প্রিয় ইদিলপুর গ্রাম

প্রিয় ইদিলপুর গ্রাম ফটিকছড়ির ৩ নং নারায়ণহাট ইউনিয়ন এর ৯ ওর

15/08/2023

আজ জাতীয় শোক দিবস🏴🏴

যাএীদের জন্য যাএী চাউনি - পথচারীদের বিশ্রামের জায়গা প্রিয় ভাই Jamal Uddin Shikder এর পক্ষ থেকে নির্মান। ধন্যবাদ ভাই
15/07/2023

যাএীদের জন্য যাএী চাউনি - পথচারীদের বিশ্রামের জায়গা প্রিয় ভাই Jamal Uddin Shikder এর পক্ষ থেকে নির্মান।
ধন্যবাদ ভাই

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নি...
18/06/2023

১৮ জুন, ২০২৩, রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

আসছে আগামী ১৫ ই মার্চ ২০২৩ ইংরেজি, ০১ লা চৈত্র ১৪২৯ বাংলা, রোজঃ বুধবার, ইদিলপুর এলাকার অলিয়ে কামেল হযরত ভোডা মামা (রঃ) এ...
28/02/2023

আসছে আগামী ১৫ ই মার্চ ২০২৩ ইংরেজি, ০১ লা চৈত্র ১৪২৯ বাংলা, রোজঃ বুধবার, ইদিলপুর এলাকার অলিয়ে কামেল হযরত ভোডা মামা (রঃ) এর ৭১তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে, এতে সকলের প্রতি দাওয়াত রহিল।

সিংহরিয়া ঘটনা --বিস্তারিত আসছে।
11/02/2023

সিংহরিয়া ঘটনা --
বিস্তারিত আসছে।

ফটিকছড়িতে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদন্ড।ফটিকছড়িতে অবৈধভাবে  টিলা কেটে পুকুর খনন করায়  ...
29/01/2023

ফটিকছড়িতে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদন্ড।

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

২৯ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার নারায়নহাট ইউনিয়নে হালদা ভ্যালী চা বাগানে অভিযান চালিয়ে এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ওননির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

জানা যায় , হালদা ভ্যালী চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল নামক স্থানে টিলা কেটে অবৈধভাবে পুকুর খনন করছিল বাগান কতৃপক্ষ।
এ সময় টিলা কাটায় জড়িত থাকায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেন (৩০), পিতা- আবদুল হাসেম, গ্রাম: উত্তর চর ভৈরবী, জেলা: চাঁদপুরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়াও খনন কাজে নিয়োজিত এক্সক্যাভেটর চালক স্থানীয় বাসিন্দা গৌতম দাশকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া বাগান এলাকায় সরকারি রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে তা উন্মুক্ত করে গেইটটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশের একটি টীম ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তরা।

জনস্বার্থেই এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-০১/ কাহারো ৬০ বিঘা...
19/01/2023

ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-

০১/ কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবেনা।

০২/ এক নামে ২৫ বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ।

০৩/ আসল দলিল যার ভুমি তার।

০৪/ ভুমি অপরাধ আইন, ভুয়া বেনামি ও জ্বাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।

০৫/ ভুমি জবর দখল দন্ডনিয় অপরাধ।

০৬/ মুল মালিক কে জমিন দেওয়া হবে।

০৭/ আন রেজিষ্টার্ড দলিল বাদ।

০৮/ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ।

০৯/ অন্যের নামে ভুয়া জ্বাল দলিল বাদ। বা ১০০ বৎসর ভুমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল ছাড়তে হবে। যাহা হিন্দুদের ছিল।

১০/ খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভুমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে।

১১/ নিজের ভাই-বোন মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জ্বাল দলিল বানিয়ে ভুমি আক্তসাত করা দলিল বাদ হয়ে যাবে।

১২/ উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ।

১৩/ ভূমি ক্রয়কারী ও বিক্রয় কারি দলিল সঠিকতর থাকতে হবে।

এক কথায় আসল দলিল যার ভূমি তার। [সংগৃহীত]

বাবুনগর সভায় এসে চারদিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী শিশু___________________________________________মোহাম্মদ হাসান(১১)। কথাও...
10/01/2023

