23/04/2024
ঘটনাটা ঈদের দ্বিতীয় দিনের (শুক্রবার ছিল) :
পেটদের রেস্কিউ করার জন্য কার কাছে সাহায্য চাইতে হয় বা কারা হেল্প করবে এই বিষয়টা আমাদের জানা ছিল না। আমরা ওইভাবে কখনো পেট (কুকুর বা বিড়াল বা পাখি) বাসায় পালি নাই। তাই অসুস্থ কুকুর বা বিড়ালের টেককেয়ার কখনোই আমরা করি নাই। আমরা জাস্ট কখনো রাস্তায় যদি কোন পেট অসুস্থ হয়ে থাকে তা দেখি, তখন আমি বা আমার হাজব্যান্ড যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে, যে কোন আশেপাশে যদি কোন ফার্মেসী থাকে সেখানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাট এক্ষেত্রে যেটা হয়েছিল ঈদের দ্বিতীয় দিন স্বাভাবিকভাবেই প্রায় সব কিছুই বন্ধ থাকে, কুকুরটা যে অবস্থা ছিল তাতে মনে হচ্ছিল আমরা যদি পুরা শহর ঘুরেও ফার্মেসি বের করি তাও কুকুরটার চিকিৎসা করা বা ওর কষ্টটা কমানো সম্ভব না।আমরা আমাদের পরিচিত যারা আছে হচ্ছে বিড়াল বা কুকুর হচ্ছে না বাসায় পালে তাদেরকে ফার্স্টে নোট দেওয়া শুরু করি। যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল ঢাকার মধ্যে অনেকে এভেইলেবল ছিল না।আমি আর তাজুর কুকুরটা সার্বিক অবস্থা বোঝানোর জন্য প্রথমে ভিডিও করি। ভিডিওটা করেএকটা গ্রুপের এডমিন কে পাঠাই। Shabnaz Nisho ম্যাডামকেও ভিডিওটা দেওয়ার পর ম্যাডাম ভিডিওটা দেখে প্রথমে বলল যে কুকুরটা এক্সাক্ট লোকেশন দাও, আমি রেস্কিউ করার মত একজনকে পাঠাবো। ঢাকায় এভেলেবেল ছিল না লোকেশন দাও তো ম্যাডামকে এক্সাক্ট লোকেশন দেয়ার আগেই আমার ছোট বোন নাবিলা যেটা বলল, ওর পরিচিত দুইজন আছে যারা এরকম রেসকিউএর কাজ করে। রেসকিউ সেন্টারে দিয়ে যায়। এরকম দুইজনকে পেয়েছিলাম আমরা, আসলেই খুব সৌভাগ্যবান যে আমাদের খুব কাছাকাছি এরকম দুইজন রেসকিউবার আছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ( Anindita Ananna and Tawhidur Bitta), এবং সেইসাথে ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম যে রেসপন্স করেছে এবং উনি চেষ্টা করেছে তার জন্য ম্যাডামকে ধন্যবাদ। সর্বশেষ ধন্যবাদ আমি যাদেরকে দিব, আমার জামাই (যে আমার পাগলামি সহ্য করেছে তপ্ত আগুনের মতো ওয়েদারের মাঝে), ছোট বোন নাবিলা এবং ইম্পরট্যান্ট ব্যক্তি Musarrat Tabassum Mumu।
জানি এই পোস্টটা অনেকের বিরক্তির উদ্রেক হবে। অনেক বড় একটা পোস্ট। তাও আপনারা একটু দেখবেন পোস্টটা। এ কারণে দেখবেন কারণ আমাদের আশেপাশে এরকম অনেক অবুঝ এবং বোবা প্রাণী আছে, যারা অসুস্থ হয়ে পড়ে থাকে। আমরা হয়তো ওভাবে সময় বের করতে পারি না বা ঝামেলা কাঁধে নিতে চাই না কিন্তু আপনি কি জানেন আমাদের দুইটা মিনিট সময় আর যদি ধৈর্য থাকে, তাহলে সেটা ওদের জীবনটাকে কম কষ্টকর করে দিবে।