Futureofbangladesh.com

Futureofbangladesh.com Your daily dose of positivity, smiles, and optimism, delivered straight to your feed! Bangladesh started doing great in other sectors as well.

Discover the beauty of Bangladesh, where tradition meets modernity, and culture blends with diversity. Join us as we showcase the positive aspects of our country, from the vibrant festivals and delicious foods to the sports and fairs, to the architecture, drama, and music, to the culture, nature, history, legacy, and everything that makes Bangladesh unique. Learn about our youths, women empowermen

t, entrepreneurship, movies, humanity, and all sorts of creative works. Over a few decades, Bangladesh touched some biggest milestones in the basic circumstances of people’s lives. We gained a reputation in the global market for quality garments and huge manpower that is young and always ready to give their best. With daily updates and celebrations of national and international days, our mission is to bring forth the best of Bangladesh to the world. Come and be a part of our community. Let's promote, let's celebrate, and let's make a difference.

এক কৃষকের বিস্ময়যাত্রা...কাঁচা রাস্তার ধারে আবর্জনার স্তূপ। ঠা ঠা রোদে ছায়া নেই। আপনমনে ময়লা জঙ্গল সাফ করে চলেছেন এক প্র...
06/09/2024

এক কৃষকের বিস্ময়যাত্রা...
কাঁচা রাস্তার ধারে আবর্জনার স্তূপ। ঠা ঠা রোদে ছায়া নেই। আপনমনে ময়লা জঙ্গল সাফ করে চলেছেন এক প্রৌঢ় কৃষক। কিন্তু কি করবেন?

গাছ লাগাবেন তিনি। লোকে শুনে চলে যায়৷ বাধা দেয় না, সাহায্যও করে না৷ একা হাতে গোটা রাস্তার দু'ধারে ৪০০ পেঁপে গাছ লাগালেন সেই কৃষক৷ রাতারাতি ভাগ্য বদলালো তাঁর। পেঁপে বেচেই দিন ফিরল আলতাফ হোসেনের।

দিনাজপুরের খানসামা উপজেলায় ঘটেছে এই নিরব বিস্ময়ের ঘটনা৷ উপজেলার খামারপাড়া ইউনিয়নের জমিদার নগর থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তায় দুই ধারে পেঁপে গাছ লাগিয়েছেন আলতাফ।রাস্তার দুই ধারে ৪শ পেঁপে গাছ লাগিয়েছেন তিনি। এসব পেঁপে ইতিপূর্বে বিক্রি শুরু করেছেন। তাঁর ভাষ্যে, প্রথম ধাপে প্রতি গাছ থেকে ৫ থেকে ৭ কেজি করে প্রতি সপ্তাহে গড়ে ১০ মণের বেশি পেঁপে উত্তোলন করেছেন। বর্তমান বাজারে প্রতিমণ পেঁপে তিনি ৭০০থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন।

খাঁ খাঁ রাস্তা এখন সবুজে সবুজময়। যতদূর চোখ যায়, শুধু গাছ। গাছে গাছে পাখি। পাকা পেঁপের গন্ধ আছে মাঝেমধ্যে। আলতাফ হোসেনের এরকম উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

আমরা যখন মাথা কুটে মরছি, গাছ কাটবেন না, গাছ লাগান, তখন তথাকথিত সভ্য সমাজের একটা বিরাট অংশ এগিয়ে না এলেও এবারও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার কৃষক ।
যাই হয়ে যাক না কেন, যেকোনো দুর্দিনে,দেশের প্রয়োজনে, এখনো আমাদের সবচেয়ে বড়ো গবেষক, ভরসার নাম বাংলার কৃষক। হরিপদ কাপালী, আলতাফ হোসেনদের জন্য ধন্য এ মাটি৷

শাফায়াত স্বচ্ছ
বিউটিফুল দিনাজপুর

ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে যেই ৫৭ জন প্রবাসী শ্রমিক প্রতিবাদ জানিয়েছিলো, তাদেরকে...
04/09/2024

ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে যেই ৫৭ জন প্রবাসী শ্রমিক প্রতিবাদ জানিয়েছিলো, তাদেরকে ওইখানের আদালত কর্তৃক দোষী সাব্যস্ত করে বেশ বড় মেয়াদের জন্য জেলে পাঠানো হয়েছিলো।

অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে আমিরাত কর্তৃপক্ষের সাথে আন্তরিকভাবে যোগাযোগ চালিয়ে গেছে। সেই আহ্বানে সাড়া দিয়ে ওই ৫৭ জনকে ক্ষমা ঘোষণা করে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে তারা। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷

দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে বাংলাদেশের হোয়াইট ওয়াশ৷ এর মধ্য দিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়...
03/09/2024

দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে বাংলাদেশের হোয়াইট ওয়াশ৷ এর মধ্য দিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয় ধরা দিল৷ দুই টেস্ট সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে, যা ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্ট জয়৷ লিটনের সেঞ্চুরি, মিরাজের অর্ধশতক ও ৫ উইকেট, হাসান মাহমুদের ৫ উইকেট; ২য় টেস্ট জয়ে কার অবদানকে এগিয়ে রাখবেন আপনি?

দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়, অভূতপূর্ব বিজয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। Bangladesh Cricket : The Tigers

বুয়েটের একটি দল, সহকারী অধ্যাপক মাহেরুল কাজের প্রিন্সের নেতৃত্বে, বাংলাদেশের বন্যা ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য একটি ...
01/09/2024

বুয়েটের একটি দল, সহকারী অধ্যাপক মাহেরুল কাজের প্রিন্সের নেতৃত্বে, বাংলাদেশের বন্যা ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য একটি মডুলার নৌকা তৈরি করেছে।

স্থানীয়ভাবে সংগ্রহ করা বোরাক বাঁশ এবং ২০০-লিটারের ড্রাম ব্যবহার করে ১২"x৬" আকারের এই নৌকা তৈরি করা হয়েছে, যা মাত্র তিন ঘণ্টায় ১৫,০০০ টাকা (১২৫ ডলার) খরচে তৈরি করা সম্ভব।

মডুলার নকশাটি স্থিতিশীলতা ও মানিয়ে নেওয়ার ক্ষমতা নিশ্চিত করে, যা বন্যা পরিস্থিতির জন্য উপযুক্ত। ফেনীসহ বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যে এই নৌকা ব্যবহার করা হয়েছে। দলটি এখন বড় পরিসরে উৎপাদনের জন্য প্রি-ফ্যাব্রিকেটেড উপাদান তৈরি এবং স্থানীয় কারিগরদের প্রশিক্ষণের উপর কাজ করছে, যাতে সারা বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কার্যকরী সহায়তা প্রদান করা যায়।

এই প্রকল্পটি দেখিয়েছে কিভাবে ঐতিহ্যবাহী কারিগরি ও আধুনিক প্রকৌশল একসাথে মিলে জরুরি সমস্যার সমাধান করতে পারে, যা ভবিষ্যতে বন্যা ত্রাণের জন্য একটি টেকসই এবং মানিয়ে নেওয়া যায় এমন সমাধান হিসেবে কাজ করবে।

#বুয়েট #বন্যাত্রাণ #মডুলার_নৌকা

Futureofbangladesh.com congratulates the Bangladesh Under-20 football team on winning their first-ever SAFF Trophy title...
29/08/2024

Futureofbangladesh.com congratulates the Bangladesh Under-20 football team on winning their first-ever SAFF Trophy title.👏🇧🇩

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতলো বাংলাদেশ।

Photo: BFF

29/08/2024
📢ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যাল...
29/08/2024

📢ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করেছেন।

✅তাছাড়া অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

মিরাজুল ইসলামের জোড়া গোলে ফাইনালে নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ শিরোপা জিতল বাংলাদেশ।
28/08/2024

মিরাজুল ইসলামের জোড়া গোলে ফাইনালে নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ শিরোপা জিতল বাংলাদেশ।