বাবুনগর সভায় এসে চারদিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী শিশু
___________________________________________
মোহাম্মদ হাসান(১১)। কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। বাবুনগর মাদ্রাসা সংলগ্ন নানার বাড়ি। বাবুনগর মাদ্রাসার সভাকে কেন্দ্র করে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। তিনদিন ব্যাপী ওই সভার শেষদিন ( শুক্রবার) বিকালে সভার মেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু সেই বের হওয়া থেকে এখনো পর্যন্ত ( সোমবার) সে আর ঘরে ফিরেনি। চারদিকে হন্য হয়ে ছেলেকে খুঁজছে মা।
হাসানের বাড়ি ফটিকছড়ি পৌরসভার দক্ষিন রাঙ্গামাটিয়া রাজু সোলতান বাড়িতে। বাবা প্রবাসী। বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান সে।
মা -নাসরিন সুলতানা মনি বলেন, 'আমার ছেলে জন্মগতভাবে কথাও বলতে পারে না, শুনতেও পারে না। আগেও কয়েকবার সে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর সন্ধান পাই। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে? আপনারা কেউ তার দেখা পেলে আমাকে খবর দিন।'
---
যোগাযোগ -01859837782( নিখোঁজ হাসানের পরিবারের নাম্বার)

[ বি.দ্রঃ নিখোঁজ হাসানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পোষ্টটি শেয়ার কিংবা কপি করে স্ব স্ব ওয়ালে প্রদানের জন্য অনুরোধ ]

প্রতি বছরের নিয়াই,এই বছর২৩( ৮ম তম)মিলাদ মাহফিল। উক্ত মিলাদ মাহফিল সকলের প্রতি ইমাম আ'লা হযরত যুব কল্যাণ একতা সংঘের পক্ষ...
08/01/2023

প্রতি বছরের নিয়াই,এই বছর২৩( ৮ম তম)মিলাদ মাহফিল। উক্ত মিলাদ মাহফিল সকলের প্রতি ইমাম আ'লা হযরত যুব কল্যাণ একতা সংঘের পক্ষে সবাইকে দাওয়াত রইল। 💕

08/01/2023

মির্জারহাট ইদিলপুর ও বাউদ্দার পাড়া, ও বাড়ী পাড়া সেবা খোলা ( ভুজপুর থানাধীন) এলাকায় ফসলি জমির মাটি কাটার কর্মজজ্ঞ চালাচ্ছে একটি সিন্ডিকেট মহল। চলছে ফসলি জমির মাটি কাটার মহা উৎসব। ফসলি জমি পরিনত হচ্ছে পথিত ডোবা নালায়। বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত, রাস্তা ঘাট হচ্ছে ক্ষতিগ্রস্ত।
মাটি পরিবহনে গ্রাম্য রাস্তায় চলমান অনুপযোগী ভারী ট্রাক ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীন সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। আইন অমান্য করে এমন কর্মকান্ড চলছে প্রতিনিয়ত। উক্ত এলাকা ধুলা বালিতে আচ্ছন্ন হচ্ছে। এতে করে যাতায়াতে নানা শ্রেনী মানুষের শ্বাস কষ্ট সহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। বাড়ছে জন মনে ক্ষোভ। এ অবস্থায় সাধারন মানুষ দিশেহারা ও অসহায় জীবন যাপন করছে এবং জনস্বাস্থ হুমকির মুখে।
এই ধূলার কারনে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যেতে অসহনীয় কষ্ট হচ্ছে। কোমল মতি শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই অবৈধ মাটি বানিজ্যে নীরব প্রশাসনের ভূমিকায় প্রশ্নবিদ্ধ করেছে এলাকাবাসীর মনে!!
তাই এলাকার এই করুন পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ফটিকছড়ির UNO মহোদয় ও স্থানীয় ৩ নং নারায়ন হাট ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।

ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে কঠোর নির্দেশনা।।
08/01/2023

ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে কঠোর নির্দেশনা।।

অন্য ইউনিয়নে ইট দিয়ে রাস্তা তৈরি ও মেরামত হলেও - অভাগা ইদিলপুর গ্রামে শুধু মাটি দিয়ে রাস্তা মেরামত চলছে😒
01/01/2023

অন্য ইউনিয়নে ইট দিয়ে রাস্তা তৈরি ও মেরামত হলেও - অভাগা ইদিলপুর গ্রামে শুধু মাটি দিয়ে রাস্তা মেরামত চলছে😒

