Taru's Shoili

Taru's Shoili খাঁটিমানের খাবারের নিশ্চয়তায় এবং ব্লক বাটিকের সেলোয়ার-কামিজ ও বিছানার চাদরের সমারোহ।

23/12/2024

প্রতিদিনের হাদিস 🔵
রাসূলুল্লাহ (ﷺ)বলেন, *'মুসলিম বান্দার যে কোনো ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, কষ্ট, অস্থিরতা হোক না কেন, এমনকি দেহে কাঁটা বিঁধলে তার কারণেও আল্লাহ্ তার গুনাহ মাফ করে দেন।
[সহীহ বুখারী]

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়। এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন...
22/12/2024

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়। এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক।

বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা, পাটিসাপটা, নকশী, দুধ চিতই, মুগ পাকন, মুগ পুলি, গুরা পিঠা, গোলাপ পিঠা, আরো অনেক রকমের পিঠা দিয়ে বাংলার প্রতিটি অঞ্চলে পিঠা উৎসব পালন করা হয়।

শীতের পিঠা উৎসব শুধু খাবারের আনন্দ নয়, এটি মানুষের মধ্যে আনন্দের ধারা বইয়ে আনে, পরস্পরের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করায়।

শীতকালে পিঠা খাওয়ার আনন্দ, মাটির চুলায় পিঠা বানানোর উষ্ণতা, আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ঘরে ঘরে উৎসবের পরিবেশ তৈরি হয়। পিঠা শুধু পরিবারের সবাইকে একত্রিত করে না এটি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত করায় এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

নিচের রসালো মুগ পুলি পিঠার ছবি গুলো আজকে সকালের রান্না ঘরের মিষ্টি রোদে বানালাম আর খেলাম সেই সাথে ডেলিভারি ও দিলাম। লোকেশন ছিলো আর্টিলারি রোড। সেই সাথে ছিলো মুগ পাকন যার ছবি তোলা হয়নি 😁

মাঞ্জা মেরে অর্ডার করতে পারেন সব রকমের পিঠা পুলি পুরো শীতকাল জুড়ে আমাদের পেইজে।

সব রকমের পিঠার ডালার অর্ডার নেওয়া হচ্ছে।  ডালাতেই পেয়ে যাচ্ছেন কয়েক রকমের পিঠা একসাথে।  স্কুলের এক টিচারের বাসায় চলে গেল...
22/12/2024

সব রকমের পিঠার ডালার অর্ডার নেওয়া হচ্ছে।

ডালাতেই পেয়ে যাচ্ছেন কয়েক রকমের পিঠা একসাথে।

স্কুলের এক টিচারের বাসায় চলে গেলো সকাল সকাল এই পিঠার ডালা।

ঢাকা থেকে মেহমান আসাতে সকালের নাশতার টেবিলে আমাদের পিঠার ডালা রেখেছেন। অর্ডার কনফার্ম করে রেখেছেন ১৫ ই ডিসেম্বর ।

আপনারাও চাইলে এমন ডালা সকাল বা বিকেলের নাশতার টেবিলে রাখতে পারেন।

20/12/2024

দারুণ একটা নসিহত!

যখন জীবনে চলার পথে অনেক সমীকরণই মিলে না, অনেক পরিশ্রম-ই সফলতার মুখ দেখে না, সবকিছুর সাথে সময় হয় না। বান্দার হৃদয় তখন হতাশার কালো মেঘে ঢেকে যায় আর বলে বসে — ‘ঈশ, কেনো যে এমন হয়!?’

বান্দাকে উদ্দেশ্য করে তার রব বলেন —“কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর।” [সূরা বাকারা : ২১৬]

দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর বান্দা ঠিকই একদিন বুঝতে পারে আর লজ্জিত মুখ নিয়ে বলে — ‘ওই সময়ের পরিশ্রম সফল না হয়ে ভালোই হয়েছে, ওই সময়ের সবকিছুর টাইমিং না মিলে ভালোই হয়েছে। কেননা যা পাইনি তা কখনো আমার জন্য কল্যাণকর ছিল না।

আলহামদুলিল্লাহ।

হারাম জিনিসে আরাম বেশি। তবে সেই আরামদায়ক হারামকে যারা পরিপূর্ণরূপে বর্জন করতে পারবে তারাই প্রকৃত মুসলিম। আর যারা তা পারব...
19/12/2024

হারাম জিনিসে আরাম বেশি। তবে সেই আরামদায়ক হারামকে যারা পরিপূর্ণরূপে বর্জন করতে পারবে তারাই প্রকৃত মুসলিম। আর যারা তা পারবে না তারা হয়তো কাফির নাহয় মুনাফিক।
মহান আল্লাহ তায়ালা সকল আরামদায়ক হারাম থেকে সকল মুসলিমকে হেফাজত করুন।

