ফটিকছড়ির আপডেট বার্তা

ফটিকছড়ির  আপডেট বার্তা 💗ফটিকছড়ির চট্টগ্রাম এর সকল খবরা খবর একদম সবার আগে পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন। 💓

26/12/2024
নামঃ দেলোয়ার হোসেন পিতাঃ আহমদ মিয়া বাড়িঃ ফটিকছড়ি, আমতল বলতেছেন,ভালো করে বলতে পারছেন নামা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ,চট্টগ...
24/12/2024

নামঃ দেলোয়ার হোসেন
পিতাঃ আহমদ মিয়া
বাড়িঃ ফটিকছড়ি, আমতল বলতেছেন,ভালো করে বলতে পারছেন না
মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ,চট্টগ্রাম এর সামনে পড়ে আছেন।
কেউ চিনে থাকলে বা ওনার আত্মীয় স্বজন এর কাছে তথ্য টা শেয়ার করে সহযোগিতা করুন।

বাড়ি মরিচ্ছা বাজার দুবাই থাকে নাম নুরুল ইসলাম দুই মেয়ে ও স্ত্রী কে নিয়ে ওমরাহ করতে এসে তিনদিন হল হারিয়ে গেছে এখন আমা...
22/12/2024

বাড়ি মরিচ্ছা বাজার দুবাই থাকে নাম নুরুল ইসলাম দুই মেয়ে ও স্ত্রী কে নিয়ে ওমরাহ করতে এসে তিনদিন হল হারিয়ে গেছে এখন আমার সাথে মক্কায় মিসফালাহ আছে হোটেল ও কার নম্বর জানে না কেউ চিনে থাকলে আমার নম্বরে যোগাযোগ করবেন 0578140371 0533175093

21/12/2024

উষ্ণ অভিনন্দন 🔥🔥🔥
✅ বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি এবং পূর্ণাঙ্গ কমিটি।

🛑সভাপতি : জনাব সাইয়েদ মোহাম্মদ ইলিয়াস।
--------------------------

🛑সহ-সভাপতি :
★জনাব মোঃ নাজমুল আলম
★জনাব মোঃ শামসুল আলম
--------------------------
🛑সাধারণ সম্পাদক :
জনাব মোঃ বেলাল উদ্দিন
--------------------------
🛑যুগ্ন সম্পাদক :
জনাব মোঃ এনামুল হক সিকদার
--------------------------
🛑সহ-সাধারণ সম্পাদক :
জনাব মোঃ ইয়াকুব মানিক
--------------------------
🛑অর্থ সম্পাদক : জনাব মোঃ খোরশেদ আলম
--------------------------
🛑শিক্ষা সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক :
জনাব মোঃ হাসানুল করিম রাকিব
--------------------------
🛑সাংগঠনিক সম্পাদক :
জনাব মোঃ আবু
--------------------------
🛑প্রচার ও প্রকাশনা সম্পাদক :
জনাব মোঃ মোবারক হোসেন চৌধুরী
--------------------------
🛑সমাজ কল্যাণ সম্পাদক :
জনাব মোঃ একরাম উদ্দিন
--------------------------
🛑দপ্তর সম্পাদক :
জনাব মোঃ আজাদ হোসেন
--------------------------
🛑কার্যনির্বাহী সদস্য :
★জনাব মোঃ শহিদুল রহমান
★জনাব মোঃ আব্দুল আজিজ
★জনাব মোঃ জামশেদুল ইসলাম

🛑🛑মানিকছড়ি মোটরসাইকেল দূর্ঘটনায় নি-হ-ত ব্যক্তির নাম মোস্তাফা বিন আরিফ।মোস্তাফা বিন আরিফ গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমপুর ই...
21/12/2024

🛑🛑মানিকছড়ি মোটরসাইকেল দূর্ঘটনায় নি-হ-ত ব্যক্তির নাম মোস্তাফা বিন আরিফ।
মোস্তাফা বিন আরিফ গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমপুর ইয়াসিন নগর শাখার প্রচার সম্পাদক ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ২নং ওয়ার্ড সুন্দরপুর ইউনিয়ন,ইয়াসিন নগরে।।🛑🛑মানিকছড়ি মোটরসাইকেল দূর্ঘটনায় নি-হ-ত ব্যক্তির নাম মোস্তাফা বিন আরিফ।
মোস্তাফা বিন আরিফ গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমপুর ইয়াসিন নগর শাখার প্রচার সম্পাদক ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ২নং ওয়ার্ড সুন্দরপুর ইউনিয়ন,ইয়াসিন নগরে।।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি উপজেলারবড়ডলুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত। তার পরিচয় এখনো জানা যায়নি। স...
21/12/2024

