মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাজনগরে ভুমিহীন ও গৃহহীন ১৫৪ টি ঘর উপহার দেয়া হয়
আজ রাজনগর উপজেলা প্রশাসন আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাজনগরে ভুমিহীন ও গৃহহীন ১৫৪ টি এবং সারা দেশে ৩৯৩৬৫টি পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নেছার আহমদ এমপি মহোদয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পাগলী চুমকীর কোলে এখন ফুটফুটে শিশু
শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পাগলী
চুমকীর কোলে এখন ফুটফুটে শিশু
হত্যা কে আত্মহত্যা বলে নাটক সাজানোর অভিযোগ নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার।
হত্যা কে আত্মহত্যা বলে নাটক সাজানোর অভিযোগ
নিউজ ডেস্কঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সনঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।
শুক্রবার(১৮ মার্চ) দুপুরের পর সনঞ্জয় কুর্মী বাসায় এসে দেখেন তাঁর স্ত্রী ঝর্না কুর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সনঞ্জয় কুর্মী সাথে সাথে মোবাইল ফোনে তাঁর শাশুড়ীকে বিষয়টি জানালে তারা এসে দেখেন গলায় ফাঁস লাগানো অথচ হাঁটু ঘরের ফ্লোরে মধ্যে লাগানো। ঝর্না কুর্মী মা (সনঞ্জয় কুর্মীর শাশুড়ীর)ধারনা তাদের মেয়ের জামাই সনঞ্জয় কুর্মী হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছেন এবং সনঞ্জয় কুর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে
রায়হানের চার্জশিট নিয়ে পুলিশের সম্পূর্ন ব্রিফিং শুনুন
রায়হানের চার্জশিট নিয়ে পুলিশের সম্পূর্ন ব্রিফিং শুনুন। (ক্লিয়ার সাউন্ড।)
কেন রায়হান সেদিন কাষ্টঘরে গিয়েছিল? সেখানে কী ঘটেছিল? রায়হান কী আসলেই ছিন.তাইকারী ? কীভাবে রায়হানকে হ.ত্যা করা হলো? কারা কারা হ.ত্যার সাথে জড়িত? এসব জানতে ব্রিফিং পুরোটা শুনুন
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফাইনাল খেলা।মৌলভীবাজার সদর।
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর রজত জয়ন্তী উপলক্ষে
মিনি নাইট ফুটবলব টুর্নামেন্ট-২০২১।
লটারির মাধ্যমে কোয়ার্টার ফাইনাল খেলার টিম নির্ধারন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নাজিয়া শিরিন ( মহোদয়) জেলা প্রশাসক মৌলভীবাজার।