Daily Monu Gazette

Daily Monu Gazette সময়ের সাহসী দৈনিক সময়ের সাহসী দৈনিক মনু গেজেট
(5)

09/02/2024

তিন ছাগল চুর আটক, দুই জন কুলাউড়া, গাজিপুর, একজন চৌধুরী বাজার, এদের কে ভালো করে দেখুন,মানুষ অতিষ্ঠ, ধরা খাইছইন পুর্ব*জুড়ী।

31/07/2022

মৌলভীবাজার পৌরশহরের শমশের নগর রোডের সিএনজি অটো রিক্সা ষ্ট্যান্ড এর পাশে সেলুনে ঝুলন্ত এক তরুনের লাশ উদ্ধার।

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন।
29/07/2022

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন।

28/07/2022

মৌলভীবাজারে হঠাৎ বৃষ্টি আলহামদুলিল্লাহ

সিলেট ওসমানীনগরে প্রবাসী বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে ১২ দৈনিক মনু গেজেট ডেস্কঃসিলেটের ওসমানীনগরে প্রবাসী প...
26/07/2022

সিলেট ওসমানীনগরে প্রবাসী বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে ১২

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
সিলেটের ওসমানীনগরে প্রবাসী পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর দুজনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১২ স্বজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তাদের মধ্যে রয়েছেন মৃত রফিকুল ইসলামের শ্বশুর আনফর আলী, শাশুড়ি বদরুন্নেছা, শ্যালক দেলোয়ার হোসেন ও শ্যালকের স্ত্রী শোভা বেগম। যে কক্ষে ওই ৫ জনকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে, তার পাশের কক্ষেই ছিলেন এই স্বজনরা।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বিষক্রিয়ায় অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুজন হলেন যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম। অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রফিকুলের স্ত্রী হুছনারা বেগম এবং দুই ছেলে-মেয়ে সাদিকুল ইসলাম ও সামিরা ইসলাম।

ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী সড়কের একটি বাসা থেকে মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর রফিকুল ও তার ছোট ছেলে মাইকুল মারা যান।

এই প্রবাসীরা যে বাসায় ভাড়া থাকতেন সেটির মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। ১৮ জুন দেশে এসে প্রবাসী পরিবারটি এ বাসা ভাড়া নেয় জানিয়ে ঝলক বলেন, ‘তাদের বাড়ি উপজেলার দয়ামীরে। কী কারণে এমন ঘটনা ঘটতে পারে তা কিছুই বুঝতেছি না।’

ঝলক জানান, পরিবারটি ১৮ জুন তার বাসায় ওঠে। পরদিন গ্রাম থেকে রফিকুলের শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রী এসে সেখানে ওঠেন।

ঘটনার খবর পেয়ে রফিকুলের আরেক শ্যালক সেবুল আহমদ গ্রাম থেকে সেখানে আসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি যুক্তরাজ্যে বসবাস করছিল। ছোট ছেলে মাইকুল ছিলেন শারীরিক প্রতিবন্ধী। তার চিকিৎসা করাতে গত ১২ জুলাই স্বপরিবারে দেশে ফেরেন রফিকুল। এক সপ্তাহ ঢাকায় ছেলের চিকিৎসা শেষে ১৮ জুলাই তাজপুরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে সেখানে ওঠেন।

সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেছে, ওই বাসায় ৩টি শয়নকক্ষ, ১টি রান্নাঘর ও ১টি খাবার কক্ষ রয়েছে। অচেতন অবস্থায় ৫ জনকে একটি শয়নকক্ষেই পেয়েছে পুলিশ। সেই কক্ষের আসববাপত্র এলোমেলো পড়ে আছে।

ওসমানীনগর থানার ওসি এস এম মাইনুল ইসলাম বলেন, ‘রফিকুল পরিবার নিয়ে যে বাসায় ভাড়া ছিলেন, সেই বাসাতেই অন্য কক্ষে তার শ্বশুর, শাশুড়ি, এক শ্যালক ও শ্যালকের স্ত্রী ছিলেন। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এ পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তবে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি।’

ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা চিকিৎসকের বরাতে জানান, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন আলামত জব্দ করে এনেছি। বিশেষত ওই বাসার সব খাবার নিয়ে এসেছি। এগুলো রাসায়নিক ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে।’

একই বাড়িতে খাবারে বিষক্রিয়ায় ৫ জন অসুস্থ হলেও অন্যরা সম্পূর্ন সুস্থ কীভাবে ছিলেন? এ প্রশ্নের জবাবে সুজ্ঞান বলেন, ‘এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা সবদিক বিবেচনা করেই তদন্ত করছি।’

সেবুল জানান, সোমবার রাতের খাবার শেষে রফিকুল তার স্ত্রী সন্তানসহ একটি কক্ষে এবং তার শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী ও মেয়ে সাবিলা পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তারা ডাকাডাকি করার পরও রফিকুল বা তার স্ত্রী-সন্তানদের কেউ রুমের দরজা না খোলায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকা হয়।

দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ওই ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যালে পাঠায়। সেখানে চিকিৎসক রফিকুল ও মাইকুলকে মৃত ঘোষণা করেন।

সেবুল নিউজবাংলাকে জানান, পুলিশ ওই কক্ষের দরজা ভাঙার পর দেখা গেছে, দুই বিছানার মধ্যে একটিতে রফিকুল, হুছনারা ও তাদের মেয়ে সাবিরা ছিলেন। আরেক বিছানায় ছিলেন মাইকুল ও সাদিকুল। তাদেরকে স্বাভাবিকভাবে শুয়ে থাকা অবস্থায় পাওয়া গেলেও বিছানাদুটি ছিল এলোমেলো।

তিনি আরও জানান, প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হতাশ ছিলেন রফিকুল। তার চিকিৎসায় কোনো ফল পাচ্ছিলেন না। তবে এই মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তার ধারণা।

হুছনারার চাচাতো ভাই গোলাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা এসেছি। কে বা কারা কীভাবে ঘটনাটি ঘটিয়েছে তা জানি না। আমার বোনের পরিবারের সঙ্গে কারও শত্রুতা নেই।’

মৌলভীবাজারে সিএনজি গ্যাস সংকট সমস্যার সমাধান, আজ  থেকে গ্যাস ফিলিং স্টেশনে আগের মত গ্যাস সরবরাহ চালুদৈনিক মনু গেজেট ডেস্...
26/07/2022

মৌলভীবাজারে সিএনজি গ্যাস সংকট সমস্যার সমাধান, আজ থেকে গ্যাস ফিলিং স্টেশনে আগের মত গ্যাস সরবরাহ চালু

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
অদ্য ২৬ জুলাই (মঙ্গলবার) মৌলভীবাজার জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর আন্তরিক প্রচেষ্টায় তড়িৎ গতিতে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ে সিদ্ধান্ত। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ, বিদ্যুৎ কর্মকর্তা, জ্বালানি কর্মকর্তা, গ্যাস পাম্প মালিকবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের নিয়ে জরুরী বৈঠক করেছেন। ২৭ জুলাই বুধবার থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হবে।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন- পরিবহন শ্রমিক ভাইদের দয়া করে কোন যাত্রীর কাছ থেকে পূর্বে নির্ধারিত বাড়ার চেয়ে অতিরিক্ত কোন ভাড়া নিবেন না।

সর্তক করে তিনি আরও বলেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটে ৫ প্রবাসীকে উদ্ধারের পর বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুদৈনিক মনু গেজেট ডেস্কঃসিলেটের ওসমানীনগরের একটি বাড়ি থেকে একই ...
26/07/2022

সিলেটে ৫ প্রবাসীকে উদ্ধারের পর বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
সিলেটের ওসমানীনগরের একটি বাড়ি থেকে একই পরিবারের বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ যুক্তরাজ্য নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৬)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫), বড় ছেলে সাদিকুল ইসলাম (২৫) তার মেয়ে সামিরা ইসলাম (২০)।

পুলিশ জানায়, ওই পরিবার গত ১২ জুলাই ছেলে সাদিকুলকে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশে আসেন। তারা এক সপ্তাহ ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করেন। পরে ১৮ জুলাই ওসমানীনগরের তাজভরি স্কুলরোডে একটি বাসা বহুতল ভবনের দোতলায় বাসা ভাড়া নেন।

সোমবার রাতে রফিকুলের পরিবারসহ তার শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী ও ছেলেসহ ১০ জন তারা ঘুমিয়ে পড়ে। আরিফুলের পরিবারের ৫ জন এক রুমেই ছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠছিলেন না।

পরে সকাল ১০টার দিকে পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠালে রফিকুল ও ছেলে মাইকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ সিপিএম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)। তিনি জানান, তারা বিষক্রিয়ায় মারা গেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শ্রেণী কক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ
26/07/2022

শ্রেণী কক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ইলেকট্রনিকস সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির দায়ে রাজনগরে তিন প্রতিষ্ঠান কে জরিমানা দৈনিক মনু গেজেটঃমৌলভীবাজারের রাজনগর উপজ...
24/07/2022

ইলেকট্রনিকস সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির দায়ে রাজনগরে তিন প্রতিষ্ঠান কে জরিমানা
দৈনিক মনু গেজেটঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লোডশেডিং আর অতিরিক্ত গরমের কারণে ইলেকট্রনিকস সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ইলেকট্রনিকস সামগ্রীর প্রতিষ্টানগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

রোববার (২৪ জুলাই) অতিরিক্ত দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি বন্ধে এবং নতুন দামের সয়াবিন তেল নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ এর একটি ফোর্সের সহযোগিতায় অভিযানে অতিরিক্ত দামে তেল এবং ইলেকট্রনিকস সামগ্রী বিক্রির অপরাধে রাজনগর উপজেলার মুন্সিবাজারে অবস্থিত ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস মৌলভীবাজার কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
24/07/2022

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস মৌলভীবাজার কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি বন্ধে এবং নতুন দামের সয়াবিন তেল নিশ্চিত করতে চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত...
24/07/2022

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি বন্ধে এবং নতুন দামের সয়াবিন তেল নিশ্চিত করতে চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

লরি চাপায় চোখের সামনে মেয়ের মৃত্যু, আত্মহত্যার চেষ্টা শোকার্ত বাবারদৈনিক মনু গেজেট ডেস্কঃমোটরসাইকেলে চড়ে বাবার সঙ্গে ফাত...
23/07/2022

লরি চাপায় চোখের সামনে মেয়ের মৃত্যু, আত্মহত্যার চেষ্টা শোকার্ত বাবার

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
মোটরসাইকেলে চড়ে বাবার সঙ্গে ফাতেমা জাহান কলেজে যাচ্ছিলেন। ফৌজদারহাট–বাইজিদ লিংক রোডের তিন নম্বর সেতু এলাকায় আসতেই মোটরসাইকেলটি কাদামাটিতে পিছলে যায়। তাৎক্ষণিক ছিটকে সড়কে পড়েন ফাতেমা। মুহূর্তে দ্রুতগতির একটি লরি তাঁকে চাপা দিয়ে যায়। ঘটনাস্থলেই বাবার চোখের সামনে ছটফট করতে করতে ফাতেমা মারা যান।

নগরীর এনায়েতবাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন ফাতেমা। গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ফৌজদারবাড়ির বাড়ি থেকে বাবার সঙ্গে কলেজে যাওয়ার পথে প্রাণ হারান তিনি।

আচমকা মেয়েকে হারিয়ে বাবা মোহাম্মদ ফারুক বিধ্বস্ত, দিশেহারা হয়ে পড়েছেন। চোখের সামনে মেয়েকে ছটফট করতে করতে মরতে দেখে উদভ্রান্তের মতো আচরণ করতে থাকেন ফারুক। দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া অনেকেই তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। নিজেও হাতে পায়ে আঘাত পেয়েছেন ফারুক। মেয়ের মরদেহের চারপাশে পাগলের মতো পায়চারি করতে থাকেন আর আর্তনাদ করে বলেন, ‘মা, মা, তোকে তো হারাই ফেললাম। কী নিয়ে বাঁচব। তোর মাকে কী বলব। তো মা জানলে তো বাঁচবে না।’

একপর্যায়ে নিজের মোটরসাইকেলটির দিকে দৌড়ে গিয়ে ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, ‘আমি গাড়ি পুড়িয়ে ফেলব। এটা আর চোখে দেখতে চাই না।’ আশপাশের মানুষ তাঁর পথ আগলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বাধা সরিয়ে কয়েকবার চেষ্টা করেন সড়ক দিয়ে যাওয়া অন্য গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার। অবশ্য পুলিশ ও স্বজনেরা দ্রুত তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

খাড়াভাবে পাহাড় কেটে গড়ে তোলা ফৌজদারহাট–বাইজিদ লিংক রোডে প্রায়ই ঝুরঝুরে মাটি পড়ে। এ কারণে কখনো কখনো সড়কটি বন্ধও রাখা হয়। এখন সড়কটি চালু থাকলেও বৃষ্টি পড়ায় কাদা হয়ে পিচ্ছিল হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে কাদামাটিতে জমে পিচ্ছিল হয়ে গেছে সড়কটি। এ কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। আর তখনই পেছন দিক থেকে আসা লরিটি চাপা দিয়ে চলে যায়। অবশ্য কেউ কেউ বলছেন, লরিটি পেছন থেকে ধাক্কা দেওয়ায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে।

এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ তৌহিদ গণমাধ্যমকে বলেন, ‘ফাতেমাদের বাড়ি ফৌজদারহাট ফৌজদারবাড়ীতে। তিনি প্রতিদিন বাবার সঙ্গ কলেজে যাওয়া–আসা করতেন। কাদামাটির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল পড়ে গেলে ছিটকে পড়েন ফাতেমা। পরে লরি চাপা দেয় তাঁকে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।’

এনায়েতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া গতকাল বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো বিষয়টি জানতে পারিনি। আজ দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা ছিল। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। পরীক্ষায় অংশ নিতেই হয়তো ওই ছাত্রী কলেজে আসছিল।’

রবিবার থেকে মৌলভীবাজারে ব্যাটারী চালিত যানবাহন চলাচল বন্ধ দৈনিক মনু গেজেট ডেস্কঃবিশ্বব্যাপী জ্বালানী সংকটের কারণে বাংলাদ...
22/07/2022

রবিবার থেকে মৌলভীবাজারে ব্যাটারী চালিত যানবাহন চলাচল বন্ধ

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
বিশ্বব্যাপী জ্বালানী সংকটের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিদ্যুৎ এর লোডশেডিং ও জ্বালানী অবচয় রোধে জরুরী সভা মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) পৌর সভাকক্ষে মেয়র মোঃ ফজলুর
রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র
মো: নাহিদ হোসেন, কাউন্সিলার ফয়ছল আহমদ, মোঃ জালাল
আহমদ,পার্থ সারথী পাল, সালেহ আহমদ · পৌরসভার নির্বাহী
প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল
চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ পৌর কর্মকর্তা-
কর্মচারীগণ।

