18/01/2023
চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় নিজ স্ত্রীর হাতে খুন হওয়া ইসলামিক ফাউন্ডেশনের ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা হাফেজ আব্দুল মান্নান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার।
Video Link:-https://www.facebook.com/100063726649185/posts/604045685062981/?app=fbl
গত ২৩ নভেম্বর পাঁচলাইশ থানা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । ঘটনার সময় স্ত্রী খাদিজা, ছেলে ওসামা, ভগ্নিপতি ড্রাইবার বোরহান বাসায় অবস্থান করছিলো।
আর এ ঘটনায় স্ত্রী খদিজা,ছেলে ওসামা এবং ভগ্নিপতি ড্রাইভার বোরহানকে পুলিশ আটক করেন। সে সময় পুলিশের জিজ্ঞাসাবাদে কম্বল চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে স্বামীকে মেরে ফেলার কথা স্বীকার করলে স্ত্রী খাদিজাকে আটক রেখে বাকী ২ জনকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, নিহতের ছোট ভাই বেলাল বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি দাবি করেন মান্নানের হত্যার সাথে স্ত্রী, সন্তান ও ভগ্নিপতি জড়িত। তিনি বলেন, আসামী ৩ জনের মধ্যে এখনো বাকি ২ জন বাহিরে ঘুরাঘুরি করছে এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন ।তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনী বলেন, আব্দুল মান্নান একজন শান্ত ও নম্র- ভদ্র মানুষ ছিলেন ।তাকে পরিকল্পিতভাবে আসামীরা হত্যা করেছে। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে নিরপেক্ষ একটা সংস্হায় বদলী করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান তিনি।
জানা যায়, নিহত হাফেজ আব্দুল মান্নান শিক্ষা জীবনের মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন৷ তিনি শিক্ষা জীবনে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস, আলীয়া থেকে কামিল পাশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্টোরি নিয়ে স্নাতক পাস করেন।
নিহত আব্দুল মান্নান ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার বাগমারা এলাকার আলী আহমদের পুত্র।তিনি ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হিসেবে হিসেবে ফটিকছড়ি উপজেলায় দায়িত্বরত ছিলেন।