ফটিকছড়ি নিউজ টুডে Fatikchhari News today

ফটিকছড়ি নিউজ টুডে   Fatikchhari News today মর্মাহত

13/05/2023

চট্টগ্রাম, কুমিল্লা,বরিশাল,
মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের
রবিবারের এসএসসি স্থগিত

12/05/2023

শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে

এখন উপকূলীয় জায়গায়
৮ নং মহাবিপদ সংকেত
মোগলা বান্দরে ৪ নম্বর বিপদ সংকেত
আবহাওয়া অফিস : কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার দ্বীপুগুলোতে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্ক জারি করে।

28/04/2023

ঈদ পূর্নমিলনী অনুষ্টান ও সেমা মাহফিল
মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ
বাবুনগর বোর্ডস্কুল শাখা।

28/04/2023

ঈদ পূর্ণমিলনী অনুষ্টান উপলক্ষে
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাবুনগর বোর্ডস্কুল শাখার
উদ্দ্যেগে বাদে মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়,
এবং রাত ১০ ঘটিকায় যিকিরে সেমা অনুষ্ঠিত হয়,
যিকিরে সেমা পরিবেশ করেন মরমী শিল্পী শায়ের মুহাম্মদ আকিক
জানা উল্লাহ সিকদার বাড়ী, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম।
সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে

16/04/2023
ঈদের শপিং করতে গিয়ে মায়ের কোলে সন্তানের মৃত্যু মর্মান্তিক, ®®®®®®®®®®®®®®®®আজ চান্দিনায় ২ মাসের বাচ্চা নিয়ে  ঈদের শপিং ক...
16/04/2023

ঈদের শপিং করতে গিয়ে মায়ের কোলে সন্তানের মৃত্যু
মর্মান্তিক,

®®®®®®®®®®®®®®®®

আজ চান্দিনায় ২ মাসের বাচ্চা নিয়ে ঈদের শপিং করতে গেলে প্রচন্ড গরমে মায়ের কোলেই বাচ্চার মৃত্যু হয়।
শপিংয়ের মনোযোগের কারণে "মা" বুঝতেই পারে নি "।
বাচ্চার মৃত্যুর অনেক পরেই খেয়াল করে দেখে বাচ্চাটি আর নেই।
এ গরমে বিশেষ প্রযোজন ছাড়া মার্কেটে শিশু সন্তানের মায়েরা না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে,

বর্তমান গরমের সময় ঈদ শপিং-কালে সবাইকে সতর্ক ও সাবধানতা অবলম্বন করা খুবই জরুরী।

02/03/2023

★★স্বর্ণ চোরাচালান মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে
++++++++++++++++++++++++++++++++++

চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার স্বর্ণ চোরাচালান মামলায় ৬ জনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা বেগমের আদালত এ রায় দেন।

★স্বর্ণ চোরাচালান মামলায় ৬ জনকে ৭ বছরের কারাদণ্ড;
৩ আসামীর বাড়ি নাজিরহাটে
★কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন : হাটহাজারী থানার ছিপাতলী কাজিরবিল নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান প্রকাশ বাবলু (২৩), একই এলাকার লোনী তালুকদার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাসান (৩২), ফটিকছড়ি থানার দৌলতপুর ভোলা কোম্পানী বাড়ির মো. আবু তৈয়বের ছেলে মো. নিজাম উদ্দিন (২৫), একই এলাকার আশরাফ চৌধুরী বাড়ির মাওলানা ইউছুফ আনসারীর ছেলে কায়সার বিন ইউকুফ প্রকাশ টুন্টু (৩১), একই থানার পূর্ব ফরহাদাবাদ নুর আহাম্মদ ইঞ্জিনিয়ারের বাড়ির মৃত আব্দুস সালামের ছেলে মো. বাহাদুর (২৮) ও রাউজান থানার গনি পাড়ার ফজলুল হকের ছেলে শফিউল আজম (২৭)।

★রাষ্ট্রপক্ষে মহানগর পিপি এডভোকেট মো. আবদুর রশীদ জানান, ২০১৫ সালে ৬ জুলাই নগরের পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাচঁলাইশ থানার এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। একই বছরের ২ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মুহাম্মদ জুনাইয়েদ উল্লাহ আরফানের পিতা ( মুহাম্মদ আমান উল্লাহ) ইমো আইডি হেক হয়েছে, আপনাদের কারো কাছে সাহায্য  বা কারো কাছ...
07/02/2023

মুহাম্মদ জুনাইয়েদ উল্লাহ আরফানের পিতা ( মুহাম্মদ আমান উল্লাহ) ইমো আইডি হেক হয়েছে, আপনাদের কারো কাছে সাহায্য বা
কারো কাছে কোন টাকা চাইলে আপনাা কোন টাকা দিবেন না,

02/02/2023

০১ লা ফেব্রুয়ারি ২৩খ্রি: মহান জাতীয় সংসদে ফটিকছড়ি নাজিরহাট পুরাতন ব্রিজ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি.।

আজ মহান ১০ই মাঘ আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ হুজুর গাউছুল আজম শাহ সুফি মওলানা সৈয়দ আহমদ উল্লাহ আল মাইজভান্ডারি কঃ১১৭ তম ...
24/01/2023

