Muslim Messenger

Muslim Messenger "প্রচার করো যদিও একটি মাত্র আয়াত হয়।"
- সহীহ বুখারী : ৩৪৬১

  4:36
04/11/2023

4:36

03/10/2023

টাকার ঋণ একসময় শোধ করা যায়,
কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না..!

#জাযাকাল্লাহু_খাইরান।।

😴❤️
02/10/2023

😴❤️

💔😥
18/09/2023

💔😥

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর দিন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে নিষেধ করছেন।ইবনু মাজাহ : ১১...
08/09/2023

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর দিন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে নিষেধ করছেন।

ইবনু মাজাহ : ১১১৫, আবু দাউদ : ১১১৮

❤️
06/09/2023

❤️

30/08/2023

রেগে গেলেন তো হেরে গেলেন..!

রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে, তখন তারা...
29/08/2023

রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে, তখন তারা বলে, ‘সালাম’। আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে। (সূরা ফুরকান : ৬৩-৬৪)
25:63-64

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এব...
28/08/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং মৃত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়, "সে বোঝা নয়, সে আমার ভাই!"

সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়- "সে বোঝা নয়, সে আমার ভাই/সে আমার বোন।" (“He’s not a burden, he’s my brother/sister").

যদি সে পড়ে যায়, তাকে উঠান। ক্লান্ত হলে তাকে সাহায্য করুন। যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন।পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে নিন,
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!

27/08/2023

আলহামদুলিল্লাহ! আমেরিকার নিউ ইয়র্কের মসজিদে আজান হচ্ছে। নিউ ইয়র্কের আকাশে এখন শোনা যাবে “আল্লাহু আকবার” ধ্বনি॥
From now on ADHAN is openly allowed in New York, USA

আলহামদুলিল্লাহ! অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কএ অফিসিয়ালি সকল মসজিদে আজান দেওয়ার অনুমতি দেয়া হলো। যারা এ বিষয়ে কাজ করেছে...
27/08/2023

আলহামদুলিল্লাহ! অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কএ অফিসিয়ালি সকল মসজিদে আজান দেওয়ার অনুমতি দেয়া হলো। যারা এ বিষয়ে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ। এটি ইসলামের একটি বড় বিজয়..!

Alhamdulillah! Finally, in New York, USA, all mosques are officially allowed to give adhan. Thanks to everyone who worked on this. This is a great victory for Islam.

26/08/2023

তাঁর সাথে কিসের হিসাব, যিনি বেহিসাব দান করেন! ❤️

💔
25/08/2023

💔

যে ব্যথা আপনাকে রব'এর কাছে এনে দেয়, সে ব্যথা আপনার জন্য রব'এর পক্ষ থেকে পাওয়া— অনেক বড় নেয়ামত। ❤️— আদিব সালেহ
24/08/2023

যে ব্যথা আপনাকে রব'এর কাছে এনে দেয়, সে ব্যথা আপনার জন্য রব'এর পক্ষ থেকে পাওয়া— অনেক বড় নেয়ামত। ❤️

— আদিব সালেহ

21/08/2023

মূসা (আঃ) জানতেন না যে সাগর চিরে রাস্তা হয়ে যাবে। শুধু জানতেন (مَعِیَ رَبِّی) আমার সাথে আমার রব আছেন। এই দৃঢ় বিশ্বাসে এগিয়ে গেছেন.... ❤️

উত্তম আমল ❤️
09/08/2023

উত্তম আমল ❤️

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
05/08/2023

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দিতে হবে।

03/08/2023

এক ভদ্র মহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ শেষে তিনি ফ্রীজার রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তুু দূর্ভাগ্যবশত রুমের দরজাটি ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেলো।

তিনি চিৎকার করে, সমস্ত শক্তি দিয়ে দরজায় শব্দ করতে লাগলেন, কিন্তুু কেউ তাঁর ডাকে সাড়া দিলেন না কারণ সব কর্মচারী চলে গেছেন। তাছাড়া ফ্রীজার রুমের ভিতর থেকে বাহিরে শব্দ শোনানো অসম্ভবই বটে। ৫ ঘন্টা পর তিনি যখন মৃত্যুর মুখোমুখি,ঠিক তখনই কারখানার নিরাপত্তা রক্ষী দরজা খুলে দিলেন, কাকতালীয়ভাবে সেদিন ভদ্র মহিলা প্রাণে বেঁচে যান।

