রক্ত সাগরের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে একঝাক উদ্যমী তরুণের সমন্বয়ে আমাদের এই পথ চলা।
লক্ষে পৌঁছাতে আমাদের প্রয়োজন গঠনমূলক সমালোচনা, মত প্রকাশের স্বাধীনতা, এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠনের লক্ষে জবাবদিহিতামূলক পেশাদারী সাংবাদিকতা।
এই লক্ষে “ভোরের বাংলা” শুধু সমসাময়িক খবর প্রকাশে নয় বর
ং বিতর্কের উরধে উঠে খবরের পিছনের ঘটনা তুলে আনতে বদ্ধ পরিকর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিস্তারের লক্ষে আমরা কাজ করে যেতে চাই।
সম্ভাবনাময় এই দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বদ্ধ পরিকর। পাঠকের মতামত সর্বদাই আন্তরিকভাবে স্বাগত জানাই আমরা।
পাঠকই আমাদের প্রাণ, সুতারং পাঠকের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে গ্রহনের ইতিবাচক মানসিকতা “ভোরের বাংলা” পোষণ করে। তারুণ্যের দুর্জেয় শক্তির সাথে “ভোরের বাংলার” পাশে আছে অভিজ্ঞ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, অভিজ্ঞ সাংবাদিক এবং দক্ষ সংগঠকদের গঠনমূলক দিকনির্দেশনা। নীতির প্রশ্নে আমরা আপোষহীন। সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপন, গঠনমূলক সমালোচনা এবং বস্তুনিষ্ঠ বিনোদনের উদ্দশ্য নিয়ে “ভোরের বাংলা” সামনে এগিয়ে যাবে।
পাঠকের সহায়তা এবং গঠনমূলক মতামত নিয়ে বিবেকের কাছে জবাবদিহিতার প্রত্যয়ে “ভোরের বাংলা” সামনে অনেকদূর যেতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গঠনে আপনাদের সাথে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করব (ইনশাআল্লাহ্)।