05/06/2024
আমাদের থাকবার মধ্যে ছিল কিছু বিক্ষিপ্ত
ভাঙ্গা ভাঙ্গা স্বপ্ন
বিনিদ্রা রোগ কিংবা অমোঘ চিন্তা
সম্ভাবনার আবর্তনে যা বদলেছে বার বার।
আমরা কখনো সংসারী হতে চেয়েছি
কখনো সন্যাসী ঘর পালিয়ে বেঘর।
কখনো পাখি কখনো খাঁচা ভালোবেসে
গুছিয়ে নিয়েছি ডানা
কখনো হারিয়েছি পথে পথে
যেন পথের ঠিকানা নেই জানা!
প্রাপ্তি আর প্রত্যাশার যুদ্ধে
আমরা কেবল লড়ে চলেছি বিক্ষিপ্ত স্বপ্ন সাথী করে।