আজ ইদিলপুর গ্রামে ফুটবল খেলায়  বিবাহিতদের ৩ -২ গোলে হারিয়ে জয়ী হয় অবিবাহিতরা 🤣✌🏻
30/12/2022

আজ ইদিলপুর গ্রামে ফুটবল খেলায় বিবাহিতদের ৩ -২ গোলে হারিয়ে জয়ী হয় অবিবাহিতরা 🤣✌🏻

ভূজপুর, নারায়ণ হাট ভাঙ্গাপুল সংলগ্ন রাস্তায় এক্সিডেন্ট এই না ফেরার দেশেই চলে গেলো একটা জীবন 😭অকাল মৃত্যুতে গভীরভাবে শোকা...
26/12/2022

ভূজপুর, নারায়ণ হাট ভাঙ্গাপুল সংলগ্ন রাস্তায় এক্সিডেন্ট এই না ফেরার দেশেই চলে গেলো একটা জীবন 😭
অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাবহ। 🏴

17/12/2022

নারায়ণ হাট ইউনিয়ন এর ৯ নং ওয়াড ইদিলপুর গ্রামে মধ্যে ইদানীং বেশি পরিমাণে
চুরি ঘটনা ঘটেছে।
মানুষের বসতবাড়ি - মসজিদের দান বাক্স ইত্যাদি চুরি হচ্ছে বেশ কিছুদিন ধরে, এতে স্থানীয় মেম্বার বা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গ্রাম চৌকিদার দিয়ে টহল পাহারা দেওয়ার ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পোস্টটি শেয়ার করার করুন।

কাল রাতে নারায়নহাট ইউনিয়ন এর ৯ নং ওয়াড ইদিলপুর গ্রামে বাউদ্দারপার বাজার,  ভোডা মামার দরগার আশেপাশে  ভিন্ন ভিন্ন বাড়িতে চ...
16/12/2022

কাল রাতে নারায়নহাট ইউনিয়ন এর ৯ নং ওয়াড ইদিলপুর গ্রামে বাউদ্দারপার বাজার, ভোডা মামার দরগার আশেপাশে ভিন্ন ভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এই বিষয়ে স্থানীয় মেম্বার ও থানায় অবগত করা হয়।

আজ ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ইদিলপুর গ্রামে মশারি বিতরন করা হয়।
13/12/2022

আজ ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ইদিলপুর গ্রামে মশারি বিতরন করা হয়।

শোক সংবাদ ==============================পশ্চিম সিংহরিয়া নিবাসী প্রিয় আবুল হোসেন মুন্সী অল্পকিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন...
06/12/2022

শোক সংবাদ
==============================

পশ্চিম সিংহরিয়া নিবাসী প্রিয় আবুল হোসেন মুন্সী অল্পকিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন😥ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমিন।
সেই সাথে ওনার পরিবার পরিজনকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন।
ওনার স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আলহামদুলিল্লাহ,  মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৮৫.৫৬% জিপিএ -৫   ০১ জন।
28/11/2022

আলহামদুলিল্লাহ, মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৮৫.৫৬% জিপিএ -৫ ০১ জন।

15/11/2022
প্রতারনা, মানুষকে ঠকনো,হিংসা এসব রোগ এর  যারা আক্রান্ত, তাদের জন্য
28/10/2022

প্রতারনা, মানুষকে ঠকনো,হিংসা এসব রোগ এর যারা আক্রান্ত, তাদের জন্য

অভিনন্দন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম।
17/10/2022

অভিনন্দন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সা...
07/09/2022

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ফটিকছড়ির কৃতি সন্তান এ.টি.এম পেয়ারুল ইসলাম!

ফটিকছড়িতে দুলা ভাইয়ের ঘুষিতে শালার মৃত্যু!ফটিকছড়িতে দুলা ভাইয়ের ঘুষিতে মুহাম্মদ আমীর (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ...
20/08/2022

ফটিকছড়িতে দুলা ভাইয়ের ঘুষিতে শালার মৃত্যু!
ফটিকছড়িতে দুলা ভাইয়ের ঘুষিতে মুহাম্মদ আমীর (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২০ আগস্ট (শনিবার) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমীর পশ্চিম ভূজপুর মায়ার বাপের বাড়ির শামসুল আলমের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে কসাই সেলিম নামে এক মাংস ব্যবসায়ী আমীরকে কাজিরহাট বাজারের মাংস বাজারে ডেকে নিয়ে যায়। এ সময় পাওনা টাকার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কসাই সেলিম আমীরকে কিল ঘুষি ও মারধর করে। এক পর্যায়ে আমীর মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সেলিম ওরফে কসাই সেলিম আমীরের বড় বোনের স্বামী।