আজ মহান ১০ই মাঘ আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ
হুজুর গাউছুল আজম শাহ সুফি মওলানা সৈয়দ আহমদ উল্লাহ আল মাইজভান্ডারি কঃ১১৭ তম ওরশ মোবারক।
উপলক্ষে দেশের ও বিদেশের বিভিন্ন প্রান্তর হতে লক্ষ লক্ষ মানুষের ঢ়ল,

১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়।ভূমি আইন পাস হয়েছে,ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়।ভূমি আইন পাস হয...
18/01/2023

১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়।ভূমি আইন পাস হয়েছে,
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়।ভূমি আইন পাস হয়েছে,
। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-

০১/ কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবেনা।

০২/ এক নামে ২৫ বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ।

০৩/ আসল দলিল যার ভুমি তার।

০৪/ ভুমি অপরাধ আইন, ভুয়া বেনামি ও জ্বাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।

০৫/ ভুমি জবর দখল দন্ডনিয় অপরাধ।

০৬/ মুল মালিক কে জমিন দেওয়া হবে।

০৭/ আন রেজিষ্টার্ড দলিল বাদ।

০৮/ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ।

০৯/ অন্যের নামে ভুয়া জ্বাল দলিল বাদ। বা ১০০ বৎসর ভুমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল ছাড়তে হবে। যাহা হিন্দুদের ছিল।

১০/ খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভুমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে।

১১/ নিজের ভাই-বোন মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জ্বাল দলিল বানিয়ে ভুমি আক্তসাত করা দলিল বাদ হয়ে যাবে।

১২/ উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ।

১৩/ ভূমি ক্রয়কারী ও বিক্রয় কারি দলিল সঠিকতর থাকতে হবে।

এক কথায় আসল দলিল যার ভূমি তার। [সংগৃহীত

চুড়ইভার্তি আয়োজন """""""""""""""""""""""""""""""""""""""""""""ফটিকছড়ি নিউজ টুডে খাগড়াছড়িতে ভ্রমনফিস্ট সমবায় সমিতির পক্...
17/01/2023

চুড়ইভার্তি আয়োজন
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
ফটিকছড়ি নিউজ টুডে

খাগড়াছড়িতে ভ্রমন
ফিস্ট সমবায় সমিতির পক্ষ থেকে তারা আজ ভ্রমন করে,
তাদের উক্তি হলো,
★ আমরা ফিস্ট সমবায় সমিতির পরিবার এগিয়ে যাই দুনিয়ায়,
★এই সফরে আমাদের পরিবারে এক-আত্মার বন্ধনে আবদ্ধ হতে সক্ষম,

আজ আমরা যেসব জায়গায় ভ্রমণ করেছি তা হল,

পাহাড়, ঝিরি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সৌন্দর্যমন্ডিত এই অঞ্চল। খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক, তৈদুছড়া ঝর্ণা, বিডিআর স্মৃতিসৌধ, মায়াবিনী লেক,
ফিস্ট সমিতি সকলের সহযোগিতায় তারা আজ ভ্রমণ করতে সক্ষম হয়েছে,

যারা আজ ভ্রমণ করতে
আজগর,আলী, সোহান, মুহাম্মদ এমদাদ,আনোয়ার, মাসুদ , ফজলুল,ইউসুফ,জামির- এমদাদ হোসাইন মানিক,

যারা এই সফরের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন,
সকলের সাথে সফরে যেতে অক্ষম হয়েছেন, তাদেরকে আমরা অনেক মিস করছি, বিশেষভাবে
মুহাম্মদ জুনায়েদ উল্লাহ আরফান,সোহান চৌং, ফজলুল,মাসুদ

২০২৩ সালের ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে কর্ণফুলী টানেল,
13/01/2023

২০২৩ সালের ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে কর্ণফুলী টানেল,

10/01/2023

মুহাম্মদ পারভেজের শুভ জন্মদিন উপলক্ষে সকলের বিশেষ অনুরোধে ফটিকছড়ি নিউজ টুডে পেইজ থেকে সম্প্রচার করা হয়েছে,

৭০ বছর পরও কবরে অক্ষত এক আল্লাহর বান্দা পাওয়া গেল চট্টগ্রাম """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""-চ...
10/01/2023

৭০ বছর পরও কবরে অক্ষত এক আল্লাহর বান্দা পাওয়া গেল চট্টগ্রাম
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

-চট্টগ্রাম বাকলিয়া বলিরহাট জান আলী বলির বাড়ি জামে মসজিদের পুকুর পাড়ের কবরস্থানে। ৭০ বছর পরও কবরে অক্ষত এক আল্লাহর বান্দা পাওয়া গেল

মাত্র কয়েকদিন আগের ঘটনা, তাঁকে নতুন স্থানে পূনঃ দাফন করা হয়।
আল্লাহর নেক বান্দাহরা এভাবেই মৃত্যুর পরেও অক্ষত থাকে। মাটি তাদের দেহ স্পর্শ করে না।

আসসালামু আলাইকুম ফটিকছড়ি নিউজ টুডে পেইজ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই  ২০২৩।
31/12/2022

আসসালামু আলাইকুম

ফটিকছড়ি নিউজ টুডে
পেইজ থেকে আপনাদের সবাইকে
নতুন বছরের শুভেচ্ছা
জানাই ২০২৩।

ফটিকছড়ি নেতাগনের মিলনমেলা ----------------------------------------------------আলহাজ্ব আনোয়ার পাশা মেম্ভরের কনিষ্ট পুএ মহ...
31/12/2022

ফটিকছড়ি নেতাগনের মিলনমেলা
----------------------------------------------------

আলহাজ্ব আনোয়ার পাশা মেম্ভরের কনিষ্ট পুএ মহাম্মদ জুয়েল এর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, বিশিষ্টরানৈতিকবিদ-ফটিকছড়ি থানার আওয়ামীলিগের সাধারণ সম্পাদক জানাব নাজিমুদ্দিন মুহুরি।
সৈয়দ মহাম্মদ বাকের ভাইও
নাজির হাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জনাব জাফর ভাই এবং সাধারণ সম্পাদক হারেস ভাই।উপস্থিতি ছিলেন আরো অনেক নেতা কর্মিরা।

31/12/2022

ফটিকছড়ি নিউজ টুডে পেইজ থেকে

রাউজান কলেজ মাঠে অনেক সুন্দর একটি মেলা অনুষ্ঠিত হয়েছিলো। যা "বিজয় মেলা" নামে অনেক সুনামধন্য,,, 🥰🤍❤️

Just For Fun ...

জরুরি খবর----------------------------------------------------------------সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে, আগামীকাল (৩...
30/12/2022

জরুরি খবর
----------------------------------------------------------------
সকলের অবগতির জন্য যানানো যাচ্ছে যে,
আগামীকাল (৩১ ডিসেম্বর) ফটিকছড়ি জোনের সকল লাইনে সকাল ৬টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

✍৩১ ডিসেম্বর ২২

ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে  মুহাম্মদ জাহেদবাবুনগর, ফটিকছড়ি """""""""""""" ”"""""""""”""""""""""""”"""""""""""""""""""""""...
29/12/2022

ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে মুহাম্মদ জাহেদ
বাবুনগর, ফটিকছড়ি
"""""""""""""" ”"""""""""”""""""""""""”"""""""""""""""""""""""""""

ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে
সৌদি আরব প্রবাসীর মর্মান্তিক মৃত্যু!
ফটিকছড়ির বাবুনগর আনছুর বাপের বাড়ির সন্তান ও নাজিরহাট বাজার সবুর সওদাগরের মুদির দোকানের ম্যানেজারের চাকরি করতেন মুহাম্মদ জাহেদুল ইসলাম, ৮ মাস পূর্বে সৌদি আরবে পাড়ি জমান পরিবারে খাল ধরবে বলে, ভাগ্যের পরিহাস আজ জানা যায় তার মর্মান্তিক মৃত্যু কথা, সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জাহেদ একজন ভালো মানুষ।

ফটিকছড়িতে তিন মাসে ১২ গরু চো র আটক:------------------------------------------------------------------------ফটিকছড়ির চুরে...
28/12/2022

ফটিকছড়িতে তিন মাসে ১২ গরু চো র আটক:
------------------------------------------------------------------------

ফটিকছড়ির চুরের সদ্দার সাহাব উদ্দিন উজ্জ্বল
তিন মাসে ১২ গরু চো র আটক: আদালতে ২ জনের স্বীকারোক্তি! মূলহোতা সাহাব উদ্দিন উজ্জ্বল ফেরিওয়ালা সেজে রেকি করা হয় দিনে !

ছাএদের দস্তরে    (পাগড়ী) পরিধান সম্পন্ন********************************************শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্...
17/12/2022

ছাএদের দস্তরে (পাগড়ী) পরিধান সম্পন্ন
********************************************

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের পরিচালিত

এবং আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসুল আযম মাইজভান্ডারী রাহবারে আলম মাজাহারে গাউসুল আজম আলহাজ্ব হযরত শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান মওলা মাইজভান্ডারীর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষার নিকেতন

ফটিকছড়ি আজিমনগরস্হ উম্মুলআশেকী মুনাওয়ারাবেগম এতিমখানা ও হেফজখানা
ছাএদের দস্তরে ফজিলত (পাগড়ী) পরিধান সম্পন্ন।

গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও উম্মুল আশেকী মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা হতে ১১ জন হাফেজ হয়ে দস্তরে ফজিলত পাকড়ি পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাটহাজারী ৫ আসনের সংসদ সদস্য, জনাব ব্যারিস্টার মোঃ আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি জনাব মোঃ রেজাউল আলী জসিম চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, মোহাম্মদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, পরিচালনা পরিষদ হাফেজ মওলানা আবুল কালাম মাইজভান্ডারী হেফজখানার সকল শিক্ষকগন । এবং অন্যান্য মেহমানবৃন্দ

বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই জনাব  মোতাহের হোসেন বাবুল ভাইয়ের শ্রদ্ধেয় আম্মাজান ...
11/12/2022

বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই জনাব মোতাহের হোসেন বাবুল ভাইয়ের শ্রদ্ধেয় আম্মাজান এলাকার সর্বজন শ্রদ্ধেয় গতকাল সন্ধ্যায় ৭.২৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়েছেন,,
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)
আজ সকাল ১১ টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, মাইজভান্ডার শরীফে উত্তর পাঠান পাড়া জামে মসজিদের ময়দানে,
উক্ত জানাযার নামাযে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিকবিদ প্রিয় জননেতা নাজিম মুহুরীসহ অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ,সামাজিক ব্যক্তিবর্গ ও অসংখ্য মানুষ উক্ত জানাযায় অংশ গ্রহন করে,
এবং প্রেত্যেকে মরহুমা এবং তার পরিবারের জন্য দোয়া করে।

'পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ' আগামী ১৩ জানুয়ারি'২০২৩---------------------------------------------------------------------০গা...
06/11/2022

'পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ' আগামী ১৩ জানুয়ারি'২০২৩
---------------------------------------------------------------------০
গাউসুল আযম শাহসুফি মাওলানা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)'র বার্ষিক উরস শরিফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ আগামী ১৩ জানুয়ারি'২০২৩ শুক্রবার অনুষ্ঠিত হবে।
এলক্ষে এসজেডএইচএম ট্রাস্ট ও পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ উদযাপন পরিষদের যৌথ সভা ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

28/10/2022

এখন পেশ করতেছেন
মাহফিলের বিশেষ বক্তা
মওলানা নুরুল হুদা আলকাদেরী
পেশ ইমাম-( জানা উল্লাহ সিকদার বাড়ী জামে মসজিদ )

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপদসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা ...
24/10/2022

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপদসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে।

রাতের মধ্যেই আঘাত হানবে 'সিত্রাং'
বাংলাদেশ
টিবিএস রিপোর্ট

20/10/2022

আজ ২০ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদে আসর হতে সারা-রাত ব্যাপী ইতিহ্যবাহী বাবুনগর বোস্কুলের পূর্ব পাশ্বে জানা উল্লাহ সিকদার বাড়ীর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। সমাজের যৌত উদ্দ্যেগে, *পবিত্র ঈদে* *মিলাদুন্নবী* ( সাল্লালাহু আলায়হি ওয়াসাল্লাম) উৎযাপন উপলক্ষে
আজিমুশশান সুন্নি সম্মেলন


উক্ত সুন্নি সম্মেলন

*প্রধান বক্তা* হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম আল-কাদেরী,,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গিরীয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম।

উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন -মাওলানা মুহাম্মদ জামশেদুল আলম আলকাদেরী
খতিব - জানা উল্লাহ সিকদার বাড়ী জামে মসজিদ।

উক্ত মাহফিলে আরো বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন - মওলানা নুরুল হুদা আলকাদেরী
খতিব:সাচি মিঞা চৌধুরী জামে ( জানা উল্লাহ সিকদার বাড়ী জামে মসজিদ )
এখন তকরির পেশ করতেছেন।

আজকের মাহফিলে
প্রধান বক্তা* হযরতুলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম আল-কাদেরী,,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গিরীয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম।

ফটিকছড়ি নিউজ টুডে পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে

আগামীকাল ২০ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদে আসর হতে সারা-রাত ব্যাপী ইতিহ্যবাহী বাবুনগর বোস্কুলের পূর্ব পাশ্বে  জানা উল্লাহ...
19/10/2022

আগামীকাল ২০ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদে আসর হতে সারা-রাত ব্যাপী ইতিহ্যবাহী বাবুনগর বোস্কুলের পূর্ব পাশ্বে জানা উল্লাহ সিকদার বাড়ীর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। সমাজের যৌত উদ্দ্যেগে, *পবিত্র ঈদে* *মিলাদুন্নবী* ( সাল্লালাহু আলায়হি ওয়াসাল্লাম) উৎযাপন উপলক্ষে
আজিমুশশান সুন্নি সম্মেলন


উক্ত সুন্নি সম্মেলন

*প্রধান বক্তা:
হযরতুলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম আল-কাদেরী।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান :
আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গিরীয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম।

বিশেষ বক্তা :
মাওলানা মুহাম্মদ জামশেদুল আলম আলকাদেরী
খতিব - জানা উল্লাহ সিকদার বাড়ী জামে মসজিদ।

বিশেষ বক্তা :
মওলানা নুরুল হুদা আলকাদেরী
খতিব :সাচি মিঞা চৌধুরীর জামে মসজিদ

নাত পরিবেশেন করবেন
মুহাম্মদ ওসমান সিদ্দিকী
শিক্ষার্থী : নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা
মুহাম্মদ তামিম হুদা
শিক্ষার্থী : মাদ্রাসা এ গাউসুল আজম মাইজভান্ডারি

উক্ত মাহফিলে আরো বাংলার বহু সুন্নি ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীনের শুভাগমন এতে আপনাদের সকলের প্রতি ইমানী দাওয়াত রইল।

ফটিকছড়ি নিউজ টুডে পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়=================================অভিনন্দন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদে...
17/10/2022

আজ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়
=================================

অভিনন্দন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের

গত ০৭/১০/২০২২ ইং, শুক্রবার অনুষ্ঠিত 'আহমদিয়া রহমানিয়া বৃত্তি পরীক্ষা ২০২২' এর ফলাফল

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন=====================================চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান নির্ব...
17/10/2022

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন

=====================================

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জননেতা এটিএম পেয়ারুল ইসলাম।

আজ মহান ১লা কার্তিক, হাদিয়ে জামান তছলিম বাবাজানের বাৎসরিক উরস শরীফ। সকলের প্রতি আন্তরিক হাজিরার দাওয়াত রইলো।
17/10/2022

