News Moulvibazar

News Moulvibazar Find historical newspapers from across the Bangladesh and beyond. Explore newspaper articles and clippings for help with genealogy, history and other research.
(3)

সাংবাদিক নিয়োগ চলছে। News Moulvibazar এর সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, স্টাফ রিপোর্টার, মৌলভিবাজার জেলার সকল  উপজেলা ও ইউনি...
30/05/2023

সাংবাদিক নিয়োগ চলছে।

News Moulvibazar এর সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, স্টাফ রিপোর্টার, মৌলভিবাজার জেলার সকল উপজেলা ও ইউনিয়ন সংবাদদাতা এবং বিশ্বের সকল শহরের জন্য নিউজ মৌলভীবাজার টিভির প্রবাস প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ আবেদনপত্র ই-মেইল করুন। এই ঠিকানায় : [email protected]
আবেদনের শেষ তারিখ : ৩০শে জুন-২০২৩ ইং।
শিক্ষাগত যোগ্যতা : SSC
প্রার্থীর যোগ্যতা : নিজে সৃজনশীলভাবে সংবাদ লাইভ করার দক্ষতা থাকতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
সুযোগ-সুবিধা : প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
(প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন)। What's App : +8801629509479

22/03/2023

আজ রাজনগর উপজেলা প্রশাসন আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাজনগরে ভুমিহীন ও গৃহহীন ১৫৪ টি এবং সারা দেশে ৩৯৩৬৫টি পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নেছার আহমদ এমপি মহোদয়।

13/09/2022

শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পাগলী
চুমকীর কোলে এখন ফুটফুটে শিশু

আজ সকালে  ৫নং আউশকান্দি ইউনিয়ন এর মিনাজপুর গ্রামের ঢাকা -সিলেট মহাসড়ক এর পাশে এক অচেনা মানুষের একটি গাছের সাথে ঝুলন্ত অব...
25/03/2022

আজ সকালে ৫নং আউশকান্দি ইউনিয়ন এর মিনাজপুর গ্রামের ঢাকা -সিলেট মহাসড়ক এর পাশে এক অচেনা মানুষের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়

24/03/2022

তাহেরি হুজুর সিলেট কোর্টে কেনো???

17/03/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেগা ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান।হলিমপুর ভাই ভাই বনাম সার্নরাইজার খলিলপুর
আয়োজনে : গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন। মৌলভীবাজার সদর।

শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোপন গোডাউনে অভিযান৪ লক্ষ টাকা জরিমানা আদায়শ্রীমঙ্গলে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পন্য সামগ্রী...
09/03/2022

শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোপন গোডাউনে অভিযান
৪ লক্ষ টাকা জরিমানা আদায়

শ্রীমঙ্গলে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পন্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সাড়ে ৪ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও তাকে সহযোগিতা করেন অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা শামীম অর রশীদ তালুকদার।
অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকান কে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লক্ষ টাকা ও পাপন এন্টারপ্রাইজ কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় এসি ল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান,আসন্ন রমজান মাস উপলক্ষে যাঁহারা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পায়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন। এসময় তিনি আরও বলেন ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
তথ্য : আবু জাফর সালাহউদ্দিন

05/05/2021

রায়হানের চার্জশিট নিয়ে পুলিশের সম্পূর্ন ব্রিফিং শুনুন। (ক্লিয়ার সাউন্ড।)
কেন রায়হান সেদিন কাষ্টঘরে গিয়েছিল? সেখানে কী ঘটেছিল? রায়হান কী আসলেই ছিন.তাইকারী ? কীভাবে রায়হানকে হ.ত্যা করা হলো? কারা কারা হ.ত্যার সাথে জড়িত? এসব জানতে ব্রিফিং পুরোটা শুনুন

মৌলভীবাজার শহর আজ থেকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতাধীন ।আজ পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপি জনাব ড. জাবেদ পাটুয়ারী, সদর উপ...
26/01/2020

মৌলভীবাজার শহর আজ থেকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতাধীন ।
আজ পুলিশ সুপারের কার্যালয়ে আইজিপি জনাব ড. জাবেদ পাটুয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোঃ কামাল হোসেন ভাই, মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র জননেতা জনাব ফজলুর রহমান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সিসি ক্যামেরার উদ্ভোধন করেন।

মৌলভীবাজার জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আবারও ০৬ (ছয়) ডাকাত আটক     মৌলভীবাজার সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভ...
12/01/2020

মৌলভীবাজার জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আবারও ০৬ (ছয়) ডাকাত আটক

মৌলভীবাজার সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরে ডাকাতি সংগঠনের প্রস্তুতি গ্রহণকালে ইং ১০/০১/২০২০ তারিখ রাত্র ০৩.০৫ ঘটিকার সময় মৌলভীবাজার মডেল থানাধীন চাঁদনীঘাট টু রাজনগর সড়কের ইকবাল সিএনজি পাম্পের পিছনে নির্জন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডাকাত ১। মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতা-মৃত কদু মিয়া, সাং-ফতেপুর, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-ওসমানী রোড (হাবিব মিয়ার ভাড়াটিয়া), ২। এলেমান মিয়া (২৫), পিতা-সালেক মিয়া,সাং-গহরপুর, এ/পি সাং-কানাইপুর (নানারবাড়ি) ৩। সোহেল আমিন (২০), পিতা-রহমত আলী, সাং-রাজাবাদ,কান্দিপাড়া, ৪। মোঃ সোলেমান মিয়া (২০), পিতা-মজিদ মিয়া, সাং-রাজনগর, ৫। খোকন আলী (২২),পিতা-মৃত আঃ রউফ, সাং-কানাইপুর, ৬। আবদাল হোসেন (২২),পিতা-আবুল মিয়া, সাং-কানাইপুর, সর্ব থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জদের আটক করেন। ডাকাতদের সমবেত হওয়ার স্থান তল্লাশি করিয়া (ক) ০১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল যাহা লোহার পাইপের হাতল বিশিষ্ট লম্বা ০২ ফুট ১০ ইঞ্চি (খ) ০১টি শাবল যাহার একপাশে চেপ্টা ০৩ ফুট লম্বা (গ) একটি ছোরা যাহা ৯ ইঞ্চি কাঠের হাতল সহ মোট ২০ ইঞ্চি লম্বা এবং (ঘ) একটি লোহার তৈরী দেশীয় দা, যাহা ৯ ইঞ্চি কাঠের হাতলসহ মোট ২১ ইঞ্চি লম্বা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে।

আজ জেলা প্রশাসন হবিগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা শায়েস্তানগরের "ভাই ভাই স্টোর" এ ১০/১২ টি মেয়া...
10/01/2020

আজ জেলা প্রশাসন হবিগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা শায়েস্তানগরের "ভাই ভাই স্টোর" এ ১০/১২ টি মেয়াদবিহীন বেবি মিল্ক কৌটা উদঘাটন করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১অনুযায়ী তাৎক্ষনিকভাবে ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্বাস্থ্য নিরাপত্তা রক্ষার বিষয়ে জেলা প্রশাসন সদা তৎপর।

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার থেকে শমসেরনগর সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে হাতেনাতে অনিয়ম ধরলেন সংরক্ষিত আস...
10/01/2020

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার থেকে শমসেরনগর সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে হাতেনাতে অনিয়ম ধরলেন সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। বুধবার দুপুরে হঠাৎ করেই তিনি শমসেরনগর সড়কের কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ নানা অভিযোগ করেন। তিনি ওই অভিযোগের সত্যতাও পান।

এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের কোন প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি মৌলভীবাজার সওজের সহকারী প্রকৌশলী। ঠিকাদারকে ফোন করা হলেও তিনি তাতে কোন সাড়া দেননি।

পরিদর্শনকালে সাংসদ জোহরা আলাউদ্দিনের কাছে এলাকার মানুষ অভিযোগ করেন, পুরনো পাথর ও নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করা হচ্ছে। ওই সময় রাস্তার পার্শের ইট তুলে দেখা যায় এগুলো খুবই নিম্নমানের।

শমসেরনগর এলাকার সোহেল আহমদ অভিযোগ করে বলেন, ‘পুরাতন পাথর কিভাবে নতুন কাজে দেয়া হয়। কারণ নতুন বাজেট তো পুরাতন পাথরই থাকার কথা না। এই পর্যন্ত এই রাস্তা দিয়ে যতবার এসেছি। পুরাতন পাথর দিয়েই কাজ করতে দেখেছি।’

এ বিষয়ে মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, ‘এখানে যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তাকে ফোন দিলে তিনি নানা টালবাহানা দেখান। ঠিকাদার তো ফোনই ধরেন না। আমে ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরকম অনিয়ম চলতে দেয়া যায় না। আমি বহু প্রচেষ্টা চালিয়ে কাজটি পাস করেছি। এখন সেই কাজে অনিয়ম হবে তা মেনে নেয়া হবে না।’

 #মৌলভীবাজার_শমসেরনগর সড়ক মেরামত কাজ শুরু হওয়ার আগে বলেছিলাম যে এ কাজে কোন ধরনের দুর্নীতি, অবহেলা সহ্য করা হবেনা। আজ সড...
09/01/2020

#মৌলভীবাজার_শমসেরনগর সড়ক মেরামত কাজ শুরু হওয়ার আগে বলেছিলাম যে এ কাজে কোন ধরনের দুর্নীতি, অবহেলা সহ্য করা হবেনা। আজ সড়ক নির্মান কাজ পরিদর্শন করতে গিয়ে স্থানীয় জনসাধারণের রাস্তার কাজ ঠিকমত না হওয়ার অভিযোগের সত্যতা পাই যা বরদাস্তের বাইরে। একটা দেশের উন্নয়ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমেই সম্ভব, কিন্তু দুর্নীতির কারণে যদি আমাদের মৌলভীবাজার জেলার কাজই ব্যাহত হয় তাইলে আমাদের দুর্নীতিবাজদেরই সরিয়ে দিতে হবে।

যেহেতু একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কাজ উদ্বোধনে নয়, সুষ্ঠুভাবে শেষ করতে বিশ্বাসী তাই রাস্তার কাজ পুনরায় সুন্দরভাবে শেষ করার ব্যাপারে নজর রাখব এবং এজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করি।
সৈয়দা জহুরা আলাউদ্দিন এম পি মহোদয়।

সোয়াম্প ভিলেজ (জলের গ্রাম) "অন্তেহরি" কে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে “পর্যটন ঘাটলা”...
08/01/2020

সোয়াম্প ভিলেজ (জলের গ্রাম) "অন্তেহরি" কে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে “পর্যটন ঘাটলা” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন হলো আজ।

মৌলভীবাজার জেলার পর্যটনের বিকাশ ও উন্নয়নে অক্লান্ত প্রচেষ্টার অংশ হিসেবে অপরূপ সৌন্দর্য্যমন্ডিত, জলে ভরপুর এই গ্রামটিকে আকর্ষণীয় পর্যটন এলাকায় পরিণত করার দৃঢ় ইচ্ছা পোষণ করেছিলেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন মহোদয়। নৌকা যোগে জলে ভ্রমণের জন্য, পর্যটকদের নৌকায় উঠানামার সুবিধার্থে একটি ঘাট তৈরির ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনের মাধ্যমে সেই দৃঢ় ইচ্ছার দ্রুত বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেলেন জেলা প্রশাসক মহোদয়। জেলা প্রশাসক মহোদয় বলেন, আরও অনেক ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে পর্যটন এলাকাটি সৌন্দর্য বৃদ্ধি করা হবে।

নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

তার বিহীন আকাশ দেখল প্রিয় শহর প্রাণের শহর সিলেট..... নগরবাসীবাংলাদেশের প্রথম বৈদ্যুতিক খুটিবিহীন সিলেট সিটি➡ডিজিটাল সিলে...
07/01/2020

তার বিহীন আকাশ দেখল প্রিয় শহর প্রাণের শহর সিলেট..... নগরবাসী

বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক খুটিবিহীন সিলেট সিটি➡ডিজিটাল সিলেট সিটি💙💪🇧🇩

06/01/2020

আজ আনুমানিক সকাল 8 টায় শ্রীমঙ্গলস্থ সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে কাভার্ড ভ্যান ও পিক আপ সংঘর্ষে ২জন আহত হয়েছেন এর মধ্যে পিক আপ ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর নিয়ে যায়।

Missing Person👈নিখোঁজ ব্যক্তির 👈 নাম: পারভেছ আহমদ গ্রাম : শ্রীরামপুর ডাক+থানা+জেলা: মৌলভীবাজার।তিনি আজ সকাল ১১:০০ ঘটিকায়...
06/01/2020

Missing Person👈নিখোঁজ ব্যক্তির 👈
নাম: পারভেছ আহমদ গ্রাম : শ্রীরামপুর ডাক+থানা+জেলা: মৌলভীবাজার।তিনি আজ সকাল ১১:০০ ঘটিকায় মৌলভীবাজার এ বি ব্যাংক হইতে টাকা উত্তোলন করার পর থেকে নিখোঁজ আছেন। কোন সুহৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।+88 01766859133

#উনাকে_তার পরিবার খোজে পেতে আপনার কাছ থেকে একটি শেয়ার আশা করছি।

মৌলভীবাজারে পুলিশের সাড়াঁশি অভিযানে আবারও ইয়াবার বড় চালানসহ শীর্ষ  ইয়াবা ব্যবসায়ী আটকমৌলভীবাজার জেলার বড়লেখাধীন শাহবাজপু...
06/01/2020

মৌলভীবাজারে পুলিশের সাড়াঁশি অভিযানে আবারও ইয়াবার বড় চালানসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আটক

মৌলভীবাজার জেলার বড়লেখাধীন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাড়াঁশি অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন (৩৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৭৯০ পিচ ইয়াবাসহ আটক করে। রোববার রাত ৮.৩০ ঘটিকার সময় বড়লেখা শহরের উত্তর চৌমহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নিজাম উদ্দিন উপজেলার জফরপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র।

আজকে নগদ এর জন্য এবং বাংলাদেশের জন্য  একটি বিশেষ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন  বাংলাদেশ সরকারের যত ভ...
05/01/2020

আজকে নগদ এর জন্য এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন বাংলাদেশ সরকারের যত ভাতা , বৃত্তি এবং সরকারি সাহায্য সব প্রদান করা হবে “নগদ” এর মাধ্যমে।

এই অনুশাসনটি কার্যকর হওয়ার পর থেকে আর কোন বয়স্ক মুক্তিযোদ্ধাকে ,দুস্থ নারীকে,কোমলমতি শিক্ষার্থীকে,শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার কোন বাংলাদেশীকে তার প্রাপ্য ভাতার জন্যে রোদ ঝড় মাথায় নিয়ে মাইলের পর মাইল রাস্তা পার হয়ে টাকা তুলতে আসতে হবে না | নগদের মাধ্যমে নিমেষেই তার ডিজিটাল একাউন্টে চলে আসবে ভাতা |

এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে নতুন বছরের শুরুতে | ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এগিয়ে যাক ডিজিটাল বাংলাদেশের #নগদ।

শেরপুর এর এক ভাই মটর সাইকেল দিয়ে Accident করেন সরকার বাজার এর গুরাখাল নামক স্তানে।যদি কোন ভাই ছিনে তাকেন উনার পরিবারকে জ...
04/01/2020

শেরপুর এর এক ভাই মটর সাইকেল দিয়ে Accident করেন সরকার বাজার এর গুরাখাল নামক স্তানে।যদি কোন ভাই ছিনে তাকেন উনার পরিবারকে জানাবেন আর বলবেন মৌলভীবাজার সদর হস্পিটাল আমরা পাটিয়েছি।অবস্তা খুবি খারাপ।

সিলেট এয়ারপোর্টের ভিতরে চুরি এবং কর্তৃপক্ষের অসহযোগিতা। গতপরশু ০১ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের ...
04/01/2020

সিলেট এয়ারপোর্টের ভিতরে চুরি এবং কর্তৃপক্ষের অসহযোগিতা।

গতপরশু ০১ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের ঘটনা। বোডিং পাসের পর নির্ধারিত চেকিংয়ে আমার মোবাইল, মানিব্যাগ এবং হাতের ব্যাগ স্ক্যানিং মেশিনে রেখে আমি সামনের দিকে যাচ্ছিলাম। পেছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে আনসার সদস্য আমার মানিব্যাগ হাতে নিয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আবার রেখে দিছে। চেকিং শেষে এপাশ থেকে ওপাশে যখন জিনিসগুলো হাতে ফিরে পেলাম, তখন মানিব্যাগ চেক করে দেখি ৭০০ দিরহাম উদাও! যা বাংলাদেশী টাকায় ১৭০০০ হাজার টাকা হবে।
মূহুর্তেই এখানকার কর্মকর্তাদের বললাম; 'এই আনসার মেয়েটা আমার টাকা চুরি করেছে, এখনই সার্চ করলে দেখতে পারবেন'। তারা বললো; আমার নাকি কোথাও ভুল হচ্ছে, এই মেয়েটা এমন করতে পারে না। উপর মহলের নির্দেশ ছাড়া নাকি মেয়েটিকে চেক করা যাবে না। তাছাড়া আমি মেয়েটার উপর অভিযোগ করায় আমার ফ্লাইট বাতিল কিংবা শাস্তিও হতে পারে বলে হুমকি দিলেন ২/১ জন কর্মকর্তা।
আমি আমার অনড় অবস্থানে থেকে সিসি ক্যামেরা চেক করে দেখাতে বললাম। প্রথমে না করে, পরে দুজন আনসার সদস্য নিয়ে গেলেন আমায় সিসি ক্যামেরা রুমে। তারা মালামাল রিসিভের সাইডের ক্যামেরার ভিডিও ফুটেজ আমাকে দেখালো, কিন্তু যে পাশের ক্যামেরার সামনে চুরি হয়েছে সেটা আমাকে দেখালো না। তাদেরকে সেই ক্যামেরার ভিডিও ফুটেজ দেখাতে বললে, তারা আমাকে বলে ওই ক্যামেরা তাদের আন্ডারে নয়, এই ক্যামেরা চেক করতে হলে উপরের নির্দেশ ছাড়া কুনো ভাবেই দেখানো যাবে না। আমার সময়ও কমে গেছে, ফ্লাইট এর টাইম একেবারে নিকটে, কি করবো ভেবে পাচ্ছিলাম না। পরক্ষণে তারা বললো; আপনার কোন আত্মীয়ের নাম্বার দেন, আমরা টাকাটা পরবর্তীতে পেলে পৌছে দেবো।
আজ দুইদিন গত হলো। এখনো তাদের কাছ থেকে কোন যোগাযোগ করা হয়নি।
আমার মানিব্যাগ চুরি করা আনসার সদস্যটির নাম পারভীন, বয়স আনুমানিক ২৪/২৫ হবে। আর দুইজন আনসার কর্মকর্তা হচ্ছেন এস.এম. জহির এবং হারুন।
দুঃখ লাগে কেবল এটা ভেবে যে, নিজের চিরচেনা সিলেট এয়ারপোর্টে দিনে-দুপুরে যাদেরকে সরকার জনগণের রক্ষণাবেক্ষণের নিয়োগ করলো, তারাই চুরির মতো জঘণ্য কাজ করতে পারলো? আর কেমন করে তার সিনিয়ররা চোরের পক্ষে সাফাই গেয়ে গেলো?

আমি আইনী প্রক্রিয়ায় এর শেষ দেখতে চাই। জাতির বিবেক সাংবাদিক সমাজসহ সকলের পরামর্শ চাই।
(পোস্টের সাথে আমি আমার সিলেট-ঢাকা-দুবাই টিকিটের এবং বিমানের বোডিং পাসের ছবি সংযুক্ত করে দিলাম)
(দয়া করে আপনারা সবাই পোস্টটি শেয়ার করুন)

মোঃ মাছুম উদ্দিন (দুবাই প্রবাসী)
ব্রাক্ষণগ্রাম, কানাইঘাট, সিলেট।

মৌলভীবাজার জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আবারও ডাকাত গ্রেফতাররাজনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মা...
26/12/2019

মৌলভীবাজার জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আবারও ডাকাত গ্রেফতার

রাজনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, পিতা-মৃত শফিক মিয়া, সাং-আব্দুল্লাহপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলায় ০৩ (তিন)টি ডাকাতি মামলা রয়েছে।

জেলা পুলিশ, মৌলভীবাজারের অব্যাহত অভিযানে আবারও মাদকসহ আটক-১“একটি গ্রাম থেকে একটি দেশ-মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সা...
26/12/2019

জেলা পুলিশ, মৌলভীবাজারের অব্যাহত অভিযানে আবারও মাদকসহ আটক-১

“একটি গ্রাম থেকে একটি দেশ-মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমদ পিপিএম-(বার) এর নির্দেশক্রমে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন বাগারাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী গিয়াস উদ্দিন (লাল গেঞ্জী পরিহিত) পিতা-মৃত রহমত উল্যা, সাং-বাগারাই, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে (ক) একটি খালি বেনসন সিগারেটের প্যাকেটের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো ২১০ (দুইশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য ৬৩,০০০/-টাকা, (খ) নগদ ১৮৫০ (এক হাজার আটশত পঞ্চাশ) টাকা, (গ) ফুয়েল পেপার ০১ বান্ডিল (ঘ) গ্যাস ম্যাচ লাইট ১০(দশ) টি, (ঙ) ০১ টি লাল রং এর ইয়ামাহা মটর সাইকেল, উদ্ধার করা হয়। আসামী গিয়াস উদ্দিন একজন মাদক সম্রাট। তাহার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আসুন আমরা সবাই মাদক-কে না বলি, একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলি।

সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে এই শ্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” ।  আগামী ১২ ডিস...
02/12/2019

সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে এই শ্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” । আগামী ১২ ডিসেম্বর, বৃহস্প্রতিবার সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও এই দিবসটিকে সফল করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ডিজিটাল কনসার্ট, র‌্যালী, সেমিনার, রচনা প্রতিযোগিতা, প্রেজেন্টশন কনটেস্ট ইত্যাদি। DC Sylhet DC Sunamganj DC Moulvibazar DC Habiganj

30/11/2019

“জুড়ীতে মাদকসহ আটক-১”

"হয় মাদক ছাড়ো, না হয় মৌলভীবাজার ছাড়ো "

পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার নির্দেশনা বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, মৌলভীবাজার।

ইং ২০/১১/২০১৯ তারিখ জুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শ্রী জগৎ পাশী (৩৩), পিতা-গুলবাগ পাশী, সাং-শিলুয়া, থানা-জুড়ী, জেলা -মৌলভীবাজারকে ১৪ লিটার চোলাই মদ সহ আটক করে।

“মাদকসহ দুই জন আটক”পুলিশ সুপার জনাব ফারুক আহমদে পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৭/১১/২০১৯ইং তার...
28/11/2019

“মাদকসহ দুই জন আটক”

পুলিশ সুপার জনাব ফারুক আহমদে পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৭/১১/২০১৯ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ এলাকা হইতে ১৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ ও ১০৪ পুড়িয়া গাঁজা, ওজন অনুমান ২০০ গ্রামসহ আসামী ১। মোঃ শরীফ মিয়া, সাং-মাক্রিছড়া চা-বাগান ২। মোঃ বাছিত মিয়া, পিতা-নবাব আলী, সাং-যাত্রাপাশা, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে আটক করা হয়।

শমশেরনগর টু মৌলভীবাজার সড়কে খুব বাজে নিম্নমানের কাজ হচ্ছে।পুরাতম পাথর যার কোন টেম্পার নেই সেই পাথর দিয়ে কাজ করা হচ্ছে এত...
25/11/2019

শমশেরনগর টু মৌলভীবাজার সড়কে খুব বাজে নিম্নমানের কাজ হচ্ছে।পুরাতম পাথর যার কোন টেম্পার নেই সেই পাথর দিয়ে কাজ করা হচ্ছে এতে রাস্তা কিছু দিন পরে আবারও নষ্ট হয়ে যাবে।পাথর দিয়ে রাস্তায় পানি দেয়া হচ্ছে না যার কারণে পাথর বসছে না কিন্তু দুঃখের বিষয় ঠিকাদার সাহেব উনার মন মতো কাজ করছেন কেউ দেখছে না যার কারণে ঠিকাদার সাহেব পুরাতন পাথর দিয়ে কাজ করে যাচ্ছেন যেখানে নতুন পাথর দিয়ে কাজ করার কথা।

‘‘০৫ শতাধিক চোরের গডফাদার এবং ১০০০ সিএনজি গাড়ী চোরের মূল হোতা শায়েস্তাগঞ্জের ল্যাংরা তালিবসহ ০৫ চোর গ্রেফতার’’ আমি গত ২১...
23/11/2019

‘‘০৫ শতাধিক চোরের গডফাদার এবং ১০০০ সিএনজি গাড়ী চোরের মূল হোতা শায়েস্তাগঞ্জের ল্যাংরা তালিবসহ ০৫ চোর গ্রেফতার’’

আমি গত ২১/১১/২০১৯ খ্রিঃ তারিখ ০২.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পাই যে, ১০/১২ জন অভ্যাসগত গাড়ী চোর চক্রের সদস্যরা চোরাই গাড়ী বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর থানাধীন ৯নং নিজামপুর ইউপি’র পাইকপাড়া-নসরতপুর রোডের পাইকপাড়াস্থ বটতলী বাজারের সংলগ্ন পূর্ব পাশে পাকা রোডে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সসহ বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য দ্রত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হই। আমার নেতৃত্বে অভিযান টিম রাস্তার দুই দিক থেকে এসে রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় পাইকপাড়া-নসরতপুর রোডের পাইকপাড়াস্থ বটতলী বাজারের সংলগ্ন পূর্ব পাশে পাকা রোডে অভিযান টিমের গাড়ীর লাইটের আলোতে কয়েকটি সিএনজি গাড়ী দাড় করে রাখা অবস্থায় দেখে পুলিশের গাড়ী পৌছামাত্র আসামীরা দিক বিদিক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্স এবং বাজার পাহারাদার ও স্থানীয় লোকদের সহায়তায় সিএনজি চোরের গডফাদার লেংরা তালিবসহ ০৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। অজ্ঞাতনামা ৭/৮ জন রাস্তার থেকে নেমে হাওর দিয়ে চলে যায়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৫ টি ফোরস্টোক চোরাই সিএনজি গাড়ী পাওয়া যায়। গাড়ীর মালিকানা সংক্রান্তে কোন ধরনের কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। ধৃত আসামীদের জিজ্ঞাসাকালে তাহাদের নাম ১। আবু তালিব (৪০), পিতা-আব্দুল সহিদ, সাং-উবাহাটা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ২। জালাল উদ্দিন (৩২), পিতা-মৃত সুন্দর আলী, সাং-আন্দাইরগাও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ ৩। হেলাল মিয়া (৩০), পিতা-ইদু মিয়া, সাং-গাগড়া, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ ৪। আলতাফ (৩০), পিতা-আশ্বব আলী, সাং-কাফতিয়র, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট ৫। হুমায়ুন আহমেদ (৩৫), পিতা-মৃত আলম মিয়া, সাং-কনকপুর, থানা ও জেলা-মৌলভীবাজার বলিয়া জানায়। আসামীদেরকে গাড়ীগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের সাথে থাকা আরো অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী মিলে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা হতে চোরাই গাড়ীগুলি চুরি করে তাদের সুবিধামতো সময় ও স্থানে বিক্রি করে থাকে। তারা অভ্যাসগতভাবে চোরাই মাল বেচাকেনা করে। উল্লেখিত গাড়ীগুলি বিক্রয়ের জন্য উক্ত স্থানে নিয়া এসেছে বলে জানায়। আসামী আবু তালেব তাদের লিডার। আসামী আবু তালিব সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তার চোর সিন্ডিকেটের কয়েকশত সদস্যদের দ্বারা গাড়ী চুরি করাইয়া সে গাড়ীগুলি সংগ্রহ করে তার পেশাদার চক্রদের নিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। উপস্থিত লোকজনের সম্মুখে আসামীরা অভ্যাসগতভাবে চোরাইমাল গাড়ীগুলি বিক্রির জন্য এনেছিল বলে স্বীকার করে। সঙ্গীয় অফিসার ফোর্সসহ পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করি। আসামীদের থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা পেশাদার অভ্যাসগত চোর সিন্ডিকেটের সদস্য। তারা সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জায়গায় অভ্যাসগতভাবে চোরাইমাল বিভিন্ন ধরনের গাড়ী কৌশলে ও গোপনে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আসামী আবু তালেবকে এ পর্যন্ত তার চোর সিন্ডিকেটের মাধ্যমে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকা হতে এক হাজার এর অধিক বিভিন্ন ধরনের গাড়ী চুরি করাইয়া বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানায়। জিজ্ঞাসাবাদে এবং প্রাপ্ত তথ্যে জানা যায়, সে পুরো সিলেট বিভাগে দীর্ঘদিন থেকে গোপনে গাড়ী চোর চক্রের একটি বৃহৎ সিন্ডিকেট গড়ে তুলে। উক্ত সিন্ডিকেটের সে গডফাদার। সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তার সিন্ডিকেট চক্র দ্বারা গাড়ী চুরি করাইয়া এক জেলার গাড়ী অন্য জেলায় নিয়া বিক্রয় করে থাকে। ধৃত আসামী প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০/১৫ টি করে গাড়ী চুরির মামলা রয়েছে। ধৃত ০৫ জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আমার নেতৃত্বে ও সরাসরি অভিযানে ১৫০০ টির অধিক সিএনজি আটো রিক্সা চোর এবং ৫০০ শতাধিক চোরের গডফাদার দূর্ধর্র্ষ লেংড়া তালেবসহ ০৫ সদস্য গ্রেফতার ও ০৫ টি চোরাই সিএনজি উদ্ধার করি।

গতকাল  াসপোর্ট এর কার্যক্রম ও  #পাসপোর্ট_পার্সোনালাইজেশন_কমপ্লেক্স সেন্টার নতুন ভবন পরিদর্শনে আসেন  #স্বরাষ্ট্রমন্ত্রী জ...
23/11/2019

গতকাল াসপোর্ট এর কার্যক্রম ও #পাসপোর্ট_পার্সোনালাইজেশন_কমপ্লেক্স সেন্টার নতুন ভবন পরিদর্শনে আসেন #স্বরাষ্ট্রমন্ত্রী জনাব #আসাদুজ্জামান_খান স্যার পাসপোর্টের #মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক সহ অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

“মৌলভীবাজার ট্রাফিক পুলিশ কর্তৃক যানজট দুরীকরনের লক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতা বিষয়ক...
21/11/2019

“মৌলভীবাজার ট্রাফিক পুলিশ কর্তৃক যানজট দুরীকরনের লক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতা বিষয়ক কার্যক্রম”

আজ ১৮/১১/২০১৯ইং তারিখে মৌলভীবাজার শহরকে যানজট মুক্ত রাখা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের কুসুমবাগ এলাকায় কমিউনিটি ট্রাফিক পুলিশিং এর আদলে ট্রাফিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে পরিবহন শ্রমিকগণ। পুলিশের পাশাপাশি এই ট্রাফিক স্বেচ্ছাসেবকরা প্রতিটি মোড়ে নিয়মিত কাজ করবে। এতে মোড় গুলোতে অবৈধ পার্কিং রোধ করা সম্ভব হবে।শহরের প্রতিটি পয়েন্ট যেন যানজট মুক্ত থাকে, সেই জন্যে থানা পুলিশসহ ট্রাফিক পুলিশ এই পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে। এতে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম(বার), মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও ট্রাফিক পুলিশের সদস্যগণ।

Address

Court Road
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when News Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Moulvibazar:

Videos

Share

Nearby media companies