সভায় সিদ্ধান্ত হয় পৌর মোঃ ফজলুর রহমান বলেন আগামী
রবিবার ২৪ জুলাই থেকে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও টমটম
শহরের ভেতর নিষিদ্ধ থাকবে। ওই সময়ে উল্লেখিত
যানবাহনের বিরুদ্ধে অভিযান করা হবে।
পৌর কার্যালয়ে ৫০% লাইট জ্বলবে, রাত ৮ টার পর সড়কবাতি
জ্বালানো হবে। বাসাবাড়িতে অতিরিক্ত লাইট, ফ্যান ব্যবহার না
করা এবং অতি প্রয়োজন ব্যতীত এসি ব্যবহার না করার জন্য
নাগরিকগণকে অনুরোধ জানান।

21/07/2022
21/07/2022

ষাঁড়ের গোজে আলাদা দুটি পা

21/07/2022

শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা'র সাবেক অধ্যক্ষ উস্তাযুল উলামা হযরত আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী (রহ) এর ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে
মতবিনিময় সভা।

21/07/2022

শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা,
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা'র সাবেক অধ্যক্ষ
উস্তাযুল উলামা হযরত আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী (রহ) এরঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে
মতবিনিময় সভা

ভোজ্য তেলের মূল্য নির্ধারণ সংক্রান্ত।
21/07/2022

ভোজ্য তেলের মূল্য নির্ধারণ সংক্রান্ত।

21/07/2022

মৌলভীবাজার জেলায় রাত ৮টা পর দোকান পাট বন্ধ করার নির্দেশ।
প্রচারেঃ জেলা তথ্য অফিস মৌলভীবাজার।

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ দৈনিক মনু গেজেট ডেস্কঃপ্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপ...
21/07/2022

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে সারা বাংলাদেশে আরও ২৬ হাজার ২ শত ২৯ টি গৃহ ও ভূমিহীন পরিবার।

বৃহষ্পতিবার (২১জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি মাগুরা ও পঞ্চগড় জেলার সকল উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেন।

এরই আলোকে মৌলভীবাজার জেলার ৪ উপজেলায়ও আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘরের দলিল পেয়েছে ১ শত ৬০ টি পরিবার।

বৃহষ্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রথম ধাপে আলোচনা অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়।মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন ভবিষ্যতে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা।মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে।দারিদ্র বিমোচন হবে,মানুষ স্বাবলম্বী হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের পর পরই তার পক্ষে নির্বাচিত ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য,৪ উপজেলার ১ শত ৬০ টি পরিবারের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১১৮টি,রাজনগরে ৭টি,বড়লেখায় ১০টি এবং জুড়ী উপজেলায় ২৫টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা রয়েছে।

21/07/2022

জেনেনিন মৌলভীবাজারের লোডশেডিংয়ের সময়সূচি

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
সার্কিট হাউজ ফিডারের সার্কিট হাউজ, ফাটাবিল ও কোর্ট রোড এলাকায় রাত ৯টা থেকে ১০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

শমসেরনগর রোড ফিডারের শমসেরনগর রোড, কাশিনাথ এলাকা, সৈয়ারপুর মাইজপাড়া, মাতারকাপন ধনশ্রী এলাকায় সকাল ৯টা থেকে ১০টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

কুসুমবাগ ফিডারের সেন্ট্রাল রোড, কুসুমবাগ, বেরিরপাড়, বড়হাট, ও জুগিডহর এলাকায় সকাল ১১টা থেকে ১২টা ও বিকাল ৩টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

পশ্চিমবাজার ও গীর্জাপাড়া ফিডারের মুসলিম কোযার্টার, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, সুলতানপুর, সাইফুর রহমান রোড, গীর্জপাড়া, সাবিয়া, চৌমুহনা এলাকায় দুপুর ১২.০০-০১.০০, বিকাল ০৪.০০-০৫.০০, রাত ০৮.০০-০৯.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

চাদঁনীঘাট ফিডারের চাদঁনীঘাট, ইসলামপুর, উ. মুলাইম, একাটুনা, কালার বাজার এলাকায় সকাল ১০.০০-১১.০০, দুপুর ০২.০০-০৩.০০, সন্ধ্যা ০৭.০০-০৮.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