পরবর্তীতে ভদ্র মহিলা যখন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলো সে কিভাবে এখানে আসলো, কেনো দরজা খুললো, এটাতো তাঁর রুটিন কাজ ছিলো না, তখন সে উত্তরে বললো আমি এই কারখানায় ৩৫ বছর যাবত কাজ করছি, এখানে ১০০ জনেরও বেশি শ্রমিক কাজ করে কিন্তুু অনেকের মধ্যে আপনিই একজন যিনি প্রতিদিন আমাকে সকালে শুভেচ্ছা জানাতেন আর বিকেলে বিদায় জানাতেন।

অনেকের কাছে আমি কিছুই না, একজন নিরাপত্তা রক্ষী ব্যতীত। যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকে কাজে যোগদানের সময় যথারীতি স্বাভাবিক সৌজন্যতা স্বরুপ আমাকে ‘হ্যালো’ বলে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তুু কৌতুহল বশতঃ খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষে যাওয়ার সময় ‘বাই, সি ইউ টুমোরো’ বলেননি। আমি আপনার এই মূল্যায়নটাকে সম্মান করি, কারন এই শব্দ গুলো আমাকে মনে করিয়ে দেয় যে, নিরাপত্তা রক্ষী হলেও আমিও একজন মানুষ।

তাই সিদ্ধান্ত নিলাম কারখানাটা সার্চ করবো, আমার মন বলছে আপনার কোন একটা বিপদ হয়েছে বা হতে পারে এবং এভাবেই কারখানা বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি।

শিক্ষা:
আমাদের প্রত্যেককে আমাদের আশে পাশের মানুষ গুলোর প্রতি বিনয়ী হওয়া উচিত, সম্মান করা উচিত, কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের জীবনে, কাকে প্রয়োজন হবে বিপদের দিনে আমাদের পাশে।

Collected

03/08/2023

"হে নাবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও, যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে পর-পুরুষের সাথে কোমল কন্ঠে এমনভাবে কথা বলনা যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায় সঙ্গত কথা বলবে।"
-সূরা আহযাব ৩৩ঃ৩২

O wives of the Prophet! You are not like any other women. If you keep your duty (to Allah), then be not soft in speech, lest he in whose heart is a disease (of hypocrisy, or evil desire for adultery, etc.) should be moved with desire, but speak in an honourable manner.
Quran 33:32

সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস যখন আল্লাহ সুবাহানহুয়া তা'আলা। ❤️
03/08/2023

সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস যখন আল্লাহ সুবাহানহুয়া তা'আলা। ❤️

হে ঈমানদারগণ! আমি কি তোমাদেরকে ঐ ব্যবসায়ের কথা বলবো, যা তোমাদেরকে কষ্টদায়ক আজাব থেকে বাঁচাবে? তোমরা আল্লাহ ও রাসূলের ওপর...
02/08/2023

হে ঈমানদারগণ! আমি কি তোমাদেরকে ঐ ব্যবসায়ের কথা বলবো, যা তোমাদেরকে কষ্টদায়ক আজাব থেকে বাঁচাবে?
তোমরা আল্লাহ ও রাসূলের ওপর ঈমান আনো এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা তা জানো।
(সূরা আস সফ ৬১ : ১০-১১)

Quran 14:7 ❤️
24/07/2023

Quran 14:7 ❤️

Return to your own existence. ❤️
18/07/2023

Return to your own existence. ❤️

কিছুদিন আগে বাইক এক্সিডেন্টে চট্টগ্রামের সাতকানিয়াতে একটা ছেলে মারা যায়। ছেলেটাকে সন্ধ্যাবেলা কবর দিয়ে দেয়।ছেলেটাকে ...
16/07/2023

কিছুদিন আগে বাইক এক্সিডেন্টে চট্টগ্রামের সাতকানিয়াতে একটা ছেলে মারা যায়। ছেলেটাকে সন্ধ্যাবেলা কবর দিয়ে দেয়।

ছেলেটাকে যেখানে কবর দেওয়া হয়েছিলো সেই কবরটা রাস্তার পাশে, যে রাস্তাতে আমরা সচরাচর চলাচল করি। একইদিন রাতে ১১টার দিকে যাওয়ার সময় দেখলাম বোবা কান্নার আওয়াজ ভেসে আসছে নতুন কবর থেকে।

