Huffajul Quran-Zone No.01,Dhaka North Division

Huffajul Quran-Zone No.01,Dhaka North Division খিদমাতু তাসহিহিল কুরআন

29/10/2024
মাদরাসাতুল হিকমাহ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক-পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করছেন শায়খ হাফেজ ক্বারী আব্দুল হক্ব হাফি....
12/10/2024

মাদরাসাতুল হিকমাহ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক-পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করছেন শায়খ হাফেজ ক্বারী আব্দুল হক্ব হাফি.।

শুরু হয়েছে শিক্ষক প্রশিক্ষক কর্মশালা
12/10/2024

শুরু হয়েছে শিক্ষক প্রশিক্ষক কর্মশালা

"সমাপ্ত হলো জাতীয় পর্যায়ের মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স-১৪৪৫হি."আলহামদুলিল্লাহ।  ছুম্মা আলহামদুলিল্লাহ।। অংশগ্রহণ...
29/03/2024

"সমাপ্ত হলো জাতীয় পর্যায়ের মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স-১৪৪৫হি."

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।। অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী মুয়াল্লিমদের হাতে সনদ তুলে দিয়ে, ৬ দিনের তাদরিবে প্রাপ্তি বিষয়ে অভিমত ব্যক্ত ও প্রধান প্রশিক্ষক এবং অন্যান্য দায়িত্বশীলদেরকে মুয়াল্লিমদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা সহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো জাতীয় পর্যায়ের মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স'১৪৪৫ হি.। অংশগ্রহনকারী মুয়াল্লিমদের হৃদয় নিংড়ানো অভিব্যক্তি আর আয়োজক কতৃপক্ষের সমাপনী বক্তব্যে যেন এক পিনপতন নীরবতার পরিবেশ পরিলক্ষিত হয়। অল্প সময়ের ব্যবধানে আয়োজক, মুয়াল্লিম ও প্রতিষ্ঠানের সাথে পরস্পর যে হৃদ্যতা তৈরী হয়, তা যেন এ কর্মশালা আরো দীর্ঘ হওয়ারই দাবী রাখে। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা দ্বীনের জন্য কবুল করুন। আমিন।।

20/03/2024

মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ নিশ্চিত করতে নিম্নোক্ত Google Form পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুনঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdK1Bn7CaRNzaHrR2Vs23iEqyInkAjFa_G-2UiaSPuzTXOUZQ/viewform

মাদানী নেসাব ও আরবি ভাষা শিক্ষকদের জন্য ৬ দিনব্যাপী...
💢মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স💢
যোগাযোগঃ 01644-443535
📞০১৮৪২৮২১৫৬৮
📞০১৮৫৬৪৮৪২১১
💗 সম্মানিত শিক্ষক! একজন দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় মানসম্মত একটি শিক্ষাব্যবস্থা এবং তৈরী হয় ما اناعليه و أصحابى এর প্রকৃত উত্তরসূরীরা। তাই সুন্দর ও সফল আগামীর জন্য নিজেকে প্রস্তুত করুন। শিক্ষকতায় দক্ষতা অর্জন করুন। ভিতরের সৌন্দর্য ছড়িয়ে দিন আপনার চারপাশে। হয়ে উঠুন একজন দক্ষ, সফল ও আদর্শ শিক্ষক।

🟧 ইনশাআল্লাহ! আগামী ১২ রমজান শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্স।

🟧 যাদের জন্য এই প্রশিক্ষণ :
➡️ মাদানী নেসাব পড়ুয়া সকল নবীন ফারেগিনদের জন্য।
➡️ বিভিন্ন মাদরাসার আরবি ভাষা শিক্ষক।
➡️ মাদরাসাসমূহে যারা অন্যান্য বিষয়ের সাথে আরবি মাদ্দাহ পড়াতে চান সুন্দর আকর্ষণীয়ভাবে।
➡️ আরবী ভাষাকে যারা সহজ সাবলীলভাবে আয়ত্ব করতে চান।

🟧 প্রশিক্ষকবৃন্দঃ
💗মাওলানা আবু তাহের রাহমানী দা.বা.
💗মাওলানা নাসিম আরাফাত দা.বা.
💗মাওলানা হাবিবুর রহমান মুনির নদভী দা.বা.
💗মাওলানা আরিফ হক্কানি ঢাকার হুজুর দা.বা.
💗মাওলানা মহিউদ্দীন ফারুকী দা.বা.
💗মাওলানা আবু সালেহ রহমানী দা.বা.

🟧 কোর্সের তারিখ ও সময় :
➡️ ১২ রমজান শনিবার থেকে ১৭ রমজান বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬ দিন
➡️ ক্লাসের নির্ধারিত সময় : সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ।

🟧 কোর্স ফি : অনাবাসিক ৫০০/- আবাসিক ১০০০/

🟧 আবাসিক প্রশিক্ষনার্থীদের জন্য জ্ঞাতব্য:
➡️ ১১ রমযান রাতের মধ্যে মাদ্রাসাতুল হিকমায় উপস্থিত হতে হবে।
➡️ সংক্ষীপ্ত বেডিং , মশারী ও প্লেট সাথে আনতে হবে।

☎️যোগাযোগের ঠিকানা ও নাম্বার :
মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ, বাড়ি ১৭, রোড ২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।
📞০১৮৪২৮২১৫৬৮
📞০১৬৪৪৪৪৩৫৩৬
📞০১৮৫৬৪৮৪২১১

মাদানী নেসাব শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ নিশ্চিত করতে নিম্নোক্ত Google Form পূরণ করে সাবমিট করুন:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdK1Bn7CaRNzaHrR2Vs23iEqyInkAjFa_G-2UiaSPuzTXOUZQ/viewform

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdK1Bn7CaRNzaHrR2Vs23iEqyInkAjFa_G-2UiaSPuzTXOUZQ/viewform?fbclid=IwAR0905CyNo2L8hfXKlYojmwQCrVJMbH-P93P_gYB3EwXwrG2yB-LtC_MDUg

25/02/2024

রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ এর উদ্যোগে শুরু হচ্ছে ৬ দিন ব্যাপী মাদানি নেসাব শ....

মাদানী নেসাবের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সুদীর্ঘ ২২ বছর আদীব হুজুরের (হাফি.) একান্ত সাহচর্য গ্রহণকারি ব্যক্তিত্ব, মাদরাসাতুল ম...
24/02/2024

মাদানী নেসাবের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সুদীর্ঘ ২২ বছর আদীব হুজুরের (হাফি.) একান্ত সাহচর্য গ্রহণকারি ব্যক্তিত্ব, মাদরাসাতুল মাদীনা প্রতিষ্ঠার প্রথম দশকের নিবেদিতপ্রান শিক্ষাগুরু, "মাওলানা আবু তাহের রাহমানী" (হাফি.)সহ মাদরাসাতুল মাদীনার কিংবদন্তি শিক্ষক "মাওলানা নাসিম আরাফাত" (হাফি.)। আদীব হুজুরের নিজ হাতে গড়া মাও. হাবিবুর রহমান মুনির নদভী (হাফি.) এবং ইতিহাস সৃষ্টিকারি মাদানী নেসাবের শিক্ষক মাওলানা আরিফ হক্কানী মহোদয়দের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনিও হতে পারেন মাদানী নেসাবের একজন আদর্শ শিক্ষক।

Address

Zone No. 01, Dhaka North Division
Dhaka

Telephone

+8801644443535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huffajul Quran-Zone No.01,Dhaka North Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share