আজ
মহান ১লা কার্তিক, হাদিয়ে জামান তছলিম বাবাজানের বাৎসরিক উরস শরীফ।

সকলের প্রতি আন্তরিক হাজিরার দাওয়াত রইলো।

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে --জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল       আগামীকাল সোমবার, ১৭ অক্টোবর         ...
16/10/2022

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে --
জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল
আগামীকাল সোমবার, ১৭ অক্টোবর
=================================

~ মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল আগামীকাল সোমবার, ২০ রবিউল আউয়াল, ১৭ অক্টোবর।
সকাল ৯টায় মাইজভাণ্ডার শাহী ময়দান থেকে ঐতিহাসিক ঈদ-এ মিলাদুন্নবী (দ.)-এর জুলুস বের করা হবে, বাদে আছর থেকে মাহফিল শুরু হবে।
উক্ত মাহফিলে সকলে সবান্ধবে যোগদান করে রাসুলে পাক (সা.) ও গাউসুলআজম মাইজভাণ্ডারী (ক.)'র ফয়েজ রহমত হাসিল করুন।

11/10/2022

আজ আধ্যাত্মিক দরবার মাইজভান্ডার শরীফে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কাদ্দাসাল্লাহু সিররাহুল আযিয)’র স্মরণ” ৩৪তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ,
==========================================
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৩৪তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ (২০২২) উপলক্ষেঃ
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র "মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কাদ্দাসাল্লাহু সিররাহুল আযিয)’র স্মরণ”

