World War 3 - তৃতীয় বিশ্বযুদ্ধ

World War 3 - তৃতীয় বিশ্বযুদ্ধ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World War 3 - তৃতীয় বিশ্বযুদ্ধ, Media/News Company, Maulvi Bazar.

ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে মার্কিন রণতরীsonalisangbad.comMar 23, 2022 12:01 PMঅনলাইন ডেস্ক: রাশিয়াকে প্রতিহত করতে ভূম...
24/03/2022

ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে মার্কিন রণতরী

sonalisangbad.com

Mar 23, 2022 12:01 PM

অনলাইন ডেস্ক: রাশিয়াকে প্রতিহত করতে ভূমধ্যসাগরে শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো।

এ সময় ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আদেশে জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর, বর্তমানে আইওনিয়ান সাগরে মার্কিন রণতরী অবস্থান করছে। এটি ইতালি ও গ্রিসের জলসীমায় রয়েছে।

একটি মার্কিন গণমাধ্যমকে ডেল তোরো বলেছেন, রুশ প্রেসিডেন্ট একটা জিনিসই বোঝেন, তা হলো শক্তি। ভূমধ্যসাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে। এ কারণে তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ।আমরা সেখানে দেখাতে চাই যে, শুধু কথার চেয়ে কাজের মাধ্যমে তাদের জন্য সেখানে আছি। যে আমরা সেখানে থাকব। ন্যাটো বিদ্যমান, এটি কাগজে কলমে অনেকগুলো ধারণার চেয়েও বেশি।

ডেল তোরো আরও বলেন, জোটের অন্যান্য মিত্রদের সাথে ট্রুম্যানের ভূমিকা হল রাশিয়ানদের আরও আগ্রাসন থেকে বিরত রাখা এবং ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের সুরক্ষার জন্য আমাদের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যান্য নেতাদের কাছ থেকে দেওয়া আদেশের জন্য ক্রমাগত প্রস্তুত থাকা।

উল্লেখ্য, ভূমধ্যসাগরে মার্কিন বাহিনী ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে। এর সদর দপ্তর ইতালির নেপলসে। এর অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে।

ন্যাটো যুদ্ধে জড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ: রাশিয়াMar 24, 2022 8:41 AMইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় ন্যাটো পূর...
24/03/2022

ন্যাটো যুদ্ধে জড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ: রাশিয়া

Mar 24, 2022 8:41 AM

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় ন্যাটো পূর্ব ইউরোপে বড় ধরনের সামরিক উপস্থিতির অনুমোদন দেবে বলে জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। তবে রাশিয়া ন্যাটোকে হুঁশিয়ার করে দিয়েছে, এই যুদ্ধে অংশ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে

তৃতীয় দফায় বৈঠক : যে সব শর্তে হামলা বন্ধ করবে রাশিয়াnews24bd.tvMar 8, 2022 9:24 AMবেলারুশ সীমান্তে তৃতীয় দফায় ইউক্রেন-র...
08/03/2022

তৃতীয় দফায় বৈঠক : যে সব শর্তে হামলা বন্ধ করবে রাশিয়া

news24bd.tv

Mar 8, 2022 9:24 AM



বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় ইউক্রেন-রাশিয়ার বৈঠক শেষ হয়েছে।

এতে হামলা বন্ধে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। যার মধ্যে রয়েছে, ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন। লুহানস্ক আর দোনেৎস্ক হবে স্বাধীন রাষ্ট্র।

সেই সাথে ক্রিমিয়ার স্বীকৃতি চায় রাশিয়া। তাহলেই ভবিষ্যতে ইউক্রেনের কোনো অঞ্চল দাবি করবে না রাশিয়া।

এদিকে, খারকিভের কাছে লড়াইয়ে শীর্ষ রুশ কমান্ডার নিহত হয়েছেন দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ। এছাড়া নিরাপত্তা অবস্থা ভয়াবহ উল্লেখ করে ইউক্রেন ছেড়েছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১৩তম দিনে গড়িয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণ শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যে কোনো মুহূর্তে ওডেসায় ব্যাপক বোমা বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

২৪-৯৬ ঘণ্টার মধ্যে রাশিয়ার আসল মিশন শুরুbbarta24.netMar 8, 2022 8:30 PMযুক্তরাষ্ট্রভিত্তিকপ্রতিষ্ঠান নিস্টিটিউট ফর দ্য ...
08/03/2022

২৪-৯৬ ঘণ্টার মধ্যে রাশিয়ার আসল মিশন শুরু

bbarta24.net

Mar 8, 2022 8:30 PM



যুক্তরাষ্ট্রভিত্তিকপ্রতিষ্ঠান নিস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, রাশিয়ার সেনারা দুই-তিন দিনের মধ্যে রাজধানী কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিজেদের মতামত জানায়।

মঙ্গলবার (৮ মার্চ) রাশিয়ার বর্তমান আক্রমণের ধরন পর্যালোচনা করে তারা দাবি করেছে, আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে মিশন শুরু করবে রাশিয়া।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার প্রধান ও আসল লক্ষ্য ছিলো রাজধানী কিয়েভ দখল করা, প্রেসিডেন্টের পদ থেকে ভলদমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করা এবং নিজেদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করা।

কিয়েভে রাশিয়ার হামলা করার পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার সেনারা এখন কিয়েভের পূর্বে, উত্তর-পশ্চিম দিকে, পশ্চিম দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য আগামী ২৪-৯৬ ঘণ্টার মধ্যে রাজধানীতে অভিযান চালানো।

রাশিয়ানরা কিয়েভের দিকে অগ্রসর হওয়া তাদের সামরিক বহরকে থামিয়ে রেখেছে। কারণ খাবার ও জ্বালানি সংকটে পড়েছিল তারা। কিন্তু বর্তমানে আবার নতুন করে রশদ যোগাড় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

তাছাড়া ক্ষেপণাস্ত্র, আর্টিলারি আক্রমণ অব্যহত রেখেছে। তারা রাজধানীর কাছে তাদের হামলার তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে যেন ইউক্রেন দুর্বল হয়ে যায়।

ইনিস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আরো জানিয়েছে, যদি রুশ সেনারা নতুন করে রশদ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাছাড়া অন্যদিক দিয়ে সেনাদের অন্যদলগুলো যেভাবে এগিয়ে আসছে এবং যদি তারা তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে পারে তাহলে এবারের মিশনে রুশ সেনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

তালেবানের সঙ্গে চলছে ইরানের আলোচনামার্চ ০৮, ২০২২ ১৯:২৭ Asia/Dhaka২০০২০ সালের ডিসেম্বর মাসে ইরান-রোজানাক রেললাইনের উদ্বো...
08/03/2022

তালেবানের সঙ্গে চলছে ইরানের আলোচনা

মার্চ ০৮, ২০২২ ১৯:২৭ Asia/Dhaka

২০০২০ সালের ডিসেম্বর মাসে ইরান-রোজানাক রেললাইনের উদ্বোধন

চীনের সিল্ক রোড রেল প্রকল্প চালু করার বিষয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনা শুরু করেছে। ইরানের কাহাফ শহর থেকে আফগানিস্তানের হেরাত শহর পর্যন্ত এই রেল রোড চালু করতে চায় তেহরান। হেরাত হচ্ছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর।

২০২০ সালের ডিসেম্বর মাসে ইরানের রেলওয়ে নেটওয়ার্কে আফগানিস্তান প্রথমবারের মতো যুক্ত হয়। সে সময় ইরানের কাহাফ শহর থেকে আফগানিস্তানের দেড়শ কিলোমিটার দূরবর্তী রোজানাক শহর রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসে।

ইরান-আফগান রেল প্রকল্পের কাজ চলছে

আজ (মঙ্গলবার) ইরানের পরিবহন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কোম্পানির উপপ্রধান আব্বাস খাতিবি জানান, এই প্রকল্প শুরুর ব্যাপারে তালেবানের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, আফগানিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন এবং তালেবানের ক্ষমতা গ্রহণের কারণে প্রকল্প নির্মাণের কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল কিন্তু ইরানের কর্মকর্তারা সম্প্রতি তালেবান নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তালেবান হেরাত শহর পর্যন্ত রেললাইন বিস্তারে আগ্রহ প্রকাশ করেছে।

কাহাফ-হেরাত রেলওয়ে প্রকল্প চালু হলে এর মাধ্যমে ইরান চীনের সিল্ক রোডের সঙ্গে যুক্ত হবে। এই সিল্ক রোড চীন থেকে উজবেকিস্তান, আফগানিস্তান ও ইরানকে যুক্ত করে তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে চলে যাবে।

আগামীকাল তুরস্ক সফরে আসছেন দখলদারদের প্রেসিডেন্ট; ব্যাপক বিক্ষোভমার্চ ০৮, ২০২২ ২২:১৩ Asia/Dhakaইহুদিবাদী ইসরাইলের প্রেস...
08/03/2022

আগামীকাল তুরস্ক সফরে আসছেন দখলদারদের প্রেসিডেন্ট; ব্যাপক বিক্ষোভ

মার্চ ০৮, ২০২২ ২২:১৩ Asia/Dhaka



ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আগামীকাল বুধবার তুরস্ক সফর করবেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দখলদার প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে আজ ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেছেন।

বিক্ষোভকারীরা ইসরাইলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের তারা স্বাগত জানাতে প্রস্তুত নন। ইসরাইলি প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর জন্য বিক্ষোভকারীরা তুর্কি সরকারের প্রতিও আহ্বান জানান।বিক্ষোভকারীরা ইসরাইলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য আহ্বান দেন।

বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল "আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।"

একজন বিক্ষোভকারী বলেন, “ইসরাইল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। মুসলিম দেশে তাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো খুবই খারাপ কাজ। এটি সত্যিই ভুল পদক্ষেপ এবং মুসলমান ও ফিলিস্তিনিদের জন্য একটি বিপর্যয়। আমরা ইসরাইলের প্রেসিডেন্টকে তুরস্কে দেখতে চাই না। তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর জন্য নিন্দা জানাচ্ছি।"

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Address

Maulvi Bazar
3222

Website

Alerts

Be the first to know and let us send you an email when World War 3 - তৃতীয় বিশ্বযুদ্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World War 3 - তৃতীয় বিশ্বযুদ্ধ:

Share


Other Maulvi Bazar media companies

Show All