Bengal Publications

Bengal Publications প্রকাশনা জগতে ২০১২ সাল থেকে দৃপ্ত পদচারণ
(9)

প্রকাশনা জগতে ২০১২ সাল থেকে দৃপ্ত পদচারণা শুরু হয়েছে বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডের। এ পর্যন্ত এই প্রকাশনা সংস্থা থেকে ১৫০ টির ও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সৃজনশীল, মননশীল ও রুচিস্নিগ্ধ এসব বই গুণে-মানে অনন্য। তিনবার বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও ব্র্যাক ব্যাংক-সমকাল পুরস্কার ও বিশাল বাংলা প্রকাশনী সাহিত্য পুরস্কার সেই দিকটির প্রতিই নির্দেশ করে। মহৎ এ প্রচেষ্টা অব্যাহত রাখতে আমরা সদাব্যাপৃত।

25/05/2024
17/05/2024

বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত আজাদ হোসেনের কবিতার বই 'দ্বিখণ্ডিত সময়ের কবিতা' এর মোড়ক উন্মোচন ও আলোচনা

14/05/2024

বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত আজাদ হোসেনের কবিতার বই 'দ্বিখণ্ডিত সময়ের কবিতা' এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

গত ১১ মে শনিবার বেলা ২টায় কুইন্স পাবলিক লাইব্রেরী, হলিস  (২০২-০৫ হিলসাইড এভিন্যু) শাখায় বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত...
12/05/2024

গত ১১ মে শনিবার বেলা ২টায় কুইন্স পাবলিক লাইব্রেরী, হলিস (২০২-০৫ হিলসাইড এভিন্যু) শাখায় বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত মুনতাসির মামুনের গ্রন্থ “পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আমেরিকার সিয়াটল থেকে ওয়াশিংটন ডি.সি” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক জনাব হাসান ফেরদৌস।

১১ মে শনিবার বেলা ২টায় কুইন্স পাবলিক লাইব্রেরী, হলিস (২০২-০৫ হিলসাইড এভিন্যু) শাখায় মুনতাসির মামুনের গ্রন্থ “পৃথি....

বেঙ্গল পাবলিকেশন্‌‌স থেকে প্রকাশিত প্রতিমা পাল মজুমদারের 'বাংলাদেশের পার্বণের রান্না' ও জয়ন্তী রায়ের 'একাত্তরের নারী' বই...
04/05/2024

বেঙ্গল পাবলিকেশন্‌‌স থেকে প্রকাশিত প্রতিমা পাল মজুমদারের 'বাংলাদেশের পার্বণের রান্না' ও জয়ন্তী রায়ের 'একাত্তরের নারী' বই দুটির মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়ে গেল আলাপে বিস্তারের এবারের পর্বে।

03/05/2024
বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত বই দুটির মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।
30/04/2024

বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত বই দুটির মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে
14/04/2024

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে

সম্প্রতি বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল পাবলিকেশন্‌‌স থেকে প্রকাশিত মোজাম্মেল হক নিয়োগীর 'লাল টিপ ও মাতৃদুগ...
11/03/2024

সম্প্রতি বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল পাবলিকেশন্‌‌স থেকে প্রকাশিত মোজাম্মেল হক নিয়োগীর 'লাল টিপ ও মাতৃদুগ্ধ', বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত 'বিদ্যাসাগর : দ্বিশতজন্মবর্ষ স্মারক', সুরঞ্জন রায় সম্পাদিত 'আমার শরণার্থীজীবন ১৯৭১', ফার‍ুক মাহমুদের 'কবি লিখলেন মেঘ', মণীশ রায় এর 'তছনছয়িা', এবং রেপ্লিকা রত্নর 'পাকিস্তানে আটক বাঙালি ও বঙ্গবন্ধু' বই এর মোড়ক উন্মোচন ও আলোচনা।