🌸 “বিবর্তিত জীবনের মানচিত্র” 🌸
[জীবনী গ্রন্থ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কাদ্দাসাল্লাহু সিররাহুল আযিয)” হতে]
জীবন যেহেতু শরীর নির্ভর, তাই মহাপুরুষদের শরীরের বিবরণী জানাও গুরুত্বপূর্ণ। শৈশব হতে তাঁর শরীর ছিল হালকা পাতলা ও নাতিদীর্ঘ, গায়ের রং উদয়কালীন পূর্ণিমা চাঁদের মত তামাটে। মাথা গোলাকার, চুল ঘনকাল নরম, কপাল প্রশস্ত, দীর্ঘ টিকালো নাক, চোখ ও কান স্বাভাবিক আকৃতি, দু’চোখের ভ্রু আলাদা, মাঝারি সাইজের সাদা দাঁত, মুখমন্ডল লম্বাটে, দাড়ি পাতলা। আজানু লম্বিত বাহু, নরম হাতে সুস্পষ্ট রেখা, সরু কলমি আঙ্গুল, চওড়া ঘাড় ও বুক। কেশহীন বুকের মধ্যখানে গর্ত, মেদহীন পেট। মসৃণ পিঠ, শিড়দাঁড়া বরাবর একটু ভাঁজ, সমতল কোমরের গ্রন্থি সন্ধিতে টোল। নাতিপুরুষ্ট নিতম্ব ও দুই উরু। লম্বা পাতলা পায়ের পাতা, আঙ্গুল সরু। শরীরের উপরাংশের চেয়ে কোমর হতে নীচের অংশ দীর্ঘ। খাওয়া ঘুম পরিমিত ও গোসল ছিল নিয়মিত।
কলেজ জীবন পর্যন্ত কাপড় চোপড় চালচলন ছিল শৌখিন। তিনি প্যান্ট শার্ট জুতা স্যান্ডেল কখনো কখনো স্যুট হ্যাট ধুতি পাঞ্জাবীও পরিধান করতেন। তিনি ছিলেন বন্ধু বৎসল, আমুদে ও খেলাধুলা প্রিয়। স্বভাব শান্ত, আচরণ বিনয়ী, কণ্ঠস্বর মধুর এবং কথাবার্তা ছিল যুক্তিপূর্ণ। ধৈর্য ও সহনশীলতা ছিল স্বভাবজাত।
আধ্যাত্মিক সাধনার সূচনাকাল হতে দ্রুত বদলে যায় তাঁর জীবনচিত্র। খাওয়া ঘুম গোসল সবকিছু অনিয়মিত হয়ে যায়। মাসাধিককালের গোসলহীন শরীরে কোন দুর্গন্ধ নয় বরং এক প্রকার স্নিগ্ধ সুগন্ধ ছিল। মেজাজ কখনো জজবা-গরম হাল, কখনো আনমনা আত্মভোলা। আবার কখনো ভীষণ ব্যস্ত থাকতেন এমন সব কাজে সাধারণ মানুষের চোখে যেগুলোর কোন গুরুত্বই ছিল না। নিপীড়িত লাঞ্ছিত ও দুঃখী মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল। অত্যাচারী মানুষ দেখলে বজ্রের মত কঠোর আচরণ করতেন। স্বাভাবিক অবস্থায় তাঁর আতিথেয়তা ছিল অতুলনীয়। মনে হতো তিনি অত্যধিক ধূমপায়ী ছিলেন। সিগারেটে আগুন লাগিয়ে ধোঁয়া টেনে তা মুখের অগ্রভাগ থেকে বাইরে ফুঁ দিয়ে ছেড়ে দিতেন। কোন সময় দেখা যেত সিগারেট মুখে বার বার ম্যাচ জ্বালালেন কিন্তু সিগারেট জ্বললো না। যে ব্র্যান্ডের সিগারেট পান করতেন, তাঁর ওফাতের সাথেই সে ব্র্যান্ড উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ঘুরে বেড়াতেন দেশের শহর গ্রামের নানাস্থানে। তাঁর হাঁটা স্বাভাবিক মনে হলেও সঙ্গীদের দস্তুরমত দৌঁড়াতে হত।
রিয়াজত পরবর্তীকালে তিনি প্রায় লুঙ্গি পাঞ্জাবী পরিধান করতেন। কোন কোন সময় উদোম গায়ে অথবা শুধু গেঞ্জি পরে সর্বত্র ঘুরে বেড়াতেন। ১৮ দিন পর বন্ধ মুখ খুলতে যে দুটি দাঁত মরে গিয়েছিল বাকি সময় সেগুলো কালোই থেকে যায়। ওফাতের পূর্বে তাঁর ক’টি দাঁত পড়ে যায়। কখনো তাঁর গুরুতর কোন রোগ হতে দেখি নাই। শেষ দিকে চুল দাড়ি অধিকাংশ পেকে যায়। ১৯৮০ সালের দিকে পিতার ওফাতের পূর্বে তাঁর শরীরে কাঠামোগত উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। পীরে ত্বরিকত পিতার কাছ হতে পাওয়া এত্বেহাদী ফয়েজ (সার্বিক অনুগ্রহ) এর ফলে তাঁর শরীরের কোমর হতে উপরাংশ একটু বেঁটে, মুখে ও পিঠে জরুল জাতীয় দাগগুলো ভেসে উঠে যে রকম তাঁর পিতা ও গাউসুল আযম মাইজভাণ্ডারীর ছিল। এ সময় শরীরও একটুখানি স্থূল হয়ে পড়ে। জগত বিখ্যাত দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ ইসলামের গৌরব হযরত ইমাম গাজ্জালী এক দরবেশকে উপদেশ দিতে বললেন, ‘‘আমি একটানা চল্লিশ বৎসর আল্লাহ’র ইবাদত বন্দেগীতে রত ছিলাম। কিন্তু এই দীর্ঘ সময়ে আমার মধ্যে আল্লাহ’র নূর কিংবা কোন উন্নতি না দেখে হতাশ হয়ে পড়ি। অতঃপর কম খাওয়া, কম কথা বলা, কম নিদ্রা ও লোকের সাথে কম মেলামেশার ব্রত গ্রহণ করি। এর পর আমি আকাশের দিকে তাকালে আল্লাহ’র আরশ পর্যন্ত দেখতে পাই। কোন কিছুই আমার দৃষ্টি পথে বাধা হয়ে দাঁড়ায় না। আবার যখন মাটির দিকে দৃষ্টিপাত করি তখন সাত তল জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমি দেখতে পাই’’। শাহানশাহ্ মাইজভাণ্ডারী সাধনাকাল হতে চারটি বিষয়কে চরিত্রগত করে নিয়েছিলেন: (১) অল্প আহার (২) স্বল্প কথা (৩) রাত্রি জাগরণ এবং (৪) লোকালয়ে বাস করেও নির্জনতা অবলম্বন। ফলে তাঁর দৃষ্টিতেও সমগ্র সৃষ্টি জগত সমুদ্ভাসিত হওয়ার দৃষ্টান্ত লক্ষ্যণীয়।
একবার সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্কে তিনি নিজেই বলেন ‘‘মামু সাহেব, ছয়মাসে একবার ঘর হতে বারান্দায় বের হই; কাজের জন্য একেবারে সময় পাই না’’। ওফাতের বছর খানেক পূর্বে নিত্য সফরসঙ্গী মৌলবী কুদ্দুছ বাবাজানকে তাঁর বয়স কত জিজ্ঞাসা করলে বলেন, পাঁচ বছর। মৌলবী সাহেব হিসাব কষে বয়স ষাট বছর বলে তাঁর সম্মতি আশা করলেও তিনি চুপ থাকেন। জীবন সায়াহ্নে ইমামে আযম হযরত আবু হানিফাকে (র:) বয়স কত জিজ্ঞাসা করলে বলেন, দুই বছর। উপস্থিত লোকেরা আশ্চর্য হলে বলেন, ‘আওলাদে রাসূল (দ:) হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহ্ এর সোহবতে তরিকার সবক গ্রহণ করে সত্যিকার আমলের দুই বছরই আমার মৌলিক বয়স’। অনুরূপভাবে গাউসুল আযম হযরত আবদুল কাদের জিলানী (ক:) তাঁর বয়স পাঁচ বছর বলে মন্তব্য করেছিলেন।
বৈশাখ-জৈষ্ঠ্য মাসের প্রচন্ড গরমে কয়েকটা কম্বল মুড়ে শুয়ে থাকতেন আবার পৌষ-মাঘের কনকনে শীতে আপন হুজরা শরীফে কয়েকটা পাখা চালিয়ে বসে থাকতেন। যেহেতু তিনি ছিলেন বিশ্বঅলি আল্লাহ’র সমগ্র জাহানে ছিল তাঁর অবাধ বিচরণ, আমরা যদিও গরমের মধ্যে কম্বল মুড়ে বা শীতের সময় পাখা ছেড়ে শুয়ে থাকতে দেখেছি কিন্তু এর হাকিকত হল তিনি যখন গরমে কম্বল মুড়ে শুয়েছিলেন তখন তিনি এমন কোন জায়গায় অবস্থান করেছিলেন বা এমন কোন দেশে অবস্থান করছিলেন যেখানে তখন ছিল শীতকাল। আর তিনি যখন শীতে পাখা ছেড়ে বসেছিলেন তখন এমন কোন জায়গায় অবস্থান করছিলেন যেখানে তখন ছিল গ্রীষ্মকাল। এখানে একটা ঘটনা প্রণিধানযোগ্য; একদা রাসূলে পাক (দ:) বাইরে থেকে নিজ ঘরে প্রবেশ করলে বিবি হযরত আয়েশা (রাদিঃ) নবীজির শরীর, দাড়ি ও টুপি মোবারকে পানি দেখে জিজ্ঞেস করেন: ইয়া রাসূলুল্লাহ্ (দ:) আপনার শরীর মোবারকে পানি কেন? রাসূল (দ:) প্রতিউত্তরে বলেন: বৃষ্টির পানি। বিবি আয়েশা (রাদিঃ) বলেন আরব দেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। অথচ আপনি বৃষ্টিতে ভিজে আসলেন। রাসূল (দ:) বলেন, ‘‘হে আয়েশা আমি শুধু আরবের নবী নই, আল্লাহ্ যতটুকুর জন্য রাব্বুল আলামীন আমি ততটুকুর জন্য রহমতুল্লিল আলামিন। আমি এখন এমন এক দেশ থেকে আসছি যেখানে এখন বৃষ্টি হচ্ছে’’। আর শাহানশাহ্ বাবাজানের কালাম, ‘‘রহমতুল্লিল আলামিন রাসূলের রহমতের সীমা জুড়ে আমার বেলায়তি কর্মক্ষমতা’’। কবি দার্শনিক ডক্টর আল্লামা ইকবাল বলেন,
‘‘এমন পাখির ‘হাল’ ও ‘মকান’ কিছুই কি এরা (মানুষ) জানে
উড়ে চলে যে নিঃসীম আকাশে প্রতিপলে প্রতিক্ষণে!’’