ডিসি অফিস ফিডারের ডিসি অফিস, বনবিথী, উত্তর কলিমাবাদ এলাকায় সকাল ০৭.০০-০৮.০০, রাত ০৯.০০-১০.০০।

কাজিরগা্ও ফিডারের চুবড়া রোড, কাজিরগা্ও, দক্ষিণ কলিমাবাদ এলাকায় রাত ০১.০০-০২.০০, সকাল ০৭.০০-০৮.০০, বিকাল ০৪.০০-০৫.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

ধরকাপন ফিডারের ধরকাপন, গোবিন্দশ্রী, শ্রীমঙ্গল রোড, সিলেট রোড, শেখের গাওঁ, হিলালপুর এলাকায় রাত ০২.০০-০৩.০০, সকাল ১০-.০০-১১.০০, সন্ধ্যা ০৬.০০-০৭পর্যন্ত লোডশেডিং থাকবে।

সদর হাসপাতাল ফিডারের সদর হাসপাতাল, জগন্নাথপুর, লঘুনন্দনপুর, ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় রাত ০১-.০০-০২.০০, সকাল ০৮.০০-০৯.০০, সন্ধ্যা ০৫.০০-০৬.০০পর্যন্ত লোডশেডিং থাকবে।

সোনাপুর ফিডারের বনশ্রী, বড়বাড়ী, সোনাপুর, টিবি হাসপাতাল রোড, বর্ষিজোড়া এলাকায় রাত ০৩.০০-০৪.০০, সকাল ০৯.০০-১০.০০, রাত ০৭.০০-০৮.০০ পর্যন্ত লোডশেডিং থাকবে।

দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম!দৈনিক মনু গেজেট ডেস্কঃদিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের এমদাদুল হকের ব...
21/07/2022

দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম!

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের এমদাদুল হকের বাড়ীতে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা বাছুরটিকে একনজর দেখতে এমদাদুল হকের বাড়ীতে ভিড় করছেন।

মালিক এমদাদুল হক বলেন, সম্প্রতি ফ্রিজিয়ান জাতের গাভী ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। জন্মের পর বাছুরটি সুস্থ আছে তবে কিছু খাচ্ছে না । বাছুরটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছে বলেও তিনি জানান।।

পল্লিচিকিৎসক মোবাশ্বেরর আলী বলেন, আমি এ গাভিটাকে জার্সি জাতের বিজ দিয়েছিলাম। পরবর্তীতে ২ মাথা বিশিষ্ট বাছুর প্রসব হয়। তবে বাছুরটি জন্মের পর থেকে কিছুই খাচ্ছে না। বাছুরটি না খেলে মারা যেতে পারে বলেও তিনি শংকা প্রকাশ করেন।

সিলেট রেঞ্জে আইজিপি কাপ পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হলো মৌলভীবাজর জেলা পুলিশ দৈনিক মনু গেজেট ডেস্কঃবুধবার (২০শে জুলাই)...
21/07/2022

সিলেট রেঞ্জে আইজিপি কাপ পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হলো মৌলভীবাজর জেলা পুলিশ

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
বুধবার (২০শে জুলাই) মৌলভীবাজার জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে সিলেট রেঞ্জের আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে মৌলভীবাজার জেলা পুলিশ কাবাডি দল ২৭-২৬ পয়েন্টে সিলেট জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মৌলভীবাজার জেলা পুলিশের আব্দুল খালেক।

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স)হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম প্রমুখ।

পল্লীবন্ধু প্রাদেশিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দৈনিক মনু গেজেটঃজাতীয় পার্টি মৌলভীবাজার সদর র...
20/07/2022

পল্লীবন্ধু প্রাদেশিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দৈনিক মনু গেজেটঃ
জাতীয় পার্টি মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী সাহেবের ভাতিজা, ও জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি জলিল উদ্দিন চৌধুরী'র শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী রুকন উদ্দিন চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এতে উপস্হিত ছিলেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য, পল্লীবন্ধু প্রাদেশিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খালেদ চৌধুরী, এমপি পরিবারের পক্ষে উপস্তিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির নেতা কামরুল ইসলাম চৌধুরী ও জামিল উদ্দিন চৌধুরী আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য প্রযুক্তি গবেষণা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল হাসান জোসেফ জেলা যুব সংহতি নেতা খোকন আহমেদ প্রমুখ।

রেলওয়ের টিকিট অব্যস্থাপনার দায়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানাদৈনিক মনু গেজেট ডেস্কঃবাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যস্থাপনা...
20/07/2022

রেলওয়ের টিকিট অব্যস্থাপনার দায়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যস্থাপনার দায়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এই জরিমানা করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. সফিকুজ্জামান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি সহজ ডট কমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণিত হয়েছে টিকিট বিক্রিতে সহজের অব্যবস্থাপনা রয়েছে। সহজ যাত্রী হয়রানি করে টিকিট না দিয়েই টাকা কেটে নিচ্ছে বলে জানান কর্মকর্তারা। তাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেল অফিসারদেরও জবাবদিহিতার জন্য দ্রুতই ডাকা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানাদৈনিক মনু গেজেটঃজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভী...
20/07/2022

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক মনু গেজেটঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (২০ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত করা হয়।

অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার তাকে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত মেসার্স আশা ইলেকট্রনিকসকে ১ হাজার টাকা, মা ইলেকট্রনিকসকে ২ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা, মেসার্স দুলাল স্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীদের ন্যায্য দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

কমলগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু দৈনিক মনু গেজেট ডেস্কঃমৌলভীবাজারেরকমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন মধ্যভাগ গ্রামে পুকু...
20/07/2022

কমলগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
মৌলভীবাজারেরকমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন মধ্যভাগ গ্রামে পুকুরের পানিতে ডুবে জীবন কর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০জুলাই) উপজেলার ইউনিয়নে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে ।

মারা যাওয়া'র ঐ শিশুর নাম জীবন কর। সে মধ্যে ভাগ গ্রামে ইবন করের ছেলে। ছেলেটির বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ঘণ্টা পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুখতারা এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

20/07/2022

অসহনীয় গরম আর অতিরিক্ত লোডশেডিং এর কারনে ইলেকট্রনিকস সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা- অভিযোগ। শ্রীমঙ্গলে চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

বাড়ী ফেরার পথে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যুদৈনিক মনু গেজেট ডেস্কঃঢাকা সিলেট মহাসড়কের মাধবপ...
19/07/2022

বাড়ী ফেরার পথে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যু

দৈনিক মনু গেজেট ডেস্কঃ
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭জন। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক নারী যাত্রী মারা যান। আহত মাইক্রোবাসের যাত্রীদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা বর্তমানে মৌলভীবাজারে বসবাস করেন।

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭জন। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখি একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক নারী যাত্রী মারা যান। আহত মাইক্রোবাসের যাত্রীদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা বর্তমানে মৌলভীবাজারে বসবাস করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দিলনাহার (৫৫) ও হেলেনা (২২)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুরাদ মিয়া (২২)। তিনি আব্দুল রউফের পুত্র।

দুর্ঘটনায় আহতরা হলেন নেত্রকোনার ফতেহপুর গ্রামের মহিউদ্দিন (৩৫), ইমরুল (৩৫), আকাশ (২৫), আতিকুর (৩৫), আনোয়ার (২৫), ফাইজুল (৩০) ও কামরুল (২৬)।

আহত আকাশ মিয়া জানান, ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঘটনার দিন একটি মাইক্রোবাসে ১১ জন মৌলভীবাজারে ফিরছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Daily Monu Gazette posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Monu Gazette:

Videos

Share