ফটিকছড়ির খবর প্রতিদিন

ফটিকছড়ির খবর প্রতিদিন Media/News/Publishing
ফটিকছড়ি

05/07/2023

ফটিকছড়িতে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
========>>
◼️ডেস্ক নিউজ

ফটিকছড়ির নানুপুর ইউপিতে পুকুরের পানিতে ডুবে লাকি মনি নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছ।

বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের ঢালকাটা গ্রামের কোরবান আলী মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাকি মনি ওই এলাকার জনৈক আলমগীরের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন বলেন- আজ মেয়েটির চাচার মেহেদী অনুষ্ঠান রয়েছে। সেই সুবাদে পরিবারের সবাই ব্যস্ত। খেলতে গিয়ে হয়তো পাশের পুকুরে পড়ে যায় সে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

চট্টগ্রাম অক্সিজেন হইতে খাগড়াছড়ি পর্যন্তবিআরটিসি কর্তৃক ভাড়া তালিকা ২০২৩।
28/06/2023

চট্টগ্রাম অক্সিজেন হইতে খাগড়াছড়ি পর্যন্ত
বিআরটিসি কর্তৃক ভাড়া তালিকা ২০২৩।

26/06/2023
26/06/2023

চামার দিঘীর গরুর বাজার থেকে সরাসরি।

📍 চামার দিঘী, ফটিকছড়ি, চট্টগ্রাম

14/06/2023

ফটিকছড়িতে ১সপ্তাহ বিভিন্ন সময়ে বিদ্যুৎ থাকবে না!

সাময়িক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি।। আসসালামু আলাইকুম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪/০৬/২৩ খ্রি: রোজ বুধবার =দুপুর ০৩:০০-০৬:০০,

১৫/০৬/২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার =সকাল ০৬:০০-০৯:০০,

১৬/০৬/২৩ খ্রি: রোজ শুক্রবার = দুপুর ০৩:০০-০৬:০০,

১৭/০৬/২৩ খ্রি: রোজ শনিবার =সকাল ০৬:০০-০৯:০০,

১৮/০৬/২৩ খ্রি: রোজ রবিবার =দুপুর ০৩:০০-০৬:০০,

১৯/০৬/২৩ খ্রি: রোজ সোমবার =সকাল ০৬:০০-০৯:০০ এবং

২০/০৬/২৩ খ্রি: রোজ মঙ্গলবার =দুপুর ০৩:০০-০৬:০০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি জোনাল অফিস আওতায় ৩নং ফিডারে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। যার করনে কাঞ্চননগর, বেড়া জালিয়া, ডলু, রাঙ্গা মাটিয়া(চৈইল্লার দোকান) গার্লস স্কুলের পেছন, ধুরুং আমান বাজার এলাকায় উক্ত সময় বিদ্যুৎ থাকবে না। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এজিএম(ওএন্ডএম), ফটিকছড়ি জোনাল অফিস।

30/05/2023

গলায় লিচুর বিচি আটকে ৭মাস বয়সী শিশুর মৃ-ত্যু

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গলায় লিচুর বিচি আটকে ৭মাস বয়সী এক শিশুর মৃ-ত্যু হয়েছে।
নিহত শিশুর পিতার নাম মঈনু সিকদার।
তার বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের রমাজান আলী সিকদার বাড়ীতে।

ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নি-হত শিশুর নানার বাড়ি শাহনগর গ্রামের মাইজপাড়ায় আজ বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

10/05/2023

আম পাড়তে গিয়ে মৃত্যু....

৪নং ভুজপুর ইউনিয়নের ৯নং ওয়াডের আজিমপুর চৌধুরী বাড়ীর আব্দুল্লাহ র ছেলে মেজবাহ চৌধুরী ইন্তেকাল করেছেন...
ইন্না লিল্লাহি ওয়াইন্না লিল্লাহি রাজিউন...

10/05/2023
ফটিকছড়ির সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই 🌹🌙পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা🌹  ঈদ মোবারক 🌙
20/04/2023

ফটিকছড়ির সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই 🌹
🌙পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা🌹
ঈদ মোবারক 🌙

16/03/2023

ভোটের ফলাফল
----
মেয়র পদে নৌকার একে জাহেদ চৌধুরী বিজয়ী

( কাউন্সিলর) বিজয়ীরা
----
১ নংওয়ার্ড জয়নাল আবেদিন
৩ নং ওসমান গনি
৪ নং শাহাজান
৫ নং মোস্তাফা কামাল
৬ নং মাওলানা ইয়াকুব
৭ নং মন্জুরল মিয়া
৮ নং মুহাম্মদ আলী
৯ নং সোলাইমান

27/01/2023
ফটিকছড়ি পৌরসভার নির্বাচনে বিজয়ী হলেন যারা।ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ে আবারও মেয়র হলেন আলহাজ্ব মোঃ ইসমাইল হোসে...
02/11/2022

ফটিকছড়ি পৌরসভার নির্বাচনে বিজয়ী হলেন যারা।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ে আবারও মেয়র হলেন আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন

কাউন্সিলর নির্বাচিত হলেন।

১নং ওয়ার্ডঃ- মোহাম্মদ রফিক
২নং ওয়ার্ডঃ- মোহাম্মদ রাকিব
৩নং ওয়ার্ডঃ- মোহাম্মদ হেলাল
৪নং ওয়ার্ডঃ- মোহাম্মদ আব্দুল্লাহ
৫নং ওয়ার্ডঃ- মোহাম্মদ বাবর
৬নং ওয়ার্ডঃ- মোহাম্মদ জসিম
৭নং ওয়ার্ডঃ- মোহাম্মদ এহসানুল
৮নং ওয়ার্ডঃ- মোহাম্মদ গোলাফ
৯নং ওয়ার্ডঃ- মোহাম্মদ হাশেম

সংরক্ষিত মহিলা কাউন্সিলর।।
১-২-৩ নং ওয়ার্ড মিসেস সেলিনা আক্তার
৪-৫-৬ নং ওয়ার্ড রোকেয়া বেগম
৭-৮-৯ নং ওয়ার্ড ফিরুজা বেগম

ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের ফলাফল। ০২-১১-২০২২ইং ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ে আবারও মেয়র হলেন আলহাজ্ব মোঃ ইসমাইল...
02/11/2022

ফটিকছড়ি পৌরসভার নির্বাচনের ফলাফল।
০২-১১-২০২২ইং

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ে আবারও মেয়র হলেন আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন

02/11/2022

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের ফলাফল।
০২-১১-২০২২

১.লাল মাঝি পাড়াঃ
নৌকা- ১০৭৬
মোবাইল- ৩৫৬

২.পালপাড়াঃ
নৌকা- ৪৭০
মোবাইল- ৭০

৩.ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসাঃ
নৌকা- ৪৮২
মোবাইল- ২০৮

৪.মনিরুল উমূল বারীয়া ইসলামিয়া মাদরাসাঃ
নৌকা- ৩৫৮
মোবাইল- ৩৪৭

৫.উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়
নৌকা- ৪৮১
মোবাইল- ৫৫৯

৬. রাঙ্গামাটিয়া আনোয়ার উলুম মাদরাসা
নৌকা-৫৫২
মোবাইল -৩৬৮

৭.কে এম টেকঃ
নৌকা- ৯৮২
মোবাইল- ২৪৯

৮.উত্তর ধুরুং স. প্রা. বি.
নৌকা- ৬৬৫
মোবাইল- ২৩২

০৯.ফটিকছড়ি সরকারি কলেজ
নৌকা-1227-
মোবাইল-307

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান.
31/10/2022

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান.

31/10/2022

ফটিকছড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা.!!
কেড়ে নিলো,৮ বছরের এক শিশুর তাজা প্রাণ...😥

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ফলাফল। এটি এম পিয়ারুল ইসলাম। নির্বাচিত চেয়ারম্যান চট্টগ্রাম জেলা পরিষদ।
17/10/2022

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ফলাফল।
এটি এম পিয়ারুল ইসলাম। নির্বাচিত চেয়ারম্যান চট্টগ্রাম জেলা পরিষদ।

জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ফটিকছড়ি উপজেলা।
17/10/2022

জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ফটিকছড়ি উপজেলা।

20/09/2022

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

29/07/2022
17/06/2022

""""ব্রেকিং নিউস""""
সিলেটে বন্যার কারণে সারা দেশে এসএসসি ও
সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ এসেছে হাসপাতালে.....

05/06/2022
24/05/2022
22/05/2022

সুখবর ফটিকছড়ি বাসীর জন্য।

02/05/2022

প্রিয় ফটিকছড়ি বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

মাহে রমজান।
02/04/2022

মাহে রমজান।

26/02/2022
21/02/2022

সুন্দরপুরকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন পাইন্দং।

09/02/2022
12/11/2021

উৎসব মুখর পরিবেশে ফটিকছড়ি ১৪ ইউপি নির্বাচন সম্পন্ন ; চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা:
______________________________________________
আলমগীর নিশান ;

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফটিকছড়ির ১২ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী এবং স্বতন্ত্র ৫
প্রার্থী জন জয়ী হয়েছেন।

১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার বাগান বাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন সাজু, দাতঁমারা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জানে আলম, নারায়ণহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু জাপর মাহামুদ, হারুয়ালছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন স্বপন, কাঞ্চন নগর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, রোসাংগীরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ ইমন, ধর্মপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজী মাহমুদুল হক,জাফতনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন জিয়া বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন।

আব্দুল্লাহপুরে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত ও বর্তমান চেয়ারম্যান ওহিদুল আলম।

লেলাং ও বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর রিট-আপিল জটিলতায় চেয়ারম্যান পদে ৬ সপ্তাহ হাইকোর্ট নির্বাচন স্থগিত রেখেছে বলে জানা গেছে।

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির খবর প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like