03/03/2024

তছনছয়িা
মণীশ রায়
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স

‘‘ শহরবাসীদের প্রাত্যহিক রুটিনটাই ইদানীং বদলে যেতে বসেছে। রাতে ঘুম আসতে চায় না। ব্লাডপ্রেশার বেড়েছে। অনিদ্রা-ক্ষুধামন্দা-অম্বল নিত্যদিনের ঘরোয়া আর্তনাদ। সামনে পবিত্র ঈদুল ফিতর উৎসব। একমাসের সিয়াম সাধনার পর বাঙালি মুসলমানের আনন্দের দিন এটি। অথচ বিশ্বাসী মানুষগুলো মসজিদে গিয়ে খোলা মনে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না। সংযমের বেড়িবাঁধে নিজেকে বেধে মহান রাব্বুল আল আমিনের কাছে নিজেকে সঁপে দেবার এই মাসব্যাপী সাধনাও আজ ভয়-শঙ্কায় ভরা। নির্ঝঞ্ঝাট বাঙালি মধ্যবিত্ত কখনও এরকম নিরস নিরানন্দ নিরাবেগ রোজার ঈদ দেখেনি। কোভিড সময়ের নিদারূণ এক যন্ত্রণার গল্প ‘তছনছিয়া’। সায়ন নামরে এক কলজে পড়ুয়া সদ্য কৈশোরোত্তীর্ণ যুবকরে মানসকি বর্পিযয় ও করোনা মহামাররি কামড় এক সঙ্গে হাতধরাধরি করে এগয়িছেে উপন্যাসটরি শুরু থেকে শেষ পর্যন্ত । ব্যক্তি-বিপন্নতা আর নির্দয়-নিষ্ঠুর করোনা-সময় একসঙ্গে এগিয়েছে এ উপন্যাসে।

-

পাকিস্তানে আটক বাঙালি ও বঙ্গবন্ধু
রেপ্লিকা রত্ন
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর কাছে খবর এলো পাকিস্তান সরকার সেখানে অবস্থানরত বাঙালিদেও আটকে রেখেছে। বন্দি শিবিরে তাদেও ওপর দিনের পর দিন অমানবিক নির্যাতন করছে। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসছে। স্বভাবতই বঙ্গবন্ধু চুপ কওে বসে থাকতে পারলেন না। তিনি তাদের মুক্তির জন্য নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করলেন। বিশ্বজনমত গড়ে তুলতেও সমর্থ হলেন। কিন্তু ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে বিশ্ব জনমত সৃষ্টিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল সাম্রাজ্যবাদীশক্তি। তবু বঙ্গবন্ধু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন ‘একাত্তরে ক্ষতিগ্রস্ত বাঙালির কাছে দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ তিনি করতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে।’ কিন্তু সদ্য স্বাধীন হওয়া একটি দেশের পক্ষে সাম্রাজ্যবাদীশক্তি শক্তিকে পরাস্ত করার কোনো কৌশলই তখন কাজে আসেনি। তাই তিনি শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি থেকে সরে এসেছিলেন। বলা যায় সরে আসতে বাধ্য হয়েছিলেন। তারপরেও তিনি প্রমাণ করেছিলেন তিনি বাঙালির সত্যিকারের অকৃত্রিম হৃদয়ের বন্ধু বঙ্গবন্ধু। কিন্তু কিভাবে? সেই প্রশ্নের উত্তর জানতেই পড়তে হবে পাকিস্তানে আটক বাঙালি ও বঙ্গবন্ধু ।

02/03/2024

আমার শরণার্থীজীবন ১৯৭১
সম্পাদনা : সুরঞ্জন রায়
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স

