23/05/2022
#মাংকিপক্স, বিশ্বে নতুন আতংক!
নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন টিকা বা চিকিৎসা নেই এর, যদিও বিশেষজ্ঞ দের ধারণা করোনার মত এত মারাত্মক আকার ধারন করবেনা এই রোগ।
বিভিন্ন প্রানী বিশেষত বন্যপ্রাণী থেকে বেশী ছড়ায় এই রোগ, মানুষ থেকে মানুষেও ছড়ায়। ১৯৫৮ সালে প্রথম আবিষ্কার হয় এই রোগ যা আফ্রিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চলে দেখা যেতো। এটি গুটিবসন্ত সমগোত্রীয় রোগ।
কিভাবে সংক্রমণ হয়?
সংক্রমিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শের মাধ্যমে যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রমিত প্রাণীর মাংস সঠিকভাবে রান্না ছাড়া খাওয়া হলে, ফুসকুড়ি রয়েছে এমন কারো ব্যবহৃত পোশাক, বিছানা অথবা তোয়ালে স্পর্শ করলেও একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।
মাঙ্কিপক্সের লক্ষণগুলি কী?
জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকায় এ রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে। যেহেতু এরোগের কোন পরীক্ষিত চিকিৎসা নেই এখন পর্যন্ত তাই সতর্কতা এবং সাবধানতাই সবচেয়ে বড় উপায়। তবে গুটিবসন্তের টিকা এই রোগেরক্ষেত্রেও খানিকটা কার্যকরী বলে জানা যাচ্ছে।
এমন অবস্থায় আসুন সবাই সাবধান হই, নিরাপদে থাকি।
©
#রোগ
Courtesy: Dr.Asif Wahid