প্রথমে কিছুটা ভয় পেলেও, পরে লক্ষ করি ছেলেটার বন্ধু কান্না করছে আর দোয়া করছে। কিছু লাইন ছিলো এমন “আল্লাহ এক্সিডেন্টে মারা গেলে শহীদের সম্মান দেওয়া হয়, আমার বন্ধুকে শহীদের সম্মান দিও।তার বাবা মাকে ধৈর্য দিও।”

সে জায়গা থেকে আসার পর ভাবতে থাকি! আহা এমন বন্ধু যদি আমার থাকতো!

আজ একই রাস্তা দিয়ে আসছিলাম একটু আগে, আজকেও একই ছেলে তার বন্ধুর জন্য দোয়া করছে কান্না করে করে!

তারপর থেকে কতোবার উচ্চারণ করেছি জানিনা, “আল্লাহ হাজার বন্ধুর দরকার নেই, এমন একটা বন্ধু দিও যে কবরের পাশে কান্না করবে।”

আপনাকে কবরস্থ করে এসে বাকি জীবনে যে'কজন মুনাজাতে আপনার জন্য দুয়া করে, একজীবনে ওই ক'জন-ই আপনার প্রকৃত সুহৃদ ছিলো। (আরিফ আজাদ)

“নেককার বন্ধুর কোনো তুলনা হয়?”
আপনার পরিবার যখন আপনার সম্পত্তি বণ্টনে ব্যস্ত, তখন সে একাকী আপনার জন্য দুঃখ করছে, দু'আ করছে; আপনি তখন জমিনের কয়েক স্তর নিচে চলে গেছেন! [মাজমু’উ রাসাইল, ইবনে রজব: ২/৪২৩]

লেখা: সংগৃহীত ও পরিমার্জিত
কার্টেসী: Sobor-ধৈর্য

11/07/2023

ব্যাক্তিত্ব গঠনের ক্ষেত্রে "সূরা হুজুরাত" থেকে কয়েকটি উপদেশ—

১. উপহাস করো না। [আয়াত-১১]

২. দোষারোপ করো না।[আয়াত-১১]

৩. মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]

৪. পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২]

৫. সন্দেহ করা থেকে বিরত থাকো। [আয়াত-১৫]

৬. ধারণা করা থেকে বিরত থাকো। [আয়াত-১২]

৭. গোপনীয় বিষয়ের সন্ধান করো না।[আয়াত-১২]

৮. ফাসিকের কথা যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না।[আয়াত-৬]

৯. বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে।[আয়াত-৯]

১০.সর্বাবস্থায় ইনসাফ করবে।[আয়াত-৮]

ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।

”হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন...
08/07/2023

”হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্ততঃ আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান।” -সূরা আনফাল, আয়াত-২৯

03/07/2023

সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে স্বপ্ন পূরণের কথা জানিয়েছিলেন খ্রিস্টানদের সাবেক বিখ্যাত ধর্মযাজক ইব্রাহিম রিচমন্ড। এবার হজ পালনের মধ্য দিয়ে তিনি আরেকটি বড় স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক বিখ্যাত এই পাদ্রি এখন ইসলামের প্রচারক।

এর আগে পাদ্রি থাকা অবস্থায় ১৫ বছরে হাজারো মানুষকে খ্রিস্টধর্মে দীক্ষিত করেন। তবে ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি তার পথ খুঁজে পেয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবার তিনি পবিত্র হজ্জ পালন করছেন।

ইসলাম ধর্মের সান্নিধ্যে এসে সৃষ্টিকর্তার দিশা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিম। এই কারণে হজে তার আবেগ সীমাহীন। তিনি প্রথমে পবিত্র নগরীতে প্রবেশ করে সেজদায় লুটিয়ে পড়েন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে পৃথিবীর ৯০টি দেশ থেকে রাজকীয় অতিথি হিসেবে হজ্জে আগমন করেছেন প্রায় আড়াই হাজার মানুষ। এদের মধ্যে ইব্রাহিম রিচমন্ড একজন।