১৯৭১ সাল মহাকাব্যিক যুদ্ধের বছর। এ-বছর দেশত্যাগী শরণার্থীদের ভারতে আশ্রয় নেওয়া ও সেখানে অবস্থানকালীন যে দুর্বিষহ জীবন মোকাবিলা করতে হয়েছিল তারই স্মৃতিচারণা এ-গ্রন্থ। দীর্ঘ ৫০ বছর পরে স্মৃতির ভার থেকে যেটুকু তাঁরা বলতে পেরেছেন এ-গ্রন্থ তারই সারাৎসার। মুক্তিযুদ্ধ ও শরণার্থীজীবন সম্পর্কে বয়োজ্যেষ্ঠদের লেখার মধ্য দিয়ে যুদ্ধকালীন সমাজের যে ভাষ্য উপস্থাপিত হয়েছে তা পাকবাহিনী ও বাঙালি রাজাকার বাহিনীর গণহত্যা, ডাকাতি, খুন, ধর্ষণ, লুট, ধর্মান্তর, নারী ছিনতাই, অগ্নিসংযোগের মতো চূড়ান্ত বীভৎসতার মধ্যে শরণার্থীদের বাঁচার আপ্রাণ চেষ্টা, বৃহত্তম নৌযাত্রা ও পদযাত্রা, বিভিন্ন জায়গায় গণহত্যা, সংখ্যালঘুর প্রতি পাকাবাহিনীর মদদপুষ্টদের আচরণ, সীমান্ত অঞ্চলের কিছু সংখ্যক মানুষের অবৈধ অর্থপ্রাপ্তি ও জীবন-জীবিকার উপায়, প্রতিকারহীন লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, বন্দুক উঁচিয়ে কাপড় পেতে নিঃস্ব ও অসহায় শরণার্থীদের কাছে অর্থ দাবি প্রভৃতি বিষয়ের চিত্র উঠে এসেছে। মুক্তিযুদ্ধকালীন মানুষের জীবনযন্ত্রণার কাহিনি বাংলাদেশ ও ভারতে হারিয়ে যাওয়ার হাত থেকে বহুজনের লেখায় উদ্ভাসিত হয়ে উঠেছে এই গ্রন্থে।
‘আমার শরণার্থীজীবন : ১৯৭১’ অনেক না বলা বেদনার ইতিহাস। সেই ইতিহাসকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চেয়েছেন এ-গ্রন্থের লেখকবৃন্দ।

-

কবি লিখলেন মেঘ
ফার‍ুক মাহমুদ
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স
ফার‍ুক মাহমুদ দীর্ঘদিন কবিতার পাশাপাশি সাহিত্যের অন্যান্য শাখায়ও কলম ধরেছেন। গল্পের সংখ্যা অনেক হলেও ‘কবি লিখলেন মেঘ’ তাঁর প্রথম গল্পগ্রন্থ। এই গ্রন্থে রয়েছে নয়টি গল্প। বিষয়-বিবেচনায় গল্পগুলো চার ভাগে ভাগ করা যায়। একটি গল্পে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর উপস্থিতি রয়েছে মূর্ত, বিমূর্ত এবং প্রতীকী ব্যঞ্জনায়। সংস্কৃতি-সাহিত্যের দুই দিকপাল কালিদাস, বানভট্ট আছেন দুটি গল্পে। বৌদ্ধ সাহিত্যের অন্তর্গত ‘থেরী গাথা’র ‘আম্রপালী’ ও ‘কুলকেশা’ চরিত্র নিয়ে গল্প রয়েছে। দুটি গল্পে প্রেমানুভূতির বিচিত্র প্রকাশের আলো এবং ছায়া বিবৃত হয়েছে। একটি গল্পে পাওয়া যায় সমকালীন সমাজচিত্র, আছে একটি পৌরাণিক গল্প।

আপনারা আমন্ত্রিত।
01/03/2024

আপনারা আমন্ত্রিত।

বিদ্যাসাগর : দ্বিশতজন্মবর্ষ স্মারক
সম্পাদনা : বিশ্বজিৎ ঘোষ
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স