অপরদিকে, এটাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় একটি চক্র। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাত ৯ টায় ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, 'যুবক মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

15/08/2022

♦ধানের উপর টাকা লাগানোর বিধান♦
প্রশ্নঃ ❓
আচ্ছা একটা প্রশ্নের উত্তর খুজতে ছি, কারো জানা থাকলে কমেন্ট করুন।
সুদের উপর টাকা লাগানো হারাম,
কিন্তু
"ধানের উপর টাকা লাগানো কি জায়েজ,"!
[বিঃ দ্রঃ অনেকে জায়েজ মনে করে]
🎀উত্তরঃ
প্রশ্নে বর্ণিত লেনদেন নাজায়েয। এসব পদ্ধতি সুদ গ্রহণের অপকৌশলমাত্র। আর সুদ যেমনিভাবে সরাসরি হারাম তেমনিভাবে তা গ্রহণের জন্য হীলা বাহানা অবলম্বন করাও হারাম।

জেনে রাখা দরকার যে, ক্রয়-বিক্রয় ও লেনদেন বাস্তবমুখী কারবার। যা মালিকানা পরিবর্তন ও পণ্য হস্তান্তরের বাস্তবতার সাথে সম্পৃক্ত।
প্রশ্নে বর্ণিত ঋণের বদলে ধান দেওয়া আর ঋণের টাকা অক্ষত থাকা পরিষ্কার সুদ।

জানা কথা যে, ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া সুদ। যেমনিভাবে সুদ হারাম ও ঘৃণিত তেমনিভাবে তা গ্রহণের জন্য হীলা-বাহানা অবলম্বন করাও হারাম ও ঘৃণিত। মনে রাখা দরকার যে, কোন ছুঁতা বা হীলা-বাহানা অবলম্বন করলেই সুদী লেনদেন বৈধ হয়ে যায় না। কারণ শরীয়তে মুআমালাত তথা লেনদেনের ক্ষেত্রে উদ্দেশ্য ও হাকীকতের গুরুত্ব অপরিসীম। তাই কোন সুদী কারবারের শুধু নাম বদলে দিলেই তা বৈধ হয়ে যায় না ❗

🔻🔻 অতএব মুসলমানের কর্তব্য হল, এ ধরনের হীলা-বাহানা তালাশ না করে শরীয়ত স্বীকৃত পন্থায় লেনদেন করা। এবং সামর্থ্য থাকলে করযে হাসানা প্রদান করা।

📖-মুসনাদে আহমদ, হাদীস : ৫০০৭;
📖-মুসান্নাফে ইবনে আবী শাইবা ১০/৫২৫;
📖-রদ্দুল মুহতার ৫/৩২৬;
📖-আলমুহীতুল বুরহানী ১০/৩৬৮;
📖-ফাতহুল কাদীর ৬/৩২৩;
📖-আলবাহরুর রায়েক ৬/২৩৫;
📖-ফাতাওয়া হিন্দিয়া ৩/২০৮;
📖-শরহুল মাজাল্লা ২/৪৫৩;
📖-ইলাউস সুনান ১৪/১৭৭

🖤🏴
15/08/2022

🖤🏴

চ্যাম্পিয়ন! ! চ্যাম্পিয়ন!!জুজখোলা সরকারি  প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কা...
05/08/2022

চ্যাম্পিয়ন! ! চ্যাম্পিয়ন!!
জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022 এর চ্যাম্পিয়ন!!
অভিনন্দন ও শুভ কামনা লিটল চ্যাম্প ❤❤

17/06/2022
17/06/2022

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন ২০২২ তারিখে থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল এর সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।

এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃঅসাবধানতাবশত অথবা যেকোনো এক্সিডেন্টে কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে...
27/05/2022

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃ

অসাবধানতাবশত অথবা যেকোনো এক্সিডেন্টে কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন অঙ্গ কেউ পুণঃসংযোজন করতে চাইলে আসতে হবে মাইক্রোসার্জারিতে পারদর্শী একজন প্লাস্টিক সার্জনের কাছে।আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।

বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।

অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

এই সার্জারি মাইক্রোস্কোপ এর নীচে করা হয় অথবা সার্জন একটি মাইক্রোস্কোপ সংবলিত বিশেষ চশমা পরিধান করেন যাকে লুপ বলা হয়।বিচ্ছিন্ন অঙ্গ সাধারন ভাবে পুর্বের যায়গায় সেলাই করে সংযোজন করে দিলে কোনভাবেই টিকবেনা।রক্তনালীর সংযোজন যা এই সার্জারির সবচে চ্যালেঞ্জিং পার্ট। এছাড়া ও স্নায়ু, মাংশপেশীর টেন্ডন এই সব ই জোড়া লাগাতে হয়।

©ডা: ইকবাল আহমেদ
স্পেশালিষ্ট প্লাস্টিক এন্ড এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক , বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আগামী ১৫ই জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নীর্বাচনে ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড টিউবওয়েল মার্কা নিয়ে মেম্বার পদপ্রার্থী ...
27/05/2022

আগামী ১৫ই জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নীর্বাচনে ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড টিউবওয়েল মার্কা নিয়ে মেম্বার পদপ্রার্থী বাবু তরুণ মহাজন।

 #মাংকিপক্স, বিশ্বে নতুন আতংক!নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক ক...
23/05/2022

#মাংকিপক্স, বিশ্বে নতুন আতংক!

নতুন রোগ মাংকিপক্স, মারাত্মক সংক্রামক এই রোগ ছড়িয়েছে ১৪ টিরও বেশি দেশে। এখন পর্যন্ত সঠিক কোন টিকা বা চিকিৎসা নেই এর, যদিও বিশেষজ্ঞ দের ধারণা করোনার মত এত মারাত্মক আকার ধারন করবেনা এই রোগ।

বিভিন্ন প্রানী বিশেষত বন্যপ্রাণী থেকে বেশী ছড়ায় এই রোগ, মানুষ থেকে মানুষেও ছড়ায়। ১৯৫৮ সালে প্রথম আবিষ্কার হয় এই রোগ যা আফ্রিকার উষ্ণ আর্দ্র বনাঞ্চলে দেখা যেতো। এটি গুটিবসন্ত সমগোত্রীয় রোগ।

কিভাবে সংক্রমণ হয়?

সংক্রমিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শের মাধ্যমে যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রমিত প্রাণীর মাংস সঠিকভাবে রান্না ছাড়া খাওয়া হলে, ফুসকুড়ি রয়েছে এমন কারো ব্যবহৃত পোশাক, বিছানা অথবা তোয়ালে স্পর্শ করলেও একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি কী?

জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকায় এ রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে। যেহেতু এরোগের কোন পরীক্ষিত চিকিৎসা নেই এখন পর্যন্ত তাই সতর্কতা এবং সাবধানতাই সবচেয়ে বড় উপায়। তবে গুটিবসন্তের টিকা এই রোগেরক্ষেত্রেও খানিকটা কার্যকরী বলে জানা যাচ্ছে।
এমন অবস্থায় আসুন সবাই সাবধান হই, নিরাপদে থাকি।
©

#রোগ
Courtesy: Dr.Asif Wahid

আগামী ২১/০৫/২০২২ ইং রোজ শনিবার, সকাল ৮ টা থেকে বিকাল ২ঃ৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।
19/05/2022

আগামী ২১/০৫/২০২২ ইং রোজ শনিবার, সকাল ৮ টা থেকে বিকাল ২ঃ৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ থাকবে।

৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত মনোনয়ন পএ জমা দেন " তাপস চন্দ বাবু "
17/05/2022

৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত মনোনয়ন পএ জমা দেন " তাপস চন্দ বাবু "

পদ্মা সেতুর টোল চূড়ান্ত
17/05/2022

পদ্মা সেতুর টোল চূড়ান্ত

প্রিয় ভূজপুর বাসী,****************আদাব,ছালাম ও শুভেচ্ছা,'৮০ এর দশক হতে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্র রাজনীতিতে জড়ি...
11/05/2022