বাংলাদেশ সেনাবাহিনী 💕
27/08/2024

বাংলাদেশ সেনাবাহিনী 💕

পুরনো দেয়ালের জীবন, ধুলো পড়া ফ্যাকাশে রঙ, মনের অভিমান ছবি এঁকেছে। দেয়াল কাঁদে, গোপন না বলা কথা জমিয়ে। ইটের ভাঁজে লুকানো ...
27/08/2024

পুরনো দেয়ালের জীবন, ধুলো পড়া ফ্যাকাশে রঙ, মনের অভিমান ছবি এঁকেছে। দেয়াল কাঁদে, গোপন না বলা কথা জমিয়ে। ইটের ভাঁজে লুকানো স্মৃতির গাঁথুনি দিয়ে তৈরি সংশয়ের দেয়াল আজ ভেঙে যাক...! আদরে থাকুক দেয়ালের প্রাণ 💜

ফটোগ্রাফার: Kamrul Hasan Sojib
লোকেশন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ত্রিশাল, ময়মনসিংহ।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, না...
27/08/2024

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডি–লিট উপাধি দেয়া হয়। ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সরকার। ওই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে ভূষিত করা হয় একুশে পদকে।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল...দেখে নেওয়া যাক, মেট্রোরেল চলাচলের সময়সূচি-
27/08/2024

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল...
দেখে নেওয়া যাক, মেট্রোরেল চলাচলের সময়সূচি-

24/08/2024

📢 আবারোও সর্তক‼️
আজ রাত ১০টায় খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট | Chattogram Flood | kaptai Dam

ছবি - ১ : ছেলেটার নাম রৌদ্র নন্দি। ওর জন্মদিন ছিলো। জন্মদিনের কেক না কেটে সেই টাকা জগন্নাথের বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্...
24/08/2024

ছবি - ১ : ছেলেটার নাম রৌদ্র নন্দি। ওর জন্মদিন ছিলো। জন্মদিনের কেক না কেটে সেই টাকা জগন্নাথের বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের ডেস্কে কিছু টাকা সহয়তা হিসাবে দিয়ে গেলো।

ছবি - ২ : সাত বছরের ইহান। শখের ব্যাংকে ৩ বছর ধরে জমানো টাকা বন্যার্তদের জন্য আজ দান করতে আসে টিএসসিতে।

ছবি - ৩ : তিন বছর ধরে সাইকেল কেনার জন্য জমানো টাকা নিয়ে আসছে।
এই বাংলাদেশকে কিভাবে থামাবেন?

Kids these days!! couldn’t be more proud 🇧🇩❤️

ছবি কার্টেসি - Md. Zubayer Ibn Kamal & Raima Shakhawat

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্...
24/08/2024

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেখানে ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন মানুষ। নানা ধরনের শুকনা খাবারের পাশাপাশি নগদ টাকা দিচ্ছেন লোকজন। এসব ত্রাণসামগ্রী বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে। ছবি : সাজিদ হোসেন

তুমি রাত লিখো, আমি চাঁদ লিখবো। তুমি টিভি রেডিও দখল করো, আমি দেয়ালে দেয়ালে ইনকিলাব লিখবো।       🫡👑Arabic Calligraphy in...
10/08/2024

তুমি রাত লিখো, আমি চাঁদ লিখবো।
তুমি টিভি রেডিও দখল করো,
আমি দেয়ালে দেয়ালে ইনকিলাব লিখবো।

🫡👑
Arabic Calligraphy in Bangladesh🇧🇩💥💯

দেশটা হঠাৎ সুন্দর হয়ে গেলো 🤩 Gen-Z can do anything 🫡👑 ঢাকা বিশ্ববিদ্যালয় ❤️
09/08/2024

দেশটা হঠাৎ সুন্দর হয়ে গেলো 🤩
Gen-Z can do anything 🫡👑
ঢাকা বিশ্ববিদ্যালয় ❤️

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Futureofbangladesh.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Futureofbangladesh.com:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All