উনিশ শতকে সংস্কারাচ্ছন্ন বাঙালি সমাজে আবির্ভূত হয়েছিলেন মুক্তচিত্তদ্রোহী ও নাস্তিক মানবতাবাদী চিন্তানায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কূপমণ্ডূক বাঙালি সমাজে বিদ্যাসাগর ছিলেন, প্রকৃত প্রস্তাবেই, একজন আলোকিত মানুষ। দুশো বছর পূর্বে আবির্ভূত হলেও বিদ্যাসাগরের চিন্তা ও সমাজভাবনার অব্যাহত প্রাসঙ্গিকতা বাঙালিকে মুগ্ধ করে চলেছে। ‘বিদ্যাসাগর’ শীর্ষক এই গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতির প্রতি বেঙ্গল পাবলিকেশন্‌সের অকৃত্রিম শ্রদ্ধার স্মারক।
অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত এই গ্রন্থে মোট বিশটি প্রবন্ধ রয়েছে। গ্রন্থভুক্ত প্রবন্ধগুচ্ছ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সচেতন পাঠক একটি পূর্ণ ধারণা লাভ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। বিদ্যাসাগরের ব্যক্তিজীবন, চিন্তা ও কর্মোদ্যোগের সকল বিষয় এখানে আলোচিত হয়েছে।

-
লাল টিপ ও মাতৃদুগ্ধ
মোজাম্মেল হক নিয়োগী
প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশন্‌‌স

মোট তেরোটি গল্প এই গ্রন্থে মলাটবন্দি হয়েছে। দশটি গল্পই ২০২২-২০২৩ সালে লেখা। সমাজবাস্তবতা ও রূপকাশ্রয়ী গল্পগুলোতে চিত্রিত হয়েছে ব্যবচ্ছেদ করা মানুষের বিচিত্র চরিত্র। চরিত্রগুলোকে যেন ফালি ফালি করে কেটে দেখা হয়েছে মনের গহনের অন্তঃস্রোত। প্রতিটি গল্পেই রয়েছে পাঠকের জন্য বিস্তর চিন্তার রসদ। রূপকাশ্রয়ী গল্পে প্রতিবিম্বিত হয়েছে সমাজের ধূর্ত মানুষের বিমূর্ত ছবি। গল্পের জমিনে শোষণ, নিপীড়ন, ধর্মান্ধতা ও শঠতার সমান্তরালে মানবিক মহত্ত্বও ফুটে উঠেছে শৈল্পিক বুননে। তেরোটি গল্পে বিষয় ও প্রকরণের দিক থেকে যেমন রয়েছে ভিন্নতা, ঠিক তেমনই নির্মাণ-স্থাপত্যেও রয়েছে বৈচিত্র্য।

আমাদের সদ্য প্রকাশিত বইগুলো পেতে ঘুরে আসুন একুশে বইমেলায় বেঙ্গল পাবলিকেশন্সের স্টলে (১৫০,১৫১,১৫২)। অথবা পেতে পারেন বেঙ্গ...
27/02/2024

আমাদের সদ্য প্রকাশিত বইগুলো পেতে ঘুরে আসুন একুশে বইমেলায় বেঙ্গল পাবলিকেশন্সের স্টলে (১৫০,১৫১,১৫২)। অথবা পেতে পারেন বেঙ্গল বই, বাতিঘরসহ অন্যান্য বইয়ের দোকানে।

অনলাইনে অর্ডার করতেঃ
Bengal Boi বেঙ্গল বই https://shorturl.at/jlvAH
Rokomari.com https://shorturl.at/muNQ2


ভালো বই হোক ভালো বন্ধু।

একুশে বইমেলায় বেঙ্গল পাবলিকেশন্সের স্টল (১৫০,১৫১,১৫২) ঘুরে দেখার আমন্ত্রণ সবাইকে। ভালো বই হোক ভালো বন্ধু।
02/02/2024

