চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলছি...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা:
দেখো বাংলাদেশ, এটা বীর চট্টলা।
দফা এক, দাবি এক,
স্বৈরাচারের পদত্যাগ।✊
ছাত্র আন্দো'লনে যোগ দেবে তিনশ এর অধিক অবসরপ্রাপ্ত সেনা অফিসার | যে তথ্য দিলেন সাবেক সেনা
ছাত্র আন্দো'লনে যোগ দেবে তিনশ এর অধিক অবসরপ্রাপ্ত সেনা অফিসার | যে তথ্য দিলেন সাবেক সেনা
আমি চারদিকে পরিবর্তনের ডাক শুনতে পাচ্ছি, জনতার জয়ধ্বনি আমার কানে বাজছে। হয়তোবা আমি থাকবো না, কিন্তু আপনারা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাবেন। সত্যের জয় নিশ্চিত, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দেওয়া হলো।
সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায়-পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।
আর একটা গুলি চললে পরিণাম খুব ভয়াবহ হবে....
গোটা দেশ জেগে উঠেছে। আন্দোলন পৌঁছে গেছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে,প্রত্যেকটা পাড়ায় - পাড়ায়।কোটা সংস্কার আন্দোলনে রিয়া,আহাদ সহ যারা শহীদ হয়েছে তাদের স্মরণে ক্ষুদেদের আয়োজন। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা।✊
আপনার এলাকায় এমন কিছু কার্যক্রম হলে আমাদেরকে ভিডিও পাঠাতে পারেন এবং অনলাইনে শেয়ার করতে পারেন। ভিডিওটি পাঠিয়েছেন - Puspita Nath
আসছে ফাগুনে নয়, দ্বিগুণ হবার এখনই সময়।✊
আমাদের এই শিক্ষকদের অভিব্যক্তি কতটা সৎ, কতটা পবিত্র। আমার শিক্ষক, আমার অভিভাবক। আমি উনাদের শ্রদ্ধা করি,বিজয়ের পর একদিন উনাদের সালাম করে আসবো। আর যেসকল শিক্ষকরা এমন সময়েও চুপ থাকবেন, আপনাদের প্রতি আমাদের আজন্ম ঘৃণা, ঘৃণা আর ঘৃণা রয়ে যাবে।
আজ চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে এবং এই শান্তিপূর্ণ কর্মসূচীর এক পর্যায়ে পুলিশ হামলা চালায়।
তবে আজকে সারাদেশের ছাত্র-শিক্ষক-আইনজীবী-শ্রমিক-নাগরিক প্রমাণ করে দিল যে এই আন্দোলন এখন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্দোলন পৌছে গিয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অলিতে গলিতে।
প্রমাণ হয়ে গিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে, আন্দোলন আরও দ্বিগুণ তেজে রাজপথ প্রকম্পিত করবে।
প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলার ছাত্রসমাজের সাথে সাথে বাংলার নাগরিকসমাজও জেগে উঠেছে!
শহীদ ভাই-বোনদের রক্তের বিচার হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন