আমাদের মৌলভীবাজার

আমাদের মৌলভীবাজার মৌলভীবাজারের খবর পেতে চোখ রাখুন আমাদের পেইজে। { �আমাদের মৌলভীবাজার� }
গ্রুপ মেম্বার :-৫১৫০০ জন
মৌলভী বাজারে এত বড় গ্রুপ আর নাই,এই প্রথম।

⛔⛔শ্রীমঙ্গল টাউনে যারা  চলাচল করেন তারা একটু সাবধানে চলাচল করবেন❌❌  আজ শ্রীমঙ্গল শহরে একটি চলিত গাড়ি থেকে একটি মোবাইল📳 ...
14/06/2024

⛔⛔শ্রীমঙ্গল টাউনে যারা চলাচল করেন তারা একটু সাবধানে চলাচল করবেন❌❌ আজ শ্রীমঙ্গল শহরে একটি চলিত গাড়ি থেকে একটি মোবাইল📳 ফোন ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় কয়েকজন মিলে তাকে ধরতে সক্ষম হন। অবশেষে তাকে থানায় দিয়ে আসেন স্থানীয়রা 🟥জনস্বার্থে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না ✅

11/06/2024
>>> একটি হারানো বিজ্ঞপ্তি
06/06/2024

>>> একটি হারানো বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে কথা-কাটাকাটির জেরে কিশোর খু*ন; প্রধান আ'সামী গ্রে'ফতার।
03/06/2024

মৌলভীবাজারে কথা-কাটাকাটির জেরে কিশোর খু*ন; প্রধান আ'সামী গ্রে'ফতার।

03/06/2024

ভাইরাল গজল
#মৌলভীবাজার

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমুহাদ্দিসুল ইসকান্দারিয়্যাহ হাফিযুল বুখারী সানাদান ওয়া মাতনান শায়খ আল্লামা মুহাম্ম...
26/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মুহাদ্দিসুল ইসকান্দারিয়্যাহ হাফিযুল বুখারী সানাদান ওয়া মাতনান শায়খ আল্লামা মুহাম্মাদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী র. ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে পুকুর থেকে সুমাইয়া আক্তার ( ১৭) নামে এক কিশোরীর মৃতদে...
25/05/2024

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে পুকুর থেকে সুমাইয়া আক্তার ( ১৭) নামে এক কিশোরীর মৃতদেহ কুটির সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ মে সকাল সাড়ে ৯ টায় শ্যামেরকোনা তার নিজ বাড়ির পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়

সুমাইয়া আক্তার শ্যামেরকোনা গ্রামের প্রবাসী আব্দুল মালিক এর মেয়ে।

জানাগেছে- সুমাইয়া গত ২১ মে থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার সকালে বাড়ির পিছনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরের মধ্যে একটি কুটির সাথে বেঁধে ফেলে রেখেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে থানায় আনা হয়েছে।
#মৌলভীবাজার

ইন্না-লিল্লাহ- ইন্না-লিল্লাহ- ইন্না-লিল্লাহ হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী...
20/05/2024

ইন্না-লিল্লাহ- ইন্না-লিল্লাহ- ইন্না-লিল্লাহ

হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ইয়া আল্লাহ তুমি হেফাজত করো।

আমিন

সিলেট এরিয়া... একাদশ শ্রেণিতে ভর্তি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলেজভিত্তিক ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা,,,
13/05/2024

সিলেট এরিয়া...

একাদশ শ্রেণিতে ভর্তি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলেজভিত্তিক ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা,,,

এই সি এন জি গাড়িটা চুরি হয়ে গেছে। মৌলভীবাজার কামালগঞ্জ থানা ১ নং রহিম পুর ইউনিয়ন বড়চেগ গ্রাম থেকে সিএনজি চুরি হয়েছে 🛺🛺গ...
06/05/2024

এই সি এন জি গাড়িটা চুরি হয়ে গেছে।
মৌলভীবাজার কামালগঞ্জ থানা
১ নং রহিম পুর ইউনিয়ন
বড়চেগ গ্রাম থেকে সিএনজি চুরি হয়েছে 🛺🛺
গাড়ির নম্বর ১২. ০০৮৯
কেউ গাড়িটি দেখতে ফেলে বা সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন ০১৭৮৫৮৬০৭৮৩📞📞📞

আজ মহান মে দিবস।বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
01/05/2024

আজ মহান মে দিবস।
বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের।মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক...
28/04/2024

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে
এটা ভুল ধারণা আমাদের।
মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপর ওকে লিখতে হবে।তবেই ১ টাকা তাদের দেশে যাবে।আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোন লাভ নেই।যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততোক্ষণ পর্যন্ত তাদের একাউন্টে ১ টাকাও জমা হবে না। তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেস টা কমপ্লিট করবেন।
বিঃদ্রঃ এই পদ্ধতিতে কিন্তু অরা বিভিন্ন উপায়ে অনেক টাকা আমাদের থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে।
তাই এসব কোমল পানীয় থেকে যতো নিজেকে গুটিয়ে রাখবেন ততই আপনার শারীরিক সুস্থতার জন্য উপকারী।
আর যারা কোমল পানীয় থেকে নিজেকে সরাতে পারেননা তারা অবশ্যই মজো খেয়ে আপনার মোবাইল দিয়ে বারকোডটি স্ক্যান করে অকে লিখবেন।

সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দিন।

নিখোঁজ সংবাদ -শেয়ার করার অনুরোধ রইলো। নাম-মুহাম্মদ সাজু আহমদপিতা মোঃ ইসলাম মিয়া গ্রাম-জগনশালা,চৈত্রঘাট,কমলগঞ্জসে কমলগঞ্জ...
27/04/2024

নিখোঁজ সংবাদ -শেয়ার করার অনুরোধ রইলো।

নাম-মুহাম্মদ সাজু আহমদ
পিতা মোঃ ইসলাম মিয়া
গ্রাম-জগনশালা,চৈত্রঘাট,কমলগঞ্জ

সে কমলগঞ্জ,মুন্সিবাজার,সিদ্ধেশ্বপুর, হাফিজি মাদ্রাসা'র ছাত্র,গতকাল বিকেল বেলা হাটতে বের হয়ে আর মাদ্রাসার ফিরে আসে নি,সাথে তার দুইজন সহপাঠীও, কোন ভাই যদি তার সন্ধান পান,দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। 01710170118 শামিম আহমদ (বড় ভাই)

শমসেরেনগর টু মৌলভীবাজার রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ। ভ্যাট অফিসের ও শাহ মোস্তফা কলেজের মাঝামাঝি সামনে বিরাট একটা গাছ র...
21/04/2024

শমসেরেনগর টু মৌলভীবাজার রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ। ভ্যাট অফিসের ও শাহ মোস্তফা কলেজের মাঝামাঝি সামনে বিরাট একটা গাছ রাস্তার উপরে পড়ায় বন্ধ চলাচল।

অন্য রোডে চলাচল করার জন্য পরার্মশ দেওয়া হলো

গাছ কাটা চলতেছে,মিনিমাম ২ ঘন্টা সময় লাগতে পারে।
#মৌলভীবাজার

গান বাজনা বাজিয়ে জাফলং, লালাখাল, ইত্যাদি জায়গায় বেড়াতে যাচ্ছেন যান সমস্যা নেই, তবে দরবস্ত বাজারে আপনাদের স্পিকার জমা দিয়...
20/04/2024

গান বাজনা বাজিয়ে জাফলং, লালাখাল, ইত্যাদি জায়গায় বেড়াতে যাচ্ছেন যান সমস্যা নেই, তবে দরবস্ত বাজারে আপনাদের স্পিকার জমা দিয়ে যেতে হবে।
এটাই সিলেটের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সাহসী বীর হওয়া প্রয়োজন৷ ✊
#জাফলং

--ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন--শ্যামেরকোনা দাখিল মাদরাসা প্রতিষ্ঠাতা  জকিগন্জ নিবাসী (মৌলভীবাজার বড়হাট বাসা) ...
13/04/2024

--ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন--শ্যামেরকোনা দাখিল মাদরাসা প্রতিষ্ঠাতা জকিগন্জ নিবাসী (মৌলভীবাজার বড়হাট বাসা) জনাব ফয়জুর রহমান চৌধুরী (বড় হুজুর) কিছুক্ষণ আগে সিলেট মাউন্ট এডোরা হাসাপাতালে ইন্তেকাল করিয়াছেন।
জানাজার নামাজ পরে জানানো হইবো--

#আমাদেরমৌলভীবাজার
#মৌলভীবাজার

আহ্ 😭😭😭😭মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে। লোকেশন: বাগেরহাট, মোল্যারহাটের কোদালিয়া ইউনিয়নআল্লাহ আপনি এর বিচার করব...
08/04/2024

