ఌ︎ఌ︎ 𝗦𝗮𝗽 𝗟𝘂𝗱𝘂 𝗞𝗵𝗲𝗹𝗮 ఌ︎ఌ︎

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ఌ︎ఌ︎ 𝗦𝗮𝗽 𝗟𝘂𝗱𝘂 𝗞𝗵𝗲𝗹𝗮 ఌ︎ఌ︎

ఌ︎ఌ︎ 𝗦𝗮𝗽 𝗟𝘂𝗱𝘂 𝗞𝗵𝗲𝗹𝗮 ఌ︎ఌ︎ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ఌ︎ఌ︎ 𝗦𝗮𝗽 𝗟𝘂𝗱𝘂 𝗞𝗵𝗲𝗹𝗮 ఌ︎ఌ︎, Video Creator, Dhaka.

13/10/2024

কখনো কখনো আমরা নিজদেরকে এমন কিছু সম্পর্কে জড়িয়ে ফেলি যা আমাদের জীবনে খুব কম সময়ের জন্য থাকে। আমরা সামনে পিছে কিছু না ভেবে সেই অনিশ্চিত সম্পর্ককে আঁকড়িয়ে ধরে রাখি।জানি আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যতে নেই তবুও আমরা সেই সম্পর্কের সাথে নিজেদের জড়িয়ে রাখতে ভালোবাসি ।
ফলশ্রুতিতে দেখা যায় আমরা নিজেদের অজান্তে নিজেদেরই অনেক ক্ষতি করে ফেলি।তারা কিন্তু আমাদেরকে সুন্দর একটা জীবন উপহার দেয় না। শুধুমাত্র সুন্দর একটা মূহুর্ত উপহার দেয়। আসলে তাদের আগমনই ঘটে মূহুর্তকে সুন্দর করার জন্য জীবনকে সুন্দর করার জন্য নয়।

13/10/2024

বরাবরই আমি তোমার ব্যাপারে স্বার্থপর।

12/10/2024

সম্পর্ককে কদর করতে জানতে হয়।

প্রিয় মানুষের দেওয়া প্রিয় উপহার 💝
12/10/2024

প্রিয় মানুষের দেওয়া প্রিয় উপহার 💝

12/10/2024

এখনও তো তোমাকে বলার অনেক কথা বাকি 🙃

12/10/2024

তুমিই আমার ঘর,তুমিই আমার বাড়ি।💒❤️

11/10/2024

"ঐশ্বরিয়া রায় বিশ্বসুন্দরী হয়েও চিটেড হয়" এই কথা আসলে ঠিক নয়। সৌন্দর্য দিয়ে কখনো কাউকে আটকিয়ে রাখা যায় না। মানুষ আটকায় মায়া। সৌন্দর্যতো ক্ষণস্থায়ী।
একজন চরিত্রবান সৎ পার্টনারের কাছে তার পার্টনারটায় সেরা থাকে। আর অসৎ চরিত্রহীন পার্টনারের কাছে তার সুন্দর, মায়াবী পার্টনারটিকেও অসুন্দর মনে হবে।
যে যাকে যত বেশি ভালোবাসবে তার কাছে তার প্রিয় মানুষটি তত বেশি সুন্দর মনে হবে।

11/10/2024

কিছু কিছু মন খারাপের কারণ থাকে না।💔

11/10/2024

কোনো এক সুন্দর বিকেল তোমার আমার হোক। 💝

11/10/2024

কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! 🌺
কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।
🖤🖤

10/10/2024

থেমে তো কিছুই থাকবে না,শুধু মনে থাকবে, কিছু মানুষের ব্যবহার আর কথা।
- ✍️ সুকান্ত ভট্টাচার্য

10/10/2024

রাসুল সাঃএর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাঃ মারা যাওয়ার আগে রাসুল সাঃএর দুটো হাত ধরে বললেন।আমাকে কথা দিন,আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন।আমাকে একা ফেলে যাবেন না। রাসুল সাঃ অশ্রুসিক্ত নয়নে বললেন,হে আমার প্রিয়তমা স্ত্রী,আমি কথাদিচ্ছি!খাদিজা রাঃশেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
গোসল,জানাজা শেষ করে রাসুল সাঃ তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাড়িয়ে রইলেন।হাবীবের এমনবিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিবরাইল আঃকে পাঠালেন।
জিবরাইল আঃ এসে সালাম দিয়ে জানতে চাইলেন,হে আল্লাহর রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাড়িয়ে আছেন কেন?রাসুল সাঃবললেন,হে জিবরাইল,আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তাঁর সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না।
জিবরাইল আঃ বললেন,হে আল্লাহর রাসুল,আপনি জেনে রাখুন আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন,খাদিজা রাঃকে করা মুনকার-নাকীর এর সওয়ালের জওয়াব আল্লাহ আরশে আজীম থেকে নিজেই দিয়ে দিবেন।সুবহানআল্লাহ 🌸
এই সেই খাদিজা রাঃ যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন।যেখানে তিঁনিই কবরের সওয়াল-জবাবকে ভয় পেয়েছেন।সেখানেই আমরা যেন চিন্তাই করিনা কবরের জীবন নিয়ে।আল্লাহ আকবর।🌺 খাদিজা রাঃ এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়িশা রাঃএর ঘুম ভেঙে গেলে,উঠে এসে দেখতেন রাসুল সাঃ কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন,হে আল্লাহ!যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না,বাবা ছেলেকে চিনবে না,স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেনো আমি আমার আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাঁকে দেখে যেন বিস্তৃত না হই।
খাদিজা রাঃ গোশত খেতে পছন্দ করতেন।যদিও খুব কমসুযোগ হতো।কিন্তু কখনো হঠাৎ কোন উট,দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো,তিনি তৃপ্তি করে খেতেন।উনার মৃত্যুর পর রাসুল সাঃযখনি কোনগোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোন
পশু জবাই হতো,তখন রাসুল সাঃখুব যত্নে একভাগ মাংস সরিয়ে রাখতেন।
সেটা একটা পোটলায় ভরে মদীনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাটঁতেন,প্রিয়তমা খাদিজা রাঃএর কোন পুরনো বান্ধবীর দেখা পান কিনা,সেই আশায়।কোনো বান্ধবীকে দেখলে,পোটলাটা দিতেন।আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক। আমিন

10/10/2024

মানুষের মন হলো অক্টোবরের আকাশের মতো কখনো মেষ শূন্য আবার কখনো ঝমঝমে বৃষ্টি।

09/10/2024

মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
- ✍️ রেদোয়ান মাসুদ

❤️❤️❤️
09/10/2024

❤️❤️❤️

08/10/2024

শিক্ষণীয় গল্প ✍️

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

তাই কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

08/10/2024

তুমি আমার কাছে অনেক দামী। 💖

মন খারাপের দিনে আকাশ দেখে মন ভালো করি। ❤️
08/10/2024

মন খারাপের দিনে আকাশ দেখে মন ভালো করি। ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ఌ︎ఌ︎ 𝗦𝗮𝗽 𝗟𝘂𝗱𝘂 𝗞𝗵𝗲𝗹𝗮 ఌ︎ఌ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category