াঘাট এলাকায় বন্যা কবলিত মানুষদের শুকনো খাবার, ওষুধ, মোমবাতি, স্যালাইন সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

25/06/2024

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

25/06/2024

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের র‌্যালি।

24/06/2024

মৌলভীবাজারে ইলেভেন ব্রাদার্সের উদ্যোগে সুন্নতে খতনা ও ফ্রী মেডিকেল অনুষ্ঠিত

23/06/2024

মৌলভীবাজার সদর উপজেলায় মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে ইমাম বাজারে আনিকেলী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ও সাবিয়া খেয়াঘাট এলাকায় বন্যা কবলিত মানুষদের শুকনো খাবার, ওষুধ, মোমবাতি, স্যালাইন সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

23/06/2024

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

23/06/2024

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের র‌্যালি।

16/11/2023

প্রবাসী অধ্যুষিত সিলেট ও মৌলভীবাজারে চলছে লন্ডনি বিয়ের হিড়িক। এই দুই জেলার প্রায় প্রতিটি এলাকায় উচ্চমাধ্যমিক পাশ করা ছেলে-মেয়েদের একটা বড় অংশ পাড়ি জমাচ্ছে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে।

সাধারণত ছেলে বা মেয়ে যেকোনো একজনের নামে ভিসা হয়ে গেলে সঙ্গে স্বামী বা স্ত্রীকে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। এ ক্ষেত্রে তাদের মধ্যে বিয়ে হয় চুক্তিভিত্তিক। মেয়ে যদি আইএলটিএসে আশানুরূপ স্কোর করেন তাহলে ছেলের পরিবার প্রায় শতভাগ খরচ বহন করে। অপরদিকে ছেলে যদি আইএলটিএস পাশ করে তাহলে ৫০-৫০ খরচ ভাগাভাগির চুক্তিতে বিয়ে হয়ে থাকে।

এসব ক্ষেত্রে দুই ধরণের বিয়ে হয়ে থাকে। একটা হচ্ছে দুই পরিবারের সম্মতিতে তরুণ-তরুণীরা বাস্তবিক বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আরেকটা হচ্ছে চুক্তিভিত্তিক বা কাগজে বিয়ে। চুক্তিভিত্তিক বা কাগজে বিয়ের ক্ষেত্রে নামমাত্র একটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু তা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে না। সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পরে বর কনের মধ্যে কোনো ধরনের সংযোগ থাকে না।

#আইইএলটিএস #বিয়ে #বিবাহ #বিবাহবন্ধন #বিবাহবিচ্ছেদ #ইউরোপ #ডিফেন্ডভিসা #কেয়ারভিসা #স্টুডেন্টভিসা

16/11/2023

বিশ্বকাপ সেমিফাইনালে বুধবার (১৫ নভেম্বর) মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি মাইলফলক স্পর্শ করেছিলেন মোহাম্মদ শামি। দেশের হয়ে ১০০টি ওয়ানডে ম্যাচ খেলা হয়ে যায় তার। মাইলফলক ছোঁয়ার ম্যাচেই বিশ্বকাপেও একাধিক নজির গড়লেন এই তারকা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজের দক্ষতায় স্মরণীয় করে রাখলেন শততম ওয়ানডে। হয়েছেন ম্যাচ সেরাও।

ভারতের প্রথম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। বুধবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করেন শামি। এই মাইলফলক স্পর্শ করতে ১৭টি ম্যাচ লাগে শামির। এটিও একটি নজির।

বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বিশ্বের সপ্তম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০ উইকেট নিলেন শামি।

তার আগে এই কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, লাসিথ মালিঙ্গা, ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্ট এবং স্টার্কের। জাহির খান এবং জাভাগাল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪।

চলমান বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিয়েছেন তিনি। তিনবার ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিলেন ৫৭ রান খরচ করে। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই।

১০০তম এক দিনের ম্যাচ খেলতে নেমে ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে ৭টি উইকেট নেন। ছাপিয়ে গেলেন আশিস নেহরার বিশ্বকাপের এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজিরকে।

এ বারের বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা পাননি শামি। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় লিগের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পান। তারপর প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন তিনি। একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট পাননি।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়েছেন। বুধবারের ম্যাচের পর প্রতিযোগিতায় তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। শামি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে।

15/11/2023

তফসিলকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে আওয়ামীলীগের আনন্দ মিছিল

নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল।
#নির্বাচনেরতফসিল #মৌলভীবাজারআওয়ামীলীগ #কমলগঞ্জআওয়ামীলীগ #আনন্দমিছিল #ইসি #নির্বাচন #কমলগঞ্জ

15/11/2023

নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেচার আহমদ।
#নির্বাচনেরতফসিল #মৌলভীবাজারআওয়ামীলীগ #আনন্দমিছিল #ইসি #নির্বাচন

15/11/2023

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এতে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৭ই জানুয়ারি।

তফসিল ঘোষণার পর মৌলভীবাজার জেলা শহরের সার্বিক চিত্র!