একুশে বইমেলায় বেঙ্গল পাবলিকেশন্সের স্টল (১৫০,১৫১,১৫২) ঘুরে দেখার আমন্ত্রণ সবাইকে।
ভালো বই হোক ভালো বন্ধু।

21/12/2023
17/12/2023

আপনারা আমন্ত্রিত।

আপনারা আমন্ত্রিত।
14/12/2023

আপনারা আমন্ত্রিত।

সম্মানীয়া বারাঙ্গনা
মূল : জাঁ পল সার্ত্রে/ অনুবাদ : সুব্রত বড়ুয়া

‘সম্মানীয়া বারাঙ্গনা’ প্রখ্যাত ফরাসি লেখক জাঁ পল সার্ত্রের ‘দ্য রেসপেক্টেবল প্রস্টিটিউট’ নাটকের অনুবাদ। এই নাটকের বিষয় বর্ণবাদ। গত শতাব্দীতে কালোদের ওপর সাদাদের নির্মমতা, শাসনের নামে শোষণ ও অত্যাচারের আখ্যান ফুটে ওঠে এই নাটকের মাত্র দুটি দৃশ্যের মধ্য দিয়ে। দেখা যায়, সমাজের নিচুশ্রেণির সাদা মানুষদের স্বপ্ন দেখিয়ে কীভাবে কালো মানুষ এবং তাদের ওপর শোষণের স্টিমরোলার চালায় সাদা, তথা উঁচু শ্রেণির শ্বেতাঙ্গরা। সবকিছুর পেছনে ক্রিয়াশীল থাকে পুঁজিবাদ ও বর্ণবাদ।

বইটির প্রকাশক : বেঙ্গল পাবলিকেশন্‌স, ফেব্রুয়ারি ২০২৩

Address

House 42, Road/16, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Publications:

Videos

Share

Category

ভালো বই হোক ভালো বন্ধু

বাংলাদেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচর্যা এবং বিশ্বের দরবারে তুলে ধরতে সুদীর্ঘকাল ধরে কাজ করে চলেছে বেঙ্গল ফাউন্ডেশন। শুধু কর্মে নয়, কাগজ-কলমেও এদেশের সংস্কৃতি-ঐতিহ্যকে ধরে রাখতে আগ্রহী আমরা। সেই আগ্রহ থেকেই সৃষ্টি বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডের।

প্রকাশনা জগতে ২০১২ সাল থেকে দৃপ্ত পদচারণা শুরু হয়েছে বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডের। এ পর্যন্ত এই প্রকাশনা সংস্থা থেকে ১৬০টির ও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সৃজনশীল, মননশীল ও রুচিস্নিগ্ধ এসব বই গুণে-মানে অনন্য। চারবার বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও ব্র্যাক ব্যাংক-সমকাল পুরস্কার ও বিশাল বাংলা প্রকাশনী সাহিত্য পুরস্কার সেই দিকটির প্রতিই নির্দেশ করে। মহৎ এ প্রচেষ্টা অব্যাহত রাখতে আমরা সদাব্যাপৃত।

শুধু বড়দের নয়, শিশুদের প্রতিও সমান দৃষ্টি রয়েছে বেঙ্গল পাবলিকেশনসের। মৌলিক ও গবেষণাসহ নানা গ্রন্থের পাশাপাশি এ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হচ্ছে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’, শিশুতোষ পত্রিকা ‘জল পড়ে পাতা নড়ে’ ছাড়াও বেশ কিছু পত্রপত্রিকা।

বেঙ্গল পাবলিকেশন্স মনে করে, ভালো বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। সৃজনশীল চিন্তার খোরাক। মানুষের মননকে জাগিয়ে তুলতে, সমৃদ্ধ করতে ভালো বইয়ের বিকল্প নেই। আমরা মনে করি, বেঙ্গল পাবলিকেশনসের বই ও পত্রপত্রিকা আপনার এ পথচলাকে আরো মসৃণ করবে ।

Nearby media companies



You may also like