10/12/2024
"সি আর মামলা ২১০/২০২৪
গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে অনিহা"
নিজস্ব প্রতিবেদক
ঢাকার নবাবগঞ্জ থানায় এখন গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে অনিহা প্রশাসনের। গত ১৯.১১.২০২৪ ইং গ্রেপ্তারী পরোয়না ইস্যু হয়,কোর্টের কিছু আনুষ্ঠানিকতা বিলম্ব হওয়ায় ওয়ারেন্ট এর কপি নবাবগঞ্জ থানায় গত ০৫.১২.২০২৪ ইং তারিখে অথচ আজ ১০.১২.২০২৪ইং তারিখ হয়ে গেলেও কোন আসামী ধরার কোন নামগন্ধ নেই,এমনি গ্রেপ্তারী ওয়ারেন্টভুক্ত আসামী নাজমুল হোসেন অন্তর, যিনি সালমান এফ রহমানের টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি, নূর আলীর পত্রিকা দৈনিক আমাদের সময়
নববাংলার নির্বাহী সম্পাদক এই নাজমুল হোসেন অন্তর দিব্বি ঘুরে বেড়াছে।
সিআর মামলায় সে সহ আরো ৮জন আসামী গ্রেফতারী ওয়ারেন্টের আসামী বলে জানা গেছে।তাদেরও ধরার কোন কার্যকলাপ দেখা যায়নি।এব্যাপারে জানতে নবাবগঞ্জ থানার ওয়ারেন্ট অফিসারের মুঠো ফোনে কল দিলে নাম্বার ব্যস্ত দেখায়।