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি উপজেলার
বড়ডলুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত। তার পরিচয় এখনো জানা যায়নি।

সকলকে সতর্ক এবং সাবধান হয়ে গাড়ি চলাচল করার অনুরোধ করছি।

16/12/2024

আহা ইয়া রাসুলুল্লাহ সাঃ 🥺😭🥰

14/12/2024

ফটিকছড়ি বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে অজ্ঞা*ত লা*শ ভেসে উঠেছে।

ই*ন্না*লি*ল্লাহ-হাটহাজারীর মুহুরীহাট বটতলে স*ড়ক দূ*র্ঘ*টনায় লেলাং ইউনিয়নের  নিবাসী বাবুল নামে একজন নি*হ*ত হয়েছে।
13/12/2024

ই*ন্না*লি*ল্লাহ-

হাটহাজারীর মুহুরীহাট বটতলে স*ড়ক দূ*র্ঘ*টনায় লেলাং ইউনিয়নের নিবাসী বাবুল নামে একজন নি*হ*ত হয়েছে।

Muhammad Asraful Alam আমার বড় বোনের মেয়ে আজ সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন...
11/12/2024

Muhammad Asraful Alam আমার বড় বোনের মেয়ে আজ সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে হয়ত যেকোনভাবে অপহরণের শিকার হয়েছে! এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি! সকলে খোজে পেতে সহযোগিতা করুন।
নাম - সাইজিদা ইসলাম
শ্রেণি _ ৮ম
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়
গত এক সপ্তাহ ধরে বলতেছিলো - তাকে তিনজন চাকমা ছেলে বিরক্ত করার চেষ্টা করে!

23/11/2024

এই সুদানির পোয়া আপাই দেইক্কি🤮

শারিরীক প্রতিবন্ধকতাকে শক্তিতে পরিনত করে বিএ(অনার্স) হতে (ফাস্ট ক্লাস) পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন ফটিকছড়ির মেয়ে সাইকা...
18/11/2024

শারিরীক প্রতিবন্ধকতাকে শক্তিতে পরিনত করে বিএ(অনার্স) হতে (ফাস্ট ক্লাস) পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন ফটিকছড়ির মেয়ে সাইকা আসমা।
অদম্য মনোবল তাকে নিয়ে গেছে শিক্ষার উচ্চ পর্যায়ে। তিনি আমাদের ফটিকছড়ির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন মাত্রা যোগ করলেন।।

ফটিকছড়ির আপডেট বার্তা ✅
পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

18/11/2024

হাটহাজারী ১১ মাইল এলাকায় বাসের নীচে চা-পা পড়ে একজন নি হ ত।
এই মৃ-ত্যুফাঁদ ভ-য়াবহ আকার ধারণ করছে দিনদিন।

নাজিরহাট কলেজ রোডের উত্তরে  বেপরোয়া  মোটরসাইকেল  ঢাক্কায় একটি মাসুম মাদ্রাসা শিশু গুরুতর রক্তাক্ত 🥹🥹।হাত ও সারা শরীরের র...
18/11/2024

নাজিরহাট কলেজ রোডের উত্তরে বেপরোয়া মোটরসাইকেল ঢাক্কায় একটি মাসুম মাদ্রাসা শিশু গুরুতর রক্তাক্ত 🥹🥹।
হাত ও সারা শরীরের রক্ত🥹।
মেডিক্যাল নেয়া হচ্ছে।
এভাবেই নিয়মিত দূর্ঘটনা ঘটে অহরহ 🥹

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফঠিকছড়ি কুম্বারপড়ার Jarif Chy আপন বড় ভাই সাইদ আনোয়ার আজ দুপুরে ফটিকছড়ি ডাইলে রাস্...
16/11/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ফঠিকছড়ি কুম্বারপড়ার Jarif Chy আপন বড় ভাই সাইদ আনোয়ার আজ দুপুরে ফটিকছড়ি ডাইলে রাস্তায় মাথায় মোটর সাইকেলে মারাত্মকভাবে এক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে.😭

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! ছেলেটার নাম সা'দ।  বয়স ২১ বছর। একটা মেয়ের সা...
12/11/2024

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে !!

you Ma
Ma

মা আমার জান্নাত মা আমার ভালোবাসা মা আমার বেঁচে থাকার কারণ 🧡🤍

Address

Fatikchari, Chittagong Division
Fatikchari
4350

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির আপডেট বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share