আজকের ডেলিভারিতে ছিলো

পাতিহাঁস ২ টা
বীফ কাবাব ২৪ পিস।
লোকেশন নাসিরাবাদ।
রিপিট ক্লাইন্টের অর্ডার ছিলো।

মুগ পাকন ২০ পিস
দুধ পুলি ১ কেজি।
লোকেশন বন্দর।
রিপিট ক্লাইন্টের অর্ডার ছিলো।

দুপুরে ৩০ জনের খাবারের অর্ডার ছিলো নতুন ক্লাইন্টের।
পোলাও
চিকেন রোস্ট।
গরুর মাংস।

ফিডব্যাক পেয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ।

19/12/2024

কুরআনের আয়াত 🔴

‎لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।[৯ঃ১২৮-১২৯]

18/12/2024

হাঁসে অফার চাহিয়া কেউ লজ্জিত হবেন না প্লিজ কারন হাঁসের বাজার মেলা...... গরম 😁

রুযী, সুন্দর জীবন ও সৎপথ চাইতে কোরআনের দোয়া‎رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا...
18/12/2024

রুযী, সুন্দর জীবন ও সৎপথ চাইতে কোরআনের দোয়া
‎رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
“রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাঁউ অহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা।”
*অর্থঃ হে আমাদের প্রতিপালক! তুমি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান কর এবং আমাদের কাজ-কর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর।[১৮:১০]

সকাল সকাল স্কুলে চলে গেলো ৫০ জনের জন্য নাশতা।
চিকেন অনথন ৫০ পিস।
চিকেন সফট রোল ৫০ পিস।
ছাঁচের পিঠা ৫০ পিস।

17/12/2024

*“ঈমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়না বা প্রতিশোধ নিতে যায়না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না।”*— ইমাম ইবনে তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ

16/12/2024
15/12/2024

রুযী, সুন্দর জীবন ও সৎপথ চাইতে কুরআনের দুয়া
‎رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
“রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাঁউ অহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা।”
*অর্থঃ হে আমাদের প্রতিপালক! তুমি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান কর এবং আমাদের কাজ-কর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর।[১৮:১০]

বৃহস্পতিবার এবং শুক্রবার কাজের একটু চাপ ছিলো।বৃহস্পতিবার ছিলো ৩০ জনের জন্য রাতের খাবারের ডেলিভারি।যার ঠিকমতো  গুছিয়ে ছবি...
14/12/2024

বৃহস্পতিবার এবং শুক্রবার কাজের একটু চাপ ছিলো।

বৃহস্পতিবার ছিলো ৩০ জনের জন্য রাতের খাবারের ডেলিভারি।
যার ঠিকমতো গুছিয়ে ছবি তোলার সুযোগ পাইনি বললেই চলে।
সেই সাথে দুইদিনেই ফ্রোজেন আইটেমসের ডেলিভারি ছিলো।

শুক্রবার বিকেলে ছিলো
২০ পিসের নকশি পিঠার ডালা ও কার্ভিং এর কিছু ডেলিভারি।

14/12/2024

ঘুম নামক মৃত্যু থেকে জেগে উঠে, সুন্দর সকাল টা আবারও দেখতে পেয়ে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আলহামদুলিল্লাহ।

বড় ছোট নকশী পিঠা, শামুক পিঠা, সিরা সহ এবং সিরা ছাড়া বাকরখানির অর্ডার নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এগুলোর অর্ডার আছে। এরমধ্...
13/12/2024

বড় ছোট নকশী পিঠা, শামুক পিঠা, সিরা সহ এবং সিরা ছাড়া বাকরখানির অর্ডার নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এগুলোর অর্ডার আছে। এরমধ্যে কারো লাগলে অর্ডার করতে পারেন।

12/12/2024

কষ্ট আপনাকে দোয়া করতে বাধ্য করে আর দোয়া আপনাকে শক্তিশালী করে তোলে, আলহামদুলিল্লাহ্ দোয়া মুমিনদের হাতিয়ার।
সুবহানআল্লাহ্

নির্ঘুম এক রাতে,মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম, "সুখ কি?"আকাশ বলেছিলো,"আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি...
11/12/2024

নির্ঘুম এক রাতে,

মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম, "সুখ কি?"

আকাশ বলেছিলো,

"আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ।"

আলহামদুলিল্লাহ।

শুকরিয়া সবকিছুর জন্য।
ফিডব্যাক দিয়ে দিলেন ক্লাইন্ট।

11/12/2024

“মানুষের কখনও কখনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি।”
শুকরিয়া সবকিছুর জন্য 🤲

দিন শেষে হাসি মুখে এটাই বলিআমাকে ভরসা করার জন্যআপনাদের কে  ধন্যবাদ ❤️❤️❤️আপনাদের ফিডব্যাক আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দেয়
10/12/2024

দিন শেষে হাসি মুখে এটাই বলি
আমাকে ভরসা করার জন্য
আপনাদের কে ধন্যবাদ ❤️❤️❤️

আপনাদের ফিডব্যাক আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দেয়

Address

Halishahar Chuna Factory Moor , Chittagong
Kazipara

Telephone

+8801815851605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taru's Shoili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taru's Shoili:

Videos

Share