#বাংলাদেশ #নির্বাচন #তফসিল #রাতেরচিত্র #মৌলভীবাজার #ইসি

15/11/2023

নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
#নির্বাচনেরতফসিল #মৌলভীবাজারআওয়ামীলীগ #আনন্দমিছিল #ইসি #নির্বাচন

15/11/2023

একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণমিছিল।

আজ (বুধবার) সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ও তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

15/11/2023

বিএনপি জামাত জোটের অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদের মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামীলীগের শান্তির সমাবেশ।

News Hashtag :
#শান্তিসমাবেশ #আওয়ামীলীগ #মৌলভীবাজার #রাজনগর

14/11/2023
14/11/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর পক্ষে উনার উদ্ভোধনকৃত রাজনগর উপজেলা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন করেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি।

এসময় আরো উপস্হিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা , রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায়, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন বখত সহ আরো আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর মাননীয় সাংসদ রাজনগর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

13/11/2023

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমের, নৃ শং স হ*ত্যা'র সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

news hashtag :
#মানববন্ধন #হত্যা #নিহত #শাস্তি #নাঈমহত্যা #কলেজশিষার্থী #সংবাদ

13/11/2023

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করীম নাঈমের হ*ত্যা*কা'রীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

News hashtag :
#মানববন্ধন #হত্যা #নিহত #শাস্তি #নাঈমহত্যা #কলেজশিষার্থী #সংবাদ

12/11/2023

শারদীয় দুর্গোৎসবের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা। উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একইসঙ্গে আজ উদযাপন হচ্ছে শুভ দীপাবলি উৎসবও।

সনাতনী ধর্মীয় বিশ্বাস মতে, শ্যামাদেবী হলেন শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামাদেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

মৌলভীবাজারের উৎসাহ-উদ্দীপনা
ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা ও দীপাবলির উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

#কালীপূজা #দীপাবলি #মৌলভীবাজার #পূজা

12/11/2023

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে এক বিশাল র‍্যালী ও কেক কাটা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় শহরে একটি র‍্যালী বের হয়।

এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি কোর্ট রোড, চোমোহনা চত্বর, সেন্ট্রাল রোড, সিকন্দর আলী রোড ও সৈয়দ মুজতবা আলী রোড হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

#যুবলীগ #প্রতিষ্ঠাবার্ষী #জন্মদিন #র‌্যালী #কেককাটা #মৌলভীবাজারযুবলীগ #যুবলীগেরপ্রতিষ্ঠাবার্ষিকী #আওয়ামীলীগ #শেখহাসিনা #বাংলাদেশ

11/11/2023

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে এক বিশাল র‍্যালী ও কেক কাটা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় শহরে একটি র‍্যালী বের হয়।

এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি কোর্ট রোড, চোমোহনা চত্বর, সেন্ট্রাল রোড, সিকন্দর আলী রোড ও সৈয়দ মুজতবা আলী রোড হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এতে বক্তব্যে রাখেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেচার আহমদ।

#যুবলীগ #প্রতিষ্ঠাবার্ষী #জন্মদিন #র‌্যালী #কেককাটা #মৌলভীবাজারযুবলীগ #যুবলীগেরপ্রতিষ্ঠাবার্ষিকী #আওয়ামীলীগ #শেখহাসিনা #বাংলাদেশ

11/11/2023
11/11/2023

‘ব্যাচেলর দিবস’। দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল। একাদের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশেই দিনটি সারা বিশ্বে পালন করা হয় বিশ্ব ব্যাচেলর দিবস।

#ব্যাচেলরদিবস #সিঙ্গেলদিবস #ব্যাচেলর #সিঙ্গেল #বিশ্বদিবস

11/11/2023

মাত্র ৮৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরঘোষপুর গ্রামের মেয়ে সুমাইয়া খাতুন (১৩)। সুমাইয়া পাবনার দরসে জামী ন্যাশনাল একাডেমী মাদ্রাসার ছাত্রী। এতো অল্প সময়ে হাফেজা হওয়ায় খুশি তার বাবা-মা, সহপাঠী ও শিক্ষকরা। তার শিক্ষকরা বলছেন, এটি আল্লাহ প্রদত্ত বিরল প্রতিভা। আল্লাহ তাকে সম্মানিত করেছেন। সুমাইয়ার ইচ্ছা ভবিষ্যতে একজন দ্বীনদার আলেম ও মুহাদ্দিস হওয়া।

পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের কৃষক উজ্জল হোসেন ও শামসুন্নাহার দম্পতির সন্তান সুমাইয়া। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সে বড়। ছোটবেলা থেকেই তার পবিত্র কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন ছিল।

#কোরআন #হাফেজা #৮৭দিনেহাফিজা #হাফেজাসুমাইয়া #৩০পারাকুরআন #প্রতিভা #মুসলিম #ইসলাম #ভাইরাল

10/11/2023

বেশ ধুমধাম আয়োজনেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। কিন্তু তাদের সেই সংসারে ভাঙন ধরল বিয়ের তিন বছরের মাথায়।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

#বিবাহবিচ্ছেদ #বিবাহবন্ধন #বিবাহ #বিচ্ছেদ #ফেসবুকপোস্ট #রাফসানসাবাব

09/11/2023

মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকার মায়া ভিলা গেটের ভিতরে একটি মেয়ে শিশু পাওয়া গেছে। প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করছে অবৈধভাবে গর্বপাত করে এই শিশুটি গেটের ভিতর ফেলে রেখে যায়।

#শিশু #মৌলভীবাজার #শিশুপাওয়াগেছে #নবজাতকশিশু #মৌলভীবাজারসংবাদ

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when DBS News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DBS News:

Videos

Share

Nearby media companies



You may also like