স'ড়ক দূ'র্ঘটনায় যুবক নি'হত  ফটিকছড়ির খবর================================স'ড়ক দূ'র্ঘটনায় যুবক নি'হত ! বিয়ের পিঁড়িতে বসা...
11/10/2022

স'ড়ক দূ'র্ঘটনায় যুবক নি'হত
ফটিকছড়ির খবর
================================

স'ড়ক দূ'র্ঘটনায় যুবক নি'হত ! বিয়ের পিঁড়িতে বসা হলো না।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নানুপুর মাইজভাণ্ডার সড়কের সাদা মসজিদ এলাকার দিকে মোটরসাইকেল এবং (নোহা/হায়েজ) গাড়ির সং'ঘর্ষে বিজয় ধর নামে একজন নি'হত হয় এবং রাজেস ধর নামে একজন আহত হয়।

৯ই অক্টোবর( রবিবার) বিকাল ৪ঘটিকার সময় এই দূ'র্ঘটনা ঘটে৷নি'হত বিজয় ধর নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের
পূর্ব সুয়াবিল পশ্চিম বনিক পাড়া ভাঙ্গাদিঘীর পাড়ের বিটি চৌধুরী বাড়ির রুপাল ধরের ছেলে৷

বিজয় ধরের ছোট ভাই অজয় ধর বলেন আমার ভাইয়ের আগামী শুক্রবারে বিয়ে,নিজের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার সময় স'ড়ক দূ'র্ঘটনা টি ঘটে৷

বৃহস্পতিবার মেহেদী রজনী ও শুক্রবারে বিয়ের, মেহেন্দী হাতে আর বিয়ের পিঁড়িতে বসা হলো না আর যুবকের।

০৯/১০/২০২২ইংআওলাদে রাসুল (দ:),আওলাদে গাউসে পাক (কঃ) আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)'র সাথে সাক্ষাৎ করেন,---------_--...
10/10/2022

০৯/১০/২০২২ইং

আওলাদে রাসুল (দ:),আওলাদে গাউসে পাক (কঃ) আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)'র সাথে সাক্ষাৎ করেন,
---------_--------------------------------------

আওলাদে রাসুল (দ:),আওলাদে গাউসে পাক (কঃ) আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) রাহবারে আলম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভাণ্ডারী(মা.)'র কেবলা কাবা সাথে সৌজন্য সাক্ষাত করেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুফি মিজানুর রহমান।

শুভ জন্মদিন প্রিয় বন্ধুবর। Junaid Ullah Arfan শতবার ফিরে আসুক এই শুভক্ষণ তোমার জীবনে। জন্মদিন তোমার সুন্দর ও ভাল কাটুক। ...
02/10/2022

শুভ জন্মদিন প্রিয় বন্ধুবর। Junaid Ullah Arfan
শতবার ফিরে আসুক এই শুভক্ষণ তোমার জীবনে। জন্মদিন তোমার সুন্দর ও ভাল কাটুক। অনেক অনেক শুভেচ্ছাও শুভকামনা রইল তোমার জন্য। এভাবেই চিরকাল তোমার জীবন আনন্দ ও শুভক্ষণে ভরপুর থাকুক। জন্মদিনের তোমার মধুময় ও আলোকিত হোক।

তোমার মত একজন গুনী ও ভালো মানুষের জন্মদিন আজকে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য। সবসময়ই এভাবে আমার প্রিয় বন্ধু হয়ে পাশে থেকো। জন্মদিন অনেক আনন্দ ও উৎসবময় হোক তোমার। সবসময়ই ভালো থেকো।