তার সঙ্গে দেখা হলো আরাফাতের ময়দানে। তার কাছে ইসলাম গ্রহণের অনুভূতি জানতে চান বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য তরুণ আলেম ও মিডিয়া আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী। ইব্রাহিম বলেন, 'ইসলামে আসার পর আমার জীবন যেন ঠিকানা খুঁজে পেয়েছে।'

বাংলাদেশের মানুষদের প্রতি ও ইব্রাহিম রিচমন্ডের ভালোবাসা রয়েছে। তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। তার ভাষায়- আমিও বাংলাদেশি মুসলিম ভাইদের জন্য দোয়া করি এবং তাদের কাছেও আমার জন্য দোয়া করতে বলবেন।

একটি স্বপ্ন ইব্রাহিম রিচমন্ডের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। তাকে আধার থেকে আলোর পথে ধাবিত করে। স্বপ্নটির বিষয়ে ইব্রাহিম বলেন- 'আমি আমার গির্জার ছোট্ট একটি রুমে ঘুমিয়ে ছিলাম। তখন স্বপ্ন দেখলাম, অনেক রাতে আমাকে একজন মানুষ বলেন তুমি এই সাদা পোশাকটি পরো। আমি বুঝতে পারছিলাম না তিনি কে? তিনি আবারও বললেন তুমি সাদা পোশাকটি পরো। আজ যখন আমি ইহরামের সফেদ পোশাক পরার তাওফিক পেলাম, তখন মনে হলো আমার সেই স্বপ্ন আজ সত্যি হলো। আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি।'
তিনি একা নন, তার সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন প্রায় দশ হাজার মানুষ।❤️

15/06/2023

কিভাবে বুঝবো যে আমরা মু'মিন কিনা?

اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ١ۚ وَ اِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ...
30/05/2023

اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ١ۚ وَ اِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ١ؕ وَ عَلَى اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
“আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না। আর তিনিই যদি তোমাদেরকে ত্যাগ করেন, তাহলে তাঁর পরে আর কে আছে, যে তোমাদেরকে সাহায্য করতে পারে! কাজেই যারা সাচ্চা মুমিন তাদেরকে আল্লাহর ওপরই ভরসা করা উচিত।”
(সূরা আলে ইমরান: ১৬০)
3:160

Don't forget ALLAH 😴🖤
18/05/2023

Don't forget ALLAH 😴🖤

সর্বশেষ্ঠ ক্ষমতাশালী আমার রব ❤️
17/05/2023

সর্বশেষ্ঠ ক্ষমতাশালী আমার রব ❤️

ভাই ভাই হয়ে যাও ❤️
17/05/2023

ভাই ভাই হয়ে যাও ❤️

12/05/2023

✍️ একদিন--

চরম গরমে সে (আমার স্ত্রী) সালাত আদায়ের সময় বিদ্যুৎ চলে গেলে, হাতপাখা দিয়ে তাঁকে বাতাস করতে লাগলাম।

কিন্তু দেখলাম তাঁর সালাত আগের চেয়েও আরো দীর্ঘ হচ্ছে। আমার হাত ব্যথা করছে। তবুও হাতপাখা ঘুরানো বন্ধ করিনি।

অবশেষে সে সালাত শেষ করলো! নাতিদীর্ঘ মোনাজাত করলো। জিজ্ঞেস করলাম, আজকের সালাত, মোনাজাত এতো লম্বা করলে যে..?

সে বললো--
জান্নাতের বাতাস গায়ে লাগছে তো তাই ইবাদতের স্বাদ বেড়ে গিয়েছে....‼️

আপনার কি কষ্ট হইছে..?

মুচকি হেসে বললাম--
জান্নাতের আশপাশে কি কোন কষ্ট থাকে..❓

একটা মুচকি হাসি দিয়ে তাঁর সেই চিরায়ত নিয়মেই "নাহ্" বলে বুকে মাথা ঠুকে দিলো!!

আমিও এক জান্নাতি আবহে হারিয়ে গেলাম।

নোট: নেককার জীবনসঙ্গী একটা সংসারকে জান্নাতের সৌরভে মুখরিত করে রাখে।
মনে রাখবেন, সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দের হয়ে যায়।
তাই রূপ কিংবা অর্থ নয়; দ্বীনদারীকেই প্রাধান্য দিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Messenger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Messenger:

Videos

Share

Category

Nearby media companies