প্রিয় ভূজপুর বাসী,
****************
আদাব,ছালাম ও শুভেচ্ছা,
'৮০ এর দশক হতে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি এবং সেইথেকে ছাত্রলীগ ও আওয়ামিলীগের দুর্দিনে প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে কখনো আড়াল করিনি।তারই ধারাবাহিকতায় গত ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যথাযত না মেনে তৎকালীন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের যোগ সাজশে অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে মন গড়া প্রার্থীর নামের তালিকা প্রনয়ন করলে,তা বুঝতে পেরে,আমার কিছু নির্বাচনী শুভাকাঙীর পরামর্শে সতন্ত্র ভাবে নির্বাচন করার মত প্রকাশ করি।পরবর্তীতে পরিবেশ ও পরিস্হিতির কারনে আমাকে বাংলাদেশ ত্বরীকত ফেডারেশনের ব্যানার ব্যবহার করে নির্বাচন করতে হয় এবং আমার পক্ষে সাধারন জনগনের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে বলতে গেলে গন জোয়ারের সৃষ্টি হয়-তা অবশ্যই শ্রদ্ধেয় ভূজপুর বাসীর অজানা নয়।কিন্তু দূর্ভাগ্য জনক ভাবে নির্বাচনের প্রায় দ্বার প্রান্তে এসেও বিজয় সুনিশ্চিত বুঝতে পেরে,এক অদৃশ্য অশুভ শক্তির প্ররোচনায়- নির্বাচনের প্রায় ৪৮ ঘন্টা পূর্বে সীমানা জটিলতা মামলার অজুহাত দেখিয়ে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করানো হয়- যা সমগ্র ভূজপুর বাসীকে হতবাক করে দেয়।
পরবর্তীতে আমি নিজে ও অন্যান্য প্রার্থীরা সহ উক্ত মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে দীর্ঘ প্রায় এক বছর পর সবাই পুনরায় স্থগিত নির্বাচনে অংশ গ্রহন করার সুযোগ পাই।ঐ নির্বাচনে শত প্রতিবন্ধকতা সত্বেও জনগনের সার্বিক সহযোগিতা ও সহনশীলতায় নির্বাচন সম্পন্ন করি।পরবর্তীতে নির্বাচনী ফলাফল নিয়ে কি ঘটেছে তা ভূজপুর সহ সমগ্র ফটিকছড়ি বাসীর জানা আছে বলে আমার ধারনা।এতে আমার নিকটতম প্রতিদ্বন্ধী জনাব ইব্রাহিম তালুকদার সাহেবকে মাত্র পাঁচ ভোট ব্যবধানে বিজয়ী ঘোষনা করা হয়।ফলাফল ঘোষণায় ব্যতিক্রম পরিলক্ষিত হওয়ার পরও আমি সমগ্র ভূজপুর ও ভূজপুর বাসীর কল্যানের কথা চিন্তা করে,নির্বাচনী ফলাফল মেনে নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীকে স্বাগত জানাই।
সুধী প্রিয় ভূজপুর বাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন- আগামী ১৫ই জুন পুনরায় ৪নং ভূজপুর ইউনিয়নের নির্বাচনী তপশীল ঘোষনা করা হয়েছে।এই নির্বাচনে অনেকেই চেয়ারম্যান পদপার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।তাঁদের মধ্যে আমিও একজন।ভূজপুর বাসীর একজন অবিভাবক নির্বাচনের সময় আসন্ন।তাই সকল প্রার্থীগন ও তাঁদের সমর্থক বৃন্দের নিকট আমার একান্ত আবেদন-নির্বাচনী প্রচারনায় প্রার্থীদের মধ্যে অযথা কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হোক এবং সুন্দর,শান্তিপূর্ণ ও অবাধ- সুষ্ঠ নির্বাচনের পথে প্রানের ভূজপুর এগিয়ে যাক।
বিঃদ্রঃ (যারা আমার পক্ষে কিছু লিখেছেন বা লিখবেন তাঁদের প্রতি বিনীত অনুরোধ স্ট্যাটাস এবং কমেন্টে যাতে অন্য প্রার্থীদের নিয়ে উস্কানিমূলক কিছু যেন লেখা না হয়)৷
শুভেচ্ছান্তে.......
তাপস চন্দ (বাবু)

বাবার কাছে পাওনা টাকার জন্য ছেলেকে মারধর: আটক তিন খবরের লিংক কমেন্টে...
07/05/2022

বাবার কাছে পাওনা টাকার জন্য ছেলেকে মারধর: আটক তিন
খবরের লিংক কমেন্টে...

01/05/2022

█▓▒ব্রেকিং নিউজ ▒▓█
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
মঙ্গলবার ঈদ৷

Address

Fatikchari
4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ইদিলপুর গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share