একশত বার তোমার এই শুভ জন্মদিন ফিরে আসুক তোমার জীবনে। সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে উৎযাপন করো আজকের এই দিন। জন্মদিন অনেক সুন্দর হোক। জন্মদিনে তোমাকে জনাই আমার পক্ষ থেকে শত গোলাপের শুভেচ্ছা। অনেক আনন্দ ও খুশি নিয়ে সঙ্গে নিয়ে বারে বারে আসুক তোমার শুভ জন্মদিন,

আজকে তোমার শুভ জন্মদিন আর সেই সাথে আমাদের আনন্দের একটা দিন। জন্ম দিনের অনেক অনেক প্রাণঢালা অভিনন্দন ও ভালবাসা তোমার জন্য। জীবনে সুখ ও সমৃদ্ধি সর্বদা অটুট থাকুক এবং আজকের দিন অনেক আনন্দে কাটুক সেই কামনা করছি। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় বন্ধু।

আজকে তোমার এই শুভ জন্মদিনে তোমার জীবনে সফলতা ও সৌভাগ্য প্রাপ্তির কামনা করছি। জীবনে নিজেকে ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার শপথ গ্রহণ করো এবং সবসময়ই সৎ ও নিষ্ঠাবান হয়ে সকলের জন্য ভালো কিছু করার প্রত্যয় গ্রহণ করো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য।

আনন্দে ভরপুর থাকুক অনেক সুখী হও। জন্মদিনে তোমার জন্য অনেক দোয়া করি সবসময়ই সুস্থ ও সমৃদ্ধময় হোক।

27/09/2022
২৬ শে আশ্বিনের প্রস্তুতি সভাআশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ হয...
17/09/2022

২৬ শে আশ্বিনের প্রস্তুতি সভা

আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ৩৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন।
=======================================

গতকাল ১৬/০৯/২০২২ মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ৩৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় বাদে মাগরিব হতে কমিটির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ শহীদ খাঁন এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আহমদ হোসেন সাহেব।

সভার শরুতে পবিত্র কুরআনুল করিম থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল হোসাইন ( Mohammad Robiul Hosain) , নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ শহীদ খাঁন এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুদ্দীন (Saifuddin Ahmed Saif) ।

স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ জিল্লুর রহমান (টিটু)

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার জন নন্দিত মেয়র জনাব আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন মহোদয়,
প্রধান অতিথি বলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি যে মানবিক কাজ করে যাচ্ছে তা অতূলনীয়। মানবিক কাজে সর্বাত্মক সহযোগিতা প্রদান ও সংগঠনের সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সোলাইমান কোং, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সদস্য ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সাদেকনগর শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ ইমন উদ্দীন।

বিষেশ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কতৃক নিয়োজিত ফটিকছড়ি উপজেলা "গ" জোনের সাংগঠনিক সমন্বয়ক জনাব মোঃ দিদারুল আলম এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কতৃক নিয়োজিত ফটিকছড়ি উপজেলা "ক" জোনের সাংগঠনিক সমন্বয়ক জনাব মাষ্টার কবির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কতৃক নিয়োজিত ফটিকছড়ি উপজেলা "গ" জোনের সাংগঠনিক সমন্বয়ক জনাব মোঃ মাহবুবুল আলম ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কতৃক নিয়োজিত ফটিকছড়ি উপজেলা "গ" জোনের সাংগঠনিক সমন্বয়ক জনাব ডাঃ মোঃ আনিস উদ্দীন সোহেল।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মা মনোওয়ারা বেগম হেফজ খানা ও এতিম খানার প্রধান হাফিজ জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম।

প্রধান আলোচক মাইজভাণ্ডারী ত্বরীকার উপর বিশেষ আলোচনা ও ওরশ শরীফের তাৎপর্য তুলে ধরে বলেন আউলিয়াদের ওরশ শরীফ বা খোশরোজ শরীফ হচ্ছে নেয়ামত প্রাপ্তির শোকরিয়া আদায় অনুষ্ঠান।

প্রসঙ্গত সকল অতিথি ও আলোচক তাদের বক্তব্য প্রদান কালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য খাদেমে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রায়ত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ)'কে

সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মহোদয়। মিলাদ ক্বিয়াম, জিকিরে সেমা মাহফিল ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি জনাব মোঃ সালাউদ্দীনসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

সভায় বিবিরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ও সংগঠনের সাধারণ সদস্য বৃন্দও উপস্থিত ছিলেন।

🕤আগামী ১৬ সেপ্টেম্বর ২০২২,শুক্রবার সকাল ১০ টা হোসাইনী আই কেয়ার সেন্টার গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার শরীফ, চট্টগ্রাম। সি...
14/09/2022

🕤আগামী ১৬ সেপ্টেম্বর ২০২২,শুক্রবার সকাল ১০ টা হোসাইনী আই কেয়ার সেন্টার গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার শরীফ, চট্টগ্রাম। সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ০১৮৭৫-৭৩৭৭৮৫, ( সকাল ১০ টা থে‌কে বিকাল ৪ টা পর্যন্ত, সরকারি ছুটির দিন ব্যতীত )

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ি নিউজ টুডে Fatikchhari News today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like