আহ্ 😭😭😭😭
মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে।

লোকেশন: বাগেরহাট, মোল্যারহাটের কোদালিয়া ইউনিয়ন

আল্লাহ আপনি এর বিচার করবেন😥
যে কাজটা করেছে সে কি মানুষ? আসলেই কি মানুষ?
পৃথিবীর মানুষ এমন কেন?😭

🚨৷ সড়ক দুর্ঘটনা!! 🚨রবিরবাজার টু ঝিলেড়পাড় রোডে সিএনজির ধাক্ষায় সাথেসাথেই মারা যান রাজনগরের স্থানীয়  একজন মহিলা 😥😢 #আমাদে...
03/04/2024

🚨৷ সড়ক দুর্ঘটনা!! 🚨
রবিরবাজার টু ঝিলেড়পাড় রোডে সিএনজির ধাক্ষায় সাথেসাথেই মারা যান রাজনগরের স্থানীয় একজন মহিলা 😥😢
#আমাদেরমৌলভীবাজার

31/03/2024

এই ঈদে আপনার
প্ল্যান কি....?

কিয়ামতর আলামত বাবার লাশ দাফন করতে দিচ্ছে না ছেলে। 🥲কী যুগে বসবাস করছি আমরাজমির জন্য বাবাকে কবর দিতে দিচ্ছেনা ছেলে। নিজেই...
29/03/2024

কিয়ামতর আলামত বাবার লাশ দাফন করতে দিচ্ছে না ছেলে। 🥲
কী যুগে বসবাস করছি আমরা
জমির জন্য বাবাকে কবর দিতে দিচ্ছেনা ছেলে। নিজেই শুইয়ে পড়েছে কবরে
চিত্র জাদুরহাট বাটুলটারি৷, কিশোরগঞ্জ

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো...
29/03/2024

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।

১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!

পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠার অন‍্যতম অগ্রদূত তিনি।

সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।

শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।

নবাব স‍্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত‍্যুবার্ষিকী ছিলো ১৬ জানুয়ারি। তাঁর জন‍্য বিনম্র শ্রদ্ধা।

-রউফুল আলম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে একটি বাড়ীতে বূষ্টি সময় ট্রান্সফরমার দুর্ঘটনায় বৈদ্যুতিক...
26/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে একটি বাড়ীতে বূষ্টি সময় ট্রান্সফরমার দুর্ঘটনায় বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের ৫ জন মৃত্যু

ছবির ব্যক্তিসহ তার ফ্যামিলির সবাই....ছোট একটা মেয়ে পরে।

নাম: ফয়জুর রহমান তিনি (বাক প্রতিবন্ধী)

বাড়ী:গোয়ালবাড়ী (হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে)

আল্লাহ তায়ালা উনাকে এবং উনার পরিবারকে
জান্নাতুল ফেরদৌসের দান করেন 🤲
#আমাদেরমৌলভীবাজার

ইন্নালিল্লাহ এই মাত্র চট্টগ্রাম গাছবাড়িয়া কলেজ, হাইওয়ে পুলিশ সিএনজি সিঙ্গেল দিচ্ছে ধরার জন্য, হাইওয়ে  পুলি-শের মা-মলা থ...
25/03/2024

ইন্নালিল্লাহ এই মাত্র চট্টগ্রাম গাছবাড়িয়া কলেজ, হাইওয়ে পুলিশ সিএনজি সিঙ্গেল দিচ্ছে ধরার জন্য, হাইওয়ে পুলি-শের মা-মলা থেকে বাঁ-চার জন্য দ্রুত চলে যাওয়ার সময় উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বি-স্ফো-রণ হয়ে ভাগ্যের কি নি-র্মম পরিহাস হে আল্লাহ আপনি এই ভাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুন আমিন।
C Post
সত্যের সৈনিক
#আমাদেরমৌলভীবাজার

– আমাদের সয়ে গেছে শোেক, আবার উদরে ঢালছি কোক---আমাদের আবেগ চড়ুই পাখির মত ফুরুত🥺🥺
11/03/2024

– আমাদের সয়ে গেছে শোেক, আবার উদরে ঢালছি কোক-

--আমাদের আবেগ চড়ুই পাখির মত ফুরুত🥺🥺

কুলাউড়া রেল দুর্ঘটনা #মৌলভীবাজার
07/03/2024

কুলাউড়া রেল দুর্ঘটনা
#মৌলভীবাজার

কাজ শেষ 😅
06/03/2024

কাজ শেষ 😅

Address

Moulvibazar Sodor
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের মৌলভীবাজার:

Share

Nearby media companies