Khan Talat Mahmud Rafy

Khan Talat Mahmud Rafy বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

14/11/2024

রক্তের উপর দিয়ে আমাদের পরিচয়। আমরা রাজপথের সহযোদ্ধা। আমরা ক্ষমতাকে প্রশ্ন করার জন্য যুদ্ধ করেছি। ক্ষমতাকে প্রশ্ন করার চর্চা চলবে।কিন্তু তৃতীয় পক্ষ এটাকে পুঁজি করে যদি কাউকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও করেন এর পরিণতি খুব ভয়াবহ হবে। রাজপথের সহযোদ্ধারা সংকটে সবাই এক।
হুশিয়ার, সাবধান। ✊

13/11/2024

ফ্যাসিবাদ
VS
বাংলাদেশ 🇧🇩

11/11/2024

উপদেষ্টা বানায় দিচ্ছেন!
আমরা কিন্তু রাজপথে বিশ্বাসী।

11/11/2024

কপি পোস্ট
মুহতারাম MD Amir Hamza ভাই ঘোষণা দিয়েছেন৷
যদি কেউ এই মুনতাহা কে ফিরিয়ে দিতে পারেন। আমি অধমের পক্ষ হতে ৫০,০০০ টাকা দিবো। প্রয়োজনে তাহাকে একটি কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ। তারপর ও আপনি বাচ্চাটা কে ফিরিয়ে দেন।

মেয়েটা হারিয়ে যাওয়ার আজ ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ফিরে আসেনি! কোন সন্ধান খুঁজে পাওয়া যায়নি। মা-বাবা ভাইবোনদের কান্নার আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে 💔

শিশুটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
যোগাযোগ:
মাহবুব মোরশেদ- ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদ- ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদ- ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদ- ০১৭৫১১২৪৪৮
রাকি : আমির হামজা - ০১৭৯৮৬৪৫৫৭০

আমাদের একটি শেয়ারে হইতো মেয়েটি ফিরে আসতে পারে। দুআ করি মুনতাহা তার পরিবারে অতি দ্রুত ফিরে যেনো' আসতে পারে ইনশা আল্লাহ 💐

Raqi Amir Hamza

06/11/2024

কি অবস্থা আপনাদের?

ছাত্রলীগ নিষিদ্ধ
23/10/2024

ছাত্রলীগ নিষিদ্ধ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ নিম্নোক্ত পাঁচ দফা দাবি প্রদান করেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আম...
22/10/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ নিম্নোক্ত পাঁচ দফা দাবি প্রদান করেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আমাদের সাথে আলোচনার জন্য আগামীকাল সময় দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, ছাত্রজনতার পাঁচ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

১. মুজিববাদী সংবিধান অর্থাৎ '৭২ এর সংবিধান বাতিল করে দিয়ে, নতুনকরে সংবিধান লিখতে হবে।

২. এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।

৩. ফ্যাসিবাদী সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।

৪. অভ্যুত্থানের স্পিরিটের আলোকে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে এই সপ্তাহের মধ্যে নতুন করে proclamation of Republic জারি করতে হবে। সেটির ভিত্তিতে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

৫. বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২২) নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে।

18/10/2024

৭১ , ২৪ VS মুজিববাদ

Ready
10/10/2024

Ready

Mahmudullah Riyad   ভাই আপনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী আপনি। আমার সৌভাগ্য আপনার অধি...
09/10/2024

Mahmudullah Riyad ভাই আপনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী আপনি। আমার সৌভাগ্য আপনার অধিনায়কত্বে খেলতে পেরেছি। আপনি আমার শহরের , ময়মনসিংহ জিলা স্কুলের বড় ভাই। সবসময় বড় ভাই হিসেবে পেয়েছি। কষ্টটাও তাই একটু বেশী। দোয়া রইলো সবসময়ের জন্য। আমরা গর্বিত আপনার জন্য।
❤️🇧🇩

Oh; রিয়াদ ভাই 💔🚨 বাংলাদেশের চতুর্থ উইকেট এর পতন! মাহমুদুল্লাহ রিয়াদ দুই বলে এক রান করে আউট হলেন!   |   |   |   |   |
06/10/2024

Oh; রিয়াদ ভাই 💔
🚨 বাংলাদেশের চতুর্থ উইকেট এর পতন! মাহমুদুল্লাহ রিয়াদ দুই বলে এক রান করে আউট হলেন!

| | | | |

শুধুমাত্র ছবি ছাড়া আর কোথাও ফুলের ব্যবহার না করা আমি ✌️
02/10/2024

শুধুমাত্র ছবি ছাড়া আর কোথাও ফুলের ব্যবহার না করা আমি ✌️

শহিদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। #গণবিয়ে
15/09/2024

শহিদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

#গণবিয়ে

02/09/2024

এক তারিখ তো চলে গেল কেউই তো চিঠি দিল না? এটাই কি স্বাধীনতা!

17/08/2024

ভারতের উগ্র হিন্দুত্ববাদী°রা কেমন একটা উদাহরণ দেই—

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি বোন আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধ°র্ষণ ও খু°ন করা হয়েছিল।

মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, তার ছেলে, ভাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে ধ°র্ষণ করে। পরবর্তীতে জানা যায়, দু’জন পুলিশ অফিসারসহ আটজন মেয়েটিকে আটদিন ধরে ধ’র্ষণের পর পাথর দিয়ে মাথায় আঘাত করে হ°ত্যা করে। আসিফার দেহ রাসানা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল। কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হিন্দুত্ববাদী°রা বাধা দেয়। তারপর ৪০ কিলোমিটার দূরে কাঠুয়া জেলার একটি গ্রামের জঙ্গলে আসিফাকে কবর দেয়া হয়। আসিফার জানাজায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ।

একটা শিশুকে ৮ দিন ধরে ধ’র্ষণ করেছে! ৮ জন মিলে! ৮ টা দিন! তারপর কি করলো? পাথর দিয়ে হ°ত্যা করলো। কারা করেছে—
১. মন্দিরের পুরোহিত
২. পুরোহিতের নিজের ছেলে
৩. তার ভাগিনা
৪. দু'জন পুলিশ অফিসার
৫. আরও কয়েকজন মিলে....

এই সংবাদটি বাংলাদেশে ভাইরাল হয়নি কারন— বোন আসিফা বানু মুসলিমাহ্ ছিল। কোনো এলিট কেউ ছিলো না!

Address

Netrokona
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Khan Talat Mahmud Rafy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies